Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Rajamouli

Stevenson: 'আরআরআর' খ্যাত অভিনেতা রে স্টিভেনসন প্রয়াত, সিনেমা জগতে শোকের ছায়া

চলচ্চিত্র জগতে আবারও শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson)। হলিউড সিনেমা 'থর'-এ (Thor) অভিনয় করে সারা বিশ্বের দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের অনেকে তাঁকে সম্প্রতি দেখেছিলেন 'আরআরআর' (RRR) সিনেমায়। পরিচালক এসএস রাজামৌলি তাঁকে সিনেমার পর্দায় ব্রিটিশ গভর্নর মিস্টার স্কটের চরিত্রাভিনেতা হিসেবে দেখিয়েছিলেন। ভারতের সঙ্গে অভিনেতার এই সদ্য বন্ধন অচিরেই ছিন্ন হয়ে গেল তাঁর প্রয়াণে।

হলিউডের পাশাপাশি রে স্টিভেনসনের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র জগৎ। বিশেষ করে 'আরআরআর' সিনেমার কলাকুশলীরা। সিনেমার অন্যতম অভিনেতা জুনিয়ার এনটিআর ২৩ মে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, 'রে স্টিভেনসনের মৃত্যুর খবর অবিশ্বাস্য। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। তাঁর আত্মা শান্তিতে থাকুক। এই কঠিন সময়ে তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।' 

অন্যদিকে আরআরআর সিনেমার পরিচালক এসএস রাজামৌলি লিখেছেন, 'হতভম্ব। এই খবরটি বিশ্বাস করতেই পারছি না। সেটে থাকলেই রে নিজের সঙ্গে শক্তি-প্রাণবন্ত পরিবেশ নিয়ে আসতেন, যা ছোঁয়াচে ছিল। তাঁর সঙ্গে কাজ করা সম্পূর্ণ আনন্দের ছিল। তাঁর পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। তাঁর আত্মা শান্তিতে থাকুন।'


  

11 months ago
RRR: অস্কার পর্ব অতীত, 'আরআরআর-টু' সিনেমার শ্যুটিং সূচি জানুন

'আরআরআর' (RRR) সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। দক্ষিণী ছবি পাড়ায় কান পাতলে আপাতত সেই গুঞ্জনই শোনা যাচ্ছে। এসএস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত 'আরআরআর' ছবির প্রথম পর্ব ব্যাপক সাফল্য পেয়েছে। ঠিক যেভাবে বাহুবলীর দ্বিতীয় পর্ব এসেছিল, সেভাবেই এই ছবিরও দ্বিতীয় পর্ব আসবে বলে মনে করছেন দর্শকরা। ২০২২ সালেই 'RRR' সিনেমার দ্বিতীয় পর্বের চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছিল।চলতি বছরে শ্যুটিং শুরু হবে বলে কানাঘুষো।

গত এক বছর ধরে রাজামৌলী পরিচালিত 'আরআরআর' সুনাম অর্জন করেছে। শুধুমাত্র ভারত নয়, বিশ্ব দরবারেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। গোল্ডেন গ্লোব, দাদা সাহেব ফালকে, অস্কারের মতো পুরস্কার রয়েছে এই সিনেমার ঝুলিতে। প্রবল জনপ্রিয়তা পেয়েছে 'নাটু নাটু' গানটি। সেই গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিত আবারও সিনেমার পরিচালকের সঙ্গে কাজ করছেন বলে খবর।

জানা যাচ্ছে, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে আগামী দুই মাসেই শুরু হতে পারে সিনেমার শ্যুটিং। এবারে কোন গানে পা মেলাতে দেখা যাবে এনটিআর জুনিয়র ও রাম চরণ তেজাকে? সিনেমায় কোন চমক লুকিয়ে থাকবে? তা জানতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি পরিচালক। মুখ খোলেননি অভিনেতারাও।


one year ago
Oscar: জয় হিন্দ! সেরা সং নাটু-নাটু আর সেরা ছোট তথ্যচিত্রে অস্কার ভারতের

১৪ বছরের খরা কাটিয়ে অস্কার জয় (Won Oscar) ভারতের। প্রথম থেকেই সম্ভাবনা ছিল। এবার অপেক্ষার অবসান। 'RRR'-ছবির 'নাটু নাটু' গানের মুকুটে নয়া পালক। ফের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর 'RRR' ছবির 'নাটু নাটু' গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে 'RRR'। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। উচ্ছ্বসিত গোটা দেশ।

অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল 'The Elephant Whisperers'। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি। ওদিকে অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।”

রবিবার রাত থেকেই শ্বাসরোধ ছিল গোটা ভারতবাসীর। মোট তিন মনোনয়ন, সোমবার ভোর হতেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানান হয়েছিল, ‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত। আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী।' গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘RRR’ সিনেমার গোটা টিমকে।

one year ago