Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RozgarMela

Rozgar Mela: রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র চাকরিপ্রার্থীদের দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ৫১ হাজার তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সিং করে রোজগার মেলার (Rozgar Mela) মাধ্যমে নিয়োগপত্রগুলো নতুন চাকরিপ্রার্থীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী। সারা দেশের ৪৬ টি জায়গায় একসঙ্গে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিল্লির রাইসিনা রোডে ন্যাশনাল মিডিয়া সেন্টারে থেকে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। নিয়োগপত্র তুলে দেওয়ার পর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন তিনি।

সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমেই চাকরীপ্রার্থীদের উদ্দেশে বলেন, '২০৪৭-এ আরও উন্নত ভারতের পথে এগোচ্ছে দেশ। আর কয়েক বছরের মধ্যে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এই সময়কালে প্রতিটি সরকারি কর্মীরা বড় ভূমিকা নিতে পারেন। তাই আপনারা সব সময় নাগরিকদের আগ্রাধিকার দিয়ে কাজ করবেন।'

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ অগাস্টেই ৫০ হাজার নিয়োগপত্র দেওয়া হয়। আর এবারে আজ, ২৬ সেপ্টেম্বর যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। মোট আটটি রোজগার মেলার আওতায় সাড়ে পাঁচ লক্ষের বেশি প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।

8 months ago
Rozgar Mela: রোজগার মেলায় ফের ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফের ৭০ হাজারের বেশি নিয়োগপ্রাপ্তদের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। ২২ জুলাই, শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার (Rozgar Mela) অধীনে নতুন নিয়োগপ্রাপ্তদের এই নিয়োগপত্র তুলে দেন ও সেই অনুষ্ঠানে তাঁদের উদ্দেশে বক্তৃতা দেন।

গত বছরের অক্টোবরে রোজগার মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। ফলে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। সরকারি বিবৃতি অনুযায়ী, সারা দেশের ৪৪টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার বিভাগ, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগগুলি চলছে৷

এদিন রোজগার মেলায় যুবক-যুবতিদের ভার্চুয়াল ভাবেই জয়েনিং লেটার পাঠিয়ে মোদী বলেন, দেশ নতুন দিগন্তে এগিয়ে চলেছে। কেন্দ্রের লক্ষ্য হল চলতি বছর ১০ লক্ষ চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড় সুযোগ। এটা আপনাদের পরিশ্রমের ফল।' 

10 months ago
Rozgar Mela: রোজগার মেলায় ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

দেশের যুব তরুণদের কর্মসংস্থান দিতে কেন্দ্র সরকারের এক বড় পদক্ষেপ হল রোজগার মেলা (Rozgar Mela)। ১৬ মে,মঙ্গলবার ফের রোজগার মেলা অনুষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন ও বক্তৃতা রাখলেন। দেশের মোট ৪৫ টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

২০২২ সালে কেন্দ্র সরকারের তরফে এই রোজগার মেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে দেশের যোগ্য ছেলে-মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। দেশের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ও তাঁদের কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী এই রোজগার মেলার উদ্বোধন করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতই চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র। আর এবারে ৭১ হাজার পুরুষ-নারীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই উদ্যোগকে সমর্থন করে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন বিভাগগুলিতে নিয়োগ করা হচ্ছে।

12 months ago