
মঙ্গলবার সর্বদলীয় বৈঠক (Meeting) ডাকলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajeev Sinha)। শনিবার দুপুরে নির্বাচন কমিশনের (Commission) তরফে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।
গত বুধবার রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। তার পরের দিনই বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। যদিও সর্বদল বৈঠক না করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে।
এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি শুরু হয়েছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আগুল বিরোধীদের। এদিকে বিজেপির তরফেও শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়া হয়। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানানো হয়।