Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SangramiJouthaMancha

Demonstration: সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের সামনে বিক্ষোভে বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবিতে এবার নির্বাচন কমিশনের (Election Commission) সামনে বিক্ষোভে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। রবিবার প্রকাশ করা একটি বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছে তারা। আগামী ৪ জুলাই বেলা ১টা নাগাদ বিক্ষোভে সামিল হবেন মঞ্চের সদস্যরা।

এবারের পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেবিষয়ে এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনের অন্দরেও এবিষয়ে আলোচনা চলছে। তারই মাঝে কমিশনে বিক্ষোভ দেখাবে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের তরফে জানানো হয়েছে, এবার সরকারী কর্মী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ব্যাঙ্ক কর্মী সহ একাধিক পেশায় নিযুক্তদের নির্বাচনের কাজে নিযুক্ত করা হবে। ফলে তাঁদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি।

পাশাপাশি তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। ফলে স্বভাবতই সরকারী কর্মীরা উদ্বিগ্ন। তাই বাধ্য হয়েই এই কর্মসূচি নিচ্ছেন মঞ্চের নেতারা। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে গণ ইমেইল করার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।

11 months ago
DA: শঙ্খ বাজিয়ে শুরু, মমতা-অভিষেকের পাড়ায় মিছিল করবেন ডিএ আন্দোলনকারীরা

শনিবার বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) আন্দোলন ১০০ তম দিনে পড়ল। ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই শহীদ মিনারে (Sahid Minar) বসে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। আজ অর্থাৎ শনিবার আদালতের অনুমতি নিয়েই মমতা ও অভিষেকের পাড়ায় মিছিল করবেন ডিএ আন্দোলনকারীরা।

সূত্রের খবর, শনিবার বেলা একটা থেকেই এই মিছিল শুরু হবে। শুরুর আগে ১০০টি শঙ্খধ্বনির মাধ্যমে তাঁদের এই মিছিল শুরু করার পরিকল্পনা রয়েছে। ডিএ আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সূত্রে খবর, তাঁদের এই মিছিল বন্ধ করতে জনস্বার্থ মামলাও করে রাজ্য সরকার। যদিও বিচারপতি ওই আবেদন নাকচ করে দেয়, এবং হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অভিষেকের পাড়ায় অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁদের মিছিল করার অনুমতি দেয়। অবশ্য সেই মিছিল হতে হবে শান্তিপূর্ণ।

ডিএ আন্দোলনকারীদের এই মিছিল নিয়ে পূর্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে বিরক্তির সুর। পাশাপাশি একই সুর শোনা গেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এবার তাঁদের পাড়াতেই এই মিছিল যে তৃণমূলের অস্বস্তি বাড়াবে সেটা বলাই বাহুল্য।

ওদিকে আন্দোলনকারী অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে দাবী আদালতের নির্দেশে একটি দ্বিপাক্ষিক বৈঠক হলেও তাতে কোনও লাভ হয়নি। এবং তাঁদের দাবি, যে কোন রকম উপায়ই হোক তাঁদের সঙ্গে সরকারকে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে হবে এবং বকেয়া ডিএ পরিশোধ করতে হবে।

one year ago