Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ruturaj

India: অনবদ্য ওপেনিং জুটি, শেষে রাহুলের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত

মোহালিতে প্রথম ওয়ানডে ম্যাচে অধিনায়ক কে এল রাহুলের ব্যাটেই এল জয়। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত। শেষ ওভার পর্যন্ত খেলা গড়াতেই দিল না। ৮ বল বাকি থাকতেই প্রথম ওয়ানডে জিতে নিল টিম ইন্ডিয়া। ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেললেন রাহুল। এই ম্যাচে জিতে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল রাহুল ব্রিগেড। সিংহাসনচ্যূত হল পাকিস্তান।

মোহালির উইকেটে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ২৭৭ রান তোলা সহজ ছিল না ভারতের। কিন্তু ওপেনিং পার্টনারশিপে সেই কাজ সহজ করে দেন শুভমান গিল ও রুতুরাজ গাইকোয়াড়। ৭১ রান করে রুতুরাজ। ৭৪ রানে ফেরেন শুভমান। শ্রেয়স আইয়ার রান আউট হলেও ক্রিজে টিকে যান রাহুল। ১৮ রান করে ফেরেন ইশান কিষান। রাহুলের সঙ্গে পার্টনারশিপ করেন সূর্যকুমার যাদব। হাফসেঞ্চুরি করে অ্য়াবটের ডেলিভারিতে ফেরেন। কিন্তু রান তাড়া করে ম্যাচ বের করে ফেরেন অধিনায়ক রাহুল।

এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাট করে ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ফিরলেও বড় রান করেন ওয়ার্নার, স্মিথ, লাবুশেন, ক্যামেরুন গ্রিন, জোশ ইগলিসরা। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ২১ রানে ২৭০ রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ভারতের ফিল্ডিং নিয়ে সমালোচনা শুরু হয় নেটমাধ্যমে। উইকেটের পিছনে একাধিক সুযোগ মিস করেন রাহুল। ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে সেই সমালোচনারই যেন জবাব দিলেন রাহুল।

7 months ago
Ruturaj Gaikwad: বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সিএসকে তারকা রুতুরাজ

জীবনের নতুন ইনিংস শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বান্ধবী তথা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে শনিবার সাত পাকে বাঁধা পড়লেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এই ব্যাটার।

শনিবার মহাবালেশ্বরে রুতুরাজ এবং উৎকর্ষার চার হাত এক হয়েছে। ইতিমধ্যেই বিয়ের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ওপেনিং ব্যাটার। লিখেছেন, 'পিচ থেকে বিয়ের মণ্ডপ, পর্যন্ত আমাদের যাত্রা শুরু।'

সতীর্থর বিয়েতে আমন্ত্রিত ছিলেন শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কির মতো একাধিক ক্রিকেটার। উপস্থিত না থাকলেও রুতুরাজকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, রশিদ খান, উমরান মালিক, মাহিশ থিকসানা, বেঙ্কটেশ আয়ারেরা।

11 months ago
Ruturaj: বিয়ে করছেন সিএসকে তারকা রুতুরাজ, পাত্রী কে জানেন!

বিয়ে করছেন চেন্নাই সুপার কিংসের (CSK) তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ৩ জুন বান্ধবী উৎকর্ষা পওয়ারের (Utkarsha Power) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। সম্প্রতি, আইপিএল ফাইনালে স্টেডিয়ামে রুতুরাজের হয়ে, চেন্নাইয়ের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। ম্যাচের পর সাজঘরে ধোনি ও রুতুরাজের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে উৎকর্ষাকে। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কে এই উৎকর্ষা? জানা গিয়েছে, রুতুরাজের হবু স্ত্রীও নাকি ক্রিকেটার।

১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্ম উৎকর্ষার। মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতেন। অলরাউন্ডার ছিলেন। দেড় বছর আগে শেষবার রাজ্যের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে মহিলাদের একদিনের ট্রফিতে তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন। এখন ক্রিকেট ছেড়ে পুনের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন তিনি।

11 months ago


IPL: দিল্লিকে হারিয়ে নিজেদের প্লেঅফ কার্যত নিশ্চিত ধোনিবাহিনীর

দিল্লিকে (DC) রীতিমত দুরমুশ করে নিজেদের প্লেঅফ কার্যত নিশ্চিত করল ধোনিবাহিনী (CSK)। চেন্নাইয়ের বড় রানের সামনে কার্যত ভেঙে পড়ে দিল্লির দল। শেষে দিল্লিকে ৭৭ রানে হারাল চেন্নাই। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কনওয়ে (Conway) ও ঋতুরাজের (Ruturaj) দাপটে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে দিল্লি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে অধিনায়ক ধোনি। ডেভন কনওয়ে ও ঋতুরাজ গাইকোয়াডের দুর্ধর্ষ পার্টনারশিপ। শনিবার প্রথমে ব্যাট করতে নেমে দিল্লিকে ২২৪ রানের লক্ষ্য দিল চেন্নাই সুপার কিংস। ৫০ বলে ৭৯ রান করলেন গাইকোয়াড। ৫২ বলে ৮৭ রান এল কনওয়ের ব্যাট থেকে।

এদিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের গ্যালারিও ছিল হলুদ। ধোনিকে শ্রদ্ধা জানাল রাজধানী দিল্লিও।  দিল্লির বোলারদের বিরুদ্ধে ৮৭ বলে ১৪১ রানের ওপেনিং পার্টনারশিপ করেন কনওয়ে ও গাইকোয়াড়। ৯ বলে ২২ রান করে ফেরেন শিবম দুবে। ৭ বলে ২০ রান করেন রবীন্দ্র জাদেজা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে সিএসকে।

শেষ ওভারে ধোনির ব্যাটে ছয় প্রত্যাশা করেছিল গোটা স্টেডিয়াম। শেষ বল নো হওয়ার পর ফ্রি-হিটও পায় চেন্নাই। স্ট্রাইকে ছিলেন ধোনি। কিন্তু একটি সিঙ্গল নিয়েই খেলা শেষ করেন মাহি।

এরপরে বিরাট রানের চাপ নিয়ে খেলতে নেমে একাই লড়লেন ওয়ার্নার, বাকি দল কার্যত দেখলেন ওয়ার্নার কে। ওয়ার্নার একাই ৫৮ বলে ৮৬ রান করে। এছাড়া গোটা দলে অক্ষর ও ধুল ছাড়া কেউই দুই অঙ্কে রান করতে পারেন নি।

12 months ago