Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RowdyRathore

Rowdy: বনশালির প্রযোজনা 'রাউডি রাঠোর'! বাদ অক্ষয়, পরিবর্তে অভিনেতা কে?

সিনেমার দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়লেন তিনি। এতদিন জল্পনা ছিল, এবার সেই জল্পনায় মান্যতা মিলল। ২০১২ সালে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির 'বিক্রমারকুডু' সিনেমার রিমেক হয় হিন্দিতে। নাম দেওয়া হয় 'রাউডি রাঠোর' (Rowdy Rathore)। সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে(akshay Kumar)। সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি 'হেরা ফেরি'র পর সেই চরিত্রর জন্যই অধিক প্রশংসা পেয়েছিল অক্ষয়। কিন্তু এবার সেই চরিত্রেই অন্য কেউ।

জানা গিয়েছে, সাবিনা খান ও সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় আসতে চলেছে 'রাউডি রাঠোর'-এর সিক্যুয়েল। কিন্তু অক্ষয় কুমার নয়, বরং মূল চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মলহোত্রা। এই সিনেমার আগের পর্বে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। এই পর্বে বাদ যাবেন তিনিও।  সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আডবাণী।

শুধু অভিনয় নয়, রাউডি রাঠোরের সিক্যুয়েলের পরিচালকও পরিবর্তন হবেন। এই সিনেমার প্রথম পর্বের পরিচালনা করেছিলেন প্রভুদেবা।  কিন্তু শোনা যাচ্ছে বনশালির সঙ্গে তাঁর মতের অমিল থাকায় তিনি এই পর্ব ডিরেক্ট করবেন না। তাঁর পরিবর্তে পরিচালনা করবেন, আনিস বাজমি। এই পরিবর্তনে রাউডি রাঠোরের দ্বিতীয় পর্ব কী প্রথম পর্বের সাফল্যকে চাপিয়ে যেতে পারবে? এখন সেটাই দেখার।

one year ago