
জীবনের নতুন ইনিংস শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বান্ধবী তথা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে শনিবার সাত পাকে বাঁধা পড়লেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এই ব্যাটার।
শনিবার মহাবালেশ্বরে রুতুরাজ এবং উৎকর্ষার চার হাত এক হয়েছে। ইতিমধ্যেই বিয়ের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ওপেনিং ব্যাটার। লিখেছেন, 'পিচ থেকে বিয়ের মণ্ডপ, পর্যন্ত আমাদের যাত্রা শুরু।'
সতীর্থর বিয়েতে আমন্ত্রিত ছিলেন শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কির মতো একাধিক ক্রিকেটার। উপস্থিত না থাকলেও রুতুরাজকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, রশিদ খান, উমরান মালিক, মাহিশ থিকসানা, বেঙ্কটেশ আয়ারেরা।
বিয়ে করছেন চেন্নাই সুপার কিংসের (CSK) তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ৩ জুন বান্ধবী উৎকর্ষা পওয়ারের (Utkarsha Power) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। সম্প্রতি, আইপিএল ফাইনালে স্টেডিয়ামে রুতুরাজের হয়ে, চেন্নাইয়ের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। ম্যাচের পর সাজঘরে ধোনি ও রুতুরাজের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে উৎকর্ষাকে। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কে এই উৎকর্ষা? জানা গিয়েছে, রুতুরাজের হবু স্ত্রীও নাকি ক্রিকেটার।
১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্ম উৎকর্ষার। মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতেন। অলরাউন্ডার ছিলেন। দেড় বছর আগে শেষবার রাজ্যের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে মহিলাদের একদিনের ট্রফিতে তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন। এখন ক্রিকেট ছেড়ে পুনের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন তিনি।