Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RajasthanRoyals

IPL: রাজস্থানের রয়্যালসের কাছে ৭২ রানে হার সানরাইজ হায়দ্রাবাদের

আইপিএলের (IPL) চতুর্থ খেলায় রাজস্থানের রয়্যালসের (RR) কাছে ৭২ রানে হার সানরাইজ হায়দ্রাবাদের (SH)। ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জলদি উইকেট হারিয়ে বিপাকে পড়ে সানরাইজ হায়দ্রাবাদ। পরে ম্যাচের হাল আর ধরতে পারেনি কেউই। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে হায়দ্রাবাদ ১৩১ রান তোলে। ফলে মরশুমের প্রথম খেলায় বড় মাত্রায় জয় পেয়ে এগিয়ে গেল রাজস্থান।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে রাজস্থান। প্রথম পাওয়ার প্লে-তে ১০৮ রান তোলেন। রাজস্থানের টপ অর্ডারের তিনজন অর্ধশত রান করেন, যশস্বী জয়সওয়াল, বাটলার ও স্যামসন। জয়সওয়াল ৩৭ বলে করেন ৫৪ রান। বাটলার ২২ বলে করেন ৫৪ রান। স্যামসন ৩২ বলে ৫৫ রান করেন। শেষে হেটমায়ারের ঝোড়ো ইনিংসে দলের রান হয় ২০৩, ৫ উইকেটে। জবাবে ব্যাট করতে নেমে বোল্টের প্রথম ওভারে ২ টি উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের পক্ষে উল্লেখ্য ময়াঙ্ক আগরওয়াল ২৭ রান করেন এবং আব্দুল সামাদ ৩২ রান করেন।

প্রথমে বলের সিদ্ধান্ত নিয়ে, হায়দ্রাবাদের পক্ষে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন ফারুকী। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন টি নটরাজন। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে রাজস্থান বল করতে নেমে ২১ রানে ২ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট এবং ১৭ রান দিয়ে চাহল তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। একটি করে উইকেট পান হোল্ডার ও অশ্বিন।

one year ago