Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RajChakraborty

Summon: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সিবিআই তলব অদিতি মুন্সির স্বামী দেবরাজ ও পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে

নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। পাশাপাশি কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও তলব করল সিবিআই। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ওই দুই তৃণমূল নেতাকে সিবিআই দফতর নিজাম প্য়ালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িত থাকায় এর আগেও তৃণমূলের ওই দুই নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। গতবছর অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই-এর আধিকারিকেরা। এমনকি অদিতি মুন্সির গানের স্কুলেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশি চালিয়ে নিয়োগ সংক্রান্ত কয়েকটি নথিপত্র উদ্ধার করা হয়েছিল। সেই নথির সূত্র ধরেই আবারও সিবিআই তলব করল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। 

তারপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকেও কিছু নথি ও কাগজপত্র উদ্ধার করা হয়েছিল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছিল সিবিআধিকারিকের তরফে। 

3 months ago
Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!

নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে সিবিআই (CBI)। সোমবার ফের ২ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। আর এবারে তল্লাশি চালাতেই উদ্ধার করা হল নিয়োগ সংক্রান্ত আরও নথি ও অ্যাডমিট কার্ড। ফলে প্রশ্ন উঠছে, কাউন্সিলরের বাড়িতে এই নথিগুলো কোথা থেকে এল? আর এরই তদন্ত করছে সিবিআই।

জানা গিয়েছে, সোমবার বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। উদ্ধার করা হয় ১৪ থেকে ১৫ টি চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড এবং ৫ থেকে ৬ টি বদলি সংক্রান্ত নথি। সমস্ত নথি, সিবিআইয়ের কাছে প্রাপ্ত নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অ্যাডমিট কার্ডের প্রার্থীদের এবং যাঁদের বদলি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে সিবিআইয়ের তরফে বলে সূত্রের খবর। পাশাপাশি জানা গিয়েছে, তাঁদের খুব শীঘ্রই তলব করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। উদ্ধার হয় প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এবং এসএসসি নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। প্রায় ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। কলকাতা পুরসভার একজন কাউন্সিলরের বাড়িতে এত নিয়োগ সংক্রান্ত নথি কেন ছিল এ নিয়ে তদন্ত করছে সিবিআই। প্রয়োজনে তাঁকেও তলবের সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের তরফে বলে সূত্রের খবর। উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত এই কাউন্সিলর।

5 months ago
Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!

এবারে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার করা হল নিয়োগ সংক্রান্ত নথি। তাঁর বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি কোথা থেকে এল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শাহী সভার পর থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও তৎপর সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে শাসক দলের একাধিক নেতা-বিধায়ক-কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় তাঁদের প্রত্যেকের বাড়ি, বেসরকারি কলেজ থেকে উদ্ধার করা হয়েছে নিয়োগ সংক্রান্ত তথ্য। নেতা ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজল আনসারির কলেজ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ওএমআর শিট। আর শুক্রবার দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার করা হল নিয়োগ সংক্রান্ত নথি।

বৃহস্পতিবারই মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৮ লক্ষ টাকা। একই সঙ্গে সিবিআই সূত্রে খবর, বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনাও। এর পরই আজ জানা গিয়েছে, বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রাথমিক নিয়োগের নথি থেকে শুরু করে বদলি সংক্রান্ত একাধিক নথি। কিন্তু অন্যদিকে দেবরাজের দাবি, বাড়ি থেকে নথি পাওয়া গেলেই তাতে প্রমাণিত হয় না যে, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। কোনও চাকরিপ্রার্থী তাঁকে কোনও নথি দিতেই পারেন। তবে তাতে চাকরি হল কিনা, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত কিনা, তা দাবি করা যায় না।

আবার কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকেও বাজেয়াপ্ত করা হয় তাঁর দুটি মোবাইল ফোন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট। আবার বড়ঞার সুজল আনসারির বাড়ি থেকে একটি মোবাইল ফোন, ডায়েরি, কিছু ওএমআর শিট সহ ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

5 months ago


Debraj: 'আমি সব দিয়েছি'... সিবিআই বেরোতেই কী বললেন সল্টলেকের দাপুটে কাউন্সিলর দেবরাজ

লক্ষ্মীবারের সকালে বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর রাজারহাটের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবরাজের বাড়িতে প্রায় চার ঘন্টা ধরে চলে তল্লাশি। এরপর বেলা ১ টা নাগাদ দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোয় সিবিআই। সঙ্গে অবশ্য় দেখা যায় দেবরাজকেও। এরপর দমদম পার্কে দেবরাজের দ্বিতীয় বাড়িতে তল্লাশির উদ্দেশে যান সিবিআই আধিকারিকরা। এরপর এদিন দুপুর পৌনে ৩ টে নাগাদ তাঁর দমদম পার্কের দ্বিতীয় বাড়ি থেকে বেরোয় সিবিআই। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলার কারণে দেবরাজের বাড়িতে এদিন হানা দিয়েছে সিবিআই। 

সংবাদমাধ্য়মে সরাসারি দেবরাজ জানায়, এদিন সকালে ৮ টা নাগাদ কোর্টের নির্দেশ অনুযায়ী সাতজন সিবিআই আধিকারিকের একটি দল সহ কেন্দ্রীয়বাহিনী আমার বাড়িতে আসে। তখন বাড়ি ছিলাম না। খবর পেয়ে তারপর বাড়িতে এসে দেখি সার্চ ওয়ারেন্ট নিয়ে সিবিআই এসেছিল। 'আমি আমার ব্য়াঙ্ক ডিটেলস সহ পরিজনদের ব্য়াঙ্ক ডিটেলস যা যা নথি চেয়েছিলেন আমি সব দিয়েছি' তবে আমার বাড়ি তল্লাশি করে গুরুত্বপূর্ণ কোনও নথি পায় নি তাঁরা। আমাকে সার্চ লিস্ট দিয়ে গেছে সিবিআই। তিনি আরও বলেন পরবর্তী সময়ে যদি কোনও নথি দরকার পড়ে তাহলে আমি তা পেশ করব। 

জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা ১০ টা নাগাদ প্রথমে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর রাজারহাটের বাড়িতে হানা দেয় সিবিআই। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না দেবরাজ। সিবিআই আধিকারিকদের দেখে দেবরাজের বাড়ির সদস্য়রা খবর দেন তাঁকে। এরপর তিনি কিছুক্ষণের মধ্য়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে আসেন এবং সিবিআই আধিকারিকদের নিজে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করেন।

5 months ago
Subhashree: লক্ষ্মীবারে শুভশ্রীর কোল আলো করে এল লক্ষ্মী! দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী

টলিপাড়ায় ফের খুশির খবর। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার বাবা হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী (Raj chakraborty)। লক্ষ্মীবারে শুভশ্রী-রাজের পরিবারে মা লক্ষ্মী আসায় আনন্দে আত্মহারা চক্রবর্তী পরিবার।

বৃহস্পতিবার সকালে রাজের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। শুভশ্রীর পরনে ছিল শর্ট প্রিন্টেড ড্রেস। চুলে বিনুনি করা। পাশে দাঁড়িয়ে রাজ। রাজের পরনে সাদা টি-শার্ট আর জিন্স। চোখে কালো চশমা। এই ছবি পোস্ট করতেই ভাইরাল। তাঁদের এমন সাজে দেখতে পেয়েই অনুমান করা হয়েছিল যে, আজই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী। আর সেই অনুমানই হল সত্যি। বেলা গড়াতেই সুখবর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শুভশ্রী কন্যাসন্তানের জন্ম দিতেই রাজ তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়ে দেন যে, তাঁদের জীবনে ছোট্ট 'প্রিন্সেস' এসেছে। এবার থেকে বড় দাদা ছোট্ট ইউভান। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুই'ই সুস্থ রয়েছেন।

5 months ago


Couple: বৃষ্টির সকালে শুভশ্রীর প্রেমে নিমজ্জিত রাজ, সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভিডিও

টলি পাড়ার পরিচালক অভিনেতা জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ২০১৮ সালে বিয়ে করেছিলেন দম্পতি। ৫ বছর পেরিয়েও তাঁদের সম্পর্কের রসায়ন প্রথম দিনের মতোই। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। এমন বদলা দিনে স্ত্রী শুভশ্রীর জন্য ভালোবাসা আরও একটু প্রশ্রয় পেয়েছে রাজের। তাই সামাজিক মাধ্যমে শুভশ্রীর সঙ্গে কাটানো বেশ কিছু ভালো মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন রাজ।

রাজ ও শুভশ্রী দু'জনেই সারা বছর কাজে ব্যস্ত থাকেন। কিন্তু কাজের মাঝে ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন দম্পতি। কখনও সমুদ্রের পাড়ে, কখনও পাহাড়ের কিনারায় আবার কখনও মরুভূমির প্রান্তরে চলে যান একান্ত সময় কাটাতে। এই জায়গাগুলিতে গিয়ে স্বাভাবিকভাবেই অনেক ছবি তুলেছেন তাঁরা। স্মৃতির খাতা থেকে এমনই কিছু ছবি তুলে এনে একটি ভিডিও তৈরী করে সামাজিক মাধ্যম আপলোড করেছেন রাজ।

তাঁদের এখন ভরা সংসার। ছেলে ইউভান গুটি গুটি পায়ে বড় হচ্ছে। অন্যদিকে শুভশ্রী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন। নতুন অতিথির আগমনের দিন গুনছেন দম্পতি। একইসঙ্গে গুছিয়ে নিয়েছেন কেরিয়ার জীবনও।

8 months ago
Raj: 'দর্শক যা চেয়েছিলেন তাই দিয়েছি', আবার প্রলয়ের সাফল্য নিয়ে রাজের মন্তব্য

ওটিটি মাধ্যমে একেবারে সফলভাবে অবতরণ করেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত প্রথম সিরিজ, 'আবার প্রলয়' (Abar Proloy)। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল তাঁরই পরিচালিত সিনেমা প্রলয়। প্রসঙ্গত এই সিনেমা দিয়েই রাজকে নিয়ে টলিউডের দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। সেই সিনেমারই দ্বিতীয় পার্ট এই সিরিজ। সামান্য কিছু অসঙ্গতি ছাড়া সিনেমা বোদ্ধা ও সমালোচকরাও এই সিরিজের প্রশংসা করেছেন। পরিচালকের কেমন লাগছে এই সাফল্যে? ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

দেরি করে ওটিটিতে এলেন কেন? এই প্রশ্নের উত্তরে রাজ বলেন , 'দেরি হয়েছে ঠিকই। তবে এই সময়ে দাঁড়িয়ে এমন একটি দিক নির্ধারণ করে দেওয়া প্রোজেক্ট তৈরী করতে একটু সময় তো লাগেই।' পরিচালক আরও জানিয়েছেন, 'এই টলিউড বহু গুণী অভিনেতায় সমৃদ্ধ। প্রত্যেকেই চমৎকার কাজ করার অপেক্ষায় রয়েছেন। আমি একটু জমাটি কাস্ট নিয়ে কাজ করতে চাই। এতে কাজে আরও জোর পাই।'

সিরিজের সাফল্য নিয়ে রাজের মন্তব্য, 'থ্রিলার সিরিজ তৈরী করতে হলে, একেবারে শেষ পর্যন্ত সারপ্রাইজগুলোকে সুরক্ষিত রাখতে হয়। দর্শক যা চেয়েছেন, তাই দিতে পেরেছি। তাই আবার প্রলয় সফল।'

8 months ago
Song: 'ও আন্তাভা' থেকে কপি করা আবার প্রলয়ের 'খেলা হবে'! রাজের বিরুদ্ধে অভিযোগ

পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) আসন্ন ছবি 'আবার প্রলয়' (Abar Proloy) ওটিটি'তে মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। একইসঙ্গে সিনেমার আইটেম সং 'খেলা হবে' গানের ঝলকও মুক্তি পেয়েছে। বাংলাদেশী এবং সদ্য টলিউডে পা দেওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে দেখা যাবে এই গানে। তবে পুরো গানটি মুক্তি পাওয়ার আগেই শুরু হয়েছে সমালোচনা।

গানের ঝলক দেখেই নেটিজেনদের দাবি, নাচের স্টেপগুলি পুষ্পা সিনেমার 'ও আন্তাভা' থেকে কপি করা। প্রসঙ্গত 'ও আন্তাভা' গানটি সুপারহিট গানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা গিয়েছিল এই গানে নাচতে। সেই নাচের ষ্টেপের পুনরাবৃত্তি দর্শক খুঁজে পেয়েছেন 'খেলা হবে' গানে। অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে গানের ঝলক শেয়ার করেছিলেন। সেই গানের কমেন্টে এক নেটিজেন লিখেছেন, 'আবার সামান্থাকে কপি! নতুন কিছুর আশায় ছিলাম।'

View this post on Instagram

A post shared by Faria (@nusraat_faria)

রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়' ছবিটি বক্স অফিসে দারুন হিট করেছিল। 'আবার প্রলয়' যদিও মুক্তি পাবে ওটিটিতে। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়। প্রযোজনার দায়িত্ব কাঁধে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। ছবি মুক্তির দিন গোনা শুরু।



9 months ago


Pregnant: বড় দাদা হতে চলেছে ইউভান! সুখবর দিলেন শুভশ্রী-রাজ

দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)! অভিনেত্রী এবং রাজের (Raj Chakraborty) পোস্টে তেমনই ইঙ্গিত। মঙ্গলবার বিকেলেই রাজ এবং শুভশ্রী সামাজিক মাধ্যমে একই পোস্ট দিলেন। ছবিতে দেখা গিয়েছে সন্তান ইউভানের হাত ধরে রেখেছেন রাজ এবং শুভশ্রী। ইউভানের টি শার্টে লেখা রয়েছে 'বিগ ব্রাদার'। ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, 'বড় দাদা হিসেবে পদোন্নতি হল ইউভানের।' এই পোস্টের নিচে তারকারা শুভেচ্ছায় ভাসিয়েছেন।


প্রসঙ্গত ২০১৮ সালে জাঁকজমকভাবে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন শুভশ্রী।  ২০২০ সালে জন্ম নিয়েছিল তাঁদের প্রথম সন্তান ইউভান। ছেলের জন্মের পর আবারও ফর্মে ফিরে বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর ইন্দুবালা নিয়ে বেশ চর্চা হয়েছে। কেরিয়ার জীবন যখন জমজমাট তখন ব্যক্তিগত জীবনেও নতুন পদক্ষেপ নিলেন। এর আগে বেশ কয়েকবার শুভশ্রী বলেছেন, মা হওয়ার জার্নি তাঁর কাছে খুবই স্পেশাল, তিনি মন ভরে মাতৃত্ব উপভোগ করেছেন।

10 months ago
Raj: হেঁশেলের পর এবার স্টিয়ারিং-এ হাত পাকাচ্ছেন 'ইন্দুবালা', ভিডিও শেয়ার করলেন রাজ

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক রাজ চক্রবর্তী টলিউডের জনপ্রিয় দম্পতি। পরিবার এবং সন্তানকে নিয়ে তাঁরা আনন্দে যৌথযাপনে রয়েছেন। তাঁদের দাম্পত্যের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে দেখতে পান নেটিজেনরা। রাজ এবং শুভশ্রী দু'জনেই পরিবার নিয়ে চলতে ভালোবাসেন। বাড়িতে সদস্য সংখ্যা অনেক। তেমনই এক মুহূর্তের ভিডিও আবারও সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন রাজ।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও আপলোড করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছে, খালি রাস্তায় গাড়ি চালাচ্ছেন শুভশ্রী। পরনে লাল রঙের জামদানি শাড়ি। পাশের সিটে বসে রয়েছেন শুভশ্রীর শাশুড়ি অর্থাৎ রাজ চক্রবর্তীর মা। পিছনের সিটে বসে রাজ এই পুরো ঘটনা ক্যামেরা বন্দী করেছেন।  পরিচালকের পাশে বসেছিলেন তাঁর বাবা। নেটিজেনদের প্রশ্ন, সপরিবারে কোথায় চললেন চক্রবর্তী পরিবার?

View this post on Instagram

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

এই ভিডিও আসলে হালের নয়। দুর্গাপুজোর সময় এই ভিডিও করা হয়েছিল। শারদীয়ার কোনও এক দুপুরে বৌমা গাড়ি করে নতুন বাবা মাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। রাজ তাঁর বাবাকে হারিয়েছেন, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তাই স্মৃতির সরণি বেয়ে আবারও ঘুরে আসতে চেয়েছেন অতীতে।

12 months ago


Raj: মূত্রনালীতে সংক্রমণ, হাসপাতালে ভর্তি রাজ! 'আমার সবকিছু' বলছেন শুভশ্রী

একদিকে পরিচালনা অন্য দিকে রাজনৈতিক দায়িত্ব। এসবের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। খবর পেয়েই উদ্বেগে তাঁর ভক্তরা। কী হয়েছে তাঁর? প্রশ্নে ছয়লাপ নেট দুনিয়া। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন রাজ। রুটিন চেকআপের জন্য বেসরকারি হাসপাতালে যান তিনি। পরীক্ষায় ধরা পড়ে তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। এর চিকিৎসার জন্যই আপাতত হাসপাতালে (Hospitalized) রাজ।

জানা গিয়েছে, সংক্রমণ তেমন গুরুতর নয়। আপাতত তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।  বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই খবর। এদিকে রাজকে বোধহয় খুব মিস করছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী। সামাজিক মাধ্যমে রাজ্যের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবির একটি কোলাজ ভিডিও দিয়েছেন। ছবিগুলিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে যুগলকে। ভিডিও পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, 'আমার সবকিছু'।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

রাজ চক্রবর্তী সেরে উঠেই কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে, 'আবার প্রলয়' সিনেমার শ্যুটিং। ওটিটিতে কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি। তাঁর শেষ দুটি ছবি, 'হাবজি গাবজি' এবং 'ধর্মযুদ্ধ' বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তাঁর নতুন সিনেমা প্রলয় আনতে পারে কিনা তা দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।


one year ago