Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Rampurhat

Rampurhat: দালালচক্রের থাবায় চিকিৎসক! রামপুরহাটে 'উলটপুরাণ'?

এ যেন ঠিক উলটপুরাণ। একদিকে যখন বিভিন্ন সরকারি হাসপাতালে দাপিয়ে বেরাচ্ছে দালালরাজ। দালালচক্রের দাদাগিরিতে অতিষ্ট রোগীর পরিজন। ঠিক সেইসময় কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ উঠল রামপুরহাটের একটি দালাল চক্রের বিরুদ্ধে। সোমবার সেই চক্রের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিকের দারস্থ হন আইএমএ রামপুরহাট শাখার চিকিৎসকরা। সুরাহা না হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, হাসপাতাল বা নার্সিংহোমে কোনও রোগীর মৃত্যু হলে, পরিবারের পাশাপাশি বেশ কিছু লোক ঝাঁপিয়ে পড়ে চিকিৎসকের ওপর। অভিযোগ, বিভিন্নভাবে চিকিৎসকদের থেকে মোটা টাকা দাবি করা হয়। ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ চিকিৎসক তথা তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের।

চিকিৎসকদের হেনস্থা? দালালরাজের কোপে খোদ চিকিৎসক? কয়েকদিন আগে রামপুরহাট শহরের একটি নার্সিংহোমে এক রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগ তুলে ১১ লক্ষ টাকা দাবি করা হয় চিকিৎসকের কাছে। অভিযোগ, টাকা না দিলে পিটিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে  রয়েছেন রামপুরহাটের চিকিৎসককূল।

জেলায় জেলায় বাড়ছে দালালরাজের দৌরাত্ম্য। নিস্তার মিলছে না চিকিৎসকদেরও। টাকা না দিলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।

8 months ago
Bomb: বীরভূমজুড়ে বারুদের স্তুপ! তারাপীঠের গ্রামে বোমা উদ্ধার, রামপুরহাটে বোমার মশলা

আবারও বোমা (Bomb Recovery) উদ্ধার বীরভূমে(Birbhum)। তারাপীঠ থানার খামেডডা গ্রামে উদ্ধার হয়েছে বোমা। ঘটনাস্থলে তারাপীঠ থানার(Tarapith Police) পুলিস। বোমা উদ্ধার করে বোম স্কোয়াডকে খবর দেয় পুলিস। ঘটনার তদন্তে তারাপীঠ থানার পুলিস। জানা গিয়েছে, খামেডডা গ্রামের একটি পুকুরপারে চারটি প্লাস্টিক বালতি বোমা দেখে স্থানীয়রা। পরে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে গোটা বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে বীরভূমের রামপুরহাটে(Rampurhat) উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। উদ্ধার করলো রামপুরহাট থানার(Rampurhat Police) পুলিস। এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করে রামপুরহাট থানার পুলিস। জানা গিয়েছে, রামপুরহাট থানার পুলিস দুমকা মনসুভা রাস্তায় নাকা চেকিং করছিল। সেই সময়ই দু'জন ব্যক্তি ওই বোমা তৈরির মশলা নিয়ে যাচ্ছিল। সন্দেহের জেরে পুলিস তাঁদের তল্লাশি নিলে উদ্ধার হয় ওই মশলা। তবে এই বোমা তৈরির মশলা কোথায় যাচ্ছিল এবং এর পিছনে কারা কারা জড়িত আছে আছে তার তদন্ত শুরু করেছে পুলিস।

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই বারবার এমন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ফেলছে জনমানসে।

one year ago
Rampurhat: ডাকাতির আগেই বমাল গ্রেফতার চার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র-ছুরি

ডাকাতির আগেই পুলিসের হাতে গ্রেফতার চার দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, একটি ভোজালি ও একটি ছুরি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত শুঁড়িচুয়া গ্রামের ঘটনা। বুধবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিস সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার শুঁড়িচুয়া গ্রামের কাছে ওই চারজন দুষ্কৃতী ডাকাতি করার উদ্দেশে জড়ো হয়েছিল। 

রামপুরহাট থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ওই চার দুষ্কৃতীকে বমাল গ্রেফতার করে। পুলিস আরও জানায়, জেরায় ওই চার দুষ্কৃতীর কথাবার্তায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। বুধবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

one year ago


CBI: সিবিআইয়ের গ্রেফতারের দাবিতে সরব লালনের স্ত্রী, অস্থায়ী ক্যাম্পে বিক্ষোভ পরিবারের

বাবকে খুন করেছে সিবিআই (CBI)। ওদের হেফাজতে থাকা সবাইকে এভাবেই মেরে ফেলব। সিবিআই হেফাজতে বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Seikh Death) মৃত্যুর পর ফের একবার খুনের অভিযোগে সরব পরিবার। সোমবার এই ঘটনা চাউর হতেই থমথমে গোটা গ্রাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে মোতায়েন বিশাল পুলিস বাহিনী। এই ঘটনার তদন্তে সিবিআইয়ের ইন্টালিজেন্স ইউনিট। কেন্দ্রীয় সংস্থার যুগ্ম অধিকর্তা (স্পেশাল ক্রাইম)' মঙ্গলবার দু'জন সিআরপিএফ কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে যান। এদিকে, জোর করে লালন শেখের বয়ান রেকর্ডের চেষ্টা হয়েছে। এই অভিযোগে রাজ্য সিআইডি একাধিক ধারায় মামলা রুজু করতে চলেছে, এমনটাই সূত্রের খবর। চার সদস্যের সিআইডি দল হাসপাতাল মর্গে গিয়েও পৌঁছয়।

মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন লালন শেখের স্ত্রী সিবিআইয়ের অভিযুক্ত আধিকারিকদের ফাঁসির দাবিতে সরব। দোষীরা গ্রেফতার না হলে, তিনি স্বামীর সৎকার করবেন না। প্রয়োজনে নিজেও আত্মহত্যা করবেন। এই হুঁশিয়ারি দিয়েছেন লালনের স্ত্রী। সিবিআইয়ের বিশেষ তিন জনের নাম উচ্চারণ করে তাঁর অভিযোগ, 'আমরা মোবাইলে স্বামীর মৃত্যুর খবর পেয়েছি। সিবিআই কোনও খবর দেয়নি।'

পাশাপাশি দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে পাঠানো হয়েছে লালন মৃত্যুকাণ্ডের প্রাথমিক রিপোর্ট। এমনকি লালনের মৃত্যুকালে কর্তব্যরত ১ CRPF ও ১ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, কেন্দ্রীয় সংস্থার সদর দফতর থেকে একাধিক বিহসয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। ১) সুপ্রিম কোর্টের গাইড লাইন মেনে সিবিআই ক্যাম্পে এবং লালন হেফাজতে থাকাকালীন সিসিটিভি লাগানো ছিল কিনা? ২) ৪৮ ঘণ্টা অন্তর লালনের মেডিক্যাল চেকআপ হয়েছে কিনা ৩) এই ঘটনায় তদন্তকারী অফিসারের ভূমিকা কী? সেই সময় তিনি কোথায় ছিলেন? ৪) বিচারপতি ডিকে বসুর গাইড লাইন মেনেছে কিনা সিবিআই? 

এদিন সকাল হতেই লালনের পরিবার রামপুরহাট থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। বাধা পেয়ে ক্যাম্পের গেটের বাইরে অবস্থান করে লালনের পরিবার। ওঠে 'সিবিআই গো ব্যাক', 'সিবিআইয়ের শাস্তি চাই' স্লোগান। এদিকে, মঙ্গলবারই লালনের ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


one year ago
Birbhum: ভাদু খুনে সেই বগটুই থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার মূল চক্রী পলাশ ওরফে ফয়জুল

সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার বীরভূমের (Birbhum) ভাদু শেখ খুনে মূল ষড়যন্ত্রকারী পলাশ শেখ ওরফে ফয়জুল খান। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে সিবিআই জানতে পারে সিন্ডিকেট নিয়ে বিবাদ ছিল ভাদু শেখ (Bhadu Sekh Murder) এবং ফয়জুল খানের। পথের কাঁটা সরাতেই রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে ভাদুকে বোমা মেরে খুন করেছে ফয়জুল। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার বগটুই থেকেই ফয়জুলকে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, ভাদু শেখ যেখানে খুন হয়েছিলেন সেখানে এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ফয়জুলকে। ঘটনার পর থেকেই ফেরার ছিল সে। এদিকে, চার্জশিটেও ফয়জুল শেখকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দেখিয়েছে সিবিআই। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করছিল সিবিআই। মঙ্গলবার রাতে বগটুই গ্রামে পাওয়া যায় টাওয়ার লোকেশন। সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। গ্রাম থেকেই গ্রেফতার করা হয় পলাশ শেখকে। সিবিআই সূত্রে খবর ভাদুকে প্রথম বোমা মেরেছিল ফয়জুল খান।

এই হত্যাকাণ্ডের পরে নারকীয় ঘটনা ঘটেছিল বগটুই গ্রামে। জীবন্ত দগ্ধ করা হয়েছিল অন্তত ১১ জনকে। ভাদু শেখ খুন-সহ সেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে সিবিআই।

2 years ago


Rampurhat: ২১ সেপ্টেম্বর অবধি জেলে অনুব্রত, পাচারের আগে রামপুরহাটে আটক এক লরি গরু

ফের গরু পাচার (Cow Smuggling Case)! গোপন সূত্রে খবর পেয়ে ৩৭টি গরু-সহ দু'জনকে আটক করল রামপুরহাট থানার পুলিস (Rampurhat police)। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে একটি লরি ও একটি পিকআপ ভ্যানে গরুগুলি রামপুরহাট থেকে ইলামবাজারে দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রামপুরহাট মুনসুভা মোড়ে আটক করা হয় ভ্যানটি। চালকের কাছে কোনও বৈধ কাগজ না থাকায় আটক করা হয় তাঁদেরও।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-এর জেল হেফাজত বাড়িয়ে আরও ১৪ দিনের হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকতে হবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে। ধোপে টিকল না অসুস্থতার যুক্তি। একাধিক সম্পত্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্বের যুক্তি দেখিয়ে ফের হেফাজতে নিল সিবিআই।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে মল্লারপুর থানার পুলিস (Mallarpur police station) ২২টি গরু সহ দুই জনকে আটক করেছিল।

2 years ago
Bagtui: বগটুই-কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত আরও ৭, ফের ঘটনাস্থলে সেন্ট্রাল ফরেন্সিক দল

বগটুইয় গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে ৭ জন সিবিআইয়ের হাতে ধৃত। তাঁদের মঙ্গলবার আদালতে তোলা হলে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ফের ধৃতদের ২ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালন শেখকে দু-দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে (Court) তোলা হয়। ধৃতদের নাম নুর আলি শেখ, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ, জামিনুল শেখ। 

উল্লেখ্য, ওই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বগটুই (Bagtui) গ্রাম। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তাতেই ৮ জনের প্রাণ গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসকে কড়া ব্যবস্থা নিতেও বলেছিলেন। এই ঘটনার পর নমুনা সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। এখানে কীভাবে আগুন লাগল? তা জানতেই আবার আসছে কেন্দ্রীয় ফরেনসিক টিম।

2 years ago