Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Rukmini

Draupadi: রুক্মিনীর 'দ্রৌপদী' হয়ে ওঠার যাত্রায় 'দ্রোণাচার্য' হলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি

ইতিহাস বিশ্লেষকরা মহাভারতের মহিলা চরিত্রগুলির মধ্যে একেবারে সারিতে রেখেছেন দ্রৌপদীর (Draupadi) চরিত্রটিকে। এই চরিত্রটির জন্যই এবার প্রস্তুতি নিতে চলেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবির কথা ঘোষণা হতেই, অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিনি এখনও পর্যন্ত সেরা দ্রৌপদী মনে করেন অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে। চরিত্র গঠনে তাঁর নির্দেশনা পেলেই একেবারে যথার্থ দ্রৌপদী হয়ে উঠবেন রুক্মিণী। অভিনেত্রীর আন্তরিক ডাকে সাড়া দিয়েছেন রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)।

রুক্মিণী মৈত্রকে দ্রৌপদী করে তুলতেই দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন রূপা। সম্প্রতি সামাজিক মাধ্যমে রূপা নিজেই একথা স্বীকার করেছেন। রুক্মিণী বরাবরই যে কোনও চরিত্রে অভিনয় করার আগে ওয়ার্কশপে অনুশীলন করায় বিশ্বাসী। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিনেমা 'বিনোদিনী; এক নটির উপাখ্যান'। এই চরিত্রটির জন্য অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন অভিনয় অনুশীলন করেছেন রুক্মিণী।

অভিনয় জীবনের শুরুতে রুক্মিনীকে অনেকে কেবলমাত্র 'দেবের প্রেমিকা' পরিচয়েই সীমাবদ্ধ রাখতে চাইতেন। কিন্তু নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। সেলুলয়েডের পর্দায় যেকোনও চরিত্রকে তুলে ধরতে যথেষ্ট পরিশ্রম করছেন অভিনেত্রী। বাংলা সিনেমা জগতে তিনি যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন, তা হলফ করে বলা যায়।

8 months ago
Dev-Rukmini: কেরিয়ার জীবন সফল, এবার কী বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী?

বাঙালি দর্শকদের নতুন করে দেব (Dev) ও রুক্মিনীর (Rukmini) পরিচয় দিতে হয় না। এতগুলো বছরে দেব হয়ে উঠেছেন সুপারস্টার। অন্যদিকে রুক্মিনীকে, শুরুর দিকে দর্শকেরা দেবের প্রেমিকা হিসেবে চিনলেও, তিনিও এখন অভিনয় জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরী করেছেন। ১১ অগাস্ট সিনেমাহলে মুক্তি পেয়েছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। প্রথমবার পর্দায় ব্যোমকেশ ও সত্যবতীর ভূমিকায় দেখা গিয়েছে এই জুটিকে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত সিনেমা বাঘাযতীন এবং রুক্মিণী অভিনীত সিনেমা বিনোদিনী। কেরিয়ার জীবন যখন ভালোই চলছে, ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্কের উন্নয়ন আসবে কী?

বিয়ে না করলেও এই দুই তারকা একসঙ্গে থাকেন। একথা গোপন রাখেননি তাঁরা। তবে বিয়ের প্রশ্ন করলেই, যুগলে ভাসা ভাসা উত্তর দিয়েছেন। কিন্তু তাঁদের বিয়ে বিলম্ব দেখে দর্শক মন সইছে না। দেব ও রুক্মিণী কবে বিয়ে করবেন? এই খবর জানতে মরিয়া হয়ে উঠেছেন ভক্তরা। ব্যোমকেশ মুক্তির পরই অভিনেতা দেব বিয়ে প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন।

এক ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, 'বিয়ের সঠিক সময় হবে যখন আমরা নিজেদের বিয়ের জন্য পরিণত মনে করব। বর্তমানে আমাদের কাজই আমাদের সমস্ত সময় জুড়ে রয়েছে।' ফলে ভক্তরা যতই চান, দেব রুক্মিনী বিয়ে করুন তাড়াতাড়ি। তা বোধহয় খুব তাড়াতাড়ি হওয়ার নয়।


9 months ago
Rukmini Maitra: বিনোদিনী-সত্যবতীর পর এবার 'দ্রৌপদী' রুক্মিণী মৈত্র

'বিনোদিনী'র পরিচালক রাম কমল মৈত্র নতুন সিনেমার ঘোষণা করলেন। প্রধান চরিত্রে সেই রুক্মিণী মৈত্র(Rukmini Maitra)। এবারে তাঁকে দেখা যাবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্রে। ছবির নাম 'দ্রৌপদী' (Draupadi)। চিত্রনাট্য তৈরী হয়েছে শ্রীমতি প্রতিভা রায়ের উপন্যাস যাজ্ঞসেনী থেকে। দ্রৌপদ রাজা যজ্ঞসেনের কন্যাকে এই সিনেমায় বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে, তা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। যদিও এখনও রুক্মিনীর ঝলক প্রকাশ্যে আসেনি।

অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন জিতের সঙ্গে 'বুমেরাং' ছবির শ্যুটিংয়ে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অন্যদিকে রাম কমলের পরিচালনায় 'বিনোদিনী' মুক্তির অপেক্ষায়। এদিকে আবার দ্রৌপদীর চরিত্রে অভিনয় শুরু করবেন তিনি। এই তিন চরিত্রই বাঙালির কাছে বেশ জনপ্রিয়। তাই রুক্মিনীর সামনে বড় চ্যালেঞ্জ, অভিনয়ের মাধ্যমে এই তিন চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা।

ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি সুপারস্টার দেবের বান্ধবী। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেললেও তাঁর অভিনয় সত্বা নিয়ে আলোচনা কমই হয়। কারণ বেশ কিছু মানুষ তাঁকে নিয়ে বদ্ধমূল ধারণা তৈরী করেছেন নিজের মধ্যে। অভিনয় যাচাই না করেই তাই রুক্মিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন। যদিও বুঝদাররা জানেন, এই এতগুলো বছরে রুক্মিণী অনেকটা পরিণত হয়েছেন। তাই তাঁকে পর্দায় দেখার জন্য অনায়াসে অপেক্ষা করা যায়।

9 months ago


Dev: সত্যবতীর চরিত্রে রুক্মিনীকে নিয়ে সন্দেহ ছিল প্রযোজক দেবের

টলিউড সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দেব-রুক্মিণী (Dev-Rukmini)। তাঁদের প্রেমও টলি জগতে বেশ জনপ্রিয়। বেশ কিছু বছর হল, দেবের অধিকাংশ সিনেমায় তাঁর বিপরীতে দেখা যায় রুক্মিণী মৈত্রকে। অন্য প্রযোজনা সংস্থার কাস্টিংয়ে তো এই প্রেমিক যুগলকে দেখা যায়। দেবের প্রযোজনা সংস্থার কাস্টিংয়েও রুক্মিণী বর্তমান থাকেন। এই কিছুদিন আগেই দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিতেও নায়িকা রুক্মিণী। কিন্তু এই নির্বাচন কী একা পরিচালকের? প্রযোজক দেবের এই বিষয়ে কী মত।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের আনুষ্ঠানিক ট্রেলার। সেই অনুষ্ঠানেই দেব বলেছেন, সত্যবতীর চরিত্রে তিনি নাকি প্রথমে রুক্মিনীকে ভাবেননি। টলিউডের বহু অভিনেত্রীকে তিনি এবং রুক্মিনী সত্যবতীর চরিত্রে অভিনয় করার জন্য ফোন করেছিলেন। কিন্তু তারিখ মেলেনি কারও। এমন সময় পরিচালক বিরসা দাশগুপ্ত বলেন, রুক্মিনীর লুক টেস্ট করিয়ে দেখতে। এরপর সত্যবতীর চরিত্রে রুক্মিনীকে নিয়ে নিশ্চিত হন দেব।

রুক্মিনীর সেই লুক টেস্টের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেকেই দেখেছেন। এই ছবিতে সত্যবতীকে দেখা যাবে অন্তঃসত্বা রূপে। অভিনয়ে রুক্মিণী টলিউডের অন্যান্য সত্যবতীদের টেক্কা দেবেন কিনা জানা নেই। তবে রূপে যে জোর টক্কর দেবেন তা আগে থেকেই বলা যায়। ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশের চরিত্রে প্রথমবার দেব এবং সত্যবতীর চরিত্রে রুক্মিনীর পরীক্ষা হবে ওই দিনই।

10 months ago
Dev-Srijit: দেবের প্রযোজনায়, সৃজিতের পরিচালনায়...সুখবর আসছে

সুখবর সুখবর সুখবর। বাংলার জনপ্রিয় অভিনেতা তথা প্রযোজক এবং বাংলার জনপ্রিয় পরিচালক এবার জুটি বাঁধতে চলেছেন একসঙ্গে। ইদানিং অভিনেতা দেব (Dev) এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বেশ চর্চায়। কারণ 'ব্যোমকেশ'। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'দুর্গ রহস্য'। অন্যদিকে দেবের প্রযোজনায় আসতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। শোনা গিয়েছিল, দুই পক্ষেই নাকি ঠান্ডা লড়াই চলছিল। এমন গুঞ্জনের মাঝেই নতুন খবর দিলেন তারকারা।

দেব এবং সৃজিত দুজনেই সামাজিক মাধ্যমে একই পোস্ট দিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে দেব রুক্মিণী এবং সৃজিত মুখোপাধ্যায়কে একসঙ্গে। পিছনে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিশিয়াল লোগো। এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'অবশেষে এটি অফিশিয়াল। আমরা আসছি ২০২৪ এ।' অন্যদিকে সৃজিত এই ছবি আপলোড করে সামাজিক মাধ্যমে লিখেছেন, 'খেলা হবে'।

২০২৪ এ যে ধামাকাদার কিছু আসতে চলেছে তা এতক্ষণে জেনে গিয়েছেন সকলে। অভিনেতা দেবের দুটি ছবি মুক্তির অপেক্ষায়। একদিকে রয়েছে তাঁর বাঘাযতীন। অন্যদিকে রয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতেও এই মুহূর্তে কাজ রয়েছে। দুর্গ রহস্যের শ্যুটিং শেষ করেছেন। তাঁর পরিচালনায় দশম অবতার। এই মুহূর্তে শহরের অলিগলি ঘুরে রেইকি করছেন পরিচালক।

10 months ago


Dev: 'আমার একমাত্র সত্য', প্রেমিকার জন্মদিনে আদুরে পোস্ট দেবের

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) টলিউডের অভিনেত্রী। তবে দেবের (Dev) জীবনে তিনি প্রেমিকা। বেশ কয়েক বছর ধরে তাঁরা সহযাপন করছেন কলকাতার বুকে। একসঙ্গে ছবিও করে ফেলেছেন চারটি। আর কয়েকমাসের মধ্যে বড় পর্দায় এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ব্যোমকেশ ও দুর্গরহস্য সিনেমায়। কিন্তু সিনেমা মুক্তির আগে ২৭ জুন প্রেমিকার জন্মদিন। এই বিশেষ দিনে দেব প্রেমিকাকে নিয়ে কোনও পোস্ট দেবেন না তা কি হয়!

রুক্মিণীর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছেন দেব। তার মধ্যে রয়েছে দুটো ব্যোমকেশ ও দুর্গ রহস্যের ছবি। আর দুটি তাঁদের একান্ত সময়ের ছবি। ক্যাপশনে লিখলেন, 'আমার একমাত্র সত্য'। নেটিজেনরা বলছেন, রিয়েল লাইফে তাঁদের যতটা ভালো লাগে রিল লাইফেও তাঁদের ঠিক ততটাই পছন্দ। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অবশ্য এই বছর রুক্মিণীর বেশ ভালোই কাটছে। তাঁর ছবি বিনোদিনীও মুক্তির অপেক্ষায়।

অভিনেত্রীর জন্মদিনেই মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে তাঁর প্রথম লুক। ছবিতে সন্তানসম্ভবা লুকে দেখা যাবে সত্যবতীকে। অভিনেত্রীকে এই চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকেরা। আজ সেই অপেক্ষা স্বার্থক হয়েছে।


10 months ago
Rukmini: অন্তঃসত্বা সত্যবতী, ব্যোমকেশ ও দুর্গরহস্যে রুক্মিণীর প্রথম ঝলক প্রকাশ্যে

সিনেমার পর্দায় আসতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য (Byomkesh O Durgo Rahasya)। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব (Dev)। বিরসা দাশগুপ্তর হাতে এই প্রথম ব্যোমকেশ পরিচালনার ব্যাটন যেতে চলেছে। এই সিনেমার কথা প্রকাশ্যে আসতেই সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা শুরু হয়। প্রথমে শোনা গিয়েছিল, সত্যবতীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব গিয়েছে মৌনী রায় এবং অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও পরে শোনা যায়, সত্যবতীর চরিত্রে আর কেউ নয়, রুক্মিণীকেই (Rukmini Maitra) দেখা যাবে।

সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে একাধিকবার ব্যোমকেশের চরিত্রে দেবের ঝলক পাওয়া গেলেও, আড়ালেই ছিল সত্যবতীর ঝলক। তবে রুক্মিণী মৈত্রর জন্মদিনেই হল চরিত্রের পর্দাফাঁস। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে মঙ্গলবার সত্যবতীর প্রথম ঝলক প্রকাশ্যে এল। চিরাচরিতভাবে সত্যবতীকে যে চেহারায় সকলে কল্পনা করেছেন, তার থেকে আলাদা নয় রুক্মিনীর লুক। সত্যবতীর চরিত্রে তাঁকে দিব্যি মানিয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা সত্যবতীর লুকে রুক্মিণীর ছবি দেখে নেটিজেনরা মোহিত হয়েছেন। অভিনেত্রীর প্রশংসা না করে থাকতে পারছেন না তাঁরা। তবে এই সিনেমায় সত্যবতীকে দেখা যাবে অন্তঃসত্বা অবস্থায়। তাই রুক্মিণীর জন্য এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। চলতি বছরে ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। প্রথমবার অভিনয় করে কতটা নজর কাড়তে পারলেন, তা দেখার অপেক্ষা।

10 months ago
Tollywood: 'ব্যোমকেশ ও দুর্গ রহস্যের' মুহরৎ হয়ে গেল, শ্যুটিং শুরু কবে থেকে

আলোচিত-সমালোচিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র মুহরৎ হয়ে গেল বুধবার। ছবির প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিরসা দাশগুপ্ত। প্রথমবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব (Dev)। সমস্ত জল্পনা শেষ করে সত্যবতীর চরিত্রে দেখা যাবে দেবের প্রেমিকা তথা টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini)। ছবির মুহরতে (Muharat) দেখা গিয়েছিল পরিচালক বিরসা, দেব- রুক্মিনীসহ টিমের সদস্যদের।

মুহরতের ছবিতে আরও একটি চমক দেখা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন 'বল্লভপুরের রূপকথা' খ্যাত অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কী অজিতের চরিত্রে দেখা যাবে তাঁকে? জানা গিয়েছে, অজিতের চরিত্রে নয়, সিনেমায় মণিলালের চরিত্রে দেখা যাব সত্যমকে। ছবিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র এটি। শোনা গিয়েছিল, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য অজিতের ভূমিকায় অভিনয় করতে পারেন। তবে অজিতের চরিত্রে পর্দায় কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও জল্পনা রয়ে গিয়েছে।

View this post on Instagram

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ছবির প্রযোজক এবং মূল চরিত্রাভিনেতা দেব জানিয়েছেন, শুক্রবার থেকেই শুরু হবে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শ্যুটিং। এর আগে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা। যদিও দেবকে ব্যোমকেশের চরিত্রে খুব একটা কল্পনা করতে পারছেন না দর্শক। শেষ পর্যন্ত ব্যোমকেশের চরিত্রে কতটা ছাপ রাখতে পারেন দেব, তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

12 months ago


Rukmini: মৌনী বা পূজা নয়, ব্যোমকেশ ও দুর্গ রহস্যে দেবের বিপরীতে 'সত্যবতী' রুক্মিণী

চলতি বছরে বাংলা সিনেমার দর্শক ব্যোমকেশের (Byomkesh) চরিত্রে নতুন অভিনেতাকে পেতে চলেছেন। দেবের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। সিনেমায় ব্যোমকেশের চরিত্রে দেব (Dev) অভিনয় করবেন, একথা জেনে গিয়েছেন সকলেই। কিন্তু জল্পনা ছিল সত্যবতীর চরিত্র নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল, বলি থেকে টলি দাপিয়ে বেড়ানো দুই অভিনেত্রী রয়েছেন প্রযোজক সংস্থার নজরে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, সত্যবতীর চরিত্রে দেখা যাবে দেবের প্রেমিকা তথা টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)।

ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে পরিচালক ও প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিলেন নাকি অভিনেত্রী মৌনী রায়। তবে শোনা গিয়েছিল, পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত টাকা চেয়েছেন তিনি। যদিও এই প্রসঙ্গে মৌনীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এমন কোনও অফার না কি তাঁর কাছে যায়নি।  এরপর সত্যবতীর চরিত্রে উঠে এসেছিল অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের নাম। এবার শোনা যাচ্ছে, এই দুই নায়িকাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন, রুক্মিণী মৈত্র।

সত্যবতীর চরিত্রে নাকি রুক্মিণীর লুক টেস্টও হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি নাকি সত্যবতীর চরিত্রে তাঁর লুকের ঝলক প্রকাশ্যে আসবে। ব্যোমকেশের চরিত্রে দেবের লুক প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছিল সমালোচনা। ব্যোমকেশের চরিত্রে টলিউডের তাবড় অভিনেতাদের দেখার পর, দেবকে কিছুতেই তাঁরা এই চরিত্রে মানতে নারাজ। রুক্মিণীর লুক প্রকাশ পেলে দর্শক কেমন প্রতিক্রিয়া দেন, সেইটাই দেখার।

12 months ago
Rukmini: প্রিয়াঙ্কা বনাম রুক্মিণী দ্বৈরথের মধ্যেই মালদ্বীপে অবসরে 'বিনোদিনী'

ছুটির মুডে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সম্প্রতি শেষ করেছেন 'বিনোদিনীর'(Binodini) শ্যুটিং। প্রাত্যহিক রুটিন থেকে খানিকটা মুক্তি পেতে উড়ে গেলেন সমুদ্র ঘেরা মালদ্বীপে। সঙ্গে রয়েছেন প্রেমিক দেব (Dev)। সামাজিক মাধ্যমে আগেই ছবি পোস্ট করেছিলেন দেব। মঙ্গলবার ছবি পোস্ট করলেন রুক্মিনীও। ইনস্টাগ্রামে একটি ছবিতে তাঁকে অভিনেত্রী-সুলভ কায়দায় পোজ দিতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে প্লেট ভর্তি ফলের সামনে লোলুপ মুখে বসে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন তার বাংলা তর্জমা 'যা চাই বনাম যা পাই'। অর্থাৎ অভিনেত্রী বোঝাতে চেয়েছেন বিদেশে গিয়ে তিনি আসলে ভালো ভালো ছবি তুলতে চান। অথচ খাবার দেখলেই তিনি বাকি সব ভুলে যান।

মুক্তির অপেক্ষায় রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ও রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী'। কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব 'নটি বিনোদিনী'র জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে চিত্রনাট্য। কলকাতায় ফিরে সিনেমার প্রমোশনে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। নিজেকে বিনোদিনী করে তুলতে পরিশ্রম করেছেন রুক্মিণী। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে বেশ কিছু ওয়ার্কশপ করেছেন তিনি। অন্যদিকে তাঁকে চ্যালেঞ্জ জানাতে তৈরী রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রানা সরকার প্রযোজিত 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমায় বিনোদিনী দাসীর চরিত্রে দেখা যাবে তাঁকে। শেষ পর্যন্ত এগিয়ে থাকেন কে তা চাক্ষুষ করতে অপেক্ষায় রয়েছে দর্শক।

one year ago


Dev: কর্মজীবন থেকে বিরতি নিয়ে সমুদ্র পাড়ে দেব, রুক্মিণী সঙ্গে গেলেন?

দেব (Dev) ও রুক্মিণী (Rukmini) দুজনেই অধিকাংশ সময় কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন। দেব আবার সক্রিয় রাজনীতিরও অংশ। তাই একান্তে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না বললেই চলে। দেব ব্যস্ত রয়েছেন বাঘাযতীনের শুটিং-এ, অন্যদিকে রুক্মিণী ব্যস্ত 'বিনোদিনী'র শুটিং-এ। শ্যুটিং-এর মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন দু'জনেই। দেবের চোখে চোট লাগে, রুক্মিণীও জ্বরে অসুস্থ হয়ে পড়েন। তাই পুরোদমে কর্মজীবনে ফেরার আগে একান্তযাপনে গেলেন তাঁরা। দুজনেই সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন।

সাধারণত কাজ শেষ করেই ছুটি কাটাতে যান দেব ও রুক্মিণী। এবারেও তাই করলেন। তবে এবার গন্তব্য মালদ্বীপ। দেব একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম থেকে। চারিদিকে সুইমিং পুল পরিবেষ্ঠিত একটি রিসর্টের টেবিলে বসে নায়কোচিত ভঙ্গিতে ছবি দিয়েছেন দেব।  রুক্মিণী নিজের ছবি না দিলেও ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে যতদূর চোখ যায়, কেবল সমুদ্র আর সমুদ্র। জায়গাটি যে মালদ্বীপ, তা বুঝতে তেমন অসুবিধা হয় না। যদিও তাঁরা একসঙ্গে ছবি দেননি।

one year ago
Dance: ভারতীয় নৃত্যশাস্ত্রের অতি প্রাচীন নৃত্যকলা ভরতনাট্যম, জানেন ইতিহাস (শেষ পর্ব)

সৌমেন সুর: ভারতীয় নৃত্যশাস্ত্রের এক অতি প্রাচীন নৃত্যকলা ভরতনাট্যম। অনেকে মনে করেন ভরত মুনি এর প্রবর্তন করেছিলেন বলে এই নৃত্যকলার নাম ভরতনাট্যম। ভাব,রাগ ও তালের সমন্বয়ে অপূর্ব মিশেলে সৃষ্টি এই নৃত্যকলা। ভরতনাট্যমের ভাবধারা মূলত ধর্মভিত্তিক এবং দেবতা কেন্দ্রীক। মহাদেব শিবকে এই নৃত্যশৈলীর ভগবান বলা হয়। এই অসাধারণ নৃত্যশৈলী বহুদিন যাবৎ মন্দিরের দেবদাসীর মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে দেবদাসী প্রথা অবলুপ্ত হলে এই অসাধারণ নৃত্যশৈলীর অবলুপ্তি ঘটে।

প্রথম পর্বের পর... রুক্মিণী অরুন্দলে ১৯৫৬ সালে পদ্মভূষণ এবং ১৯৬৭ সালে সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ পান। যারা ভারতকে গড়েছেন এমন ১০০ জন ভারতীয়কে তালিকাভুক্ত করে 'ইন্ডিয়া টু ডে'। তার মধ্যে রুক্মিণী দেবী অন্যতম। দক্ষিণ ভারতীয় এই নৃত্যধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রুক্মিণী কঠোর পরিশ্রম করেন। পুরাণ মতে, মুর দৈত্যকে বধ করে, দেবতাদের এবং স্বয়ং বিষ্ণুকে ভয়মুক্ত করতে দেবী চণ্ডী, দেবী লক্ষ্মী ও সরস্বতী একসঙ্গে মিলিত হয়ে বৈষ্ণো দেবী রূপ নেন।

কোনও অশুভ শক্তিকে নাশ করতে শুধু শক্তি নয়, অর্থ নয়, বিদ্যা ও জ্ঞানের প্রয়োজন রয়েছে।। অনিয়ন্ত্রিত শক্তি এবং অর্থ কোনওটাই পৃথিবীকে মঙ্গল করতে পারে না। আর বিদ্যার একমাত্র সুন্দর মাধ্যম হল সঙ্গীত। সেই সঙ্গীতের স্বাদ থেকে নারী কীভাবে বঞ্চিত থাকতে পারে! পৃথিবীর প্রথম দিন থেকে কেন জানি না নারীর চলার পথ অপেক্ষাকৃত বেশি কঠিন, ধরিত্রির মতোই প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক দুঃখ কষ্ট সহ্য করতে পারে বলেই হয়তো নারীকে সর্বসহা উপাধি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা চলছে। তবে পথ যত কঠিন, নারীরা তার চেয়েও যে কঠিন এই পরীক্ষা নারী যুগে যুগে দিয়ে এসেছে।

one year ago