Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RooqmaRay

Rooqma Ray: ভরা মঞ্চে অপমানিত করেছিলেন রুকমাকে, ক্ষমা চাইলেন আয়োজক

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, আয়োজকের সঙ্গে বিবাদ বাঁধায় রেগে মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। অবশেষে সেই ঘটনায় অভিনেত্রীর (Actress) কাছে ক্ষমা চাইলেন ওই আয়োজক। অভিনেত্রীর অভিযোগ পেয়ে খানাকুলের ঘটনায় হস্তক্ষেপ করেছেন 'অল ইন্ডিয়া অর্গানাইজার এন্ড আর্টিস্ট মিউজিক ফোরাম'। এরপরেই জনসমক্ষে অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ করার জন্য ক্ষমা চাইলেন অভিযুক্ত ব্যক্তি।

খানাকুলে কিছুদিন আগে মাচা অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী রুকমা রায়। তিনি অনুষ্ঠানে কিছুটা দেরিতে পৌঁছালে রেগে যান অনুষ্ঠানের আয়োজক। যদিও অভিনেত্রী আয়োজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। ঘটনার দিন অভিনেত্রী ভক্তদের অনুরোধে তাঁদের সঙ্গে মঞ্চ থেকেই সেলফি তুলতে গেলে ওই আয়োজক রেগে এগিয়ে আসেন, অভিনেত্রীকে বলেন মঞ্চ থেকে নেমে যেতে। এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়।

রবিবার রাতে অভিনেত্রী রুকমা রায় ফেসবুক লাইভ এসে বলেন, ওই আয়োজক তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। খানাকুলের সংশ্লিষ্ট ক্লাবের তরফে ক্ষমা চেয়ে একটি ভিডিও পাঠানো হয়েছে অভিনেত্রীকে। যদিও এরপরেই রুকমা প্রশ্ন তুলেছেন, 'রাগের মাথায় চাইলেই যা খুশি বলা যায়?' অভিনেত্রীর কথার সমর্থন করছেন সকলেই। একজন অভিনেত্রী এবং সর্বোপরি একজন মহিলার সঙ্গে এমন ব্যবহার সত্যিই অপ্রত্যাশিত।

11 months ago
Rooqma Ray: মাচা করতে গিয়ে অপমানিত রুকমা রায়, রেগে স্টেজ ছাড়লেন অভিনেত্রী

ছোট পর্দা হোক বা বড় পর্দা, টলিউডের (Tollywood) অভিনেতা অভিনেত্রীদের মধ্যে মাচা অনুষ্ঠান করার একটি রেওয়াজ চালু রয়েছে। সাধারণত গ্রামের দিকে এই মাচা (Macha) অনুষ্ঠান হয়ে থাকে। প্রায় সব তারকাদের নিজেদের তৈরী অর্কেস্ট্রা অর্থাৎ বাদ্যশিল্পীরা থাকেন। তাঁদের সুরেই গান গেয়ে, কিছুটা নেচে বিনোদন করে থাকেন অভিনেতা বা অভিনেতারা। এর আগে বহুবার শোনা গিয়েছিল, মাচা অনুষ্ঠান করতে গিয়ে অপমাণিত হয়েছেন শিল্পীরা। একই ঘটনা ঘটল অভিনেত্রী রুকমা রায়ের  (Rooqma Ray) সঙ্গে।  

সম্প্রতি মাচা অনুষ্ঠান করতে গিয়েছিলেন রুকমা রায়। যথারীতি মঞ্চে উঠেছেন অভিনেত্রী এবং তাঁর টিম। গান গাইছেন রুকমা, দর্শকেরাও মোহিত হচ্ছেন। এমন সময় দর্শকদের মধ্যে থেকে বারবার অনুরোধ আসতে থাকে অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি তোলার। রুকমা আবদার মেনে নিয়ে সেলফি তুলতে রাজি হন। তবে শর্ত দেন একজনের ফোনেই সেলফি তুলবেন। যেই না সেলফি তুলতে শুরু করেছেন, তখনই অভিনেত্রীর দিকে তেড়ে আসেন অনুষ্ঠানের এক আয়োজক।

উঁচু গলায় বলেন, 'আপনাকে এখানে নিজের বিজ্ঞাপন দিতে আনা হয়নি।' অভিনেত্রী রুকমা তখন ওই আয়োজকের দিকে মাইক এগিয়ে দিয়ে বলেন, 'তাহলে আপনিই অনুষ্ঠান করে নিন।' আয়োজক তখন রুকমাকে বলেন, 'আপনি মঞ্চ থেকে নেমে যান।' একথা শুনে রুকমা আর অপেক্ষা করেননি। তৎক্ষণাৎ নেমে যান মঞ্চ থেকে। এই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

জানা গিয়েছে, রুকমার অনুষ্ঠান করার কথা ছিল ১০টা থেকে। কিন্তু অভিনেত্রী মঞ্চে ওঠেন ১২টায়। তাতেই চটে গিয়েছিলেন অনুষ্ঠানের ওই আয়োজক। তবে সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, চাইলেই একজন অভিনেত্রীকে সর্বপোরি একজন মহিলাকে এমনভাবে অপমান করা যায়!

11 months ago