
জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং বাংলাদেশ তথা টলিউড অভিনেত্রী মিথিলার (Rafiath Rashid Mithila) সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সকলের মনে অনেক প্রশ্ন। তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, এই গুঞ্জনে ছয়লাপ হয়েছে নেট মাধ্যম। এই নিয়ে জনসমক্ষে দুই তারকাকে প্রশ্ন করা হলে, কেউ হেসে উড়িয়ে দিয়েছেন, কেউ আবার জবাবই দিতে চাননি। ফলে গুঞ্জনের আগুনে জলের বদলের ঘি পড়েছে বেশি।
যদিও তারকা দম্পতির ঘনিষ্ঠরা বলেন, বহাল তবিয়তেই রয়েছেন সৃজিত ও মিথিলা। মিথিলার মেয়ে আইরাও কলকাতায় পড়াশোনা করছে। তারই সঙ্গে বাড়িতে এসেছে নতুন সদস্য। কে এই সদস্য? দম্পতির সন্তান 'বেবি এলা'। ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় ছুটে বেড়াচ্ছে, নতুন সদস্য। বুঝলেন না তো? বেবি এলা আসলে সারমেয়। তিব্বতের অরিজিন থেকে এই ধরণের সারমেয় জন্মায়। তারকাদের মধ্যে এই প্রজাতির সারমেয়র চাহিদা বেশি। সৃজিত মিথিলার সংসারেও একটি এল।
কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে বেবি এলার ঝলক প্রকাশ্যে এনেছেন মিথিলা। ছোট্ট সদস্যের শরীর সাদা-বাদামি লোমে ঢাকা। গলায় গোলাপি রঙের বেল্ট। নতুন বাড়ির এদিক ওদিক সরেজমিন খতিয়ে দেখছে ছোট্ট পা গুলি। একবার সে যাচ্ছে মিথিলার কাছে, একবার সে যাচ্ছে আইরার কাছে। তাঁরা দু'জনেই পোষ্য ভালোবাসে, ফলে এলাকে নিয়ে বাড়িতে এখন খুশির ঝলক।
২০১৯ সালে একেবারে গোপনে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay) এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সংসার যাপন ভালোই চলছিল দুই তারকার। তবে এরই মাঝে শুরু হয়েছে অন্য গুঞ্জন। তাঁরা নাকি আলাদা থাকছেন। মিথিলা নাকি বেশিরভাগ সময় থাকছেন বাংলাদেশে। অন্যদিকে সৃজিত কলকাতায় ব্যস্ত রয়েছেন নিজের শ্যুটিংয়ের কাজ নিয়ে।
দুই বাংলার দর্শক বর্তমানে সৃজিত এবং মিথিলার সম্পর্কের অবস্থান জানতে চাইছেন। সম্প্রতি এই বিষয়ে মিথিলার প্রতিক্রিয়াতেই বিচ্ছেদের গুঞ্জনে আরও ঘি পড়েছে। সংবাদমাধ্যম মিথিলাকে সৃজিত প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'এই বিষয়ে কথা বলতে তো এখানে আসিনি। আমরা কাজ নিয়ে কথা বলি?' আরও এক সাক্ষাৎকারে মিথিলাকে জিজ্ঞেস করা হয়, 'সৃজিতের সঙ্গে এখন কী করছেন?' মিথিলা উত্তরে বলেন, 'কি আর করব! গল্প করছি, ঘুমোচ্ছি।'
অভিনেত্রীর এই উত্তর দর্শক খোলা মনে গ্রহণ করছেন না। নেটিজেনরা মনে প্রশ্ন, 'বিচ্ছেদ না হলেও দুই তারকার সম্পর্ক কী একটু ঝিমিয়ে পড়েছে?' লক্ষণীয় মিথিলার সামাজিক মাধ্যমও। সেখানে বেশ কিছুদিন মিথিলা সৃজিতকে নিয়ে কোনও পোস্ট দেননি। তবে সামাজিকতায় একসঙ্গে উপস্থিতি দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে কী চলছে, তা নিয়ে জল্পনাই সার।
টলিউড সিনেমায় একেবারে নতুন চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। অভিনেত্রী টলিউডে পা রেখেছেন খুব বেশি বছর হয়নি। তবে তাঁর অভিনয়ে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন এপার বাংলার মানুষেরা। দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ 'মন্টু পাইলট ২'তে মিথিলার অভিনয় দর্শকেরা বেশ পছন্দ করেছেন। টলিউডে এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ে লেখা 'অভাগীর স্বর্গ' থেকে অনুপ্রাণিত কাহিনীতে গড়ে ওঠা সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।
ইতিমধ্যে মিথিলার প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। সিনেমার পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী। 'অভাগীর স্বর্গ' উপন্যাসের অভাগী অর্থাৎ মূল চরিত্রে অভিনয় করবেন মিথিলা। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদারের গিন্নির ভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে। জমিদারের ভূমিকায় অভিনয় করবেন সুব্রত দত্ত। কাঙালীর ভূমিকায় দেখা যাবে সৌরভ হালদারকে।
মিথিলা টলিউডে খুব বেশি অভিনয় না করলেও তাঁর বাংলাদেশের অনেক কাজই দর্শকের দেখা। শরৎচন্দ্রের লেখা উপন্যাসের চরিত্র অভাগী দরিদ্র একটি চরিত্র। জন্মের সময় মাকে হারায় অভাগী। উদাসীন বাবার অনাদরে বড় হয় সে। যাও বিয়ে হয়, কিছুদিন পরেই স্বামী অভাগীকে ছেড়ে পালায়। ছেলে কাঙালিকে আঁকড়ে বেঁচে থাকে অভাগী। কিন্তু জমিদারের গিন্নিকে দেখে তাঁর সাধ জাগে সধবা হয়েই স্বর্গে যাবে সে। অভাগীর স্বর্গ থেকে অনুপ্রাণিত কাহিনী থেকে তৈরী এই সিনেমার নাম পরিচালক দিয়েছেন 'ও অভাগী।' মূল গল্পের স্বাদ অপরিবর্তিত রেখেই পরিচালক এই সিনেমার গল্প বুনতে চাইছেন।
সগৌরবে চলিতেছে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila) অভিনীত সিরিজ 'অ্যালেন স্বপন'। অভিনয় জগতে মিথিলার জনপ্রিয়তা বেশ। হাতে তাঁর সারা বছরই কাজ থাকে। তবে ব্যস্ত শিডিউলের মাঝে ভুলে যান না মায়ের কর্তব্য। সম্প্রতি কিছুটা অবসর পেয়েছেন মিথিলা। অন্যদিকে মেয়ে আইরার (Ayra) গরমের ছুটি চলছে। তাই মেয়ের সঙ্গে সময় কাটাতে সুদূর রোম (Rome) উড়ে গেলেন। সামাজিক মাধ্যমে মিথিলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে নিজের এবং মেয়ের বেশ কিছু ছবি আপলোড করেছেন মিথিলা। অভিনেত্রীকে দেখা গিয়েছে, কার্গো প্যান্ট এবং ক্রপ টপে, একেবারে ক্যাজুয়াল পোশাকে। অন্যদিকে আইরাকে দেখা গিয়েছে সাদা পোশাকে। ছবিগুলি আপলোড করে মিথিলা লিখেছেন, 'আমাদের রোমান ছুটির দিন'। রোমের কলোসিয়াম অ্যাম্ফিথিয়েটার গিয়েছিলেন তাঁরা। সেই ছবি দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে। তবে মেয়ের সঙ্গে মিথিলার রোম সফর শেষ হচ্ছে না এই ছবিতে। আরও ছবি আসছে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে।
মিথিলা তাঁর অভিনয়ের জন্য দুই বাংলাতেই জনপ্রিয়। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে এই বাংলায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ঘরণী মিথিলা। যদিও সন্তান আইরার বাবা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান। ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। তবে ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালে পরিচালক সৃজিতের সঙ্গে বিয়ে করেন মিথিলা।