
টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) এবং অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta) নিয়ে চর্চা অনেক দিনের। তাঁরা নাকি প্রেম করছেন একে অপরের সঙ্গে, এমনই গুঞ্জনে ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া। এমনকি টলি পাড়ার অন্দরেও কান পাতলেই এই নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু একেবারে প্রকাশ্যে এই খবরে মান্যতা দিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমানে খুব বেশি আপত্তিও দেখাননি ইশা। বরং চোখ ঢেকেছেন লজ্জায়।
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা। সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন ইশা। অন্যদিকে রচনার কাছে ইন্ডাস্ট্রির সব গোপন তথ্য থাকে। জনসমক্ষে অভিনেত্রী বলেই ফেললেন, 'ইশার প্রিয় রং নাকি নীল'। আরও ইঙ্গিতপূর্ণ করে তুলল রচনার পরবর্তী মন্তব্য। অভিনেত্রী আবারও বলেন, 'আজকাল ইশা ভীষণ ফেলুদার ভক্ত'। প্রসঙ্গত, ইন্দ্রনীলকে সিনেমায় ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে। একথা শুনে ইশা প্রতিরোধ করেননি। বরং খানিকটা লজ্জায় পেয়েছেন।
ইশা আবার এর থেকে বেশি কোনও কথাও বলেননি। রচনা বন্দ্যোপাধ্যায়কেও স্বীকার করতে হয়েছে, যে ইশার পেট থেকে কথা বের করা যায় না। প্রসঙ্গত, অভিনেত্রী বরখা বিস্তকে বিয়ে করেছিলেন ইন্দ্রনীল। প্রায় ১৪ বছর দাম্পত্য জীবন কাটানোর পর, চলতি বছরেই তাঁরা সেই সম্পর্ক বিচ্ছেদে শেষ করেছেন। এরপরেই নাকি ইশা ও ইন্দ্রনীলের দুই মন এক হয়েছে।
বিবাহ-বিচ্ছেদ- আবারও মিলন, সম্পর্কের এই পথগুলি দিয়েই হেঁটেছেন রাহুল (Rahul Banerjee)-প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)। 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায় একসঙ্গে ডেবিউ করেছিলেন রাহুল প্রিয়াঙ্কা। সিনেমার সেট থেকেই প্রেম জমে উঠেছিল তাঁদের। ২০১০ সালে বিয়ে করেছিলেন দুজনে। সন্তান 'সহজ'-এর জন্ম হয়। এরপরেই ২০১৭ সালে তাঁদের সম্পর্কে চিড় ধরে। আলাদা থাকতে শুরু করেন দম্পতি। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন তাঁরা।
তবে গত বছর দোলের সময় থেকেই নাকি তাঁদের সম্পর্কের সমীকরণ আবার বদলাতে শুরু করে। সম্প্রতি বিচ্ছেদ মামলার শুনানির তারিখ থাকলেও, আদালতে হাজিরা দেননি রাহুল-প্রিয়াঙ্কা। সম্পর্কে আরও একবার সুযোগ দিতে চেয়েছেন তাঁরা। তাই আবারও একসঙ্গে সংসার করবেন দম্পতি। কিছুদিন আগেই রাহুল জানিয়েছেন, তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন, স্বামী-আছেন। রাহুল আরও জানিয়েছেন, তাঁরা যে শুধুমাত্র ছেলের জন্য এক হয়েছেন তা নয়, তাঁরা এক হয়েছেন নিজের জন্য। এমন অবস্থায় কেমন আছেন প্রিয়াঙ্কা?
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন প্রিয়াঙ্কা। ছবিগুলি ফটোশ্যুটের। সাদা সালোয়ার ও রঙিন দোপাট্টায় সুন্দর দেখাচ্ছিল তাঁকে। অনেকে বলছেন, রাহুলের সঙ্গে এক হওয়ার খুশিতে তাঁর গ্ল্যামার যেন বাড়ছে।
টলিউড ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ জিতু কমল (jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। অভিনেতা -অভিনেত্রী হিসেবে, দম্পতি হিসেবে, তাঁদের খুব পছন্দ করেন দর্শকেরা। যদিও কিছুমাস আগে নবনীতা জানিয়েছেন, জীবনের পথে তিনি আর জিতুর সঙ্গে হাঁটছেন না। তাঁদের পথ আলাদা হয়েছে, সংসার আলাদা হয়েছে। জানা গিয়েছিল, বেশ কিছু মাস ধরেই আলাদা থাকছিলেন দুজনে। কিন্তু বিচ্ছেদ প্রসঙ্গে ভিন্ন সুরে গান গেয়েছিলেন জিতু। সামাজিক মাধ্যমে অভিনেতা, নবনীতার উদ্দেশে লিখেছিলেন, 'বাচ্চা বউ, আগেও সামলেছি, পরেও সামলাব।'
এরপর আসে নবনীতার জন্মদিন। বউয়ের জন্মদিনের পুরোনো একটি ভিডিও আপলোড করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু ২৮ অগাস্ট, জিতুর জন্মদিনের সকাল থেকে শুভেচ্ছা জনাতে দেখা যায়নি নবনীতাকে। সকলে যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখনই পোস্ট করেন নবনীতা। জিতুর একটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে নবনীতা লেখেন, 'শুভ জন্মদিন'।
এই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় আবারও গুঞ্জন শুরু হয়েছে। বিচ্ছেদের পরও একে অপরের প্রতি এই তারকা দম্পতিরা যেভাবে সম্মান প্রদর্শন করছেন, তাতে আশার আলো দেখতে পাচ্ছেন নেটিজেনরা। তাঁরা প্রার্থনা করছেন, জিতু ও নবনীতা যেন সব মিটিয়ে নিয়ে আবারও এক হন।'
বলিউডের প্রেমিক যুগলদের মধ্যে বরাবরই চর্চিত অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুর (Arjun Kapoor)। দীর্ঘ সময় অভিনেতা আরবাজ খানের সঙ্গে সংসার করার পর, বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছিলেন মালাইকা। এরপর অভিনেতা অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। তাঁদের জীবন পার্থক্য, অসমবয়সী প্রেম, এই সব কিছু নিয়েই কম চর্চা হয়নি। কিন্তু ২০১৯ থেকেই অবিচ্ছিন্ন তাঁরা। বিচ্ছেদ প্রসঙ্গও এসেছে এই কয়েক বছরে। এই যেমন সম্প্রতি আবারও মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ নিয়ে ছয়লাপ হয়েছিল চারদিক। কিন্তু আবারও সেই গুড়ে বালি ঢাললেন লাভ-কাপল।
রবিবাসরীয় দুপুরে মুম্বইয়ের রেঁস্তোরায় বাইরে দেখা মিলল মালাইকা এবং অর্জুনের। মালাইকা পরেছিলেন একটি সাদা রঙের কো-অর্ড পোশাক। অর্জুনকে দেখা গিয়েছিল কালো টিশার্ট ও ডেনিমে। যদিও পাপারাৎজিদের সামনে পোজ দেননি তারকারা। সামাজিক মাধ্যমেও তাঁদের এক হওয়ার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি মালাইকা তাঁর প্রিয় কুকুরের ছবি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। সেই ছবির নিচে অর্জুন কমেন্ট করেছেন 'হ্যান্ডসাম বয়'।
তবে মালাইকার সঙ্গে অর্জুনের এই মন কষাকষি পারিবারিক কি না, এই নিয়েও প্রশ্ন উঠছে। কারণ সামাজিক মাধ্যমে অর্জুনকে আনফলো করেছেন অভিনেত্রী। একইসঙ্গে অর্জুনের দুই বোন, অনশুলা ও জাহ্নবী কাপুরকেও আনফলো করেছেন অভিনেত্রী। যদিও অর্জুন এখনও ফলো করছেন মালাইকাকে। এর আগে তারকারা বলেছিলেন, তাঁরা বিয়ে করতে চান। সঠিক সময় এলেই নাকি চার হাত এক করবেন। এত সব গুঞ্জনের মাঝে মালাইকা-অর্জুনের সম্পর্কের গতিবিধি কোনদিকে যায়, সেটাই দেখার।
বাংলাদেশী অভিনেত্রী পরীমণির (Porimoni) জীবন যেন চিত্রনাট্যের থেকে কম কিছু নয়। অভিনেত্রীর জীবন আজ একরকম তো কাল অন্যরকম। সাত দিনের পরিচয়ে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। বিবাহ জীবন শুরু দিকে ভালোই ছিল। গত মে মাস থেকে তাঁদের সম্পর্কে সমস্যার সূত্রপাত। শোনা যায়, রাজ তাঁর জিনিসপত্র নিয়ে পরীমণির বাড়ি থেকে চলে গিয়েছিলেন। ঝামেলা এতটাই বাড়ে যে, ছেলে রাজ্যের জন্মদিনেও রাজকে দেখতে চাননি পরীমণি।
ধুমধাম করে, পরীমণির ছেলে রাজ্যর জন্মদিন পালন করা হয়। যথারীতি সেখানে দেখা যায়নি রাজকে। কিন্তু বৃহস্পতিবার থেকেই সেই চিত্র বদলাতে শুরু করে। একটি ভিডিও ও বেশ কিছু ছবিতে দেখা যায়, একসঙ্গে ছেলের জন্মদিন উদযাপন করছেন, পরীমণি ও রাজ। এরপরেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায়, নিজের জিনিসপত্র নিতে এবারও পরীমণির বাড়িতে ফিরে গিয়েছেন রাজ। তবে এবারও নতুন খবরে ছয়লাপ পরীমণির জীবন।
পরীমণি নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। হাসপাতালে ভর্তি তিনি এবং ছেলে রাজ্য। দুজনের হাতেই চলছে স্যালাইনের লাইন। এই অবস্থায় পাশে নেই রাজ। কোথায় তিনি? বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি থেকে জানা যাচ্ছে, রাজ নাকি আবারও বেরিয়ে গিয়েছেন পরীমণির বাড়ি ছেড়ে। তবে মাথায় আঘাত নিয়ে তিনিও নাকি এই মুহূর্তে ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁদের সম্পর্কের এই অনিশ্চিত স্থিতি চর্চায় উঠে এসেছে।
বলিউড-টলিউড সিনেমা জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। হিন্দি সিনেমায় অভিনয় করলেও, টলিউডে তাঁর জনপ্রিয়তা বেশি। দর্শকেরা রাইমার অভিনয় দেখতে যতটা ভালোবাসেন, তার থেকেও বেশি মোহিত হন রাইমার সৌন্দর্যে। মাঝেমধ্যেই অভিনেত্রীর নানা ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম্য। দিনভর চর্চা চলে, রাইমার (Raima Sen) ছবি নিয়ে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আগ্রহী দর্শকেরা। তিনি প্রেম করেন কি না? কবে বিয়ে করবেন? এমন অনেক প্রশ্নই নেটিজেনদের মনে।
রাইমার বয়স ৪৩ এর আশেপাশে। তবুও তিনি বিয়ে করতে চান না। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছেন, বিয়ে করেননি বলে কোনও আক্ষেপ নেই। তিনি ইদানিং বাছাই করে সিনেমা করেন। বাকি সময়টুকু তিনি বাড়িতে শুয়ে বসে কাটাতেই ভালোবাসেন। বরং রাইমা মনে করেন, বিয়ে করেননি বলেই তিনি সুখে জীবন কাটাতে পারছেন।
ইংরেজি মাধ্যমের সঙ্গে রাইমা আবারও এক সাক্ষাৎকারে বলেছেন, 'ভাগ্যিস আমার আগের সম্পর্কগুলো টেকেনি। আমি এর থেকেও ভালো আশা করি।' প্রসঙ্গত, একসময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল রাইমার। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও রাইমা পরে বলেছিলেন, দুজনের সঙ্গেই তাঁর সম্পর্ক কেবল বন্ধুত্বের।
টলিউডে (Tollywood) অভিনেত্রীদের (Actress) সম্পর্ক (relation) নিয়ে সবসময়ই চর্চা হয়। গ্ল্যামারের কেন্দ্রবিন্দু হয়ে যারা থাকেন, তাঁদের জীবনে প্রেম নেই, প্রেমিক নেই, তা মানতেই পারেন না দর্শকেরা। মাঝেমধ্যেই নানা ব্যক্তিত্বের সঙ্গে তাঁদের নাম জড়ায়, কিন্তু বিয়ে না করলেই নানা প্রশ্ন ওঠে। অভিনেত্রীদের সামাজিক মাধ্যম দেখলেও সেখানে 'বিয়ে কবে করবেন?', 'কার সঙ্গে প্রেম করছেন?' এরকম অনেক প্রশ্ন পোস্টের কমেন্ট বক্সে দেখা যায়। টলিউড সিনেমা জগতে এখনও কোন অভিনেত্রীরা সিঙ্গেল জানেন?
মিমি চক্রবর্তী: পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের কথা সকলেই জানতেন। পরিচালকের বিয়ে হওয়ার পর বেশ কিছু বছর সিঙ্গেল ছিলেন অভিনেত্রী। এরপর এক বিদেশী ব্যবসায়ীর সঙ্গে মিমির প্রেমের চর্চা শোনা যায়। যদিও এইসব গুঞ্জনে সমর্থন করেন না মিমি। তাঁর জীবন জুড়ে এখন কেবল অভিনয় এবং রাজনীতি।
রাইমা সেন: অভিনেত্রী রাইমা সেনের ভক্ত সংখ্যা অনেক। সকলেই জানতে চান, তিনি কবে বিয়ে করবেন? পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। যদিও অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা কেবল বন্ধু। তবে রাইমা কোনও সম্পর্কে জড়াননি এখনও। তিনি সাফ জানিয়েছেন, সিঙ্গেল জীবন নিয়েই তিনি খুশি। ভালো চরিত্রে পেলে অভিনয় করেন, নয়তো ল্যাদ খেয়ে বাড়িতে সময় কাটানো তাঁর সবচেয়ে বেশি পছন্দের।
মধুমিতা সরকার: অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ২০১৯ সালে তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মধুমিতা। এখন তিনি সিঙ্গেল। কিন্তু এই নিয়ে কোনও আক্ষেপ নেই। হাতে সিনেমা সিরিজের কাজ রয়েছে। এর মাঝে সময় পেলেই পাহাড়ে কিংবা সমুদ্রে ঘুরতে চলে যান অভিনেত্রী।
২০১৯ সালে একেবারে গোপনে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay) এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সংসার যাপন ভালোই চলছিল দুই তারকার। তবে এরই মাঝে শুরু হয়েছে অন্য গুঞ্জন। তাঁরা নাকি আলাদা থাকছেন। মিথিলা নাকি বেশিরভাগ সময় থাকছেন বাংলাদেশে। অন্যদিকে সৃজিত কলকাতায় ব্যস্ত রয়েছেন নিজের শ্যুটিংয়ের কাজ নিয়ে।
দুই বাংলার দর্শক বর্তমানে সৃজিত এবং মিথিলার সম্পর্কের অবস্থান জানতে চাইছেন। সম্প্রতি এই বিষয়ে মিথিলার প্রতিক্রিয়াতেই বিচ্ছেদের গুঞ্জনে আরও ঘি পড়েছে। সংবাদমাধ্যম মিথিলাকে সৃজিত প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'এই বিষয়ে কথা বলতে তো এখানে আসিনি। আমরা কাজ নিয়ে কথা বলি?' আরও এক সাক্ষাৎকারে মিথিলাকে জিজ্ঞেস করা হয়, 'সৃজিতের সঙ্গে এখন কী করছেন?' মিথিলা উত্তরে বলেন, 'কি আর করব! গল্প করছি, ঘুমোচ্ছি।'
অভিনেত্রীর এই উত্তর দর্শক খোলা মনে গ্রহণ করছেন না। নেটিজেনরা মনে প্রশ্ন, 'বিচ্ছেদ না হলেও দুই তারকার সম্পর্ক কী একটু ঝিমিয়ে পড়েছে?' লক্ষণীয় মিথিলার সামাজিক মাধ্যমও। সেখানে বেশ কিছুদিন মিথিলা সৃজিতকে নিয়ে কোনও পোস্ট দেননি। তবে সামাজিকতায় একসঙ্গে উপস্থিতি দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে কী চলছে, তা নিয়ে জল্পনাই সার।
পরিচালক ও প্রযোজক করণ জোহার (Karan Johar) সম্প্রতি সামাজিক মাধ্যমের আরও একটি শাখায় ধরা দিয়েছেন। এবার থেকে তাঁকে পাওয়া যাবে থ্রেডস-এ। সম্প্রতি এই অ্যাপে নিজের একাউন্ট খুলেছেন তিনি। নতুন এই মাধ্যমে ভক্তদের সঙ্গে অল্প কথোপকথনের জন্য 'আস্ক মি এনিথিং' অর্থাৎ 'যা খুশি জিজ্ঞেস করো' খেলেছেন তিনি। সেখানে নানা প্রশ্ন এসেছিল করণের জন্য।
সেই পর্বেই এক নেটিজেন তাঁকে জিজ্ঞেস করেছেন, 'আপনি সমকামী তাই না?' এই প্রশ্নের স্ক্রীনশন সামাজিক মাধ্যমে আপলোড করে করণ এর উত্তর দিয়েছেন। এর আগেও বহুবার করণকে অনেকেই ইনিয়ে বিনিয়ে এই একই প্রশ্ন করেছেন। করণও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। আবারও সেই একই প্রশ্নের উল্লেখ করণ মজা করে সেই নেটিজেনকেই আবার জিজ্ঞেস করেছেন, 'কেন আপনি আগ্রহী?'
শুধুমাত্র এই প্রশ্ন নয়, করণকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন। 'আপনার জীবনের আফসোস কিছু রয়েছে?' উত্তরে পরিচালক বলেন, 'আমি কোনওদিন কাজ করতে বা পরিচালনা করতে পারিনি আমার পছন্দের অভিনেত্রী শ্রীদেবীকে।' আরও এক নেটিজেন করণকে জিজ্ঞেস করেন, 'ভবিষ্যতে ধর্মা এবং শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন? উত্তরে করণ বলেন, 'আমাকে কোনও গোপন প্রশ্ন জিজ্ঞেস করবেন না। কারণ আমি মিথ্যে বলতে পারব না।'
অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবি ছিল 'রব নে বনা দি জোড়ি'। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। এই সিনেমায় তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় হয়েছিল ঠিকই তবে কেরিয়ারের মোর ঘুরেছিল 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে। এই সিনেমাটি ছিল অনুষ্কার কেরিয়ারের দ্বিতীয় সিনেমা এবং অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) দ্বিতীয় সিনেমা। দুজনেই ব্যাটে বলে ছক্কা বাউন্ডারি পার করেছিলেন। সেই থেকে এই দুজনের জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা।
এরপর ২০১১ সালে 'লেডিজ ভার্সেস রিকি বেহেল', ২০১৫ সালে 'দিল ধরকনে দো' সিনেমার পর্দায় একসঙ্গে রোম্যান্স করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল ব্যক্তিগত জীবনেও রসায়ন জমে উঠেছিল তাঁদের। অনুষ্কা জনসমক্ষেই বলেছিলেন, রণবীর আকর্ষণীয়। তবুও কেন রণবীরের সঙ্গে প্রেম করলেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সেকথা বলেছিলেন অভিনেত্রী। পুরোনো কথোপকথন বর্তমানে ভাইরাল সামাজিক মাধ্যমে।
অনুষ্কা বলেছিলেন, 'আমার আর রণবীরের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমরা দুজনেই জীবনকে খুব আলাদাভাবে দেখি। ও খুবই বাস্তববাদী কিন্তু আমি তা নই। আমি যদি সম্পর্কে যাই তাহলে উল্টো দিকের মানুষটিকে আমাকে শান্ত করতে হবে। রণবীর আমার কাছে খুবই আকর্ষণীয়। আমরা দুজনেই খুবই প্যাশনেট। কিন্তু আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হবে, যে আমাকে শান্ত করবে।'
অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) তাঁর মনের মানুষ খুঁজে পেয়েছেন কবেই। ২০১৯ সাল থেকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swornendu Samaddar) সঙ্গে তাঁর প্রাত্যহিক প্রেম যাপন চলছে। শ্রুতির সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই সেই প্রেমের সোচ্চার শোনা যায়। অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ছিল 'ত্রিনয়নী'। সেই ধারাবাহিকের পরিচালকই ছিল স্বর্ণেন্দু। যদিও প্রথমটায় পরিচালককে গম্ভীর লেগেছিল শ্রুতির, তবে অভিনেত্রী জানতেন না স্বর্ণেন্দুই তাঁর মনের মানুষ হতে চলেছেন।
এরপর স্বর্ণেন্দু প্রেমের প্রস্তাব দেন, শ্রুতিও সেই প্রস্তাবে সম্মতি দেন। সামাজিক মাধ্যমে প্রেমের ঘোষণা করলে অবশ্য শ্রুতির ভাগ্যে জুটেছিল নেটিজেনদের চরম ট্রোলিং। কারণ? পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর বয়সের ফারাক। ১৪ বছরের ব্যবধান তাঁদের মধ্যে। কিন্তু প্রেম কি আর বয়স দেখে! যদিও সেসবে তোয়াক্কা করেননি শ্রুতি। বহাল তবিয়তেই রয়েছে তাঁর প্রেম। ২০২৪ এর ডিসেম্বরেই দু'জনে বসতে পারেন বিয়ের পিঁড়িতে। এরমধ্যে প্রেমিককে নিয়ে নতুন পোস্ট দিলেন অভিনেত্রী।
শ্রুতি আগেই অনেক সাক্ষাৎকারে বলেছেন, স্বর্ণেন্দু শুধুমাত্র প্রেমিক নয় তাঁর কাছে বরং তাঁর অভিভাবকের মতোই। এবার সেই প্রেমিকের মধ্যেই শ্রুতি খুঁজে পেলেন পিতৃত্ব। অভিনেত্রী সামাজিক মাধ্যমে তাঁর প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, 'আমি পাই তাঁর মধ্যে বাবা বাবা গন্ধ।'
২০২০ সালের অক্টোবর মাসে জাঁকজমকভাবে গায়ক রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে বিয়ে করেছিলেন গায়িকা নেহা কক্কড় (Neha Kakkar)। ভালোই চলছিল তাঁদের সংসার যাপন। মাঝে নেহার অন্তঃসত্বা হওয়ার খবর ছড়িয়েছিল একটি ভিডিও থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল নেহার স্ফীতোদর। যদিও পরে জানা গিয়েছিল, সেই ভিডিও আসলে একটি মিউজিক ভিডিওর ঝলক। এরপরও নেহা এবং তাঁর স্বামীকে যৌথযাপনে দেখা গিয়েছিল। তবে মাঝে নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরী হয়েছিল।
৬ জুন নেহার জন্মদিন গিয়েছে। জন্মদিনের পার্টির নানা ছবি নেহা সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। তবে সেই ছবিতে দেখা যায়নি তাঁর স্বামী রোহনপ্রীতকে। সাধারণত তারকারা নিজেদের কাছের মানুষের বিশেষ দিনে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে থাকেন। তবে নেহার জন্মদিনে রোহনপ্রীত সামাজিক মাধ্যমে কোনও পোস্ট দেননি। এই থেকে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল।
তবে সম্প্রতি নেহা সেই জল্পনায় জল ঢেলেছেন। সামাজিক মাধ্যমে স্বামী রোহনপ্রীতের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করেছেন নেহা। সেই ছবিতে দেখা গিয়েছে স্বামীর সঙ্গে একান্ত যাপন করছেন গায়িকা। একে অপরকে চুমুতে-ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। ছবিগুলি আপলোড করে নেহা ক্যাপশনে লিখেছেন, 'শহরে ফিরলাম স্বামীর সঙ্গে সবচেয়ে ভালো ছুটির দিন কাটিয়ে।' অর্থাৎ নেহা ও রোহনপ্রীতের সম্পর্ক যে ভালোই রয়েছে, তা স্পষ্ট হয়েছে এই ছবি থেকে।
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জিতেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন (Sushmita Sen)। এরপর বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। যদিও তাঁর অভিনীত চরিত্ররা যতটা ছাপ ফেলেছে দর্শকদের মনে, তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ব্যক্তিত্ব। দুই কন্যা রেনে ও আলিসাকে দত্তক নিয়েছেন তিনি। তাঁদের বড় করে তুলছেন পরম যত্নে। বয়স ৪৭, তবে এখনও বিয়ে করেননি তিনি।
মডেল রোহমান শলের সঙ্গে প্রেম করেছেন তিনি। যদিও আচমকাই সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন অভিনেত্রী। মাঝখানে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল শিল্পপতি ললিত মোদীর। শিল্পপতির দেওয়া একটি পোস্ট থেকে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে ইঙ্গিত দেন, যে তিনি কারও সঙ্গে সম্পর্কে জড়াননি।
তবে বিচ্ছেদ হলেও জনসমক্ষে অধিকাংশ সময় সুস্মিতার পাশে দেখা গিয়েছিল রোহমানকে। তাহলে দুই হৃদয় কী আজও অভিন্ন? এই প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন রোহমান। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমাদের একসঙ্গে ভালো দেখায়। আর কিছু যায় আসে না, কারণ আমরা অন্যের জন্য বাঁচি না। মানুষ কি বলছে, তা তাঁদের বিষয়। আমরা তো আর সব বিষয়ে উত্তর দিতে পারব না।'
রোহমান আরও বলেন, 'আমরা বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলাম। বন্ধুই থাকব। লম্বা সম্পর্ক ছিল, ভালোবাসা থেকে যাবে।' তবে সুস্মিতার প্রাক্তন আরও বলেন, তিনি সুস্মিতার আশেপাশে থাকলে অনেক কিছু শিখতে পারেন।'
দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক (Relationship) ছিল। তবে শেষে সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার বাড়িতে পিস্তল হাতে চড়াও হয় তিন যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড দিঘড়ি গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, পিস্তল নিয়ে যুবতীর বাড়িতে চড়াও হওয়ার খবর পেয়ে অস্ত্রধারী যুবকদের তাড়া করেন গ্রামবাসীরা। এক যুবককে ইলেক্ট্রিক পোলে বেধে চললো গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছয় সামশেরগঞ্জ থানার পুলিস। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অস্ত্রধারী এক যুবককে। যদিও পলাতক আরও দুই অভিযুক্ত। সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। প্রেম গঠিত সম্পর্ক হলেও পুরো বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিস।
চলতি বছরের ১৩ মে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পরিবার, এবং ঘনিষ্ঠ মানুষদের নিয়ে দিল্লির কপুরথালা হাউজে তাঁদের বাগদান পর্ব হয়েছিল। বাগদান হয়েছিল গোপনে। শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তার আগে চুটিয়ে প্রেম যাপন করছেন দু'জনে। তবে এবার নিজেদের দেশে নয়, একেবারে বিদেশের মাটিতে উড়ে গিয়েছেন হবু দম্পতি।
ভারত এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট ফাইনাল দেখতে লন্ডনে গিয়েছেন পরিণীতি-রাঘব। নিজেরা সামাজিক মাধ্যমে এই নিয়ে কোনও পোস্ট দেননি। বাগদানের পরেও নিজেদের সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা। কিন্তু এই দম্পতির জনপ্রিয়তা এতই যে লন্ডনেও তাঁদের ক্যামেরাবন্দি করেছেন কেউ বা কারা। সেই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি-রাঘব। বাগদানের মতোই বিয়ে নিয়েও গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে করতে চলেছেন তাঁরা। পরিণীতি ইতিমধ্যেই সেখানে গিয়ে বিভিন্ন প্যালেস ঘুরে দেখেছেন। আর মাস কয়েক পরেই যে বলিউডে ধুমধাম করে বিয়ের সানাই বাজতে চলেছে তা দেখার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।