Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RepublicDay

Republic Day: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারীশক্তির জয়জয়কার! কড়া নিরাপত্তা বলয়ে রাজধানী

২৬ জানুয়ারি, আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। সারা দেশজুড়ে উদযাপন করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। দেশের প্রতিটি কোণায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলছে সেলিব্রেশন। প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। এদিন সকালে দিল্লির কর্তব্যপথে পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের অনুষ্ঠানে মুখ্য অতিথি রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনজির নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী দিল্লিকে। জানা গিয়েছে, এদিন সকাল ১০ টা ২০ মিনিট থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিটের মধ্যে কোনও ফ্লাইট টেক অফ করবে না। অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর অনুমতি দেওয়া হবে না।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে একই ঘোড়ার গাড়িতে সওয়ার দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের সকালে এমনই দৃশ্য দেখা গেল দিল্লির পথে। একই ঘোড়ার গাড়িতে চড়ে রাইসিনা হিলস থেকে কর্তব্য়পথে পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল ম্যাক্রোঁ। দুই রাষ্ট্রপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের স্বাগত জানান। এর পরই পতাকা উত্তোলনের পর শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যায় মহিলা ক্ষমতায়ন। কর্তব্যপথে দেখা যায় মহিলা সেনার বর্ণাঢ্য কুচকাওয়াজ। গ্র্যান্ড সেলিব্রেশনে এবারের থিম 'ওম্যান এমপাওয়ারমেন্ট'।

শুক্রবারের মধ্য দিল্লিতে যানবাহন চলাচলের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । প্যারেড বিজয় চক থেকে শুরু হবে এবং কর্তব্য পথ, সি- ষড়ভুজ, নেতাজি সুভাষ চন্দ্র বসু মূর্তি গোলচত্বর, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজি সুভাষ মার্গ হয়ে লাল কেল্লায় শেষ হবে। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য পঞ্চম স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কর্তব্য পথ থেকে শুরু করে লালকেল্লা পর্যন্ত। মোতায়েন করা হয়েছে ১৪ হাজার দিল্লি পুলিস কর্মীকে। দিল্লি পুলিসের কমিশনার জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থায় দিল্লি পুলিশের কর্মীদের সাথে থাকবেন কমান্ডো, দ্রুত প্রতিক্রিয়া দল, পিসিআর ভ্যান, মোর্চা, নাশকতাবিরোধী চেক। এরা কর্তব্য পথ এবং শহরের চারপাশে নির্দিষ্ট যায়গায় নজরদারি করবে। দিল্লি পুলিসের পক্ষ থেকে জানানো হয় যে কোনও জরুরি অবস্থা এড়াতে পেশাদার পদ্ধতিতে প্রস্তুত রয়েছে তারা।  লাগানো হয়েছে অসংখ্য নতুন সিসিটিভি। ফেস রেকগনাইজ সিস্টেম সহ সেরা প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরা এবং পদাতিক সৈন্যরা অনুষ্ঠানস্থলের প্রতিটি কোণে নজর রাখবেন। পাশাপাশি কমিশনার জানান যে দিল্লি পুলিস বায়বীয় হুমকি মোকাবেলার জন্যও প্রস্তুত রয়েছে।

4 months ago
Purulia: প্রজাতন্ত্র দিবস-সরস্বতী পুজো না হওয়ায় তুমুল বিক্ষোভ স্কুলে! ক্ষুব্ধ পড়ুয়া থেকে অভিভাবক

স্কুলে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী (Republic Day) পুজো না হওয়ার প্রতিবাদে স্কুলশিক্ষকদের ঘিরে চরম বিক্ষোভ দেখালেন পড়ুয়া-অভিভাবকরা। ঘটনাটি পুরুলিয়া শহরের নামপাড়া এলাকার চ্যাটার্জি পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার সকালে হঠাৎই স্কুলের শিক্ষকদের দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার চ্যাটার্জি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অবস্থার অবনতি হওয়ায় ঘটনা সামাল দিতে আসতে হয় পুলিসকে। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস ছাড়াও সরস্বতী পুজো (Saraswati Puja 2023) ছিল।

পড়ুয়ারা সরস্বতী পুজো উপলক্ষে সকালে অঞ্জলি দিতে আসলে স্কুলের গেটে তালা দেখতে পায়। পড়ুয়ারা জানান, 'স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে কোনওরকম আয়োজন করা ছিল না। এরপরই তাঁরা ক্ষোভে ফুঁসতে থাকে। পরের দিন স্কুলে শিক্ষকরা গেলে তাদের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে গোটা স্কুল চত্বর।'

অভিভাবকরা জানান, 'কেন হবে না স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন? স্কুলে সরস্বতী পুজোই বা পালন করা হবে না কেন? পড়ুয়ারা কী শিখবে শিক্ষকদের থেকে? এই সকল প্রশ্ন তোলেন অভিভাবকরা শিক্ষকদের বিরুদ্ধে।' তাঁদের কঠোর শাস্তির দাবি তোলেন অভিভাবকরা।

এদিকে শিক্ষকদের পাল্টা যুক্তি, 'বর্তমানে স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা পাঁচজন। তাঁদের প্রত্যেকের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় স্কুলে পুজোর আয়োজন করতে পারেনি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা আগের দিন স্কুলের কক্ষের ভিতর পতাকা উত্তোলন করেছিলেন।'  

one year ago
Red Road: রেড রোডেও প্রজাতন্ত্র দিবসের প্যারেড! রাজ্যপাল নিলেন অভিবাদন, ছিলেন মুখ্যমন্ত্রীও

দেশব্যাপী পালিত ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023)। দিল্লির পাশাপাশি কলকাতা-সহ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রেড রোডও (Red Road Parade)। গত দু'বছর করোনার কারণে অনুষ্ঠানের জাঁকজমক। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় রেড রোড কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। তিনি এই অনুষ্ঠানে সাংবিধানিক কর্তব্য মেনে অভিবাদন গ্রহণ করেন সিভি আনন্দ বোস।

উপস্থিত ছিলেন সপার্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই কুচকাওয়াজে ছিল কলকাতা পুলিসের তরফে 'সেফ ড্রাইভ, সেভ লাইভ'-এর ট্যাবলো। ছিল ক্রীড়া-যুব কল্যাণ দফতরের তরফে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ট্যাবলো। রাজ্যের তথ্য সম্প্রচার দফতরের তরফে বাংলার সংস্কৃতি দুর্গাপুজো নিয়ে ট্যাবলো ছিল রেড রোডে।

এই অনুষ্ঠানে দেশনায়ক-মনীষীদের ছবি নিয়ে ১০০ জন ছাত্রীর র‍্যালিও অংশগ্রহণ করেছিল। ডায়মন্ড হারবার হাইস্কুলের তরফ থেকে ছিল অংশগ্রহণ। অংশ নিয়েছিল দক্ষিণ সুন্দরবনের একটি স্কুল। পাশাপাশি বর্ধমান গভর্নমেন্ট মডেল মাদ্রাসা (ইংরেজী মাধ্যম) এই প্রথমবার অংশ নিয়েছিল কুচকাওয়াজে। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণ। এছাড়া বিভিন জেলা থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল এই অনুষ্ঠানে।

one year ago


Republic: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিশরের রাষ্ট্রপতি, কর্তব্যপথে প্রথম কুচকাওয়াজ

৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপনে অনেক কিছু প্রথমবার দেখল দেশ। প্রথমবার নতুন নামকরণে হওয়া কর্তব্য পথে কুচকাওয়াজ। এ বারই প্রথম প্রধান অতিথির আসনে মিশরের (Egypt President) কোনও রাষ্ট্রপ্রধানকে। পাশাপাশি ছিল মহিলা সেনার মোটরবাইকে কলাকৌশল। এবার প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে ছিল দেশি কামানের তোপধ্বনি, বিএসএফের (BSF) মহিলা উটবাহিনী। সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারতীয় নৌসেনার (Indian Navy) বিমান ইল্যুশিন আইএল-৩৮।

৬০-র সোভিয়েত জমানায় তৈরি এই যুদ্ধবিমান প্রায় সাড়ে চার দশক ধরে ভারতীয় নৌ সেনায় কর্মরত। সমুদ্রে নজরদারি এবং ডুবোজাহাজ ধ্বংসে পারদর্শী সোভিয়েত যুগের এই বিমান এবার ভারতীয় নৌসেনার অস্ত্রসম্ভার থেকে অবসর নিতে চলেছে।


এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল-সিসির সঙ্গে এসেছে মিশরীয় সেনাবাহিনীর একটি দল। তাঁরাও অংশ নিয়েছে কর্তব্যপথের কুচকাওয়াজে। মূলত দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তার নাম রাজপথ, তা বদলে ‘কর্তব্যপথ’ করার কথা ঘোষণা করেছিলেন তিনি।


নতুন নামকরণের পর এই প্রথম বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হল সেই পথে। এই কুচকাওয়াজে ছিল রেলরক্ষী বাহিনী, গড়ুর বাহিনী এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলো। বাংলার তরফে এবার দুর্গাপুজোকে প্রজাতন্ত্র ট্যাবলোয় পাঠানো হয়েছিল।

one year ago
Padma: পদ্ম প্রাপকদের তালিকায় মুলায়ম সিং, সুধা মূর্তি, রবিনা ট্যান্ডন! ওআরএস জনক-সহ আর কে?

প্রথা মেনেই ঘোষিত দেশের অন্যতম নাগরিক সম্মান পদ্ম পুরস্কার (Padma Award) প্রাপকদের নাম। মরণোত্তর পদ্মসম্মান পাচ্ছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব-সহ (mulayam Singh Yadav) বাঙালি চিকিৎসক তথা ওআরএস-র (ORS) উদ্ভাবক দিলীপ মহলানবিশ এবং স্থপতি বালকৃষ্ণ দোশি। তাঁদের তিন জনকেই পদ্মবিভূষণে সম্মানিত করা হবে। এদিকে বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023)। তার আগে প্রথা মেনে বুধবার এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে মোদী সরকার। এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন। ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ৯১ জনকে।

এছাড়া তালিকায় নাম আছে সদ্য গোল্ডেন গ্লোব প্রাপক সঙ্গীত পরিচালক এমএম কেরাভনি, এসএম কৃষ্ণ এবং প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে আছেন তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন সমাজকর্মী সুধা মূর্তি, যিনি ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির স্ত্রী। শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা এবং অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

এদিকে কলেরা কিংবা ডায়রিয়া রোগকে বাগে আনতে ওআরএসের বহুল প্রয়োগের সূচনা হয়েছিল। আর এই ওআরএস যাঁর হাত ধরে, সেই প্রয়াত বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ ২০২৩ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণের জন্য মনোনীত হলেন। এছাড়া চলতি বছর পদ্মসম্মান পেয়েছেন আরও চার বাঙালি— সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী, প্রবীণ লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়, ভাষা গবেষক ধনীরাম টোটো এবং চিকিৎসক রতনচন্দ্র কর। উল্লেখযোগ্য এঁদের মধ্যে রতনচন্দ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দা। চার জনই পদ্মশ্রী পেয়েছেন।

পদ্মশ্রীর তালিকায় জলপাইগুড়ি জেলার দু’জন। এঁদের মধ্যে ১০২ বছর বয়সী মঙ্গলকান্তি প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাদক। সারিন্দায় পাখির ডাক বাজাতে পারেন তিনি। অন্যদিকে, ধনীরামের খ্যাতি উত্তরবঙ্গের বিপন্ন জনজাতি টোটোদের ভাষার লিপির উদ্ভাবক হিসাবে। বস্তুত, তাঁর হাত ধরেই পুনর্জন্ম হয়েছে টোটো ভাষার।

দক্ষিণ ২৪ পরগনার সূচিশিল্পী প্রীতিকণার কাঁথা স্টিচের কাজের খ্যাতি রয়েছে বাংলার সীমানা ছড়িয়ে। একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। অন্যদিকে, ৬৬ বছরের চিকিৎসক রতনচন্দ্র তাঁর জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছেন জারোয়া, ওঙ্গি, গ্রেট আন্দামানিজদের মতো জনজাতির মানুষের চিকিৎসায়।

one year ago


Jammu: ২৪ ঘণ্টায় তৃতীয়বার বিস্ফোরণে কাঁপল জম্মু, প্রজাতন্ত্র দিবসের আগে বাড়ছে উদ্বেগ

প্রজাতন্ত্র দিবসের আগে ফের জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার জোড়া বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠেছিল জম্মু। আটোঁসাঁটো করা হয়েছে নিরাপত্তা বলয়। তার মাঝেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি তৃতীয় বার। এবার বিস্ফোরণস্থল জম্মুর সিদরার বাজালতা (Bajalta) এলাকায়।

শনিবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিস সূত্রে খবর, বালি ভরতি একটি ডাম্পার আটকান এক পুলিশ কর্মী। তখনই ডাম্পারের ইউরিয়া ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। ঘটনায় যে পুলিসকর্মী ট্যাঙ্কটি আটকান তিনই জখম হন। তাঁর শরীরে সামান্য কিছু পোড়া আঘাত রয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আহত পুলিসের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনার তদন্তে নেমেছে পুলিস। প্রাথমিক অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়। এর পিছনে বড়সড় পরিকল্পনা রয়েছে। নাগরোটা থানায় বিস্ফোরক আইনের প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, নরওয়াল এলাকায় শনিবার সকালে জোড়া বিস্ফোরণ ঘটেছিল। তাতে ৯ জন জখম হয়েছিলেন। অন্যদিকে, বৃহস্পতিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করেছে জম্মু ও কাশ্মীরে। শনিবার যদিও পথে নামেনি। এর মাঝেই একের পর বিস্ফোরণের ঘটনা ঘটছে উপত্যকায়। যার জেরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

one year ago
Blast: রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যেই জম্মুতে জোড়া বিস্ফোরণ, আহত কমপক্ষে ৯

২৬শে জানুয়ারীর আগে জোড়া বিস্ফোরণে কাঁপল জম্মু। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রস্তুতির পাশাপাশি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’—উভয় কারণে জম্মু-কাশ্মীরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেও শনিবার জম্মুর নারওয়াল এলাকায় ঘটে এই দুই বিস্ফোরণ। জানা গিয়েছে, আহতের সংখ্যা অন্তত ৯ জন।

পুলিস জানিয়েছে, শহরের বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত নারওয়ালের এই এলাকা। পাশাপাশি গাড়ি মেরামতির ও গাড়ির যন্ত্রাংশের অসংখ্য দোকান রয়েছে এলাকায়। ফলে দিনভর ব্যস্তই থাকে নারওয়াল বাজার। তাই বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক এবং বোমা বিশেষজ্ঞেরা। জম্মু পুলিসের অতিরিক্ত ডিজি মুকেশ সিং বলেন, ‘‘নারওয়ালের ট্রান্সপোর্ট নগরের ৭ নম্বর ইয়ার্ডে দু’টি গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছি আমরা।’’ বর্তমানে এলাকাটি ঘিরে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

আহতদের উদ্ধার করে এলাকার একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সুপার নরেন্দ্র ভাটিয়ালি বলেন, ‘‘আহতদের মধ্যে এক জনের পেটে স্‌প্লিন্টারের আঘাত লেগেছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।’’ এই পরিস্থিতিতে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ কতখানি সুরক্ষিত সেই নিয়েও প্রশ্ন উঠছে।

one year ago