Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Rajarhat

Fire: নববর্ষের দিনে অগ্নিকাণ্ড রাজারহাটে, পুড়ে ছাই ৪ টি রেঁস্তোরা

পয়লাবৈশাখের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজারহাটে। রবিবার সন্ধ্য়া ৭টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে চিনার পার্কের নিউটাউনে ক্যাফেতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে তিন চারটি রেঁস্তোরা সহ মিষ্টির দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। 

দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে। সেখান থেকেই ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে চার-পাঁচটি দোকানে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেই পুলিস সূত্রে খবর।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে চলছে রেঁস্তোরাগুলি। আর তাতেই সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরফলে দুর্ঘটনা বাড়তে পারে। তাছাড়া কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে ব্যবসা। তা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা।   

a month ago
Rajarhat: গলায় তার জড়ানো অবস্থায় বাঁশ বাগান থেকে উদ্ধার ব্য়ক্তির মৃতদেহ, তদন্তে রাজারহাট থানার পুলিস

বাঁশ বাগান থেকে উদ্ধার গলায় জিআই তার জড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় রাজারহাট থানা সংলগ্ন কাশীনাথ পুর বাজার এলাকায়। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় জন্য় পাঠায়। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশ বাগানে গলায় তার জড়ানো অবস্থায় মৃত ওই ব্য়ক্তিকে দেখতে পান স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে ওই এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান ওই ব্যক্তি লরির খালাশী হতে পারে। এরপর পুলিস খোঁজ চালিয়ে রাস্তার পাশ থেকে একটি মার্বেল ভর্তি লরিও উদ্ধার করে। 

পুলিস সূত্রে খবর, ওই লরিতে থাকা দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মৃত্য়ুর সম্পর্কে তারা কী জানে? খুন নাকি অন্য় কোনও রহস্য রয়েছে এর পিছনে, সঠিক কারণ জানতে রাজারহাট পুলিস কুকুর দিয়ে এলাকায় তল্লাশি চালায়।

4 months ago
Dengue: ডেঙ্গি উদ্বেগ অব্যাহত, ডেঙ্গি আক্রান্ত রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার রেহাই পেলেন না রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। মঙ্গলবারই তাঁর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তাপস চট্টোপাধ্যায়। এদিন  তাঁর রক্ত পরীক্ষা করা হয়। মঙ্গলবারই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, বেশ অসুস্থবোধ করছেন বিধায়ক। বিধায়কের শরীর নিয়ে উদ্বেগে পরিবার। 

শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে। সূত্রের খবর, কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। ডেঙ্গি মোকাবিলায় মাঠে নেমেছে কলকাতা পুরসভা। কিন্তু, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা উদ্বেগে রয়েছে পুরনিগম থেকে স্বাস্থ্য দফতর।

8 months ago


Rajarhat: ভর সন্ধ্যায় রাজারহাটে গলার নলি কেটে খুন যুবককে, তদন্তে পুলিস

ভর সন্ধেতে রাজারহাটে দুষ্কৃতীরাজ। শুক্রবার সন্ধেতে নামাজ পড়তে যাচ্ছিলেন হারুনাল রশিদ। বাইকে করে এসে তাঁর গলার নলি কেটে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে শিখের বাগান এলাকায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিশ। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মৃতের পরিবারের দাবি, পুকুর বোজাতে বাধা দিয়েছিলেন হারুনাল বাবু, সেই রাগ থেকেই তাঁকে খুন করা হয়। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন, প্রায় ১ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তোলা হয়।

মৃতের আত্মীয়ের আরও অভিযোগ, এই ঘটনার সাথে রাজনৈতিক যোগ রয়েছে। তবে কোন দলের যোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

9 months ago
Attack: কেবল ছাপ্পাতে সন্তুষ্ট নয়, রাজারহাটে সিপিআইএম প্রার্থীর বাবাকে মারধর, অভিযুক্ত তৃণমূল

নিবেদিতা মাইতি: কলকাতা লাগোয়া নিউটাউন রাজারহাটেও নির্বাচনী হিংসার রেশ বহাল। ব্যালট বক্স ভাঙচুড়, ছাপ্পা ভোট সহ ব্যাপক মারধর, বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এমনকি রাজারহাটের ২৬৯, ২৭০ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী (CPIM Candidates) সুতপা মিস্ত্রি সহ তাঁর বাবার উপর প্রাণঘাতী হামলারও (Attack) অভিযোগ উঠে আসছে। অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

এই ঘটনায় ওই সিপিআইএম প্রার্থী সুতপা মিস্ত্রি সিএন ডিজিটালকে জানিয়েছেন, 'শনিবার সকালে আমি ও বাবা ভোটকেন্দ্রে পৌঁছই। আমার বাবাই আমার পোলিং এজেন্ট। আমারা বুথে ঢোকার পরই বুথ দখল করতে আসে তৃণমূলের প্রায় ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী। তারপরেই দুষ্কৃতীরা বুথের বাইরে আমাকে আর বাবাকে ঘেরাও করে মারধরের চেষ্টা করে। এমনকি আমাকে খুনের হুমকিও দেয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই দুষ্কৃতীরা লোকচক্ষুর আড়াল থেকে বাবাকে তুলে নিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ তাঁরা বাবাকে আটকে রাখে। বাবার ফোন কেড়ে নেয়, মাথায় পিস্তল ঠেকিয়ে খুন করার হুমকি দেয়।' তিনি আরও বলেন, 'দুষ্কৃতীরা বাবাকে মারধর করে, হুমকি দিয়ে, শেষ পর্যন্ত ছেড়ে দেয়। তবে এখনও পর্যন্ত কেড়ে নেওয়া ফোনটি ফেরত দেয়নি। এমনকি শনিবার রাতেও আমাদের বাড়ির বাইরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।' 

সিপিআইএম প্রার্থী সুতপা মিস্ত্রি দাবি করেন, 'বাবকে মারধর কারার কথা লিখিতভাবে জনানো হয়েছে নিউটাউন থানার পুলিসকে। তবে পুলিসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও রকমের সহযোগিতা করেননি পুলিস,' এমনটাই দাবি করছেন তিনি।

শনিবারের পঞ্চায়েত নির্বাচনে বুথ দখলকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই দিক থেকে হিংসার আঁচে বাদ পড়েনি নিউটাউনের পঞ্চায়েত এলাকাগুলিও। তবে এই উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দিতে বুথের বাইরে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। রাজ্যের প্রায় সব পঞ্চায়েত এলাকাগুলিতেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের নিষ্ক্রিয়তার ছবি পাওয়া গিয়েছে। তবে রবিবার নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, এই নির্বাচনে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। যদিও অলিখিত ভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪ এবং আহতর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

10 months ago


Cyber: রাজারহাটে অবৈধ কল সেন্টারের হদিশ, ধৃত ৩

রাজারহাটে (Rajarhat) অবৈধ (Fake) কল সেন্টারের (Call Center) হদিশ। পরিত্যক্ত বাড়িতে কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ। রাজারহাট থানার হাতে গ্রেফতার তিন। আজ, মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হবে। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম অভয় শর্মা, বিবেক কুমার শর্মা ও রাজ মিত্র। পুলিস গোপন সূত্রে খবর পায় যে, রাজারহাটের রেকজোয়ানি আজাদ নগরে একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধ কল সেন্টার চলছে। সেই সূত্রের ভিত্তিতে রাজারহাট থানার পুলিস সেখানে হানা দেয়।

সেখান থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, তারা নেট কানেকশনের জন্য অন্যের মোবাইলের হটস্পট ব্যবহার করতো এবং এর পরেই তারা বিদেশি নাগরিকদের ফোন করতো। বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের সার্ভেয়ার বলে পরিচয় দিতো এবং ফ্রিতে বাড়িতে লিফ্ট ইনস্টলেশন করার জন্য বলতো। যাঁরা রাজি হতো তাঁদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতো বলে পুলিস সূত্রে খবর।

one year ago
Rajarhat: সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত ১ ব্যক্তি

সিবিআই (CBI) আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার (Cheat) অভিযোগ। পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের (Rajarhat) বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক। পুলিস জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম শুভজিৎ বারুই। সূত্রের খবর, গত ২৫ মার্চ রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী, রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিপ্লবের অভিযোগের ভিত্তিতেই ওই ভুয়ো অফিসারকে গ্রেফতার করে পুলিস।

পুলিস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে শুভজিৎ বারুই নামে ওই ব্যক্তির সাথে পরিচয় হয় অভিযোগকারীর। অভিযোগ ধৃত শুভজিৎ, নিজেকে সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে, পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, সিবিআই পরিয়চয়েই বিপ্লবের থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও পানশালার লাইসেন্স পাইয়ে দেয়নি অভিযুক্ত। অবশেষে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন বিপ্লব।

বিপ্লবের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিস। মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করে পুলিস। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হবে। ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে রাজারহাট থানার পুলিস। এছাড়া ধৃতের থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্টের নামে একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিস।

one year ago
Rajarhat: গোপন সূত্রে খবর পেয়ে খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

ফের খাস কলকাতায় (Kolkata) আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার (arrest) এক। শহরের রাজারহাট (Rajarhat) এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস (police) সূত্রে খবর, শাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকারামতলা এলাকায় হানা দেয় পুলিস। সেখানেই মূলত শাহাবুদ্দিন মোল্লা এবং তার বেশ কয়েকজন সঙ্গী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিসকে দেখে তারা পালাতে শুরু করে। পুলিস ধাওয়া করে শাহাবুদ্দিন মোল্লাকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার আমস ও এক রাউন্ড কার্তুজ।

পুলিসের প্রাথমিক অনুমান সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই কেউ বা কারা বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আনিয়ে মজুদ করতে চাইছে। রবিবার ধৃত ব্যক্তিকে বারাসাত আদালতের তোলা হয়। পুলিসের তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কার ইশারায় এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বা কী কারণে আনা হয়েছিল, তা তদন্ত করবে রাজারহাট থানার পুলিস।

one year ago


Gang rape: রাজারহাট বৈদিক ভিলেজে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

ফের খাস কলকাতায় ধর্ষণের (rape) অভিযোগ। তবে এবার গণধর্ষণের (gang rape)  রাজারহাটের বৈদিক ভিলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার (arrest) করা হয়। অভিযুক্তদের শনিবারই বারাসাত কোটে নিয়ে যাওয়া হয়।

গত ৯ তারিখে রাজারহাট বৈদিক ভিলেজে (Rajarhat Vedic Village) একটি রিসোর্ট ভাড়া করা হয়। পরেরদিন অর্থাত্ ১০ তারিখ পার্টি ছিল তাদের। আর ১১ তারিখে অর্থাৎ ঘটনার পরের দিন অভিযোগ দায়ের করেন ওই তরুণী রাজারহাট থানায়। তরুণীর অভিযোগ, পার্টি শেষ হয়ে যাওয়ার পরে ওই তরুণীকে তরল জাতীয় মাদক খাইয়ে দিয়ে গণধর্ষণ করে অভিযুক্ত চার যুবক। ঘটনার পরই রাজারহাট থানায় (Rajarhat Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিস তড়িঘড়ি চার অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার তাদের বারাসাত আদালতে পেশ করা হয়। এবং সেখানে পুলিস নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ইতিমধ্যেই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও। এমন ঘটনার পরেও রাজারহাট থানার পুলিসকে অভিযুক্তদের বিষয়ে কোনওরকম তথ্য দিতে পারেনি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ, এমনটাই পুলিস সূত্রে খবর। গোটা ঘটনা খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিস।

পুলিস (police) সূত্রে আরও খবর, অভিযুক্ত চারজন হল যোগেশ মিশ্র, শুভম কারিওল, ঋষিক কুমার ও মাধব আগাওয়াল। বিধাননগর থানার সিপি জানান, জন্মদিনের পার্টির জন্য ৯ থেকে ১০ তারিখ ভাড়া নেওয়া হয় বৈদিক ভিলেজ। সেখানে উপস্থিত ছিল প্রায় ৩০ জন। তবে মোট ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তরুণী। গ্রেফতার করা হয়েছে ৪ জন অভিযুক্তকেই। তারা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত। ঘটনায় বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিস। 

2 years ago