Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RohitBhati

Accident: গ্রেটার নয়ডায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় তারকা

সোমবার দুর্ঘটনায় (Accident) প্রাণ (Death) হারান সোশ্যাল মিডিয়া (Social Media celebrity) সেলিব্রিটি রোহিত ভাটি (Rohit Bhati)। যিনি রাউডি ভাটি (Rowdy Bhati) নামে পরিচিত। ঘটনার দিন গাড়িতে ২৫ বছর বয়সী এই তারকার সঙ্গে আরও ২ জন ছিলেন। জানা গিয়েছে, গ্রেটার নয়ডায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়ির। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুই বন্ধুকে। একজন পুলিস কর্মকর্তা জানিয়েছেন, রোহিত ভাটি দুর্ঘটনায় মারা যান। আর তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। একজন গ্রেটার নয়ডায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (জিআইএমএস) এবং অন্যজনকে গুরুতর অবস্থার কারণে দিল্লিতে রেফার করা হয়েছে।

পুলিসের ইনচার্জ অনিল কুমার বলেন, "চৌহাদপুর আন্ডারপাসের কাছে ভোর ৩ টের দিকে ঘটনাটি ঘটে।  জানা গিয়েছে, তাঁরা একটি পার্টি থেকে ফিরছিলেন। দ্রুতগতিতে গাড়িটি চলছিল। এর ফলে একটি গাছে ধাক্কা লাগে। দুর্ঘটনাটি ঘটে।"

ভাটি বুলন্দশহরের বাসিন্দা। কিন্তু বর্তমানে তিনি গ্রেটার নয়ডায় বসবাস করছিলেন। গুজ্জর সম্প্রদায়ের অন্তর্গত, ভাটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় ছিলেন। আর তাঁর অনুরাগীর সংখ্যা হাজার হাজার বললে ভুল বলা হবে না। ভাটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই শোকের ছায়া নেমে আসে ভক্তদের মধ্যে। কয়েকজন অনুরাগী তাঁকে  শ্রদ্ধা জানাতে শেষকৃত্যের রিল এবং ভিডিও পোস্ট করেন নেটপাড়ায়।

2 years ago