Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ramcharan

Dhoom 4: 'ধুম ৪'-এ অভিনয় করতে চলেছেন শাহরুখ-রামচরণ! কতটা সত্যি এই খবর?

২০২৩-এ বক্স অফিসে উঠেছে 'বাদশা ঝড়'। শাহরুখ খানের 'পাঠান', 'জওয়ান'-এর পর 'ডাঙ্কি' জমিয়ে ব্যবসা করে চলেছে। এরই মাঝে 'ধুম ৪'-এ (Dhoom 4) শাহরুখের অভিনয় নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা যে, 'ধুম ৪'-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। শুধুমাত্র তিনি নন, রামচরণও এই ছবিতে অভিনয় করতে চলেছেন। কিন্তু কতটা সত্যি এই খবর?

এক সূত্র অনুযায়ী, 'ধুম ৪' নিয়ে কোনও আপডেটই ইতিমধ্যে নেই বলেই জানা গিয়েছে। তার সঙ্গে যশরাজ ফিল্মসের হয়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিক্যুয়েলে শাহরুখকে কোনওভাবেই দেখা যাবে না, এমনটাই সূত্রের খবর। শাহরুখের অভিনয় করা শুধু নয়, ছবির কাস্টিংই এখনও সম্পূর্ণরূপে ঠিক হয়নি। এই সপ্তাহের শুরুর দিকেই 'ধুম ৪'-এ শাহরুখ এবং রামচরণের অভিনয়ের কথা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে ফেলেছেন যে 'ধুম ৪' ছবিতে তাঁকে দেখা যাবে। যদিও এর কোনও নিশ্চিত তথ্য মেলেনি। ফলে জানা যাচ্ছে, ধুম ৪-এ রামচরণ ও শাহরুখের অভিনয় নিয়ে যে যে খবর ছড়িয়ে পড়েছে, সবই ভুয়ো।

4 months ago
Movie: স্বামীর খোঁজে পুলিসের দ্বারস্থ দীপিকা, অন্যদিকে উত্তেজিত রণবীর

সারারাত বাড়িতে নেই স্বামী। কোনও খোঁজ না পেয়ে অবশেষে থানায় গেলেন দীপিকা। সেখানে গিয়ে অফিসারদের সবিস্তারিত বলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। তাহলে কী রণবীরের কিছু হল? চিন্তার কোনও কারণ নেই। আসলে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন দীপিকার (Deepika Padukone) রিল লাইফ স্বামী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্ভবত কোনও সিনেমার প্রথম ঝলক সেটি।

ভিডিওটি শুরু হয়েছে দীপিকার উদ্বিগ্ন চেহারা দিয়ে। স্বামীর খোঁজ না পেয়ে যে তিনি চিন্তিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। পরের দৃশ্যেই দেখা যায় রণবীর সিংকে। ক্যাজুয়াল পোশাক পরেছেন অভিনেতা। চোখে রোদ চশমা এবং কানে ইয়ারফোন। সেই ফোনেই তিনি কারও সঙ্গে সংযোগ রেখে চলেছেন। রণবীরকে তাঁকে 'স্যার' বলে সম্বোধন করতে শোনা যায়।

কেবলমাত্র বলিউডের দুই জনপ্রিয় তারকাই নয়, এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা। যদিও এর থেকে বেশি আরো কিছু জানানো হয়নি প্রথম ঝলকে। তবে অভিনেতারা সকলেই এই ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। আপাতত গোপনে রেখেছেন নতুন কাজের কথা। সময় হলেই নাকি রহস্য উন্মোচন করবেন। তাই দর্শকদের জন্য তাঁরা কি চমক রেখেছেন, তা জানা যাবে আরও খানিকটা অপেক্ষার পরে।

10 months ago
Ram Charan: রামচরণের কন্যার নাম ক্লিন কারা কোনিডেলা, কী অর্থ এর

দীর্ঘ ১১ বছরের অপেক্ষা। বিয়ের ১১ বছর পর দক্ষিণী অভিনেতা রামচরণ (Ram Charan) ও তাঁর স্ত্রী উপাসনার (Upasana) জীবনে এসেছে এক নতুন সদস্য। এত বছরের অপেক্ষার পর অবশেষে তাঁদের কোল আলো করে এসেছে কন্যাসন্তান। গত মঙ্গলবার সকালে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ ও উপাসনা। ফলে তাঁদের পরিবারে এখন খুশির আমেজ। ধুমধাম করে তাঁদের বাড়িতেও স্বাগত জানানো হয়েছে। এবারে আজ, শুক্রবার নামকরণও করা হল রামচরণ ও উপাসনার মেয়ের। আজ ছিল তাঁদের মেয়ের নামকরণের অনুষ্ঠান। এদিন দাদু চিরঞ্জীবীই (Chiranjeevi Konidela) নাতনির নাম প্রকাশ করলেন। আর সেই নামেও রয়েছে বিশেষ চমক। ট্যুইট করে জানিয়েছেন তিনি নাতনির নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা (Klin Kaara Konidela)।

রামচরণের মেয়ের নাম প্রকাশ্যে আসতেই ধেয়ে আসছে একাধিক প্রশ্ন। নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, এই নামের অর্থ কী? ফলে রামচরণের পরিবারের থেকেও সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। তাঁরা জানিয়েছেন, 'ললিতা সহস্রনাম' থেকে নাতনির নাম বেছে নিয়েছেন। রামচরণ একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা রয়েছে, 'চেঞ্চু জনজাতির উপাস্যা ভৌরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি। এটি ললিতা সহস্রনাম থেকে নেওয়া হয়েছে। যার অর্থ, মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করা। 

রামচরণের কন্যার এমন নামকরণে খুশি তাঁর অনুরাগীরা। তাঁদের এই পোস্টে ধেয়ে এসেছে শুভেচ্ছা। কেউ কমেন্টে লিখেছেন, 'কী পবিত্র একটা নাম!' কেউ আবার লিখেছেন, 'এই সুখের কোনও সীমা নেই।'

10 months ago


Ramcharan: বাবা হলেন রামচরণ, বিয়ের ১০ বছর পর কোলে এল ফুটফুটে কন্যাসন্তান

অভিনয় জগতে সুখবর। বাবা (Father) হলেন 'আরআরআর' খ্যাত অভিনেতা রামচরণ তেজা (Ramcharan Teja)। স্ত্রী উপাসনার (Upasana) সঙ্গে ফুটফুটে কন্যা সন্তানের আসার আনন্দ উদযাপন করছেন অভিনেতা। অভিনেতার স্ত্রী উপাসনা যে সন্তানসম্ভবা তা সকলেই জানতেন। অস্কারের মঞ্চেও রামচরণের সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী। স্পষ্ট বোঝা গিয়েছিল তাঁর স্ফীতোদর। ২০ জুন হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে তাঁদের কন্যাসন্তান হল। অভিনেতার বাবা চিরঞ্জীবী নাতনী জন্মানোর কিছু ঘন্টা আগেই গিয়েছিলেন তাকে স্বাগত জানাতে।

কিছুদিন আগেই বেসরকারি হাসপাতাল থেকে একটি ছবি আপলোড করে উপাসনা লিখেছিলেন, 'খুব তাড়াতাড়ি কিছু একটা আসছে।' উপাসনার বাড়ি থেকে কিছুদিন আগেই তাঁকে 'সাধ'  দেওয়া হয়েছিল। উপাসনা সেই ছবি আপলোড করে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, 'এত ভালোবাসা পেয়ে আমি ধন্য।' অন্যদিকে সন্তান আসার আগেই বাড়িতে এসে গিয়েছে কাঠের তৈরী বিছানা। সেই ছবিও সামাজিক মাধ্যমে দিয়েছিলেন উপাসনা।

পাঁচ দিন আগে ১১ রামচরণ ও উপাসনার বিয়ের ১১ বছর পূর্ন হয়েছে। নেটিজেনদের প্রশ্ন কেন এত বছর পরে তাঁরা মা বাবা হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন তাঁরা? এক সাক্ষাৎকারে উপাসনাকে একই প্রশ্ন করে হলে তিনি উত্তর দেন, 'আমি আনন্দিত, খুশি এবং একই সময়ে গর্বিত যে আমি এমন সময়ে মা হয়েছি, যখন আমি হতে চেয়েছি। এমন সময় মা হইনি যখন সমাজ চেয়েছিল।' 

11 months ago
Puja: রামচরণের সঙ্গে কী করতে চান? জানালেন অভিনেত্রী পূজা হেগড়ে

২০১৪ সালে তেলেগু সিনেমা দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি করেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde)। টলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। সে আল্লু অর্জুন, মহেশ বাবু, প্রভাস, জুনিয়র এনটিআর, কে নেই সেই তালিকায়! তবে সেই তালিকায় একজনই রয়েছেন যার সঙ্গে কাজ করে মনের সাধ মেটেনি পূজার। অভিনেত্রীর সাম্প্রতিক কাজ 'কিসি কা ভাই, কিসি কি জান'। সেই সিনেমায় একজন জনপ্রিয় অভিনেতা রামচরণ তেজার (Ram Charan Teja) সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন পূজা। কিন্তু তাতে খুব একটা খুশি নয় পূজা।

সম্প্রতি এক ইন্টারভিউতে পূজা জানিয়েছেন, 'চরণ এবং আমার সত্যিই একটি পুণ্যদৈর্ঘ্যের ছবি করা উচিত একসঙ্গে। কিছু সিনেমায় আমরা কেবলই অতিথি অভিনেতা হিসেবে কাজ করেছি। প্রার্থনা করি, খুব তাড়াতাড়ি রামচরণের সঙ্গে যেন কাজ করতে পারি।'

'কিসি কা ভাই, কিসি কি জান' সিনেমায় 'ইয়েনতাম্মা' গানে রামচরণের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? পূজা সাক্ষাৎকারে জানান, 'হায়দরাবাদে আমি এবং সলমান স্যার একসঙ্গে কাজ করছিলাম। রাম এসেছিলেন সেটে। তিনি বলেছিলেন, ইয়ানতাম্মা গানের অংশ হতে চান। আমি চলে যাওয়ার পরে কী হয়েছিল জানি না। তবে পরের দিন দেখি, রামচরণ ওই গানের অংশ।'

one year ago


Ramcharan: বিয়ের ১০ বছর পর আসতে চলেছে সন্তান, পিতৃত্বকালীন ছুটিতে রামচরণ

দক্ষিণী সুপারস্টার রামচরণ তেজা (Ramcharan Teja) বাবা হতে চলেছেন। সন্তানের আগমনবার্তা পেয়েছেন বিয়ের দশ বছর পর। নবাগত আসার আগেই বাবার দায়িত্ব নিয়ে পরিকল্পনা শুরু করেছেন তিনি। সন্তানের জন্ম থেকে বড় হয়ে ওঠার মুহূর্ত উপভোগ করতে চাইছেন রামচরণ। স্ত্রীয়ের পাশেও যথার্থ স্বামীর দায়িত্ব পালন করতে চাইছেন। তাই শোনা গিয়েছে, পিতৃত্বকালীন (Paternity Leave) ছুটির আবেদন করেছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছুটির আবেদন করেছেন।

রামচরণের সময় বেশ ভালোই যাচ্ছে। আরআরআর সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন। অস্কারের মতো সম্মান এসেছে তাঁর অভিনীত সিনেমায়। অভিনয় জগৎ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে তাই স্ত্রী ও সন্তানের সঙ্গে মূল্যবান সময় কাটাতে চাইছেন। সদ্য ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। মেজাজ বেশ ফুরফুরে। মে মাসের শেষেই তাঁর সন্তান পৃথিবীর এল দেখবে। সেই শুভ মুহূর্তের প্রহর গুনছেন পিতা। তাই নেটিজেনরা বলছেন, অভিনেতার আসন্ন সন্তান তাঁর জন্য লাক ফ্যাক্টর হিসেবে কাজ করছে।

আরআরআর সিনেমার পর রামচরণ তেজার জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যেই একাধিক পরিচালক তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। তবে সিনেমার সাফল্যের পর রামচরণ কিছু মাস 'ফ্যামিলি ম্যান' হয়েই থাকতে চাইছেন।


one year ago
RRR: ভারতের গোল্ডেন গ্লোব জয়, সেরা গানের পুরস্কার আরআরআর ছবির 'নাটু-নাটু'র ঝুলিতে

ভারতীয় ছবির (Indian Cinema) মুকুটে জুড়ল নয়া পালক। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হওয়া গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড (Golden Globes Award) শোয়ে এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর (RRR Movie) মুভির 'নাটু নাটু' গান সেরা গান (Best Original Score) বিভাগে পুরস্কৃত। কলা ভাইরাভি-রাহুল শিল্পিগঞ্জের লেখা ও এমএম কেরাভনির পরিচালনায় তৈরি 'নাটু-নাটু' (Natu Natu Song) গান। 

এদিন অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন ছবির প্রত্যেক সদস্য ও পরিচালক এসএস রাজমৌলি সহ 'নাটু-নাটু' গানের মুখ্য চরিত্র জুনিয়ার এনটিআর ও রাম চরণ। পুরস্কার নিতে মঞ্চে উঠে এমএম কেরাভানি ছবির পরিচালক এসএস রাজমৌলি-সহ কলা ভাইরাভি জুনিয়ার এনটিআর ও রাম চরণকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই বিভাগে মনোনীত তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গান, যদিও এই সকল গানগুলিকে হারিয়ে প্রথম স্থানে নাম উঠে এসেছে 'নাটু-নাটু' গানটি। খুশির মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতে অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন জুনিয়ার এনটিআর ও রাম চরণ। আরআরআর-এর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীও। ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আরআরআর-এর টিমকে শুভেচ্ছা, এই পুরষ্কার পেয়ে আমরা গর্বিত'।

one year ago