Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

Rajasthan

Vote: অঙ্ক কষেই তিন মুখ্যমন্ত্রী, কিন্তু জটিলতাও আছে...

প্রসূন গুপ্তঃ কেউই আশা করেনি বোধকরি যে রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্রিশগড়ে অজানা অখ্যাত এমন তিন মুখ্যমন্ত্রী হতে পারে। প্রথমত, এঁরা অখ্যাত তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। মুম্বই বা ব্যাঙ্গালুরু শহরে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কজন নেতার নাম জানে? ভারতের বিভিন্ন প্রান্তে কজন রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নাম শুনেছে? কিন্তু মহুয়া মৈত্রর নাম আজ সকলের মুখোমুখি। সদ্য জেতা তিন রাজ্যে মহুয়ার মতো খ্যাতনামা কাউকেই মুখ্যমন্ত্রী করা হয়নি। অথচ এক ডজন সাংসদকে পার্লামেন্ট থেকে ইস্তফা দিয়ে এই তিন রাজ্যের বিধানসভার প্রার্থী করা হয়েছিল, ভাবা যাচ্ছিলো এদেরই মধ্যে থেকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। কিন্তু গোটা বিষয়টি পাল্টে গেলো স্রেফ মোদী, অমিত শাহের হস্তক্ষেপে বলেই সংবাদ।

দ্বিতীয়ত, এমন তিনজন মুখ্যমন্ত্রী হলেন যাঁদের পূর্ব অভিজ্ঞতা কিছুই নেই। ছত্রিশগড়ের নয়া মুখ্যমন্ত্রী আদিবাসী প্রতিনিধি বিষ্ণু সাই এক সময়ে মোদী মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু কর্মদক্ষতার এভাবে তাঁকে বাতিল করা হয়। সেই বিষ্ণু সাই আজ মুখ্যমন্ত্রী। কারণ আদিবাসী ভোটের দিকেই নজর আগামী লোকসভায়। মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, যাঁর বিধানসভার অভিজ্ঞতাটাই ছিল না। কিন্তু নজরে লোকসভায় ওবিসি যাদব ভোট কাজেই তাঁকে আনা হলো। ভজনলাল শর্মা, রাজস্থানের এবারের মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ পরিবার ভুক্ত। তিনিই সম্ভবত দেশের বিজেপির একমাত্র মুখ্যমন্ত্রী যিনি চূড়ান্ত উচ্চবর্ণের। লক্ষ ব্রাহ্মণ ভোট।

তৃতীয়ত, বিজেপি দলটি কংগ্রেস বা মধ্যপন্থী দলগুলির মতো নয়। একেবারে সংগঠনশীল দল। রেজিমেন্টেড। কাজেই দল যা বলবে বা আরএসএস, তাই মোক্ষ হিসাবে মেনে নিতে হবে। কিন্তু টানা ১০ বছর রাজত্ব করা হয়ে গিয়েছে বিজেপির। অনেক নিয়মকেই প্রয়োজনে পাল্টে ফেলা হয়েছে। শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া শোনা যায় লালকৃষ্ণ আদবানি ঘনিষ্ঠ, তাঁদেরকেই ছেঁটে ফেলা হলো। এই দুই সদ্য প্রাক্তনীর মানসিক অবস্থা যে ভালো নয় তা হাবেভাবে তাঁরা বুঝিয়ে দিয়েছেন। রেজিমেন্টেড পার্টিতেও সংকট আসে, উদাহরণ রাশিয়া থেকে জার্মানি হয়ে বিশ্বযুদ্ধের ইতালি। কাজেই লোকসভা অবধি কি কি ঘটনা গোচরে ঘটে তাই দেখার।

4 months ago
Rajasthan CM: প্রথমবার বিধায়ক হয়েই রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা

রাজস্থানেও (Rajasthan) বিজেপির চমক। ফের নয়া মুখকেই বেছে নিল গেরুয়া শিবির। বাবা বালকনাথ কিংবা বসুন্ধরা রাজে নয়, রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে ঘোষণা করা হয় নয়া মুখ্যমন্ত্রীর নাম। প্রথমবার নির্বাচনে লড়ে প্রথমবারই জয়লাভ করেছেন ইনি। ফলে প্রথমবার বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন ভজনলাল শর্মা।

রাজস্থানের সাঙ্গানের বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন এই ভজনলাল শর্মা। প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে ৪৮ হাজার ৮১ ভোটে এবার পরাজিত করেন তিনি। রাজস্থানে চারবারের রাজ্য সভাপতি হিসেবেই দায়িত্ব সামলেছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই এদিন ভজনলাল শর্মাকে দেখা যায় রাজনাথ সিংয়ের পাঁ ছুঁয়ে প্রণাম করতে। মঙ্গলবার শুধুমাত্র রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি, এদিন রাজস্থানের দুজন উপমুখ্যমন্ত্রী নামও ঘোষণা করেছে বিজেপি। দিয়া সিং এবং ডঃ প্রেম চাঁদ বৈরওয়াকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে।

4 months ago
Fraud: ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার ১

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। ডিজি রেঙ্ক-এর অফিসারদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সমস্যার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আর এই প্রতারণা চক্রের তদন্তে নেমে এক পাণ্ডাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সূত্রের খবর, রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম, রাহিস। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হয়েছে। আজ, শনিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের নজরে আসে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকে তাঁর নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছেন তাঁদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হচ্ছে যে, তিনি একটি মিটিংয়ে রয়েছেন ফোন করতে পারছেন না। সমস্যার মধ্যে পড়েছেন, তাঁর টাকার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস ২৮ অগাস্ট একটি সুয়ো মোটো কেস করেন। তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। 

তদন্তে নেমে জানতে পারে, এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিসের একটি টিম রাজস্থান গিয়ে অভিযুক্ত যুবক রাহিসকে গ্রেফতার করে। তিন দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি র‍্যাঙ্কের অফিসারদের ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হত। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো তাদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হত। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছে। পুলিস মনে করছে এই চক্রের সঙ্গে একটি বড় গ্যাং রয়েছে। সেই বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিধান নগর মহাকুমা আদালতে তুলে আজ তাকে পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।

5 months ago


Rahul Gandhi: ভোটের দিনই এক্স-এ প্রচার! রাহুলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

আজ, শনিবার রাজস্থান বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তার মাঝেই জাতীয় নির্বাচন কমিশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভোটের দিনই প্রচার করে ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর এক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করারও দাবি বিজেপির।

রাহুল গান্ধীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ভোট শুরুর ঠিক আগে এক্স প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন সাংসদ রাহুল গান্ধী। ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করে পোস্ট করেছেন বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।


বিজেপি অভিযোগ করেছে, রাজস্থান নির্বাচনের প্রচারপর্বের জন্য যে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, তা লঙ্ঘন করেই আজ তাঁর দলের হয়ে প্রচার করা হয়েছে। তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

5 months ago
Mid Day Meal: মিড ডে মিল প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ, মন্ত্রীর বাড়িতে হানা ইডির

বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা। মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগেই রাজস্থানের (Rajasthan) মন্ত্রী রাজেন্দ্র সিং যাদবের (Rajendra Singh Yadav) বাসভবনে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। মঙ্গলবার সকালের দিকে তল্লাশি শুরু করে ইডি। প্রসঙ্গত, চলতি বছরের শেষেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিশানায় রাজ্যের মন্ত্রী।

জয়পুরের কোটপুতলির বিধায়ক রাজেন্দ্র সিং। তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও উচ্চশিক্ষা, আইন-সহ বেশ কয়েকটি দফতর সামলান তিনি। আবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠও তিনি। আর এবারে তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মিড ডে মিল প্রকল্পে আর্থিক দুর্নীতি করার। আর সেই মামলায় এই তল্লাশি অভিযান শুরু করেছে বলে ইডি সূত্রের খবর।

সূত্রের খবর, অশোক ঘনিষ্ঠ রাজেন্দ্রর বাসভবন ছাড়াও আরও ১০টি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করে ইডি আধিকারিকরা। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি কারখানাও। তবে শুধু ইডি নয়, রাজ্যের আয়কর দফতরের কর্তারাও তল্লাশিতে যোগ দিয়েছেন। তবে এই তল্লাশি প্রসঙ্গে ইডির তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

7 months ago


Accident: চারিদিকে ছিন্ন-ভিন্ন দেহ, বাস দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে প্রাণ হারালেন ১১ জন

বুধবার ভোরেও ফের বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল ১১ জনের। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) ভারতপুরের। সূত্রের খবর, বুধবার ভোরে মাঝ রাস্তায় হঠাৎ বিকল হয়ে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। ফলে বাস থামিয়ে চালক ও সহকারী তা সারাই করার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় বাসটির পিছনের অংশ। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিস সূত্রে খবর, ১৩ সেপ্টেম্বর, বুধবার ভোর সাড়ে ৪ টা নাগাদ রাজস্থানের ভারতপুরে জয়পুর-আগ্রা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাসটিতে কোনও সমস্যা হলে বাসটিকে রাস্তার ধারে থামানো হয়। সারাই করার চেষ্টা করছিলেন বাসের চালক ও সহকারী। কিন্তু আচমকা পিছন থেকে এসে সজোরে বাসটিতে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে মুহূর্তের মধ্যে বাসের পিছন দিক ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা ও ৫ জন পুরুষ-সহ মোট ১১ জন যাত্রী। প্রাথমিক উদ্ধারকাজ হওয়ার পুলিস ঘটনার তদন্ত করছে।

এই দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

7 months ago
Rajasthan: নারকীয়! অপহরণের পর গণধর্ষণের শিকার মহিলা, পোশাক নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা

রাতের খাবার খাওয়ার পর হাঁটতে বেরিয়ে অপহরণের পর গণধর্ষণের শিকার হলেন এক মহিলা (Woman)! এর পর তাঁকে বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় দুষ্কৃতিরা। এমনটাই অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারায়। ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস (Police)।

সূত্রের খবর, ভিলওয়ারার গঙ্গাপুর এলাকায় শনিবার রাতে খাবার খাওয়ার পর হাঁটতে বেরোন এক মহিলা। কিন্তু বাড়ি থেকে একটু দূরে যেতেই তাঁকে অপহরণ করে ও নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, মহিলা অভিযোগ করেছেন, এর পর তাঁর পোশাক নিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ফলে নগ্ন অবস্থায় তাঁকে রাস্তা দিয়ে যেতে হয়। সে সময় স্থানীয়দের কাছে তিনি সাহায্য চাইলেও তাঁকে পাগল ভেবে কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি বলে জানিয়েছেন নির্যাতিতা। তার অনেকক্ষণ পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন কয়েকজন। তার পর তাঁকে কিছু পোশাক দেন। সমস্ত ঘটনা শোনার পর পুলিসকে খবর দেওয়া হয় ও পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিস সূত্রে খবর, জেলার অতিরিক্ত পুলিস সুপার বিমল সিং গঙ্গাপুরে পৌঁছে ঘটনাস্থল ঘুরে দেখেন। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ভাঙা চুড়ি, আপত্তিকর কিছু জিনিস পাওয়া গিয়েছে। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গাপুর থানা এলাকা। অতিরিক্ত পুলিস সুপারের অফিসও ঘেরাও করেন স্থানীয়রা। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তাঁরা। এর পরই জানা গিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই দুই অভিযুক্ত ছোটু (৪২) ও গিরধারি (৩০) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

7 months ago
Rajasthan: দেনার দায়ে স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা ব্যক্তির

দেনার দায়ে স্ত্রী ও সন্তানকে খুন করলেন এক ব্যক্তি। এরপর নিজেও আত্নঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ওই ব্যক্তি। জানা গিয়েছে, সংসারের খরচ চালাতে টাকা ধার নিয়েছিলেন বছর ৩০-এর মনোজ শর্মা। সেই টাকা পরিশোধ করতে না পেরে গোটা পরিবারকে একসঙ্গে মেরে ফেলার পরিকল্পনা করেন। সেই মতো হালুয়ার মধ্যে বিষ মিশিয়েছিলেন মনোজ। সেই হালুয়া স্ত্রী ও দুই সন্তান ছেলে ও মেয়েকে খেতে দেন। এরপর নিজেও তা খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) প্রতাপনগর এলাকায়।

পুলিস সূত্রে খবর, সেই হালুয়া খেয়ে মৃত্যু হয়েছে মনোজের স্ত্রী সাক্ষী শর্মা (২৮) এবং তাঁর পাঁচ বছর বয়সি পুত্রের। মনোজ এবং তাঁর কন্যা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। টাকা-পয়সা ছাড়াও পারিবারিক অশান্তি ছিল বলে পুলিসের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

8 months ago


Rajasthan: যাদবপুরকাণ্ডের মাঝেই ফের কোটায় ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যেই আবার এক ছাত্রের রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থল রাজস্থানের কোটা। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে চার ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে কোটাতে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১৮ বছর বয়সী ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। পুলিসের প্রাথমিক অনুমান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির চাপ নিতে না পেরেই ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। মৃত ছাত্রের নাম বাল্মীকি জাঙ্গিদ। যদিও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

সূত্রের খবর, বিহারের গয়া থেকে রাজস্থানের কোটাতে পড়তে গিয়েছিল বাল্মীকি। আইআইটি কলেজে ভর্তি হওয়ার জন্যই নিজেকে তৈরি করছিল সে। আর সেই লক্ষ্যে পৌঁছতে দিন-রাত এক করে পড়াশুনো চালিয়ে যাচ্ছিল। আচমকা কী এমন ঘটল? যার জন্য আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে হল বাল্মীকিকে। এর পিছনেও র‍্যাগিং-এর মতো কোনও নৃশংস কার্যকলাপ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর থেকে কোটাত মহাবীর নগর এলাকায় থাকছিল বাল্মীকি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে যখন বিক্ষোভ, প্রতিবাদ চলছে ঠিক তখনই রাজস্থানের কোটায় একের পর এক রহস্য মৃত্যুতে প্রশ্ন উঠছে। ছাত্রদের জন্য হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। সরকারের তরফেও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব কলমে ভিন রাজ্য থেকে আসা ছাত্রদের উপর ব়্যাগিং হচ্ছে কি না, তাও ভাবাচ্ছে প্রশাসনকে।

8 months ago
Dalit: দলিত বৃদ্ধের গায়ে প্রস্রাব, চাটানো হল জুতো, অভিযোগ কংগ্রেস বিধায়ক ও পুলিসকর্তার বিরুদ্ধে

মধ্যপ্রদেশের প্রস্রাবকাণ্ডের পর এবারে রাজস্থান (Rajasthan)। এক বৃদ্ধের উপর শারীরিক অত্যাচার ও গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল কংগ্রেসের বিধায়ক (Congress MLA) ও এক পুলিস অফিসারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, জুতো চাটানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জয়পুরের ঘটনাটি গত জুন মাসের। আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, ৫১ বছরের এক বৃদ্ধ অভিযোগ করেন, ৩০ জুন তিনি তাঁর ক্ষেতে কাজ করছিলেন। সেই সময় কয়েকজন পুলিস আধিকারিক এসে তাঁকে টেনে পাশের এক ঘরে নিয়ে যায় ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেন।  সেই ঘরে হাজির ছিল ডেপুটি পুলিস সুপার (ডিএসপি) শিবকুমার ভরদ্বাজ। সে মারধর করেন। তারপর তাঁর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ করেন সেই বৃদ্ধ।

আরও অভিযোগ উঠেছে, ডিএসপি কংগ্রেস বিধায়ক গোপাল মীনার নাম করে বৃদ্ধকে হুমকিও দেয়। এরপর সেখানে উপস্থিত হয় বিধায়ক নিজেই। তাঁকে গোপাল মীনাও মারধর করে ও তার জুতো চাটতে বাধ্য করে। এমনকি এইসব ঘটনার জন্য যখন তিনি পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করতে যান, তখন এই ঘটনা অস্বীকার করা হয়। পরে তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত থেকে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ জুলাই অবশেষে থানায় এফআইআর দায়ের হয়। বর্তমানে বিষয়টি সিআইডি-এর ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে।

8 months ago


Mobile: এই রাজ্যে ১.৩ কোটি মহিলাদের দেওয়া হবে ফ্রি ডেটা সহ মোবাইল ফোন!

মহিলাদের সুরক্ষার্থে (Women Safety) আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে যোগাযোগের সুবিধার জন্য প্রায় ১.৩ কোটি মহিলাদের দেওয়া হবে মোবাইল ফোন (Mobile Phone)। এমনটাই জানানো হয়েছে রাজস্থান সরকারের (Rajasthan Government) তরফে। আসন্ন নির্বাচনের আগে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ডিজিটাল সেবা যোজনার (Mukya Mantri Digital Seva Yojana ) অধীনে এই মোবাইল ফোন দেওয়া হবে। আজ, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজস্থানের মহিলাদের মোবাইল ফোন দেওয়া হবে।

সূত্রের খবর, রাজ্য জুড়ে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে মহিলাদের শুধুমাত্র মোবাইল ফোনই দেওয়া হবে না। ফোনের পাশাপাশি তিন বছরের জন্য ফ্রি-তে ডেটাও দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথম ধাপে জয়পুরের ১.৯ লক্ষ মহিলা সহ সারা রাজ্য জুড়ে ৪০ লক্ষ ফোন দেওয়া হবে। এক-একটি ফোনের দাম হতে চলেছে ৬ হাজার ৮০০টাকা। আরও জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য় 'রিয়ালমি' ও 'রেডমি'-র ফোন দেওয়া হবে। পরে 'স্যামসাং' ও 'নোকিয়া'-র মোবাইল ফোনও দেওয়া হবে। মোবাইল ফোনের জন্য দেওয়া হবে ৬ হাজার ১২৫ টাকা ও বার্ষিক ইন্টারনেটের জন্য ৬৭৫ টাকা। এছাড়া রাজ্য থেকে প্রতি বছর ৯০০ টাকা দেওয়া হবে ইন্টারনেটের জন্য।

আর যেসব মহিলারা এই প্রকল্পের অধীনে মোবাইল ফোন পাবেন, তাঁদের আধার কার্ড, এনরোলমেন্ট কার্ড ও প্যান কার্ড লাগবে। অন্যদিকে বিধবা মহিলাদের জন্য শুধুমাত্র প্রয়োজন পিপিই কার্ড।

8 months ago
Oil Tanker: মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সর্ষের তেলের ট্যাঙ্কার, তেল নিতে ছুটলেন স্থানীয়রা

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল সর্ষের তেল ভরা ট্যাঙ্কার (Tanker)। ট্যাঙ্কার উল্টে যেতেই নীচেই গড়িয়ে পড়ল কয়েক লিটার তেল। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) সিরোহি জেলার। পরে এই খবর জানতে পেরেই চারিদিক থেকে ছুটে আসেন স্থানীয়রা। এমনকি তাঁরা তাঁদের হাতের সামনে যে বোতল, জার পেয়েছে তাই নিয়েই ছুটে আসেন রাস্তায়। সর্ষের তেল সংগ্রহ করতে এমন ভিড় জমান তাঁরা যে, তীব্র যানজটের (Traffic Jams) সৃষ্টি হয়।

সূত্রের খবর, শনিবার গুজরাটের গান্ধীরাম থেকে মধ্যপ্রদেশে নিয়ে আসা হচ্ছিল ট্যাঙ্কার ভর্তি সর্ষের তেল। সেই ট্যাঙ্কারে প্রায় ১০০ লিটারের বেশি তেল ছিল বলে জানিয়েছে পুলিস। এরপর রাজস্থানের পিন্ডওয়ারার কাছে চার-লেন হাইওয়েতে হঠাৎ ট্যাঙ্কারের সামনে চলে আসে এক মোটরসাইকেল। তখন দুর্ঘটনা এড়াতে গিয়েই ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতেই উল্টে যায় ট্যাঙ্কার। এরপর সেখানে গড়িয়ে পড়ে কয়েক লিটার তেল। আর সেই খবর পেতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা সর্ষের তেল সংগ্রহ করতে হাতে বোতল, পাত্র, জার নিয়ে ছুটে আসেন। হুড়োহুড়ি করতে থাকেন তাঁরা। একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় রাস্তায়। ফলে রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়।

এরপরেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। রাস্তা থেকে ট্যাঙ্কার সরিয়ে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস সূত্রে খবর, ট্যাঙ্কার উল্টে যাওয়ায় চালক সামান্য আহত হয়েছেন। তবে তাঁর চিকিৎসা করানো হয়েছে বলে খবর।

9 months ago
Rajasthan: হুবহু ভগবান গণেশ, শুঁড় নিয়ে জন্ম নিল এক মনুষ্য শিশু! এরপর যা হল...

এ যেন অবিকল ভগবান গণেশ (Lord Ganesha)! শুঁড় নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। আর এই নিয়ে হইহই পড়ে গিয়েছে শহরজুড়ে। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) দৌসার। সূত্রের খবর, রাজস্থানের এক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে এক শিশু, তবে তাকে দেখতে হুবহু ভগবান গণেশের মত। কারণ এই শিশুর শুঁড় রয়েছে। তবে দুঃখের খবর, জন্মের প্রায় ২০ মিনিট পরেই তার মৃত্যু হয়। শুঁড় সহ শিশুকে দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।


সূত্রের খবর, রাজস্থানের আলওয়ারের বাসিন্দা এক অন্তঃসত্ত্বা মহিলা ৩১ জুলাই রাত ৯ টা ৪১ মিনিটে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু তাঁর এই সন্তান শুঁড় নিয়ে জন্ম নেওয়ায় একে ভগবান গণেশের সঙ্গে তুলনা করতে থাকেন প্রত্যেকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই মনুষ্য রূপি এই 'ভগবান'-কে দেখতে হাসপাতালে ভিড় জমায় মানুষ। তবে যে চিকিৎসকরা প্রসব করিয়েছেন, এমন শিশু দেখে হতবাক তাঁরা।

তবে এমনটা কেন ঘটেছে, তা পরে বিস্তারিত জানান চিকিৎসকরা। তাঁদের মতে, জেনেটিক কিছু সমস্যা থাকার পাশাপাশি ক্রোমোজোমের ত্রুটির কারণেও এমন 'এলিয়েন' বৈশিষ্ট্যসহ শিশুর জন্ম হতে পারে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় প্রত্যেক মহিলাকে নিয়মিত চেকআপ করানো উচিত।

9 months ago


Rajasthan: কিশোরীর জলের বোতলে প্রস্রাব ভরে রাখার অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

পানীয় জলের বোতলে প্রস্রাব ভরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খাওয়ানোর অভিযোগ উঠল রাজস্থানে (Rajasthan)। স্কুলের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছে সেই স্কুলেরই এক ছাত্রী। সে অভিযোগ করেছে, বোতলে প্রস্রাব (Urine) ভরে রাখার মতো ঘৃণ্য কাজ জানানোর পরও কোনও পদক্ষেপ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। সূত্রের খবর, এরপরই অভিযুক্ত এক ছাত্রের বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় ভিলওয়ারার লুহারিয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস লাঠিচার্জও করে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার রাজস্থানের ভিলওয়ারার লুহারিয়া গ্রামের এক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। সেই স্কুলের এক অষ্টম শ্রেণির কিশোরী অভিযোগ করেছে, তার সহপাঠীরা তার জলের বোতলে প্রস্রাব রেখে দিয়েছে। আবার তার ব্যাগ থেকে একটি চিঠিও পেয়েছে বলে দাবি করেছে কিশোরী। সে জানায়, টিফিনের সময় সে ক্লাস থেকে বেরিয়েছিল। এরপর যখন ক্লাসে এসে বোতল থেকে জল খেতে নেয়, তখনই বোতল থেকে কটূ গন্ধ পায় সে। এরপর ব্যাগ থেকে চিঠিও পায়, যেখানে লেখা ছিল 'আই লাভ ইউ'।

এরপরই পুরো ঘটনা স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে স্কুল থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ করে সে। ফলে স্কুল যাতে এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেয়, তার জন্য স্কুলের উপর চড়াও হয় কিশোরীর বাড়ির লোকজন। এরপর অভিযুক্ত এক ছাত্রের বাড়িতে গিয়েও সেখানে ইট-পাথর ছুঁড়তে থাকে তারা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিস।

9 months ago
Rajasthan: প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পাড়ি দেওয়ার চেষ্টা কিশোরীর! তারপর যা হল...

সীমা, অঞ্জুর পর এবারে এক ভারতীয় কিশোরী (Minor Girl) ভালোবাসার টানে পাড়ি দিচ্ছিলেন পাকিস্তান (Pakistan)। প্রকাশ্যে এসেছে, সেও নাকি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে (Pakistan) যাচ্ছিলেন, তবে শেষপর্যন্ত যেতে পারেনি সে। কিন্তু পরে তাকে জেরা করতে গিয়ে আরও এক তথ্য বেরিয়ে আসে, যা শুনে হতবাক পুলিস আধিকারিকরা। সূত্রের খবর, রাজস্থানের (Rajasthan) সিকর জেলার এক কিশোরী জয়পুরের বিমানবন্দরে যায় ও সেখানকার টিকিট কাউন্টারে গিয়ে পাকিস্তানের টিকিট কাটতে গিয়েছিলেন। কিন্তু তার কাছে ভিসা ও পাসপোর্ট না থাকায় তাকে পুলিসের কাছে তুলে দেওয়া হয়।

সূত্রের খবর, বাড়ি থেকে পালিয়ে পাকিস্তানে যাচ্ছিল কিশোরী। কিন্তু তার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় তাকে টিকিটই দেওয়া হয়নি। প্রথমে তাকে জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে ও পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার বাবা-মাকেও ডেকে পাঠানো হয়। তার বাবা-মা-এর সামনেই পাকিস্তান যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে সে জানায়, সবার দৃষ্টি করতেই সে এমন করেছে। যদিও এই কথা মানতে রাজি নয় পুলিস। ফলে এই কিশোরীর পাকিস্তান যাওয়ার নেপথ্যে কী কারণ, তা তদন্ত চালাচ্ছে পুলিস।

পুলিস সূত্রে খবর, রাজস্থানের সেই কিশোরী বিমানবন্দর থেকে টিকিট নেওয়ার জন্য মিথ্যা গল্পও বানিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানায়, তিন বছর আগে ইসলামাবাদ থেকে ভারতে এসেছিল সে। কাকিমার সঙ্গে থাকে সে। কিন্তু কাকিমার সঙ্গে এখন আর থাকতে না পারায় সে এখন পাকিস্তানে ফিরে যেতে চায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা কিশোরীর কথা শুনে স্তম্ভিত হয়ে যান। কিন্তু তদন্তের পর পুলিস জানতে পারে, কিশোরী ইসলামাবাদের বাসিন্দা নয়, সে রাজস্থানের সিকর জেলার রত্নপুরা গ্রামের।

9 months ago