Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RupamIslam

Rupam Islam: রূপমের শোতে চরম বিশৃঙ্খলা! সময়ের আগেই শো শেষ করে কী জানালেন সঙ্গীতশিল্পী

ফসিলস বা রূপম ইসলাম, এই দুটো নামই বাঙালিদের কাছে এক 'ইমোশন'। আর রূপম ইসলামের যে কতটা ফ্যান ফলোয়িং, তা ফের একবার দেখা গেল মঙ্গলবার মধ্যমগ্রামের এক অনুষ্ঠানে। মধ্যমগ্রামের এক মেলায় রূপম ইসলামের শো ছিল। আর সেখানে উপচে পড়ে মানুষের ভিড়। মানুষের ঢল এতটাই নেমে পড়েছিল যে, বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনুষ্ঠানে ও এমনকি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করা হয় রূপম ইসলামের শো। আবার অনুষ্ঠানে আসা ভক্তদের চাপে একসময় যশোর রোড-সহ মধ্যমগ্রাম সোদপুর রোডে যান চলাচলও স্তব্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার সেই অনুষ্ঠানকে নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে বুধবার রূপম ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, যে কেন গতকালের অনুষ্ঠান মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মধ্যমগ্রামে হাজির হয়েছিলেন রূপম ইসলাম। তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন অগুনতি ভক্ত। মঞ্চে দাঁড়িয়ে যখন একের পর এক হিট গান করছিলেন গায়ক, তখনই কাতারে কাতারে মানুষ প্রবেশ করতে থাকে সেই জায়গায়। মুহূর্তের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনার। এর পর গতকালের অনুষ্ঠানের এক ভিডিও শেয়ার করে এদিন রূপম ইসলাম লিখেছেন, 'গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিসের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।'

4 months ago