Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SaniaMirza

Sania: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সানিয়াকে মনে পড়ছে শোয়েবের

কয়েক মাস আগেই স্পোর্টস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিকের (Shoib Malik) বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন না তাঁরা। পাপারাৎজিরাও তাঁদের আর একসঙ্গে দেখতে পান না। এমনকি ইদেও সানিয়া-শোয়েবকে একসঙ্গে দেখা যায়নি। তাঁদের সামাজিক দূরত্ব দেখে, বিচ্ছেদের জল্পনায় আরেকটু ঘি ছড়িয়েছে যেন। কিন্তু এরই মাঝে শোয়েবের সানিয়াকে নিয়ে করা মন্তব্যে আবারও সেই আলোচনা উসকেছে।

সম্প্রতি পাক ক্রিকেটার শোয়েব মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, 'চারিদিকে বিচ্ছেদের গুঞ্জন, আপনি ও সানিয়া একসঙ্গে ইদ উদযাপন করলেন না কেন?' উত্তরে শোয়েব বলেন, 'ইদের দিন একসঙ্গে থাকলে ভালোই হত। কিন্তু ওঁর নিজের প্রতিশ্রুতি রয়েছে। যেমন আইপিএলে তিনি অনুষ্ঠান করছেন। এই কারণেই আমরা একসঙ্গে নেই। কিন্তু প্রত্যেকবারের মতোই ভালোবাসা একই রয়েছে।' একইসঙ্গে শোয়েব যোগ করে, 'আমি ওঁকে মিস করছি।'

২০১০ সালে হায়দরাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাক ক্রিকেটার শোয়েব এবং টেনিস তারকা সানিয়া। এরপর পাকিস্তানে 'ওয়ালিমা' অনুষ্ঠিত হয়। তাঁদের একটি ৪ বছরের ছেলেও রয়েছে। নাম ইজান মির্জা। বহুদিন এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায় না। বিচ্ছেদের গুঞ্জনে মাঝেও মুখ খোলেননি কেউ। এই প্রথম সম্পর্ক নিয়ে নিজের মৌনতা ভাঙলেন শোয়েব।


one year ago
Sania:সানিয়ার প্রিয়জনের জন্য দেওয়া ইফতার পার্টিতে নেই শোয়েব, প্রকট কি বিচ্ছেদ

সম্প্রতি টেনিসকে বিদায় জানিয়েছেন তিনি। বিবাহিত সম্পর্কে ভাঙনের গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে। এবার প্রাক্তন টেনিস সুন্দরীর (Sania Mirza) দেওয়া ইফতার পার্টিতে গরহাজির শোয়েব মালিক। আর এতে আরও গাঢ় হয়েছে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ গুঞ্জন। শোনা গিয়েছে, প্রিয়জনের উদ্দেশে দেওয়া ইফতার পার্টিতে (Iftaar Party) আমন্ত্রণ পাননি পাক ক্রিকেট তারকা (Shoaib Malik)। 

View this post on Instagram

A post shared by Sania Mirza (@mirzasaniar)

সেই ইফতার পার্টির ভিডিও সমাজমাধ্যমে দিয়েছেন সানিয়া। সেখানে ছেলে ইজহান-সহ পরিবারের বাকিরা রয়েছেন। কিন্তু নেই শোয়েব। ক্যাপশনে সানিয়া লিখেছেন, 'প্রিয়জনদের সঙ্গে ইফতার।' তারপরেই প্রশ্ন উঠছে, তা হলে কি সানিয়ার প্রিয়জনের তালিকায় নেই শোয়েব। 

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে হেরে গ্র্যান্ড স্ল্যামকে বিদায় জানিয়েছেন সানিয়া। এবার ওয়ার্ল্ড টেনিসকেও বিদায় জানিয়েছেন হায়দরাবাদ সুন্দরী।

one year ago
Sania: অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল! মহিলা আইপিএল-এ আরসিবির মেন্টর সানিয়া

চলতি বছর প্রথম হতে চলেছে মহিলা আইপিএল (WPL)। আর তার আগেই নিলামে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় তারকারা। কোটি কোটি টাকার বিনিময়ে স্মৃতি-হরমনপ্রীত-রিচা ঘোষদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার আরও এক চমক দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি। বিশ্ব ক্রিকেটের নামকরা সকলকে সই করিয়েছে দল। পুরুষদের আইপিএল-এ জয় হাসিল করতে না পারলেও লক্ষ্য মহিলা দলের দিকে। তাই দলের মেন্টর হিসেবে সানিয়া মির্জাকে (Sania Mirza) দলে রেখেছেন। আরসিবি (RCB)-র মতে, দলের মানসিকতার সঙ্গে সঠিকভাবে মিলিয়ে যাচ্ছেন সানিয়া মির্জার মানসিকতা।

বিশ্বজুড়ে মহিলাদের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে সানিয়া মির্জার ভূমিকা অনস্বীকার্য। ভারতের হয়ে তিনি বিশ্বস্তরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনের পর টেনিসকে বিদায় জানিয়েছেন। যদিও জয়ের মুখ দেখতে পাননি তিনি। চোখের জলে টেনিস কোর্টকে বিদায় জানান ভারতীয় টেনিসের পোস্টার গার্ল। সানিয়া মির্জা ৬টা গ্র্যান্ডস্ল্যাম ও ৪৩টা WTA খেতাব জিতেছেন। ফলে মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে তাঁর উপরেই ভরসা রাখছে আরসিবি।

দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা যে কাজে লাগবে তা বলাই যায়। অভ্যন্তরীণ চাপ সামলাতে সানিয়ার বাণী যে ওষুধের কাজ করবে স্মৃতি মান্ধানা, রিচাদের কাছে।

one year ago


Sania: টেনিস ব্যাট তুলে রাখছেন সানিয়া মির্জা? কী বললেন টেনিস সুন্দরী

'টেনিস ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি'- টেনিস জগৎকে শীঘ্র বিদায় জানাতে এমনটাই মন্তব্য করলেন সানিয়া মির্জা। ফেব্রুয়ারি মাসেই টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২২ সালে ইউএস ওপেন খেলে বিদায় নেওয়ার কথা ছিল। তবে হাতে চোট পাওয়ার জন্য খেলা হয়নি সেই বছর, ফলতই পিছিয়ে যায় তাঁর অবসর নেওয়ার সময়।

তবে এবার ছ'বছরের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন দুবাই টেনিস প্রতিযোগিতা খেলেই বিদায় নেবেন তিনি। নিজের অবসর নেওয়ার ব্যাপারে সানিয়ার বক্তব্য, 'ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সবসময় নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কাণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম খেলেই অবসর নেবো। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‍্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানিয়েছেন, মানসিকভাবে এখনও চনমনে থাকলেও শরীর এখন সঙ্গ দিচ্ছে না তাঁর।

মাঝেই শোনা গিয়েছিল সম্পর্কে ভাঙন ধরেছে সানিয়া এবং শোয়েব মালিকের। শোয়েব অন্য সম্পর্কে জড়িযে পড়ার কারণেই এই পরিস্থিতি। প্রসঙ্গত মেয়েদের ডাবলস ও মিক্সড ডাবলসে তিনটি করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ভারতীয় টেনিস তারকা। ইউএস ওপেন খেলার সুযোগ না পেলেও এবার অবসর নেওয়ার সিদ্ধান্ত পাকা করেছেন ভারতের টেনিস সুন্দরী।

one year ago