
টলি পাড়ায় অভিষেকের পর থেকেই অভিনেতা টোটা রায় চৌধুরী যেন ব্রাত্য হয়েছিলেন। চেহারায়-অভিনয়ে -নাচে পারদর্শী টোটাকে (Tota Roy Chowdhury) যেন তলিয়েই দেখেননি পরিচালকেরা। বরং অন্যান্য অভিনেতাদের ভিড়ে তিনি যেন হারিয়ে গিয়েছিলেন কোথাও। বাংলা সিনেমার পরিচালকেরা যাকে বিশেষ গুরুত্ব দেননি, সেই রত্নকে সকলের সামনে অন্যভাবে উপস্থাপন করেছেন বলিউড পরিচালক করণ জোহার। সম্প্রতি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমায় চন্দন চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন টোটা।
সিনেমা মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বয়েছে। নতুন চরিত্রের জন্য নিজেকে ভেঙে আবার যে গড়ে নিতে পারেন, তা প্রমান করে দিয়েছেন অভিনেতা। এরপরেই টলি পাড়ার পরিচালকেরা তাঁর দিকে ঝাঁপিয়ে পড়েছেন। কিছুদিন আগেই টোটা অভিনীত ওয়েব সিরিজ 'নিখোঁজ' মুক্তি পেয়েছিল। বর্তমানে অভিনেতা আরও একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই কাজটি শেষ হলেই নাকি আরও একটি নতুন কাজ শুরু করবেন অভিনেতা।
শোনা যাচ্ছে, এবার অভিনেত্রী রাইমা সেনের বিপরীতে দেখা যাবে টোটাকে। তবে ছোট ওটিটি নয়, একেবারে বড় পর্দার জন্য জুটি বাঁধছেন তারকারা। প্রতিম দাশগুপ্ত পরিচালিত ছবিতে নাকি একসঙ্গে দেখা যাবে টোটা-রাইমাকে। ইতিমধ্যেই নাকি চরিত্রের লুক টেস্টও হয়ে গিয়েছে। তবে খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে না ছবির। এখনও নাকি প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটির।
বলিউড-টলিউড সিনেমা জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। হিন্দি সিনেমায় অভিনয় করলেও, টলিউডে তাঁর জনপ্রিয়তা বেশি। দর্শকেরা রাইমার অভিনয় দেখতে যতটা ভালোবাসেন, তার থেকেও বেশি মোহিত হন রাইমার সৌন্দর্যে। মাঝেমধ্যেই অভিনেত্রীর নানা ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম্য। দিনভর চর্চা চলে, রাইমার (Raima Sen) ছবি নিয়ে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আগ্রহী দর্শকেরা। তিনি প্রেম করেন কি না? কবে বিয়ে করবেন? এমন অনেক প্রশ্নই নেটিজেনদের মনে।
রাইমার বয়স ৪৩ এর আশেপাশে। তবুও তিনি বিয়ে করতে চান না। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছেন, বিয়ে করেননি বলে কোনও আক্ষেপ নেই। তিনি ইদানিং বাছাই করে সিনেমা করেন। বাকি সময়টুকু তিনি বাড়িতে শুয়ে বসে কাটাতেই ভালোবাসেন। বরং রাইমা মনে করেন, বিয়ে করেননি বলেই তিনি সুখে জীবন কাটাতে পারছেন।
ইংরেজি মাধ্যমের সঙ্গে রাইমা আবারও এক সাক্ষাৎকারে বলেছেন, 'ভাগ্যিস আমার আগের সম্পর্কগুলো টেকেনি। আমি এর থেকেও ভালো আশা করি।' প্রসঙ্গত, একসময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল রাইমার। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও রাইমা পরে বলেছিলেন, দুজনের সঙ্গেই তাঁর সম্পর্ক কেবল বন্ধুত্বের।
সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের কন্যা রাইমা সেন (Raima Sen) বাংলা সিনেমা জগতে তাঁর যথার্থ ছাপ রেখেছেন। বলিউডেও অবশ্য বেশ কিছু অভিনয় করেছেন তিনি। তবে টলিউড সিনেমা জগতে তাঁর ব্যাপ্তি একটু বেশিই। উইকিপিডিয়া বলে, তাঁর বয়স ৪৩। তবে অভিনেত্রীকে দেখে মনে হয়, সংখ্যাটা নির্ঘাত উলটো হবে। এখনও সামাজিক মাধ্যমে রাইমা নিজের ছবি দিলে, নেটিজেনরা তারিফে মগ্ন হয়ে যান। প্রেম নিবেদনও কী কম পেয়েছেন জীবনে? তবে অভিনেত্রীর (Actress) সম্পর্কের অবস্থান এখনও 'আনম্যারিড'।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, 'বিয়ে না করার সিদ্ধান্তই ঠিক। কে জানে, বিয়ে করলে হয়তো জীবনটা এমন হত না।' তাঁর বিবাহ জীবন নিয়ে যে সমাজের অনেকের মাথা ব্যাথা, সেই নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, 'সমাজের পছন্দ একজনের সিদ্ধান্তকে প্রশ্ন করতে পারে না।' রাইমা এখন নিজের কেরিয়ারেই পুরোপুরি মন দিতে চান। ভালো কোনও কাজ পেলে করেন। বাকি সময়টা বাড়িতেই ঘুমিয়ে কাটাতে ভালোবাসেন। এছাড়াও বাড়িতে রয়েছে একটি পোষ্য, তাকে নিয়েও দিব্যি সময় কেটে যায় অভিনেত্রীর।
একসময় শোনা গিয়েছিল, রাইমা সেনের সঙ্গে প্রেম ছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। যদিও তাঁরা দু'জনেই বলেছেন তাঁরা কেবল বন্ধু। সৃজিতের এখন ভিন্ন সংসার। তবে রাইমা কিন্তু একেবারে বিয়ে-বিমুখ নয়। অভিনেত্রী বলেছেন, তিনি যদি কারও প্রেমে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যান, তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
ভারত পাকিস্তানে একসময় প্রবল জল্পনা চলেছে মুনমুন সেন (Moon Moon Sen) এবং ইমরান খানের (Imran Khan) সম্পর্ক নিয়ে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন এবং পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের সম্পর্কের জল নাকি অনেকদূর গড়িয়েছিল। যদিও দু'জনেই বিয়ে করেছেন, সংসার করেছেন ভিন্নভাবে। তবু তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলেছে অনেক। সম্প্রতি মুনমুন কন্যা রাইমা সেনের (Raima Sen) শেয়ার করা ছবি আবারও জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
অভিনেত্রী রাইমা সেন সম্প্রতি নিজের ট্যুইটার একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, রাইমার ছোটবেলার মুহূর্ত। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে, বোন রিয়াকে। তবে নজর যায় রিয়া রাইমার পাশে বসে থাকা মুনমুন সেন এবং তৎকালীন পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের দিকে। দুই তারকার ঘনিষ্ঠতা প্রমাণ করে ছবিটি। তবে ছোটবেলার রিয়া এবং রাইমাকেও দেখার মতো।
রাইমার সামাজিক মাধ্যম দেখলেই বোঝা যায়, তিনি মাঝেমধ্যে ছোটবেলার স্মৃতি হাতড়ে দেখতে ভালোবাসেন। অভিনেত্রী এর আগে আরও কয়েকটি ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। একটি ছবিতে দেখা গিয়েছে মা ও বোনের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। রাইমা তখন একদিকে সুচিত্রা কন্যা, রাজ পরিবারের পুত্রবধূ, অন্যদিকে আবার অভিনেত্রী। রাইমার সঙ্গে দেখা গিয়েছে তাঁর ১৪ মাসের ছোট বোন রিয়াকে। যারা পরবর্তীকালে নিজেদের অভিনয় জগতে প্রতিষ্ঠিত করেছেন।