Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SRK

Aryan: মদের ব্যবসা নয়, নিজের বাবাকে দিয়েই নতুন ব্র্যান্ডের ঘোষণা আরিয়ানের

২০২২-এর শেষে শোনা গিয়েছিল মদের ব্যবসায় নামবেন শাহরুখের (Shahrukh Khan) জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। আন্তর্জাতিক ভদকা প্রস্তুতকারক ব্র্যান্ডের সঙ্গে নাকি চুক্তিও সেরে ফেলেছেন। তা নিয়ে নেট মাধ্যমে চরম কটাক্ষের স্বীকারও হয়েছিলেন আরিয়ান। কিন্তু সব জল্পনা শেষ করে আসল ব্যবসার কথা প্রকাশ্যে আনলেন। বাবা শাহরুখের মতো অভিনেতা হতে চান না। বরং ব্যবসা করতে চান। কিন্তু নিজের ব্র্যান্ডে তবুও জড়িয়ে রাখতে চাইলেন বাবাকে।

আরিয়ান নিয়ে আসতে চলেছেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড ডি'ইয়াভল। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে আরিয়ান লেখেন, নিজস্ব কাপড়ের ব্র্যান্ড তৈরী করা তাঁর পাঁচ বছরের স্বপ্ন। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। সোমবার নিজের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারের একটি বিজ্ঞাপনেই ঝলক আপলোড করেছেন। সেখানে লেখা, 'ডি'ইয়াভল একটি স্ট্রিটওয়ার জামাকাপড়ের প্রতিষ্ঠান। আরিয়ানের ব্যবসার ব্র্যান্ড এম্বাসেডর অবশ্য তাঁর বাবা শাহরুখ খান। সম্পূর্ণ বিজ্ঞাপন আসবে তাড়াতাড়ি।

View this post on Instagram

A post shared by Aryan Khan (@___aryan___)

একেবারে হিরোসুলভ চেহারা শাহরুখ পুত্র আরিয়ানের। দর্শক ভেবেছিলেন বাবার মতো সেও অভিনয় জগতে কাজ করবেন। বিনোদন জগতে অবশ্য আরিয়ানের ডেবিউ হয়েছে, তবে কণ্ঠশিল্পী হিসেবে।  'দা লায়ন কিং'-র হিন্দি ডাবিংয়ে 'সিম্বা'র চরিত্রে গলা দিয়েছিলেন শাহরুখ। সিনেমায় অবশ্য 'মুফাসা' অর্থাৎ সিম্বার বাবার চরিত্রে গলা দেন শাহরুখ খান। সেই সিনেমায় মুফাসার সংলাপে  শাহরুখকে বলতে শোনা যায়, 'আমি তোমার বাবা এই ভেবেই সারাজীবন গর্ববোধ করেছি।তুমি ভুলে যেও না, তুমি কে।' আজও বোধহয় গর্বিত শাহরুখ আরিয়ানকে এমন কথা বলছেন।

one year ago
SRK: 'জিরো'র ব্যর্থতার পর পেশা বদলাতে চেয়েছিলেন শাহরুখ, পাঠানের সাফল্যের মাঝেই অকপট 'কিং খান'

৪ বছর পর রাজার মতো কামব্যাক! শাহরুখ খানের সাম্প্রতিক ছবি পাঠান দেখে এই মন্তব্য করছেন সিনে সমালোচকরা। ইতিমধ্যে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বক্স অফিস। আর জিরোর ব্যর্থতার পর তাঁকে আবার রাজার আসনে বসানোর জন্য দর্শক তথা অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ শাহরুখ খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বলিউডের কিং খান। 

এই সাক্ষাৎকারে সম্পূর্ণ অকপট ছিলেন শাহরুখ খান। তিনি জানান, 'মান্নতে একটি বাথরুম আছে, যেটায় তিনি ঢুকেছেন মানেই সকলে জানেন, তিনি কাঁদছেন। ঘণ্টার পর ঘণ্টা কেটেছে সেখানেই। বাড়ির বড়রা বলেন, যখন তুমি ব্যর্থ হবে, সবসময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। আমি বড়দের সে কথাই মেনে চলি, আমি বারবার আমার দর্শকের কাছে ফিরে আসি।' 

তাঁর দাবি, 'আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়। কিন্তু ভগবান আমাকে একটা বারান্দা দিয়েছেন, আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও। এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়েছে।'

তিনি নাকি পেশা বদল করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে শাহরুখ খান বলেন, 'আমি তো পেশা বদল করব বলে রান্নাবান্নাও শিখে নিয়েছিলাম! অতিমারি ও লকডাউনের ছুটিতে চুটিয়ে সময় কাটিয়েছেন ছেলেমেয়েদের সঙ্গে। রান্না করেছেন। এমনকি, পাঠান ছবির সেটেও কলাকুশলীদের খাইয়েছেন নিজের হাতের রান্না।'

one year ago