Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SatishKaushik

Salman: 'তেরে নাম ২' তৈরির পরিকল্পনায় ছিলেন সতীশ-সলমন! কী বলছেন ভাইজান

কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। প্রায় দেড় মাস কেটে গিয়েছে তাঁর প্রয়াণের। তবে এখনও তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বি-টাউন। কিছুদন আগেই দেখা গিয়েছে মৃত্যুর পরও তাঁর জন্মবার্ষিকী পালন করতে, সেখানে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেকেই। কান্না ভেঙে পড়েছিলেন অনিল কাপুর ও অনুপম খের। এবারে সতীশের কথা স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন সলমন খান (Salman Khan)। সলমন জানিয়েছেন, 'তেরে নাম' ছবির পর তাঁরা 'তেরে নাম ২' ছবি তৈরিরও পরিকল্পনা করেছিলেন।

'তেরে নাম' ছবিরও যে সিক্যুয়েল করার কথা ভেবেছিলেন খোদ অভিনেতা ও পরিচালক, তা প্রায় সবারই অজানা ছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর হঠাৎই সলমন খান এক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, তাঁরা এই ব্লকবাস্টার ছবির দ্বিতীয় পার্টও করতে চেয়েছিলেন। তেরে নাম ২ তৈরির জন্য সতীশ যে একলাইনের ভাবনা দিয়েছিলেন, সেটা সলমনের এককথাতেই পছন্দ হয়েছিল। এমনকি তাঁরা স্ক্রিপটেও কাজ করা শুরু করতে চেয়েছিলেন। সলমন আরও জানিয়েছেন, এই বিষয়ে প্রায় ২০ বছর আগেই কথা বলেছিলেন তাঁরা। কিন্তু তার আগেই এই অঘটন।

উল্লেখ্য, তেরে নাম ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এই ছবির পরিচালক ছিলেন সতীশ কৌশিক। তবে সতীশের তেরে নাম ২ করার স্বপ্নপূরণ না হলেও সলমন জানিয়েছেন, তিনি এই বিষয়ে ভবিষ্যতে ভাববেন।


one year ago
Satish: বন্ধু সতীশ নেই তো কি হয়েছে! জাঁকজমক জন্মদিন উদযাপন করবেন অনুপম

চলতি বছরের ৯ মার্চ প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। সেই খবর প্রথম সামাজিক মাধ্যমে জানান, তাঁর প্রিয় বন্ধু অনুপম খের (Anupam Kher)। শেষ যাত্রায় একেবারে ভেঙে পড়েছিলেন অনুপম। এই প্রথম প্রিয় বন্ধুর জন্মদিনে সেই মানুষটাই নেই। ভারাক্রান্ত হৃদয়ে, সামাজিক মাধ্যমে বন্ধুর সঙ্গে না দেখা কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করলেন তিনি।বন্ধুর অনুপস্থিতিতে তাঁর জন্মদিন (Birthday) উদযাপন করবেন অনুপম, সে কথাও বললেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে হৃদয়-বিগলিত কথা লেখেন, বন্ধুর উদ্দেশে।

অভিনেতা অনুপম খের সামাজিক মাধ্যমে লিখলেন, 'আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিক। জন্মদিনে আন্তরিক শুভকামনা। আজ বৈশাখীতে তুমি ৬৭ বছরের হয়ে যেতে। কিন্তু ৪৮ বছর তোমার জন্মদিন উদযাপন করার সৌভাগ্য হয়েছে আমার। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ সন্ধ্যায় আমরা তোমার জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করার চেষ্টা করব। শশী এবং বংশিকার পাশে একটি চেয়ার খালি থাকবে।  এসো বন্ধু আমাদের উদযাপন করতে দেখো।' 

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক মূলত হাস্যকৌতুক চরিত্রে অভিনয় করতেন। ব্যক্তিগত জীবনেও অভিনেতা হাসি-মজা করতে পছন্দ করতেন। তাঁর জন্মদিনে সেই মজাও বাদ দিতে চান না বন্ধু অনুপম। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ বিকেলে জন্মদিনে সতীশ থাকবেন না ঠিকই কিন্তু তাঁর জন্মদিন উদযাপন করা হবে হাসি-গান ও কাছের বন্ধুদের সঙ্গে।

one year ago
Satish: সতীশকে বিষ প্রয়োগ করে খুন করেছেন তাঁর স্বামী! দাবি খামারবাড়ির মালিকের স্ত্রীর

৯ মার্চ জীবনাবসান হয়েছে বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik)। তবে অভিনেতার প্রয়াণের(Death) পর থেকেই তাঁর মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। ইতিমধ্যেই খামারবাড়ি থেকে বেশ কিছু সন্দেহজনক ওষুধ উদ্ধার করেছে দিল্লি পুলিস (Delhi Police)। তবে কি খামারবাড়িতেই এমন কোনও ঘটনা ঘটেছিল, যার জেরে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হন অভিনেতা? উঠছে নানান প্রশ্ন। তবে এই ঘটনার জেরে মুখ খুললেন খামারবাড়ির মালিক তথা দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী।

বিকাশ মালুর স্ত্রী সানভি মালুর অভিযোগ, সতীশ কৌশিককে নাকি বিষ প্রয়োগ করে খুন করে থাকতে পারেন তাঁর স্বামী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই জবানবন্দি রেকর্ড করার জন্য সানবিকে ডাক পাঠিয়েছে দিল্লি পুলিস। 

দুবাই-কেন্দ্রিক ‘কুবের গ্রুপ’-এর শীর্ষকর্তা হলেন এই বিকাশ মালু। বিকাশ মালুর কুবের গ্রুপের ছাতার তলায় তৈরি হয়েছে ‘কুবের শপ’, ‘এনভি লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড’-এর মতো একাধিক শাখা-সংস্থা। এমনকি ভারতের উন্নয়নশীল অর্থনীতিতে এখন দেশের প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে অন্যতম কুবের গ্রুপ। এক সাক্ষাৎকারে কুবের সংস্থার ডিরেক্টর বিকাশ মালু জানান, লকডাউনের সময় ২০২০-র অক্টোবরেই বাজারে আসে ‘কুবের শপ’। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কুবের শপ নিয়ে আসেন বিকাশ মালু। ২০২২ সালের মধ্যে দিল্লিতেই ১২টি বিপণি ছিল কুবের শপের। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসই নয়, দেশের সাধারণ মানুষকে বিশ্বমানের পণ্যের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছে কুবের শপ।পাশাপাশি, ‘এনভি লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে বিদেশি সিগার ও সুরার সন্ধান পাবেন দেশের মানুষ। শুধু ভারত নয়, মলদ্বীপ, শ্রীলঙ্কাতেও ব্যবসা বাড়াচ্ছে বিকাশ মালুর সংস্থা।কুবের গ্রুপের আরও একটি শাখা হল ‘কুবের এন্টারটেনমেন্ট’।

রাজস্থানের চুরু জেলার সর্দার শহরে একটি মোবাইল থিয়েটার উদ্বোধন করতে যান প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। সেই প্রেক্ষাগৃহের নেপথ্যেই ছিল এই কুবের এন্টারটেনমেন্ট। উদ্বোধনের পর সেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় এই বছরের সব থেকে বেশি চর্চিত ছবি ‘পাঠান’। শুধু রাজস্থানেই নয়, লেহ, লাদাখ, তেলঙ্গানা ও অরুণাচল প্রদেশেও মোবাইল থিয়েটার তৈরি করেছে বিকাশ মালুর এই সংস্থা কুবের শপ।

one year ago


Masaba:'সন্তান কালো হলে আমার', সন্তানসম্ভবা নীনাকে সতীশের বিয়ের প্রস্তাব

সতীশ কৌশিকের মৃত্যুসংবাদে গোটা বলিউডে শোকের ছায়া। বেশ কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন সতীশ। এছাড়াও পরিচালক হিসেবেও সফল তিনি। সলমন খান অভিনীত তেরে নাম ছবি তাঁরই পরিচালনা। যদিও এই মুহূর্তে ছবির মাধ্যমে সবটাই স্মৃতিটুকু থাক। 

এদিকে সতীশের মৃত্যুতে শোকবার্তা জানান নীনা গুপ্তা। কলেজে পড়ার সময় থেকেই পরিচয় নীনা-সতীশের। নীনা-সতীশের সম্পর্কের কথা কারও অজানা ছিল না। শোনা যায়, সন্তানসম্ভবা নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ। মাসাবা জন্মানোর আগে নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন এই পরিচালক-অভিনেতা। 

সতীশ নীনাকে বলেছিলেন, যদি সন্তানের গায়ের রং কালো হয় তাহলে বলো ওটা আমার সন্তান। আমরা বিয়ে করে নেব। শেষ পর্যন্ত বিয়ে হয়নি সতীশ-নীনার।

ভালো-মন্দ দুটো সময়ে নীনার পাশে ছিলেন বন্ধু সতীশ। তাই তাঁর মৃত্যুতে মাসাবা ধন্যবাদ জানিয়ে শোকবার্তা পাঠান মায়ের বিশেষ বন্ধুকে। ৯ই মার্চ, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালক-অভিনেতা সতীশ কৌশিক।

one year ago
Satish: শোকস্তব্ধ বলিউড, প্রয়াত পরিচালক-অভিনেতা সতীশ কৌশিক

বলিউডে (Bollywood) ফের শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস (Death) ত্যাগ করেন। এই দুঃসংবাদ সহ অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন। বন্ধুর সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লেখেন, "৪৫ বছরের বন্ধুত্বে ফুল স্টপ। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ।"

টুইটে অনুপম খের আরও লেখেন, 'আমি জানি মৃত্যু এই জীবনের সব থেকে এক অদ্বিতীয় সত্য, তবে আমি স্বপ্নেও ভাবিনি আমার প্রিয় বন্ধুকে এমন কিছু লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।'

জানা গিয়েছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক। গভীর শোকাহত অভিনেতার পরিবার থেকে ভক্তমহল সকলে। এবার হোলির উৎসবেও মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। কেবলমাত্র কমেডি জনারের অভিনেতা নয়। সতীশ কৌশিক ছিলেন একজন পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজকও বটে।

দুঁদে ভিলেনের চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। 'মিস্টার ইন্ডিয়া', 'দিওয়ানা মাস্তানা', 'রাম লাখান', 'সাজন চলে শশুরাল' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সলমান খান অভিনীত 'তেরে নাম' ছবিটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক।

one year ago