Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SamavaySamiti

Bankura:খেলার অপরাধে শিশুদের মারধর, অভিযুক্ত সমবায় সমিতির ম্যানেজার-সহ ৩

সমবায় সমিতির (Samavay Samiti) গোডাউনের সামনে খেলতে যাওয়া ১০ শিশুকে মারধরের (Child Abuse) অভিযোগ। অভিযোগ উঠেছে সমিতির ম্যানেজার-সহ আরও তিন জনের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত তিন শিশু। বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানার রামডিহা এলাকার ঘটনা। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ ও সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিস। 

জানা গিয়েছে, বুধবার বিকালে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের রামডিহা গ্রামের ১০টি শিশু স্থানীয় চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যায়। সেই অপরাধে ওই শিশুদের উপর চড়াও হয় সমবায় সমিতির ম্যানেজার-সহ তিন কর্মকর্তা। শিশুদের বেধড়ক মারধরও করে বলে অভিযোগ। ঘটনায় তিনজন শিশু গুরুতর জখম হয়ে পড়লে বুধবারই তাদের আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। বৃহস্পতিবার প্রথমে রামডিহা গ্রামের জয়রামবাটি দ্বারিকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে রামডিহা গোপালগঞ্জ সমবায় সমিতির মূল দরজা বন্ধ করে প্রবল বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরে পুলিস বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, অবিলম্বে ম্যানেজার-সহ সমবায় সমিতির অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। তাঁদের দাবি, দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে এই বিক্ষোভ কর্মসূচি আগামীতে আরও জোরালো আকার ধারন করবে। 

তবে অভিযুক্ত ম্যানেজার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

one year ago