Breaking News
Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন     

RapeAccused

Bulldozer: কিশোরী ধর্ষণে অভিযুক্তর বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, তৎপর মধ্যপ্রদেশ পুলিস

কিশোরী ধর্ষণের অভিযোগে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হল অভিযুক্তর বাড়ি।শুক্রবার বুলডোজার নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে উপস্থিত হয় মধ্যপ্রদেশ পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তর নাম কৌশল কিশোর চৌবে। সরকারি জমি দখল করে বাড়ি বানিয়েছেন অভিযুক্ত। সেই কারণে একটা মামলা চলছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি কয়েকদিন আগেই কৌশলের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে কৌশলকে গ্রেফতার করেছে পুলিস

এদিকে তদন্তে নেমে জানা যায়, সরকারি জায়গা বাজেয়াপ্ত করে বাড়ি বানিয়েছেন কৌশল। তাঁর বিরুদ্ধে এবার আরও বেশি সক্রিয় হয় পুলিস প্রশাসন। এই ঘটনায় কয়েকজন পুলিসকর্মী বুলডোজার নিয়ে হাজির হয় কৌশলের বাড়িতে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর বাড়ি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, কয়েকজন মহিলা পুলিস বুলডোজার নিয়ে অভিযুক্তর বাড়ির সামনে এসে হাজির হয়েছেন। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। 

কিন্তু প্রশাসনের একটি সূত্র বলছে, ধর্ষণের মামলার সঙ্গে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কোনও সম্পর্ক নেই। তবে এই ধর্ষণের ঘটনায় অপর এক অভিযুক্তর বাড়িতেও বুলডোজার চলেছে বলে খবর।  

9 months ago