Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RBI

Aditya L1: নতুন বছরে নয়া ইতিহাস গড়ল ইসরো! সফলভাবে গন্তব্যে পৌঁছল ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১

নতুন বছরের শুরুতেই সুখবর। আরও এক সাফল্যের পালক ইসরোর মুকুটে। ফের ইতিহাস গড়ল ইসরো, চন্দ্রযানের পর এবারে সূর্যযানও তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সফল হয়েছে। চাঁদের পর এবারে সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সত্যি হওয়ার আরও একধাপ এগিয়ে গেল। ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১ শনিবার বিকেল ৪ টে নাগাদ 'ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১' (এল১) লাগোয়া একটি 'হ্যালো' কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়েছে। এখন পৃথিবী থেকে ভারতের প্রথম সৌরযানটির দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার।

গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল 1 উৎক্ষেপণ করাহ হয়েছিল। মিশনের লক্ষ্য, সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জ পয়েন্ট (L1)-এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি দূরে অবস্থিত। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হল সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যেকার মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হয়ে যায়। হ্যালো কক্ষপথে এল১ পয়েন্টের চারপাশে উপগ্রহের মাধ্যমে সূর্যকে একটানা দেখা যায়। এটি সূর্যের সমস্ত ক্রিয়াকলাপের উপর নজর রাখা যায়।

এদিন ইসরোর এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "ভারত আরেকটি মাইলফলক অর্জন করেছে। ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১ তার গন্তব্যে পৌঁছেছে। এটি সবচেয়ে জটিল মহাকাশ মিশনগুলির মধ্যে একটি। তবে আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টা সফল হয়েছে। এটি অক্লান্ত পরিশ্রমের একটি ফল।"

4 months ago
Threat Mail: 'নির্মলা সীতারমনের ইস্তফা চাই', নয়তো উড়িয়ে দেওয়া হবে আরবিআই, বোমা ফাটানোর হুমকি ইমেলে!

শহরের ১১ জায়গায় থাকা বোমা বেলা দেড়টা নাগাদ ফাটবে! মঙ্গলবারে এহেন হুমকি ই-মেল ঘিরে হুলূস্থূল-কাণ্ড মুম্বই পুলিসে। হুমকি ই-মেলে উল্লিখিত জায়গাগুলোর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক-সহ দুটি বেসরকারি ব্যাঙ্কের শাখাও রয়েছে। যদিও তড়িঘড়ি ১১ জায়গায় পৌঁছে যায় মুম্বই পুলিস।

বোমা বিস্ফোরণের একটি হুমকি ই-মেল আর তা ঘিরেই হূলুস্থূল মুম্বইজুড়ে। মুম্বই পুলিস সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ-সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে ই-মেলে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের হাতে থাকা সেই ই-মেলে লেখা, 'আমরা মুম্বইয়ের ১১টি ভিন্ন জায়গায় বোমা পেতে রেখেছি। আরবিআই-সহ একাধিক বেসরকারি ব্যাঙ্ক বড়সড় দুর্নীতিতে মদত দিয়েছে। এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ একাধিক ব্যাঙ্ক কর্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী।' হুমকি মেলে আরও লেখা, 'আমরা দাবি করছি, আরবিআই গর্ভনর এবং অর্থমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক আর প্রেস বিজ্ঞপ্তি জারি করে দুর্নীতির খতিয়ান সামনে আনুক। এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাঁদের শাস্তির ব্যবস্থা করুক সরকার', এমন দাবিও করা সেই হুমকি মেলে।

মুম্বই পুলিস সূত্রে খবর, হুমকি মেলে লেখা ১১টি বোমা শহরের একাধিক জায়গায় রাখা। RBI, নিউ সেন্ট্রাল বিল্ডিং ফোর্ট মুম্বই, HDFC হাউস, চার্চগেট, মুম্বই আর ICICI ব্যাঙ্ক টাওয়ার, বিকেসিতে রাখা বোম।  এই বোমাগুলি দুপুর দেড়টা নাগাদ ফাটবে, এমন হুমকির উল্লেখ ই-মেলে। এই ই-মেলের গুরুত্ব বিচার করে মুম্বই পুলিস উল্লিখিত জায়গাগুলোতে পৌঁছলেও কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি, তদন্তের স্বার্থে মামলা রুজুও হয়েছে, এমনটাই মুম্বই পুলিস সূত্রে খবর।

4 months ago
2000 Notes: এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট! বড় ঘোষণা আরবিআই-এর

এখনও ২০০০ টাকার (2000 notes) নোট বাড়িতে পড়ে রয়েছে? জমা দেওয়া হয়নি ব্যাঙ্কে? অথচ আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই শেষ তারিখ ব্যাঙ্কে জমা দেওয়ার। তবে ভয় নেই। ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়েছে, ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা আরও সাত দিন বাড়ানো হল। আরবিআই-এর তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

আরবিআই সূত্রে খবর, আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুরনো ২০০০ টাকার নোট বদল করা যাবে ব্যাঙ্কে। তবে শুধুমাত্র আরবিআই-এর শাখাতেই বদল করা যাবে। ৮ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে এই প্রক্রিয়া। প্রসঙ্গত, মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। এক বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

তবে অনেকেই ব্যস্তার মাঝে ২ হাজার টাকার নোট বদল করার সময় পাননি। ফলে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, তার জন্যই ২০০০ টাকা নোট বদলে ফেলার সময়সীমা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বাজারে ছাড়া মোট টাকার সম্পূর্ণ ফিরিয়ে আনতে নোট বদলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।

7 months ago


Toto: ছোট গাড়ি, অটো, টোটোতে নিষেধাজ্ঞা রাজ্যের, চালানো যাবে না এই রাস্তাগুলিতে...

জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি টোটো, অটো এবং তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করল রাজ্য সরকার। এদিন পরিবহণ দফতর থেকে জারি করা হল নোটিফিকেশন। তাতেই বলা হয়েছে, এই সব রাস্তায় বেআইনিভাবে এই সমস্ত যান চলাচলের ফলে বাড়ছে দুর্ঘটনা। একইসঙ্গে রোজই নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

ইতিমধ্যেই সমস্ত জেলা পুলিশ, প্রশাসনকেও এই নির্দেশের বিষয়ে জানানো হয়েছে বলে খবর। এরপরেও বেআইনিভাবে এই যানগুলি চললে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ অগস্ট বিধানসভায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কীভাবে বাসে ফের যাত্রী সংখ্যা বাড়ানো যায় সেদিন তিনি সেই প্রসঙ্গও তোলেন বলে খবর।

সাফ বলেছিলেন, “গত দশ বছরে প্রচুর ছোট গাড়ি রাস্তায় নেমেছে। অটো, ই-রিকশা, লোকাল টোটোও আমরা রাস্তায় দেখি। বিভিন্ন জায়গায় শয়ে শয়ে বেকার যুবকরা এগুলি চালিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করছেন। তাঁদের তো আমরা সহজে তুলে দিতে পারব না। ফলে লোকাল প্যাসেঞ্জাররা এগুলিতেই বেশি চাপেন। যাত্রী পেতে চাপ বাড়ে বাসগুলির। হু হু করে কমতে থাকে যাত্রী। সবথেকে বেশি ক্ষতি হয়েছে লং রুটের বাসগুলির। ফলে ইতিমধ্যেই অনেক বাস রুট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তাই আমরা সমস্ত পৌরসভা, পঞ্চায়েতগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছি। সমস্ত লোকাল পুলিশ-প্রশাসনের সঙ্গে বসে অটো, ই-রিকশাগুলিকে যাতে একটি নির্দিষ্ট এলাকাতেই শুধু চালানো যায় সে বিষয়ে আলোচনা করতে বলেছি।” তাঁর এ মন্তব্যের পর মাস ঘুরতে না ঘুরতেই এল নয়া সিদ্ধান্ত। স্বভাবতই তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে চাপানউতোর।

8 months ago
Chandrayaan 3: আরও কাছাকাছি চাঁদ! মাত্র ১৭৭ কিমি দূরে রয়েছে চন্দ্রযান ৩

চাঁদের আরও কাছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদের বুকে নামতে এখন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মাত্র ১৭৭ কিমি পথ পার করলেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। ইসরো সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার আরও একটি চাঁদের কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করেছে চন্দ্রযান ৩। এরপর ১৬ অগাস্ট ফের একবার চাঁদের কক্ষপথ পরিবর্তন করবে মহাকাশযানটি।

ইসরো সূত্রে খবর, সোমবার আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চাঁদের আরও একটি কক্ষপথ সফলভাবে ঘোরা সম্পূর্ণ করেছে। এরপর আগামী ১৬ অগাস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ ফের এক কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান ৩। বর্তমানে মহাকাশযানটি ১৫০ কিমি X ১৭৭ কিমি দূরের কক্ষপথে রয়েছে। ফলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে চলেছে ল্যান্ডার বিক্রম। জানা গিয়েছে, চাঁদের আর মাত্র দুটি কক্ষপথ পরিবর্তন করা বাকি রয়েছে। আর এই ধাপ অতিক্রম করলেই এই ইতিহাস গড়বে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য অবতরণ করে এই রেকর্ড গড়ার পথে ইসরো। ফলে সেই দিনটিই দেখার অপেক্ষোয় বিশ্ববাসী।

9 months ago


Raghav: সাংসদ পদ খোয়াতেই বদলে ফেললেন সমাজমাধ্যমের বায়ো! কী লিখলেন রাঘব চাড্ডা

সাংসদদের সই নকল করার অভিযোগ উঠেছে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে। এককথায় স্বাধিকার ভঙ্গের অভিযোগেই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। আর এরপরেই তিনি পরিবর্তন করলেন তাঁর সমাজমাধ্য়মের বায়ো। এর আগে এমনটা দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর Rahul Gandhi) ক্ষেত্রেও। অনির্দিষ্টকালের জন্য সাংসদ পদ খুঁইয়ে বদলে ফেলেছিলেন টুইটার (Twitter Bio) অর্থাৎ 'এক্স'-এর বায়ো। এবারে রাহুলের দেখানো পথেই হাঁটলেন রাঘব চাড্ডাও।

অনির্দিষ্টকালের জন্য রাঘব চাড্ডাকে শুক্রবার সাসপেন্ড করেছেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপরেই রাঘবকে দেখা গিয়েছে, তাঁর সাসপেনশন নিয়ে নিজের স্বপক্ষে যুক্তি দিতে। একটি ভিডিও বানিয়ে সমাজমাধ্যমে শেয়ার করেন তিনি। সেখানে তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, 'কেন আমাকে সাসপেন্ড করা হল? কী অপরাধ আমার?' এছাড়াও তিনি যুক্তি দেন যে, তাঁকে সাসপেন্ড করার কোনও কারণই নেই। আর সাসপেনশনের 'প্রতিবাদ' হিসাবে তিনি তাঁর টুইটারের বায়ো পরিবর্তন করে লিখলেন, 'সাসপেন্ডেড মেম্বার অফ পার্লামেন্ট'। অর্থাৎ 'সাসপেন্ডেড সাংসদ'। উল্লেখ্য, সাংসদ পদ হারানোর পর রাহুল গান্ধী বায়োতে লিখেছিলেন, 'অযোগ্য সাংসদ।' তবে এখন এটাই দেখার, কবে ফের সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাঘব চাড্ডা।

9 months ago
Chandrayaan 3: চাঁদের দ্বিতীয় কক্ষপথও পেরোল চন্দ্রযান ৩, পরের ধাপে কবে

এখন আরও কাছে চাঁদ (Moon)। আজ অর্থাৎ বুধবার এমনটাই জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। ইসরো সূত্রে খবর, চাঁদের প্রথম কক্ষপথ প্রদক্ষিণ করার পর এবারে দ্বিতীয় কক্ষপথও ঘোরা সম্পূর্ণ করল চন্দ্রযান ৩। ফলে এবারে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। আর কিছুদিন পরই ফের এক কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করে অবশেষে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম।

ইসরো সূত্রে খবর, ম্যানুভারিংয়ের মাধ্যমে কক্ষপথ থেকে চাঁদের দিকে নীচে নামতে থাকবে। আর সেই 'লোয়ারিং ম্যুনুভারিং'-এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল গত ৫ অগাস্ট। আর আজ দ্বিতীয় ধাপে চাঁদের আরও কাছে চলে এসেছে চন্দ্রযান ৩। আজ বেলা ১টা নাগাদ চাঁদের কক্ষপথে দ্বিতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। বর্তমানে এটি চাঁদের থেকে সর্বনিম্ন ১৭৪ কিমি এবং সর্বোচ্চ ১৪৩৭ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। আরও জানা গিয়েছে, আগামী ১৪ অগাস্ট ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আরও এক ধাপ নীচে নামবে এই মহাকাশযান। ফলে বর্তমানে চাঁদের থেকে চন্দ্রযানের দূরত্ব মাত্র ১৪৩৭ কিমি।

9 months ago
Chandrayaan 3: সাফল্যের পথে আরও এক ধাপ পার ইসরোর! 'চাঁদের দেশে' প্রবেশ করল চন্দ্রযান ৩

স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। শনিবার সন্ধ্যায় ৭ টা নাগাদ অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে 'চাঁদের দেশে' (Moon Orbit) ঢুকে পড়ল চন্দ্রযান ৩। কোনও বাধা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে সুখবর জানিয়ে বার্তাও পাঠিয়েছে চন্দ্রযান ৩। জানিয়েছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। এবারে শুধু চাঁদের বুকে অবতরণ করার প্রতীক্ষা।

ইসরো সূত্রে খবর, এবার চাঁদের চারপাশে ১৬৬ কিমি X ১৮০৫৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে এটি। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। এরপর ২৩ অগাস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে সফট ল্যান্ডিং করাবে ল্যান্ডার বিক্রম। ফলে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল প্রজ্ঞানকে নিরাপদে চাঁদে নামানো।

আর এই ল্যান্ডিং সফল হলেই তৈরি হবে এক নয়া ইতিহাস। ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সফল হবে বলে বিশ্বাস ইসরোর। এর আগে তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ফলে ভারত সেই অসাধ্য সাধনের পথেই ধীরে ধীরে এগিয়ে চলেছে।

9 months ago


Chandrayaan 3: আরও কাছে চাঁদ! আজই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ৩

অবশেষে চাঁদের কক্ষপথে (Moon Orbit) প্রবেশ করতে চলেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে গিয়েছে অনেক আগেই। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে বের করে লুনার ট্রান্সফার ট্র্যাজেকটরি পদ্ধতির মাধ্যমে চাঁদের দিকে ঠেলে দেওয়া হয়েছে মহাকাশযানটিকে। পৃথিবীর কক্ষপথ ছেড়ে গত ১ অগাস্ট চাঁদের দিকে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩। আর আজ অর্থাৎ শনিবার অবশেষে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে মহাকাশযানটি। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ৩।

১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ইসরোর এই মহাকাশযান। আজ ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ৩। ইসরো সূত্রে খবর, চন্দ্রযান ৩ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং চন্দ্রপৃষ্ঠে আগামী ২৩ অগাস্ট সফট ল্যান্ডিং অর্থাৎ অবতরণ করবে ল্যান্ডার এবং রোভার। ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটে অবতরণ করতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'।

জানা গিয়েছে, আজ এই চন্দ্রযানের চাঁদের কক্ষপথে প্রবেশ করার সময় এক লুনার অরবিট ইনসারশন পরিকল্পনা করা হয়েছে। সেখানে চাঁদের কক্ষপথে থাকা একটি মহাকাশযান দেখা যাবে। এটি একটি কৌশল যা বেঙ্গালুরুর ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC) থেকে পরিচালনা করা হবে। আবার, চাঁদের মাটিতে ল্যান্ডার সফলভাবে অবতরণের পর রোভার এক চন্দ্র দিন সেখানে পর্যবেক্ষণ চালাবে বলে জানিয়েছে ইসরো। এই এক চন্দ্র দিন পৃথিবীর ১৪ দিনের সমান।

9 months ago
RBI: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট! কী জানালেন আরবিআই গভর্নর

১৯ মে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of india) তরফে ঘোষণা করা হয়েছিল, বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট (2000 Notes)। আর এই নিয়েই হইহই পড়ে যায়। এরই মধ্যে গুঞ্জন রটেছে,বাজার থেকে নাকি ৫০০ টাকার নোটও তুলে নেওয়া হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের কপালে হাত। তবে এই খবরকে উড়িয়ে দিয়ে আসল খবর প্রকাশ্যে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) জানালেন, ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে এটি পুরোপুরিই ভুল কথা। এমনটা কোনও সিদ্ধান্তই নেয়নি আরবিআই।

২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে, এমনটা ঘোষণা করা হতেই  ২০০০ টাকার নোটের কী হবে, সেগুলো আর বাজারে চলবে কিনা, তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ওঠে। যদিও ২০০০-এর নোট প্রত্যাহারের ঘোষণা করার সময় আরবিআই নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার বা বদলে নেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এখন খবরে এসেছে যে, ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে ও ১০০০ টাকার নোট বাজারে ফের ফিরিয়ে আনা হবে। কিন্তু আরবিআই-এর গভর্নর ৮ জুন, বৃহস্পতিবার ঘোষণা করলেন, '৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ, তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।'

এদিন আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে তার ৫০ শতাংশই রিজার্ভ ব্যাঙ্কের হাতে এসেছে। যে পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কের হাতে এসেছে, তার মূল্য ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা।

11 months ago


Accident: বিরিয়ানি কিনতে গিয়ে বিপত্তি! মোটরবাইক দুর্ঘটনায় জখম এক দম্পতি

বিরিয়ানি কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে দম্পতি। মোটর বাইকে (Motorbike) চেপে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সেই সময় ঘটে দুর্ঘটনাটি (Accident)। জানা গিয়েছে, মোটর বাইকসহ একটি দোকানে ঢুকে যান তাঁরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttardinajpur) জেলার ইসলামপুরে। স্থানীয় সূত্রে খবর, বাইক চালকের নাম বিদ্যুৎ দত্ত এবং বাইক চালকের স্ত্রীর নাম ইশা দত্ত। ঘটনায় ওই দম্পতি গুরুতর জখম হয়েছেন বলে খবর।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ছুটে এসে জখম ওই দম্পতিকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর গুরুতর আহত ওই মোটর বাইক চালক বিদ্যুৎ দত্তকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। তবে বাইক চালকের স্ত্রী ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, স্থানীয়রা জানিয়েছে, ওই দম্পত্তির এক মাসের শিশু সন্তানও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দম্পত্তির পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস।

11 months ago
Note: ফের বাতিল ২ হাজার টাকার নোট! জানুন আরবিআইয়ের নির্দেশিকা

নতুন করে নোট (Note) বাতিলের (Cancel) সিদ্ধান্ত! আরবিআই (RBI) অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে ২ হাজার টাকার নোট ছাপবে না। আরবিআই সূত্রে এমনটা জানানো হয়েছে বলে খবর।

১লা অক্টোবর থেকে নতুন ২ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করল আইবিআই। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ২ হাজার টাকার নোট বৈধ থাকবে। ব্যাঙ্কে গ্রাহকরা ২ হাজারের নোট জমা দিয়ে অন্য টাকা নিতে পারবে। ২৩শে মে থেকে ব্যাঙ্কে চালু হবে ২ হাজার টাকার নোট গ্রহণ। একদিনে ২০ হাজার টাকার বেশি ২ হাজার টাকার নোট গ্রহণ করবে না ব্যাঙ্ক। ২ হাজারের নোট বাতিল হলেও চালু থাকবে অন্য নোট। 

11 months ago
School: ক্লাসের মধ্যে ঢুকে শিক্ষককে লক্ষ্য করে গুলি ছাত্রের, নিহত ৮ শিশু সহ ১ নিরাপত্তারক্ষী

স্কুলের (School) মধ্যে শিক্ষককে নিশানা করে গুলি (Shot) ছোঁড়ার অভিযোগ। অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। এমনকি এই ঘটনায় ৮ শিশু এবং ১ নিরাপত্তারক্ষীরও মৃত্যু (Death) হয়েছে। পাশাপাশি ৬ শিশু এবং ক্লাসের সেই শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে সার্বিয়ার (Serbia) রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে। ঘটনার জেরে ভীতস্থ ক্লাসের বাকি পড়ুয়ারাও। 

গুলি চালানোর সময় ক্লাসরুমে থাকা এক ছাত্রীর বাবা সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার মেয়ে কোনওক্রমে বেঁচে বেরিয়ে এসেছে। ছেলেটা প্রথমে ক্লাসের শিক্ষককে গুলি করেছে। তারপর গোটা ক্লাসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।’’ তিনি আরও বলেন, ‘‘ছেলেটা এমনিতে নাকি ভীষণ শান্ত। চুপচাপ থাকত ক্লাসে। ভাল ছেলে বলেই জানতেন সকলে। কিছু দিন আগেই এই স্কুলে ভর্তি হয়েছে।’’

সূত্রের খবর, ওই খুদে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এমনকি কী কারণে ওই পড়ুয়া ক্লাসে গুলি চালিয়েছে তাও খতিয়ে দেখছে পুলিস। কীভাবে ওই শিশুর কাছে বন্দুকটি এল, তা জানার চেষ্টা করছে পুলিস।

12 months ago


DA: '৬ শতাংশ ডিএ ঘোষণা হয়েছে, নন্দলালেরা আর কী চান', খোঁচা মমতার

এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, যখন আসবে দেব। কেন্দ্র টাকা দিচ্ছে না। একাধিক প্রকল্পের বকেয়া বাকি। ডিএ আন্দোলন (DA Agitation) নিয়ে এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১ লক্ষ ৭৯ হাজার কোটি টাকার মহার্ঘ ভাতার জন্য খরচ। টাকা তো গাছ থেকে পড়বে না। কেন্দ্রীয় সরকারের (Modi Government) সঙ্গে তুলনা করছে। কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আছে।

ইতিমধ্যে ৩ শতাংশ + ৩ শতাংশ মোট ৬ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। আর কী চান নন্দলালেরা? এভাবেই কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো রাজ্যের থেকে আলাদা। আর কেন্দ্রের সরকার কত দিন ছুটি দেয়? আমরা দুর্গাপুজোয় দশ দিন ছুটি দিই। ছট পুজোয় ছুটি দিই।' এদিকে, এদিন বিধানসভা থেকে বেড়িয়ে ডিএ ধর্নামঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি জানান, 'রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিএ দিতেই হবে। অনেকের মতো আমরাও আপনাদের পাশে আছি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে আপনারা মামলা জিতেছেন। আজ না হোক, কাল প্রাপ্য ডিএ দিতে হবে। শর্ত ছাড়া আমরা আপনারা পাশেই রয়েছে।'

one year ago
RBI: বাজেটের ৭দিনের মাথায় রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের, বাড়তে পারে গাড়ি-বাড়ি ইএমআই

মধ্যবিত্তের (Middle Class) পকেটে চাপ বাড়িয়ে আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার শীর্ষ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণা, রেপো রেট (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হচ্ছে ৬.৫%। এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছ’বার রেপো রেট বাড়াল শীর্ষব্যাঙ্ক। বাজেট ঘোষণার ঠিক ৭ দিনের মাথায় এহেন ঘোষণায় কিছুটা হলেও চাপে বেতনভুক শ্রেণি। বাড়তে পারে গাড়ি-বাড়ি ঋণে সুদের বোঝা।

বাজেট বক্তৃতায় নতুন আয়কর কাঠামো ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণি বিশেষ করে দেশের বেতনভুক শ্রেণিকে আয়করে বিস্তর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় ফের পকেটে টান আম আদমির। 

জানা গিয়েছে, আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ৬ সদস্যের কমিটির ৪ জন রেপো রেট বৃদ্ধির পক্ষে সওয়াল করেন। গত  ডিসেম্বরে এই কমিটির বৈঠকের পর রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ্য, রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ ফেরত দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।

one year ago