Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RukminiMaitra

Draupadi: রুক্মিনীর 'দ্রৌপদী' হয়ে ওঠার যাত্রায় 'দ্রোণাচার্য' হলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি

ইতিহাস বিশ্লেষকরা মহাভারতের মহিলা চরিত্রগুলির মধ্যে একেবারে সারিতে রেখেছেন দ্রৌপদীর (Draupadi) চরিত্রটিকে। এই চরিত্রটির জন্যই এবার প্রস্তুতি নিতে চলেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবির কথা ঘোষণা হতেই, অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি এখনও পর্যন্ত সেরা দ্রৌপদী মনে করেন অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে। চরিত্র গঠনে তাঁর নির্দেশনা পেলেই একেবারে যথার্থ দ্রৌপদী হয়ে উঠবেন রুক্মিণী। অভিনেত্রীর আন্তরিক ডাকে সাড়া দিয়েছেন রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)।

রুক্মিণী মৈত্রকে দ্রৌপদী করে তুলতেই দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন রূপা। সম্প্রতি সামাজিক মাধ্যমে রূপা নিজেই একথা স্বীকার করেছেন। রুক্মিণী বরাবরই যে কোনও চরিত্রে অভিনয় করার আগে ওয়ার্কশপে অনুশীলন করায় বিশ্বাসী। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিনেমা 'বিনোদিনী; এক নটির উপাখ্যান'। এই চরিত্রটির জন্য অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন অভিনয় অনুশীলন করেছেন রুক্মিণী।

অভিনয় জীবনের শুরুতে রুক্মিনীকে অনেকে কেবলমাত্র 'দেবের প্রেমিকা' পরিচয়েই সীমাবদ্ধ রাখতে চাইতেন। কিন্তু নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। সেলুলয়েডের পর্দায় যেকোনও চরিত্রকে তুলে ধরতে যথেষ্ট পরিশ্রম করছেন অভিনেত্রী। বাংলা সিনেমা জগতে তিনি যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন, তা হলফ করে বলা যায়।

9 months ago
Rukmini Maitra: বিনোদিনী-সত্যবতীর পর এবার 'দ্রৌপদী' রুক্মিণী মৈত্র

'বিনোদিনী'র পরিচালক রাম কমল মৈত্র নতুন সিনেমার ঘোষণা করলেন। প্রধান চরিত্রে সেই রুক্মিণী মৈত্র(Rukmini Maitra)। এবারে তাঁকে দেখা যাবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্রে। ছবির নাম 'দ্রৌপদী' (Draupadi)। চিত্রনাট্য তৈরী হয়েছে শ্রীমতি প্রতিভা রায়ের উপন্যাস যাজ্ঞসেনী থেকে। দ্রৌপদ রাজা যজ্ঞসেনের কন্যাকে এই সিনেমায় বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে, তা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। যদিও এখনও রুক্মিনীর ঝলক প্রকাশ্যে আসেনি।

অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন জিতের সঙ্গে 'বুমেরাং' ছবির শ্যুটিংয়ে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অন্যদিকে রাম কমলের পরিচালনায় 'বিনোদিনী' মুক্তির অপেক্ষায়। এদিকে আবার দ্রৌপদীর চরিত্রে অভিনয় শুরু করবেন তিনি। এই তিন চরিত্রই বাঙালির কাছে বেশ জনপ্রিয়। তাই রুক্মিনীর সামনে বড় চ্যালেঞ্জ, অভিনয়ের মাধ্যমে এই তিন চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা।

ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি সুপারস্টার দেবের বান্ধবী। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেললেও তাঁর অভিনয় সত্বা নিয়ে আলোচনা কমই হয়। কারণ বেশ কিছু মানুষ তাঁকে নিয়ে বদ্ধমূল ধারণা তৈরী করেছেন নিজের মধ্যে। অভিনয় যাচাই না করেই তাই রুক্মিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন। যদিও বুঝদাররা জানেন, এই এতগুলো বছরে রুক্মিণী অনেকটা পরিণত হয়েছেন। তাই তাঁকে পর্দায় দেখার জন্য অনায়াসে অপেক্ষা করা যায়।

10 months ago
Dev: 'আমার একমাত্র সত্য', প্রেমিকার জন্মদিনে আদুরে পোস্ট দেবের

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) টলিউডের অভিনেত্রী। তবে দেবের (Dev) জীবনে তিনি প্রেমিকা। বেশ কয়েক বছর ধরে তাঁরা সহযাপন করছেন কলকাতার বুকে। একসঙ্গে ছবিও করে ফেলেছেন চারটি। আর কয়েকমাসের মধ্যে বড় পর্দায় এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ব্যোমকেশ ও দুর্গরহস্য সিনেমায়। কিন্তু সিনেমা মুক্তির আগে ২৭ জুন প্রেমিকার জন্মদিন। এই বিশেষ দিনে দেব প্রেমিকাকে নিয়ে কোনও পোস্ট দেবেন না তা কি হয়!

রুক্মিণীর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছেন দেব। তার মধ্যে রয়েছে দুটো ব্যোমকেশ ও দুর্গ রহস্যের ছবি। আর দুটি তাঁদের একান্ত সময়ের ছবি। ক্যাপশনে লিখলেন, 'আমার একমাত্র সত্য'। নেটিজেনরা বলছেন, রিয়েল লাইফে তাঁদের যতটা ভালো লাগে রিল লাইফেও তাঁদের ঠিক ততটাই পছন্দ। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অবশ্য এই বছর রুক্মিণীর বেশ ভালোই কাটছে। তাঁর ছবি বিনোদিনীও মুক্তির অপেক্ষায়।

অভিনেত্রীর জন্মদিনেই মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে তাঁর প্রথম লুক। ছবিতে সন্তানসম্ভবা লুকে দেখা যাবে সত্যবতীকে। অভিনেত্রীকে এই চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকেরা। আজ সেই অপেক্ষা স্বার্থক হয়েছে।


11 months ago


Rukmini: অন্তঃসত্বা সত্যবতী, ব্যোমকেশ ও দুর্গরহস্যে রুক্মিণীর প্রথম ঝলক প্রকাশ্যে

সিনেমার পর্দায় আসতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য (Byomkesh O Durgo Rahasya)। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব (Dev)। বিরসা দাশগুপ্তর হাতে এই প্রথম ব্যোমকেশ পরিচালনার ব্যাটন যেতে চলেছে। এই সিনেমার কথা প্রকাশ্যে আসতেই সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা শুরু হয়। প্রথমে শোনা গিয়েছিল, সত্যবতীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব গিয়েছে মৌনী রায় এবং অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও পরে শোনা যায়, সত্যবতীর চরিত্রে আর কেউ নয়, রুক্মিণীকেই (Rukmini Maitra) দেখা যাবে।

সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে একাধিকবার ব্যোমকেশের চরিত্রে দেবের ঝলক পাওয়া গেলেও, আড়ালেই ছিল সত্যবতীর ঝলক। তবে রুক্মিণী মৈত্রর জন্মদিনেই হল চরিত্রের পর্দাফাঁস। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে মঙ্গলবার সত্যবতীর প্রথম ঝলক প্রকাশ্যে এল। চিরাচরিতভাবে সত্যবতীকে যে চেহারায় সকলে কল্পনা করেছেন, তার থেকে আলাদা নয় রুক্মিনীর লুক। সত্যবতীর চরিত্রে তাঁকে দিব্যি মানিয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা সত্যবতীর লুকে রুক্মিণীর ছবি দেখে নেটিজেনরা মোহিত হয়েছেন। অভিনেত্রীর প্রশংসা না করে থাকতে পারছেন না তাঁরা। তবে এই সিনেমায় সত্যবতীকে দেখা যাবে অন্তঃসত্বা অবস্থায়। তাই রুক্মিণীর জন্য এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। চলতি বছরে ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। প্রথমবার অভিনয় করে কতটা নজর কাড়তে পারলেন, তা দেখার অপেক্ষা।

11 months ago
Rukmini: মৌনী বা পূজা নয়, ব্যোমকেশ ও দুর্গ রহস্যে দেবের বিপরীতে 'সত্যবতী' রুক্মিণী

চলতি বছরে বাংলা সিনেমার দর্শক ব্যোমকেশের (Byomkesh) চরিত্রে নতুন অভিনেতাকে পেতে চলেছেন। দেবের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। সিনেমায় ব্যোমকেশের চরিত্রে দেব (Dev) অভিনয় করবেন, একথা জেনে গিয়েছেন সকলেই। কিন্তু জল্পনা ছিল সত্যবতীর চরিত্র নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল, বলি থেকে টলি দাপিয়ে বেড়ানো দুই অভিনেত্রী রয়েছেন প্রযোজক সংস্থার নজরে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, সত্যবতীর চরিত্রে দেখা যাবে দেবের প্রেমিকা তথা টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)।

ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে পরিচালক ও প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিলেন নাকি অভিনেত্রী মৌনী রায়। তবে শোনা গিয়েছিল, পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত টাকা চেয়েছেন তিনি। যদিও এই প্রসঙ্গে মৌনীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এমন কোনও অফার না কি তাঁর কাছে যায়নি।  এরপর সত্যবতীর চরিত্রে উঠে এসেছিল অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের নাম। এবার শোনা যাচ্ছে, এই দুই নায়িকাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন, রুক্মিণী মৈত্র।

সত্যবতীর চরিত্রে নাকি রুক্মিণীর লুক টেস্টও হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি নাকি সত্যবতীর চরিত্রে তাঁর লুকের ঝলক প্রকাশ্যে আসবে। ব্যোমকেশের চরিত্রে দেবের লুক প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছিল সমালোচনা। ব্যোমকেশের চরিত্রে টলিউডের তাবড় অভিনেতাদের দেখার পর, দেবকে কিছুতেই তাঁরা এই চরিত্রে মানতে নারাজ। রুক্মিণীর লুক প্রকাশ পেলে দর্শক কেমন প্রতিক্রিয়া দেন, সেইটাই দেখার।

one year ago


Rukmini: প্রিয়াঙ্কা বনাম রুক্মিণী দ্বৈরথের মধ্যেই মালদ্বীপে অবসরে 'বিনোদিনী'

ছুটির মুডে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সম্প্রতি শেষ করেছেন 'বিনোদিনীর'(Binodini) শ্যুটিং। প্রাত্যহিক রুটিন থেকে খানিকটা মুক্তি পেতে উড়ে গেলেন সমুদ্র ঘেরা মালদ্বীপে। সঙ্গে রয়েছেন প্রেমিক দেব (Dev)। সামাজিক মাধ্যমে আগেই ছবি পোস্ট করেছিলেন দেব। মঙ্গলবার ছবি পোস্ট করলেন রুক্মিনীও। ইনস্টাগ্রামে একটি ছবিতে তাঁকে অভিনেত্রী-সুলভ কায়দায় পোজ দিতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে প্লেট ভর্তি ফলের সামনে লোলুপ মুখে বসে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন তার বাংলা তর্জমা 'যা চাই বনাম যা পাই'। অর্থাৎ অভিনেত্রী বোঝাতে চেয়েছেন বিদেশে গিয়ে তিনি আসলে ভালো ভালো ছবি তুলতে চান। অথচ খাবার দেখলেই তিনি বাকি সব ভুলে যান।

মুক্তির অপেক্ষায় রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ও রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী'। কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব 'নটি বিনোদিনী'র জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে চিত্রনাট্য। কলকাতায় ফিরে সিনেমার প্রমোশনে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। নিজেকে বিনোদিনী করে তুলতে পরিশ্রম করেছেন রুক্মিণী। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে বেশ কিছু ওয়ার্কশপ করেছেন তিনি। অন্যদিকে তাঁকে চ্যালেঞ্জ জানাতে তৈরী রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রানা সরকার প্রযোজিত 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমায় বিনোদিনী দাসীর চরিত্রে দেখা যাবে তাঁকে। শেষ পর্যন্ত এগিয়ে থাকেন কে তা চাক্ষুষ করতে অপেক্ষায় রয়েছে দর্শক।

one year ago