Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SamavayVote

Samavay: তেহট্ট সমবায় সমিতির ভোটে বামেদের জয়জয়কার, সিপিএম-র পক্ষে ৬৬ ভোট

নদীয়ার (Nadia Samavay Vote) তেহট্ট থানার তেহট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বামেদের জয়জয়কার। রবিবার অনুষ্ঠিত এই ভোটে ভোটার সংখ্যা ছিল প্রায় ১৭০০। সমবায় সমিতির ৭২ জন প্রতিনিধিকে নির্বাচিত করতে হওয়া এই ভোটে বিজেপি শূন্য, তৃণমূল (TMC) ৬ এবং সিপিএম (CPM) ৬৬ ভোট পেয়েছে। অর্থাৎ বিপুল জনসমর্থনে সমবায় বোর্ড নিজেদের দখলে আনল বামেরা।

অন্যদিকে তৃণমূল ২০১৮ সালের এই ভোটে ২১ আসন পেলেও এবারের ভোটে মাত্র ৬টি আসন পেয়েছে। তৃণমূলের ভোটের সংখ্যা কমে,বেড়েছে সিপিএম-র ভোট। ভোট পর্ব শেষ হয় রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ। তারপরেই জয়যুক্ত ঘোষণা হওয়ার পরই সিপিএম কর্মীরা উচ্ছ্বাস দেখিয়ে দলীয় পতাকা হাতে বিজয় মিছিল করেন।

এই ফল প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা বলেন, 'এই ফলকে আমরা খুব সদর্থকভাবে নিচ্ছি। আমাদের কাছে এই জয় প্রত্যাশিত ছিল। মানুষ এখন তৃণমূল-বিজেপিকে বিশ্বাস করছে না। কেন্দ্রে-রাজ্যে একসঙ্গে চলছে বিজেপি-তৃণমূল। তাঁদের আমানত নিরাপদ এবং সুরক্ষিত করতে মানুষ বামপন্থীদের জিতিয়েছে।'

শাসক দলের এক নেতা জানান, 'সমবায়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাঁরা কিছুই জানে না। দলীয় কর্মীরা ভোট করিয়েছে এবং গণতান্ত্রিক ভাবে রেজাল্ট বেড়িয়েছে। উচ্চ নেতৃত্ব এখনই তেহট্ট বিধানসভায় সংগঠন আরও মজবুত করুক। পাশাপাশি নেতৃত্বের মধ্যে বোঝাপড়া আরও বাড়াক। পঞ্চায়েত ভোটের আগে ত্রুটি-বিচ্যুতি শুধরে ফেলা উচিৎ।'

one year ago