Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sandeskhali

Arrest: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার অজিত মাইতি, কবে পুলিসের জালে ধরা পড়বে শাহজাহান ?

শিবু-উত্তমের পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা অজিত মাইতিকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালি অঞ্চলের তৃণমূলের সম্পাদক অজিত মাইতি। রবিবার সন্ধ্য়ায় অজিত মাইতিকে আটক করে নিয়ে যায় পুলিস। তারপর আজ, সোমবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই বসিরহাট আদালতে তোলা হয় তাঁকে। পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ বিচারপতির।

গতকাল অর্থাৎ রবিবার জনরোষের মুখে পড়ে একটি বাড়িতে লুকিয়ে পড়েছিলেন তৃণমূলের এই নেতা। জানা গিয়েছে, জমি লুট এবং ঘরবাড়ি ভাঙচুর মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে অজিত মাইতির বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালির বেড়মজুর গ্রাম। রবিবার শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের পাশাপাশি অজিত মাইতির গ্রেফতারি নিয়েও শুরু হয়েছিল তোড়জোড়। এমনকি বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। তারপরেই রবিবার সন্ধ্য়ায় সেই জনরোষের মাঝখান থেকে অজিত মাইতিকে আটক করে নিয়ে যায় পুলিস। এরপর মিঁনাখা থানায় নিয়ে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় তাঁকে। পুলিস সূত্রে খবর, অজিত মাইতির বিরুদ্ধে ৪২৭,১৪৭,৩৮০ এই তিনটি ধারায় মামলা করল পুলিস।


3 months ago