Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SajalGhosh

BJP: বাংলা সহ তিন রাজ্য়ে উপনির্বাচন, প্রার্থীতালিকায় সজল ঘোষ...

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এই আবহেই গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের একাধিক আসনের বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এর মধ্য়ে উত্তর ২৪ পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা আসনের প্রার্থীর নামও রয়েছে। সম্প্রতি বরানগরের বিধায়ক তাপস রায় ইস্তফা দেওয়ায় ওই আসনটি শূন্য হয়। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে। বরানগর কেন্দ্রের উপনির্বাচনে দল তাঁকে প্রার্থী করায় স্বভাবতই খুশি সজল ঘোষ। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত বরানগরের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, 'লড়াইটা তৃণমূলের চুরি, দুর্নীতির বিরুদ্ধে।'

তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই দুর্নীতিই এবার  বিজেপির প্রচারে প্রধান হাতিয়ার হতে চলেছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী ভাস্কর সরকার।

a month ago
Firhad: দুর্নীতি প্রমাণ হলে সিবিআই লাগবে না, আমি নিজেই নিজেকে আত্মহুতি দিয়ে দেব: ফিরহাদ

'দুর্নীতি প্রমাণ হলে সিবিআই (Cbi) লাগবে না, নিজের জীবন (Life) নিজেই বিসর্জন দিয়ে দেব' সজল ঘোষের করা অভিযোগ নিয়ে মঙ্গলবার বিকেলে সিএন-ডিজিটালকে এমনটাই জানালেন কলকাতার মেয়র (Mayor) ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সোমবার কলকাতা পুরসভার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সে প্রসঙ্গে সোমবার বিকেলে সিএন ডিজিটালের তরফে ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, দুর্নীতি প্রমাণ করতে পারলে চরম সিদ্ধান্ত নেব।

নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন অয়ন শীল। অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে, পুরসভায় অবৈধ নিয়োগ নিয়ে দাবি করে ইডি। এরপর সজল ঘোষ রবিবার নিয়োগ দুর্নীতি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে টার্গেট করে। কী বলেছেন সজল ঘোষ? বিজেপি কাউন্সিলর বলেন, 'পরিষ্কার দুর্নীতি। পুরসভায় চাকরি হয় মিউনিসিপ্যাল কমিশন পরীক্ষার মাধ্যমে। ২০১৭ সালে কয়েক লক্ষ যুবক আবেদন করেছিল। পেয়েছে ৩টে পাড়ার লোক। ১৪৯টা পদ ছিল। নিয়োগ হয়েছিল ১৪৮টি পদে। ওসব পদে নিয়োগ হয়েছে। এর মধ্যে নদিয়া সংলগ্ন এলাকার ১১৮, বৈদ্যবাটি ভদ্রেশ্বর থেকে ৬ এবং বাকীটা ববিদার পাড়া থেকে হয়েছে। বিশ্বাস করেন, দুই থেকে আড়াই লক্ষ যুবক পরীক্ষা দিল আর চাকরি পেল ৩টে পাড়ার লোকজন? এই জন্যই আমার সিবিআই তদন্তের দাবি করেছি। এগিয়ে বাংলায় ৩টে পাড়া?'

সজল ঘোষের ওই অভিযোগ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'দুর্নীতি প্রমাণ হলে সিবিআইয়ের দরকার হবে না। আমি নিজেই নিজেকে আত্মহুতি দিয়ে দেব।'

one year ago