Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

SaudiArabianLaw

Ronaldo: বিকিনি পরে ছবি পোস্ট জর্জিনার! গার্লফ্রেন্ডের জন্য বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফের বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবারে কারণটা একেবারেই আলাদা। নিজের খেলা বা নিজের জন্য কোনও বিতর্কে জড়াননি তিনি। বিতর্কে জড়িয়েছেন নিজের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) জন্য। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আর যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সৌদির নিয়ম (Saudi Arabian Law) ভাঙার অভিযোগ উঠেছে জর্জিনার বিরুদ্ধে। তবে কী এমন কাণ্ড ঘটালেন রোনাল্ডোর প্রেমিকা?

সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। আর সেই থেকেই সৌদি আরবেই নিজের প্রেমিকা ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেছেন তিনি। তবে সৌদি আরবে থাকতে গেলে কিছু আইন মেনে চলতে হয়। আর সেই আইনগুলোর মধ্যেই একটি আইনের বিরুদ্ধে কাজ করে বসলেন জর্জিনা। বিকিনি পরে ছবি পোস্ট করলেন তিনি। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। সেদেশে নিয়ম রয়েছে, সেদেশের মহিলারা অর্ধনগ্ন পোশাক পরতে পারবেন না। আর সেটাই করে বসলেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড।

View this post on Instagram

A post shared by Georgina Rodríguez (@georginagio)

সমাজমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা গিয়েছে, নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে রোনাল্ডো-সহ জর্জিনাকে। ফলে তাঁর বিরুদ্ধে সেদেশের আইন ভাঙার অভিযোগ উঠে আসছে। তবে সৌদি আরব প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরবর্তীতে এই নিয়ে আরও বিতর্কে জড়িয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার।

5 months ago