Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ranchi

Dhoni: অপহরণকাণ্ডে নাম জড়াল মহেন্দ্র সিং ধোনির! নিখোঁজ দেড় বছরের শিশু

এবারে অপহরণকাণ্ডে (Kidnap) নাম জড়িয়ে পড়ল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)! অভিযোগ উঠেছে, ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম করে অপহরণ করা হয়েছে এক দেড় বছরের শিশুকে। গরিবদের টাকা দিচ্ছেন ধোনি, এই টোপ দিয়েই দেড় বছরের শিশু অপহরণ করার অভিযোগ উঠল রাঁচিতে (Ranchi)। ঘটনাটি তিন দিন আগে ঘটলেও প্রকাশ্যে আসে শুক্রবার। পুলিস তল্লাশি শুরু করেছে।

পুলিস সূত্রের খবর, তিন দিন আগে রাঁচির একটি দোকানে কেনাকাটা করছিলেন মধু দেবী নামে এক মহিলা। সঙ্গে ছিল তাঁর দুই মেয়েও। একজনের বয়স ৮ বছর, আর একজনের দেড় বছর। এর পরই ঘটে যায় দুর্ঘটনা। মধু দেবীর দাবি, কেনাকাটার করার সময়ে বাইকে চেপে ওই দোকানে হাজির হয় এক যুবক ও এক মহিলা। তারা বলেন, গরিবদের জন্য অর্থ সাহায্য করছেন ধোনি। বাড়িও তৈরি করে দিচ্ছেন। এমনকি, যেখানে টাকা বিতরণ হচ্ছে, সেখানে মধুকে যেতেও বলে ওই যুবক ও মহিলা। তিনি আরও জানান, এর পর তাঁকে অভিযুক্তরা রাঁচির হার্মু এলাকায় বিদ্যুৎ দফতরে নিয়ে যায় ও সুযোগ বুঝেই দেড় বছরের মেয়েকে নিয়ে চম্পট দেয় তারা। অপহৃত শিশুকন্যার খোঁজে তল্লাশি করছে পুলিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

6 months ago
Flight: ২৪ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয়বার, যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ রাঁচিগামী বিমানের

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাঝ আকাশে ফের বিমানে (Flight) বিপত্তি। উড়ানের এক ঘণ্টার মধ্যেই দিল্লির বিমানবন্দরে (Delhi Airport) এক রাঁচিগামী বিমানের জরুরি অবতরণ করা হল। সূত্রের খবর, শনিবার সকালে দিল্লির বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো (Indigo) সংস্থার বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানে দেখা গেল যান্ত্রিক গোলযোগ। আর তার কারণেই উড়ানের এক ঘণ্টার মধ্যে বিমানের জরুরি অবতরণ করা হল। শুক্রবারও ইন্ডিগোর বিমানে একই ধরণের সমস্যায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। আরও আজও একই ঘটনা।

সূত্রের খবর, শনিবার সকাল ৭ টা ৪০ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান। কিন্তু ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি ফের দিল্লি বিমানবন্দরেই ফিরে আসে ও বিমানটির জরুরি অবতরণ করা হয়। এক যাত্রীর জানিয়েছেন, উড়ানের কিছু পরেই বিমানের মধ্যে ঝাঁকুনি অনুভূত হয়। এরপর বিমানকর্মীর এসে জানান যে, বিমানের কিছু যান্ত্রিক গোলোযোগের কারণে বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরেই নিয়ে যাওয়া হবে ও এর জরুরি অবতরণ করানো হবে। তাঁদের আরও জানানো হয় যে, যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হবে, তবে তাতে কিছুক্ষণ সময় লাগবে।

গত শুক্রবারও ইন্ডিগোর বিমানে ইঞ্জিনের কিছু সমস্যা হলে উড়ানের তিন ঘণ্টার মধ্যেই জরুরি অবতরণ করা হয়। ফলে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর ফলে চরম ভোগান্তির শিকারও হতে হচ্ছে যাত্রীদের।

9 months ago
Ameesha: কোটি টাকার অর্থ প্রতারণা মামলা! আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিপাকে পড়লেন 'কহো না প্যায়ার হ্যাঁয়' খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)।  নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে সিনেমা বানাতে ধার নিয়েছিলেন অর্থ। সেই টাকা ফেরত দিতে না পেরে আইনি জটে মুশকিলে পড়লেন তিনি। এক ব্যক্তি এফআইআর করেছেন তাঁর বিরুদ্ধে। জল এতদূর গড়িয়েছে যে আদালত (Ranchi Court) আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

রাঁচি নিবাসী অজয় কুমার সিং, আমিশা প্যাটেল এবং তাঁর ব্যবসায়ী শরিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলাকারী বলেছেন, এক দশক আগে  আমিশা তাঁকে 'দেশি ম্যাজিক' সিনেমায় বিনিয়োগের কথা বলেন। এরপর ওই ব্যক্তি আমিশাকে আড়াই কোটি টাকা দেন। কথা ছিল, সিনেমা মুক্তি পেলেই আমিশা এবং তার ব্যবসায়ী শরিক সুদ-সহ সেই অর্থ ফিরিয়ে দেবেন।  কিন্তু আজও সেই অর্থ ফেরত পাননি ওই ব্যক্তি।

আমিশাকে বারংবার তাগাদা দিতে থাকেন ওই ব্যক্তি। আমিশাও তাঁকে এড়িয়ে যান। পরে আড়াই কোটি টাকার চেক দেন ওই ব্যক্তিকে। কিন্তু সেই চেক বাউন্স হয়ে যায়। এরপরেই আমিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগেও আমিশাকে কোর্টে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়। তবে আমিশা বা তাঁর উকিল যাননি আদালতে। তাই আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাঁচি কোর্ট। আইপিসির ৪২০ এবং সিআরপিসি-র ১২০ ধারায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে আমিশার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিনেত্রীর নিন্দায় সরব হয়েছে নেট দুনিয়া। মামলা কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।


one year ago


Ranchi: প্রশাসন এবং সহ-নাগরিকদের উপস্থিত বুদ্ধি! জ্বলন্ত গাড়ি থেকে জীবন্ত উদ্ধার পরিবার

কুইক রেসপন্স টিমের (কিউআরটি) (Quick Response Team) জন্য প্রাণে রক্ষা। ঘটনায় সকলের প্রশংসা কুড়িয়েছেন কিউআরটি। ঘটনাটি কী? জানা গিয়েছে, রাস্তার মাঝে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি। আর গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন এক মহিলা-সহ কয়েকজন শিশু। সাহায্যের জন্য চিৎকার করেন ওই মহিলা। আগুনের দাপট এতটাই বেশি ছিল পথচারীরা কেউ কাছে ঘেঁষতে পারছিলেন না। শেষমেষ খবর দেওয়া হয় কিউআরটিকে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিস (এসএসপি)-এর নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানলার কাচ ভেঙে উদ্ধার করে ওই মহিলা এবং শিশুদের। ভয়ানক এই ঘটনা রাঁচির (Ranchi)।

আগুন থেকে পালিয়ে যাওয়া যেকোনও মানুষের জন্য সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এসএসপি-র কিউআরটি দলের নায়করা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নারী-শিশুদের উদ্ধার করেন। সোশাল মিডিয়ায় ছড়িয়েছে দাউদাউ করে জ্বলতে থাকা গাড়ির ভিডিও।

সূত্রের খবর, গাড়ির আরোহীরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। যখন তাঁদের গাড়িটি আইটিবিপি ক্যাম্পের কাছে রিং রোডে পৌঁছয়, তখন গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকগুলি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়।

পরিবারের একজন সদস্য গাড়ির জানলার কাচ নামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এই দৃশ্য দেখে পথচারীরা পুলিসের কুইক রেসপন্স টিমকে খবর দেন। এসএসপি কৌশল কিশোরের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কাচ ভেঙে মহিলা এবং শিশুদের উদ্ধার করে।

one year ago
Acid: অ্যাসিড হামলায় গুরুতর দগ্ধ কিশোরীকে দিল্লি এইমসে রেফার

ফের অ্যাসিড হামলা (Acid attack)। ঝাড়খণ্ডের (Jharkhand) চাতরা জেলার (Chatra district) ১৭ বছরের একটি মেয়ে অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়েছিল। বুধবার উন্নত চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) নয়াদিল্লিতে (New Delhi) রেফার করা হয়। আকাশপথে ওই আক্রান্ত কিশোরীকে রাঁচি থেকে দিল্লি নিয়ে আসা হয়।

নাবালিকার উপর ৫-ই অগাস্ট অ্যাসিড আক্রমণ হয়েছিল। এরপর রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) চিকিৎসাধীন ছিল মেয়েটি। রাজ্য সরকার-চালিত  ওই হাসপাতালের মেডিকেল বোর্ড মেয়েটির বিভিন্ন রিপোর্ট পরীক্ষা-নীরিক্ষা করার পর মঙ্গলবার নয়াদিল্লিতে এইমস হাসপাতালে রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সংশ্লিষ্ট আধিকারিকদের মেয়ে ও তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা হিসাবে ১ লক্ষ টাকা প্রদান করেছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তার একটি পোস্ট ট্যুইট করে মুখ্যমন্ত্রী  বলেছেন, মেয়েটিকে নয়াদিল্লির AIIMS ট্রমা সেন্টারের বার্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন।"

হামলায় আহত মেয়েটির মা বলেন, তাঁদের গ্রাম ঢেবো থেকে আড়াই কিলোমিটার দূরে বসবাসকারী অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত। গত দুই-তিন মাস ধরে সে তাঁর মেয়েকে উক্ত্যক্ত করছিল। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবং আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চতরা জেলা প্রশাসক আবু ইমরান।

2 years ago