Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Raninagar

Murshidabad: লোকসভার দিন ঘোষণার আগেই উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর, মৃত্যু ১ কংগ্রেস কর্মীর

সেই মুর্শিদাবাদ, ফের মৃত্যু, বলি কংগ্রেস কর্মী। পঞ্চায়েত ভোটের আগে প্রথম রক্তে ভিজেছিল মুর্শিদাবাদ। লোকসভার আগে সেই উত্তাপ ধরা পড়ছে। কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে মৃত্যু এক কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা পানি পিয়াকতে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে এলাকা অশান্ত ছিল তৃণমূল ও কংগ্রেস সমর্থক দুই পরিবারের বিবাদ ঘিরে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কর্মী দলবল নিয়ে কংগ্রেস কর্মীর এনামুল হকের পরিবারের লোকজনের ওপর চড়াও হয়। বেধরক মারধর শুরু করা হয় ওই কংগ্রেস কর্মীকে, যার জেরে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়।

তৃণমূলের দাবি মারধর করা হয়নি, শারিরীক অসুস্থতার কারণে মৃত হয়েছে কংগ্রেস কর্মীর। এদিকে কংগ্রেসের অভিযোগ, দোষীদের গ্রেফতার না করে কংগ্রেস কর্মীদেরই আটক করেছে পুলিস।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূল-কংগ্রেসের সংঘর্ষে লাগাতার উত্তপ্ত থেকেছে মুর্শিদাবাদ। লোকসভা দিনক্ষণ ঘোষণার আগেই বলি হতে হল কংগ্রেস কর্মীকে। এই আবহে কেমন ভোট হয়, এখন সেটাই দেখার।

3 months ago
Raninagar: কংগ্রেসের আবেদনে রাণীনগরে স্থায়ী বোর্ড গঠনে স্থগিতাদেশ জাস্টিস সিনহার

কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে রাণীনগরে স্থায়ী বোর্ড গঠনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার সকালে কংগ্রেসের করা একটি মামলায় এমন নির্দেশ দেয় বিচারপতি অমৃতা সিনহা। সূত্রের খবর, পঞ্চায়েতের সভাপতি সহ- মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা করে কংগ্রেস। এই মামলার পরবর্তী শুনানি ১৪ই সেপ্টেম্বর।

পঞ্চায়েতের স্থায়ী সমিতির ভোটাভুটি ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। গত ৮ সেপ্টেম্বর রানিনগরে একটি সমাবেশ করার কথা ছিল কংগ্রেসের। অভিযোগ, সমাবেশে আসা কংগ্রেস কর্মীদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিরোধ গড়ে তুললেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। থানায় চলে তাণ্ডব, তৃণমূল কার্যালয়ে আগুন ধরানোরও অভিযোগ ওঠে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেস সমর্থকরা রানিনগর থানায় হামলা চালানো হয় বলে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল।

সোমবার বেলা ১২টা নাগাদ রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ভোটাভুটির প্রক্রিয়া শুরু হবার কথা। উপস্থিত থাকবেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাক, সাংসদ আবু তাহের খান। রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৭ জন সদস্য, ৯ জন পঞ্চায়েত প্রধান, ৩ জন জেলা পরিষদ সদস্য, ২ জন বিধায়ক ও একজন সাংসদের উপস্থিতিতে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শুরু হবে। আদালতের এই নির্দেশের পর কার্যত স্থগিত হয়ে গেল স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া।

মুর্শিদাবাদের রানিনগরে বোর্ড গঠন করেছে কংগ্রেস। আর ২৭ আসনবিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টি আসনে। তৃণমূলের দখলে ছিল ১৩টি। ৩ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে বর্তমানে পরিসংখ্যান তৃণমূলের ১৬, বাম কংগ্রেসের ১১। এই পরিস্থিতি পঞ্চায়েত সমিতি ভোটাভুটিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই রানিনগর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

8 months ago
Raninagar: গৃহবধূকে খুন করার অভিযোগ, কাঠগড়ায় স্বামী

এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানীনগর (Raninagar) থানার অন্তর্গত কাতলামারি এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে (Police) পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিস। পরে মৃতদেহটি (Dead Body) ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা কাতলামারি এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

পুলিস সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর নাম রাশেদা বিবি। আর এই ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম মোস্তাফা কামাল। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মৃত মহিলার বাড়ির তরফে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।   

স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূকে খুন করা হয়েছে। মৃত ওই মহিলার দুই কন্যা সন্তান হওয়ায় প্রায়শই বাড়িতে বিবাদ চলত। এমনকি দুই কন্যা সন্তান হওয়ার কারণে একটি বহিরাগত সম্পর্কেও জড়িয়ে পড়েছিল অভিযুক্ত স্বামী মোস্তাফা। আর সেই সম্পর্কের কথা স্ত্রী জানতে পেরে প্রতিবাদ করলে তাঁকে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

11 months ago


Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তিন ব্যাগ সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানিনগরে

ফের তিন ব্যাগ সকেট বোমা (Bomb) উদ্ধার (Rescue)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রানিনগরে (Raninagar)। বোমা উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের পর পুলিস ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে। বোমাতঙ্কে রয়েছে গোটা গ্রামবাসী।  

জানা গিয়েছে, বুধবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের ইলশামারি গ্রামের একটি পাট খেতের সীমানা বরাবর তিনটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে রানিনগর থানার পুলিস। ব্যাগের মুখ খুলতেই ভেতরে দেখা যায় সকেট বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তড়িঘড়ি বোম্ব ডিসপোজাল ইউনিট এ খবর দেওয়া হয়েছে পুলিসের তরফে। 

সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগেই বারংবার বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন গ্রামবাসীরা। যদিও পুলিস জানিয়েছে, বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জেলাজুড়ে লাগাতার অভিযান চলছে। আর সেকারণেই জেলার বিভিন্ন থানা এলাকায় নিত্যদিনই আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার করা হচ্ছে। তবে কে বা কারা বোমা ভর্তি ওই ব্যাগ গুলিকে ওখানে রেখেছিল তা এখনও পর্যন্ত অধরা পুলিসের কাছে।

11 months ago
Murshidabad: পথ দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল রানীনগরের (Raninagar) শেখপাড়া। লরির ধাক্কায় মাথায় গুরুতর ভাবে জখম হন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার শেখপাড়া বাজারের একটি মোটর বাইক শোরুমের সামনে। যদিও পরে হাসপাতালে মৃত্যু (Death) হয় ওই ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোটরসাইকেলে রানীনগর থেকে শেখপাড়ার দিকে আসছিলেন একটি প্যাথলজি ল্যাবের মালিক আব্দুল হাই ওরফে সাহেব। সকাল ৮.০৫ নাগাদ শেখপাড়া হোন্ডা শোরুমের সামনে দু'জন সাইকেল আরোহীকে ওভারটেক করতে গেলে পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরির চাকার নীচে পড়ে যান। মাথায় হেলমেট থাকলেও গুরুতর ভাবে মাথা ও ঘাড়ে চোট পান ওই বাইক আরোহী।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। শারীরিক অবস্থার অবনতির কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিস।

one year ago