Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Pregnant

High Court: জেলে গর্ভবতী মহিলা বন্দিরা, রাজ্যের কাছে হাইকোর্টের রিপোর্ট তলব

এবার সংশোধনাগারে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা। সংশোধনাগারে মৃত্যু হলেই বন্দিদের মৃতদেহ পাচার করে দেওয়া হচ্ছে? এমন অভিযোগে আদালতের নির্দেশে ক্রিমিনাল বেঞ্চের মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।

মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ জানান, সুপ্রিম নির্দেশে আদালত বান্ধব পশ্চিমঙ্গের বিভিন্ন আদালত ঘুরে দেখেন। তিনি চাক্ষুষ করেন, কীভাবে মহিলারা সংশোধনাগারে অত্যাচারিত হয়। পরবর্তীতে সেই সংক্রান্ত আরও তথ্য সাংবাদিকদের মুখোমুখি হয়েও জানান আইনজীবী তাপস ভঞ্জ।

মামলার শুনানি চলাকালীন এসব শুনে বিচারপতি মন্তব্য করেন, সন্ধ্যে ছয়টার মধ্যে সব বন্দিদের জেলে প্রবেশ করানোই নিয়ম। এর অন্যথা হলে আইনানুযায়ী পদক্ষেপ নিতে হবে। এটা কারোর ক্ষমতা দেখানোর বা চ্যালেঞ্জিং বিষয় না, এটা মহিলাদের সুরক্ষা এবং সকল বন্দিদের জীবনের প্রশ্ন। এরই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এটা মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ।

অবশেষে মামলায় মঙ্গলবারের শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৮ মার্চের মধ্যে রাজ্যকে জানাতে হবে জেল সংক্রান্ত সব তথ্য। কীভাবে বন্দিদের সংশোধনাগারে রাখা হয়? মহিলাদের সেল ওভার ক্রাউডেড কিনা? মেডিক্যাল সাপোর্ট কীভাবে দেওয়া হয়? সংশোধনাগারে গাইনো চিকিৎসক কতজন আছেন? কোন পর্যায়ে অসুস্থ বন্দিদের চিকিৎসা দিতে বাইরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়? মহিলা বন্দিদের সংশোধনাগারে প্রবেশ ও থাকার সময় কোথায় কত কর্মী কতক্ষন ডিউটি করেন? এই সব তথ্য রাজ্যের তরফে দিতে হবে আদালতে।

4 months ago
Subhashree: আট মাসের অন্তঃসত্বা হয়েও জিম করছেন শুভশ্রী, নেটিজেনদের তীব্র কটাক্ষ

জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সম্প্রতি নিজেকে ভিন্ন ধরনের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন একইসঙ্গে প্রযোজক হিসেবেও হাতেখড়ি করেছেন। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তার সুখের সময়। অভিনেত্রী দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা (Pregnant) হয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

এই সময়টুকু কিভাবে মজা করছেন শুভশ্রী? তাঁর সামাজিক মাধ্যম খুললেই সেই প্রমাণ পাওয়া যায়। মাতৃত্বকালীন সময় একেবারেই বাড়িতে বসে নেই তিনি। বরং মন দিয়েছেন শরীরচর্চায়। অভিনেত্রী দিনের বেশ খানিকটা সময় জিমেই কাটাচ্ছেন। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে একটি স্টোরিতে নিজের জিম চর্চার চর্চার ঝলক দিয়েছিলেন। আবারও তাঁর সেই রুটিন তুলে ধরলেন ভক্তদের জন্য।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর জিমের অন্দরের কার্যকলাপের একটি ভিডিও দিয়েছেন। বেশ কিছু এক্সারসাইজ করতে দেখা গিয়েছে শুভশ্রী-কে। ক্যাপশনে লিখেছেন, 'কোনও বাহানা নয়'। চার মাসের অন্তঃসত্ত্বা হয়েও যে নিজের শরীরের খেয়াল রাখছেন তাই বুঝিয়ে দিয়েছেন ভক্তদের। তবে অভিনেত্রীর এই ক্রিয়াকলাপ দেখে ছুটে এসেছেন নীতি পুলিশেরা। অনেকেই লিখেছেন, 'এই সময়টা তো বিশ্রাম নিলেই পারতেন' জিম করার কি প্রয়োজন!'। তবে অভিনেত্রী প্রশংসাই করেছেন সিংহভাগ ভক্তরা।

9 months ago
Anushka-Virat: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা! বিরাটের পরিবারে নতুন অতিথি

ভারতের তারকা দম্পতিদের মধ্যে জনপ্রিয় অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অভিনয় জগৎ ও খেলার জগতের এই মিলনই বেশ পছন্দ করেন নেটিজেনরা। তাঁদের এখন ভরা সংসার। মেয়ে ভামিকাকে নিয়ে বেশ আছেন দু'জনে। এরই মাঝে এল সুখবর। সামাজিক মাধ্যমে হাওয়ায় ভাসছে একটি খবর। দ্বিতীয়বার নাকি সন্তানের (Pregnant) অপেক্ষায় অভিনেত্রী অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বেশ কিছু সংবাদমাধ্যম আপাতত এই খবরে মান্যতা দিয়েছেন। তারকা দম্পতি নাকি খুব তাড়াতাড়ি সামাজিক মাধ্যমে এই ঘোষণা করবেন।

এই কিছুদিন আগেই নাকি তারকা দম্পতিকে একটি প্রসূতি ক্লিনিকে দেখা গিয়েছিল। পাপারাৎজিরা তাঁদের ছবি তুললে নাকি বিরাট ও অনুষ্কা তাঁদের আবেদন করেন সেই ছবি কোথাও আপলোড না করতে। তাঁরা নাকি সঠিক সময়ে ঘোষণা করবেন। বেশ কিছু ইংরেজি সংবাদমাধ্যমের দাবি, অনুষ্কা নাকি দুই মাসের অন্তঃসত্বা।

আরও একটি বিষয় লক্ষণীয়, বিরাট কোহলির ম্যাচ হলেই সেখানে উপস্থিত থাকেন অনুষ্কা শর্মা। তবে ইদানিং অভিনেত্রীকে আর ময়দানে দেখা যাচ্ছে না।  বরং বাড়িতে বসেই স্বামীর খেলা দেখছেন।  অনুষ্কার আসন্ন সিনেমা 'চাকদহ এক্সপ্রেস'। ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। আপাতত সেই সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন।  এবার কখন সুখবর আসে, তাই দেখার অপেক্ষা।  

9 months ago


Nadia: চিকিৎসায় গাফিলিতির অভিযোগ, প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত হাসপাতাল চত্বর

ফের সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে হাসপাতালের বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার কোতয়ালি কুলগাছির বাসিন্দা বছর ২৩-এর পাপিয়া পারভিন সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। এরপর রবিবারই সন্তানের জন্ম দেন। সোমবার রাত ৮টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয় তাঁর। অভিযোগ, মৃত্যুর ঠিক ১০ মিনিট আগে পরিবারের কাছে রক্ত জোগাড় করার আবেদন জানায় হাসপাতালের তরফে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। অকালেই মৃত্যু হয় পাপিয়ার। পরিবারের দাবি, সময় মত রক্ত কেন দেওয়া হয়িনি পাপিয়াকে? গাফিলতি না করলে হয়তো বাঁচানো যেত সদ্যোজাতের মাকে।

যদিও হাসপাতালের চিকিৎসকদের দাবি। বেশ কিছু জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন পারভিন। রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল না পাপিয়ার। যার জেরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিস। পরিবারের তরফে গাফিলতির অভিযোগ আনে হাসপাতাল সুপার ও কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা কথাও জানানো হয়। প্রশ্ন উঠছে, রোগীর শারীরিক অবস্থার হাল জেনেও কেন দ্রুততার সঙ্গে কোনও ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ? একের পর এক হাসপাতালের বেহাল অবস্থার ছবি ধরা পড়ছে এরাজ্যে।

9 months ago
Vikrant-Sheetal: বিয়ের এক বছরের মধ্যেই সুখবর, বাবা হতে চলেছেন 'মির্জাপুর' অভিনেতা বিক্রান্ত

বলিউডে (Bollywood) একদিকে যেমন বিয়ের সানাই শোনা যাচ্ছে, অন্যদিকে আরও এক খুশির খবর দিলেন মির্জাপুর-এর (Mirzapur) 'বাবলু পণ্ডিত' বিক্রান্ত ম্যাসি। তাঁর স্ত্রী শীতল ঠাকুর অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন বিক্রান্ত। ছুটির দিন রবিবার সকাল সকাল এই খবর সবার করে ভাগ করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর (Sheetal Thakur)। বাবা-মা হওয়ার খবর এক 'কিউট' ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা। পরিবারে নতুন সদস্য আসার জন্য খুশির মেজাজ ম্যাসি পরিবারে।

দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও অভিনেত্রী শীতল ঠাকুর। এরপর বিয়ের একবছরের মধ্যেই সুখবর দিলেন দম্পতি। রবিবার সকালে ইনস্টাগ্রামে একটি আদুরে ছবি পোস্ট করে জানিয়েছেন, 'We Are Expecting'। আরও জানিয়েছেন, তাঁদের সন্তান ২০২৪-এ আসতে চলেছে। ফলে জীবনের নতুন ইনিংসের জন্য অত্যন্ত খুশি। বিক্রান্তের এই পোস্টে তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অনুরাগীরাও এই খবর পেয়ে বেজায় খুশি।

View this post on Instagram

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

9 months ago


Ritabhari: মা হতে চলেছেন ঋতাভরী! সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী

বৃহস্পতিবার সন্ধ্যে নামতেই ফেসবুকে ঝড়ের মতো নেমে এসেছিল একটি সংবাদ। মডেল ও টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) 'অন্তঃসত্ত্বা' (Pregnancy)। হাওয়ায় ভেসে আসেনি এই খবর। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই সুখবর দিয়েছিলেন। একটি গোলাপী-নীল ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল, 'আমি এবং আমার স্বামী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি সন্তানসম্ভবা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।'

সামাজিক মাধ্যমে ঋতাভরীর লক্ষ লক্ষ ভক্তরা সেই খবর অবশ্য হজম করতে পারেননি। হাজারও প্রশ্ন উঠেছে। কেউ জিজ্ঞেস করেছেন ঋতাভরীর স্বামী কে? কেউ জিজ্ঞেস করেছেন কখন বিয়ে করেছেন? আবার কেউ কেউ বলেছেন, এই খবর আসলে অভিনেত্রীর আসন্ন কাজের প্রমোশন ছাড়া আর কিছুই নয়। এই শেষ ধারণাটি যাদের, তাঁরা ১০০-তে ১০০ পেয়েছেন। কারণ সামাজিক মাধ্যমে ঋতাভরী এবার আসল কথা স্বীকার করেছেন।

ঋতাভরীর আসন্ন ওয়েব সিরিজ 'নন্দিনী'। সেখানেই অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। ফালাক মীর পরিচালনা করবেন এই সিরিজটির। ১৫ অক্টোবর ওটিটিতে মুক্তি পেতে চলেছে সিরিজটি। পোস্টারে মা দুর্গার আদলও দেখা গিয়েছে। প্রসঙ্গত এই প্রথম ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন ঋতাভরী। তাই কিছুটা রহস্য রেখে শুরু করেছেন প্রচার কাজ। সিরিজে ঋতাভরী ছাড়াও দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, অলিভিয়া সরকার ও শ্বেতা মৌ ভট্টাচার্যকে।

9 months ago
Misty Singh: বিয়ের ৫ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা মিষ্টি সিং! বেবি বাম্পের ছবি শেয়ার করলেন

টলিউড ধারাবাহিকের পরিচিত মুখ মিষ্টি সিং (Misty Singh)। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন তিনি। কেরিয়ার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সাজিয়েছেন নিজের মতো করে। চলতি বছরের ১৮ মে সাত পাকে বাঁধা পড়েছেন, দীর্ঘ দিনের প্রেমিক রেমোর সঙ্গে। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগ করেন অভিনেত্রী। তাই বিয়ে পরবর্তী তাঁর বিদেশে হানিমুন ডায়েরিও সকলের দেখা। তবে বিয়ের পাঁচ মাস ঘুরতে না ঘুরতেই মিষ্টির জীবনে সুখবর (Pregnant।

অভিনেত্রীর সামাজিক মাধ্যম খুললেই দেখা যাবে তাঁর বেবি বাম্পের ছবি। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। সকলেই জানতে চাইছেন, এই খবর কী সত্যি? জানা গিয়েছে, মিষ্টি অন্তঃসত্ত্বা হয়েছেন ঠিকই। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। তাঁর কেরিয়ার জীবনের নতুন ধাপ 'বাংলা মিডিয়াম' ধারাবাহিক। এইখানেই মিষ্টির চরিত্র এক অন্তঃসত্বা মহিলার। ব্যক্তিগত জীবনে মিষ্টি কবে সুখবর দেবেন, তা সময় বলবে।

9 months ago
YouTube: ইউটিউব দেখে স্ত্রীর প্রসব করানোর চেষ্টা যুবকের! অবশেষে মর্মান্তিক পরিণতি মহিলার

ইউটিউব (Youtube) দেখে প্রসব করানোর কৌশল শিখেছিলেন এক যুবক। আর সেই কৌশল প্রয়োগ করলেন নিজেরই স্ত্রীর উপর। আর এই কাণ্ড ঘটানোর পরই মর্মান্তিক পরিণতি। ঠিক মত প্রসব করাতে না পেরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় স্ত্রীর। এমনটাই অভিযোগ সেই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu) কৃষ্ণগিরির।

সূত্রের খবর, তামিলনাড়ুর কৃষ্ণগিরির পুলিয়ামপাত্তির বাসিন্দা মাধেশ। তিনি তাঁর স্ত্রী লোগানায়াকির সঙ্গে বসবাস করতেন। এর পর তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই তাঁর প্রসব তিনিই করাবেন, এমনটাই ভেবে রেখেছিলেন। এর পর তিনি তেমনটাই করলেনও। কিন্তু এতেই ঘটল বিপত্তি। জানা গিয়েছে, স্ত্রীর প্রসব করানোর জন্য বাড়িতেই ইউটিউব দেখে তার কৌশল শিখছিলেন। এর পর তাঁর স্ত্রীর যখন প্রসব ব্যথা ওঠে, সেসময় তিনি চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই তাঁর স্ত্রীর প্রসব করানোর চেষ্টা করেন। কিন্তু এতেই মৃত্যু হল তাঁর স্ত্রী লোগানায়াকির।

পুলিস সূত্রে খবর, মাধেশ তাঁর স্ত্রীর প্রসব করাতে গেলে তিনি ভুল করে নাড়ি কাটতেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যায়। এর পরই মাধেশ ঘাবড়ে গেলে প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর প্রাইমারি হেলথ সেন্টারের মেডিক্যাল অফিসার রাথিকা মাধেশের বিরুদ্ধে পুলিস স্টেশনে মামলা দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ১৭৪ নম্বর ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে।

10 months ago


Swara: বাড়ির নতুন সদস্যের আগমনের প্রস্তুতিতে কী করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। একইভাবে তাঁর অন্তঃসত্বা হওয়ার খবরও 'সারপ্রাইজ' হয়ে আসে নেটিজেনদের কাছে। স্বরার মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠছে বাড়ির নতুন সদস্য। আর কিছুদিনেই পৃথিবীর আলো দেখতে চলেছে আসন্ন সন্তান। বর্তমানে একেবারে সপ্তম স্বর্গে স্বরা। তাই ইতিমধ্যেই হবু মা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই সেই ঝলক দিয়েছেন।

স্বরা তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে দুটি ছবি আপলোড করেছেন। একটি ছবিতে তাঁর বেবিবাম্প দেখিয়েছেন অভিনেত্রী। পিছনে দেখা যাচ্ছে সদ্যজাতের ক্রিব অর্থাৎ বিছানা। ক্যাপশনে স্বরা লিখেছেন, 'বাড়িতে নতুন সদস্যের আগমনে ক্রিব এনেছি।' যদিও অভিনেত্রী সেই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর স্বামী অর্থাৎ ফাহাদ আহমেদের প্রথম সন্তান আপাতত সেই বিছানা দখল করে রয়েছেন।

ভাবছেন তো ফাহাদের প্রথম সন্তান কে? স্বরা এবং ফাহাদের আরও একটি সন্তান রয়েছে। যদিও সে চারপেয়ে। ছবিতে দেখা গিয়েছে, নতুন বচনাটি আপাতত তারই দখলে। স্বরা সেই পোস্টে লিখেছেন, চারপেয়েটি বিছানা থেকে কিছুতেই নড়ছে না।

11 months ago
Justin Bieber: বাবা হতে চলেছেন জাস্টিন? স্ত্রী হেইলির স্ফীতোদর ভাইরাল নেট দুনিয়ায়

২০১৮ সালে হেইলিকে বিয়ে করেছিলেন জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবার (Justin Bieber)। ৫ বছর সুখেই দাম্পত্য জীবন কাটিয়েছেন তাঁরা। এবার বোধহয় জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন দু'জনে। সামাজিক মাধ্যমে এই মুহূর্তে একটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। জাস্টিন এবং তাঁর স্ত্রী হেইলি (Hailey Bieber) একটি ক্যাজুয়াল অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই গোপনে তাঁদের ছবি তোলেন কেউ। ছবিতে স্পষ্ট হেইলির স্ফীতোদর।

জাস্টিন এবং হেইলি দুজনেই এর আগে নানা সাক্ষাৎকারে সন্তানের কথা জানিয়েছেন। হেইলি একবার বলেছিলেন, 'আগামী বছরগুলিতে নিশ্চয়ই সন্তানের জন্য চেষ্টা করব। কিন্তু যখন বলছি চেষ্টা করব, নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। জানি না ঠিক কতটা সময় লাগবে।' অন্যদিকে জাস্টিন বলেছিলেন, 'আমি সবসময় এই নিয়ে কান্নাকাটি করি। আমি ভীষণভাবে সন্তান চাই, অন্যদিকে ভয়ও করে।'

ইদানিং তারকারা সামাজিক মাধ্যমে সন্তান আসার খবর প্রকাশ করে থাকেন। যদিও এক্ষেত্রে তা করেননি জাস্টিন বা হেইলি। সত্যিই কী তাহলে বাবা হতে চলেছেন জাস্টিন? এই নিয়ে সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছে।

11 months ago


Subhashree: মঞ্চে নাচছেন সন্তানসম্ভবা শুভশ্রী, স্পষ্ট স্ফীতোদর

দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন তিনি। কয়েকদিন আগেই স্বামী রাজ এবং ছেলে ইউভানকে নিয়ে ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। চারদিকে সমুদ্র ও প্রকৃতির মাঝে ভালো সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কলকাতায় ফিরে এসে যোগ দিয়েছেন কাজে। বর্তমানে এক জনপ্রিয় নাচের রিয়েলিটি শোয়ের বিচারক তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চে নাচলেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly Fans Urbana (@subhashreegangulyfancluburbana)

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সামাজিক মাধ্যমের ফ্যান ক্লাব থেকে একটি ছোট্ট ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে 'যতই ঘুড়ি ওরাও রাতে' গানে নাচতে দেখা গিয়েছে তাঁকে। শুভশ্রী যে চুটিয়ে নাচের মজা নিয়েছেন তা স্পষ্ট হয়েছে। তবে আরও বেশি স্পষ্টভাবে বোঝা গিয়েছে শুভশ্রীর স্ফীতোদর। দ্বিতীয় সন্তানের আগমন সেখানে পরিষ্কার।

11 months ago
Subhashree Ganguly: মাতৃত্বে আপস নয়, চলতি বছরে অভিনয় করবেন না শুভশ্রী

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) টলিউড (Tollywood) অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত। ২০১৮ সালে বিয়ে করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীকে। এরপর ২০২০ সালে তাঁদের কোলে আসে ছেলে ইউভান। সে এখন একটু বড় হতেই পরিবারে আবারও এলো সুখবর। দ্বিতীয়বার অন্তঃসত্বা হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে কিছুদিন আগেই ইউভানের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, 'ইউভান বড় দাদায় উত্তীর্ন হতে চলেছে।'

প্রথম ছেলে ইউভান জন্মের সময় শুভশ্রী তেমন কাজ করেননি। বরং নিজের মাতৃত্ব উপভোগ করেছেন। আর কণিষ্ঠটির বেলায় কী করবেন শুভশ্রী? সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অন্তঃসত্বা না হলেও চট করেই স্ক্রিপ্ট পছন্দ করে নেন না। ডিসেম্বরে তাঁর সন্তান আসার কথা। তাই চিকিৎসকের কথা মেনেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।শুভশ্রী সাক্ষাৎকারে আরও যোগ করেছেন, তাঁর হাতে এখন অনেক কাজ আসছে। তবে অভিনেত্রী ২০২৪ থেকেই নতুন কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত শুভশ্রীর প্রথম সন্তান জন্মের সময় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ওজন বেড়েছিল তাঁর। সন্তান জন্মের পর আবারও নিজের চেহারায় ফিরে এসেছিলেন শুভশ্রী। ইন্দুবালার মতো সিরিজে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন। আসন্ন অতিথির জন্যও শুভশ্রী আপস করতে চাইছেন না।


11 months ago
Subhashree: অন্তঃসত্বা শুভশ্রী, সামাজিক মাধ্যমে পোস্ট করলেন ছবি

শুভশ্রীর (Subhashree Ganguly) সংসারে এখন খুশির হাওয়া। এমনিই ছেলে ইউভান বাড়ি মাতিয়ে রেখেছে। সেই দলে আসতে চলেছে নতুন সদস্য। অভিনেত্রী দ্বিতীবার অন্তঃসত্বা হয়েছেন। স্বামী রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে এই সুখবর দিয়েছিলেন কিছুদিন আগে। তবে বড় ছেলের জন্মের আগে শুভশ্রী যেমন সক্রিয় ছিলেন, ছোট সদস্যের বেলাতেও তেমনই রয়েছেন শুভশ্রী।


সম্প্রতি ফটোশ্যুট করেছেন শুভশ্রী। রঙিন শর্ট পোশাকে ছবি দিয়েছেন তিনি। চেহারাতেও রয়েছে রঙিন ঝলক। তবে তাঁর মুখে আসল জেল্লা এসেছে শরীরের ভিতরে বেড়ে ওঠা প্রাণের জন্য। ছবিতে শুভশ্রীর দিক থেকে নজর ফেরানো অসম্ভব হয়ে পড়ছে। নেটিজেনরাও তাঁকে দেখে প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট সেকশন।


12 months ago


Ileana: 'তবে কি ইনিই ইলিয়ানার সন্তানের বাবা?', মধ্যরাতে 'মিস্ট্রি ম্য়ান'-এর ছবি শেয়ার অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D'Cruz) সন্তানসম্ভবা (Pregnant)। এই খবর প্রকাশ্যে আসতেই প্রত্যেকের একই প্রশ্ন, 'সন্তানের বাবা কে?' আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু অন্যদিকে ইলিয়ানাকে দেখা গিয়েছে, এসব জল্পনায় কান না দিয়ে মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করতে। তবে এরই মাঝে ইলিয়ানাকে ফের এক 'মিস্ট্রি ম্যান'-এর ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। ফলে সেই ছবি দেখে ফের চর্চায় ইলিয়ানা। এর আগেও এক পুরুষের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। তবে আগেরবারের মতো এবারেরও দেখা যাচ্ছে না সেই 'মিস্ট্রি ম্যান'-এর মুখ।


কিছুদিন আগেই ইলিয়ানাকে 'বেবি শাওয়ার' সেই মিস্ট্রি ম্যান-এর সঙ্গে উদযাপন করতে দেখা যায়। তখনও তিনি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামের স্টোরিতে। সেই ছবিতে মিস্ট্রি ম্যান ও ইলিয়ানার অনামিকায় জ্বলজ্বল করছিল আংটি। সেই থেকেই কানাঘুষো যে,তবে কি ইনিই তাঁর সন্তানের বাবা? এবারে ইলিয়ানা এক পোষ্যের সঙ্গে সেই পুরুষের ছবি শেয়ার করেছেন স্টোরিতে। আর এটি প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে জল্পনা। 'কে এই রহস্যময় ব্যক্তি?', যাঁর ছবি বারবার শেয়ার করছেন ইলিয়ানা। অনেকে অনুমান করছেন, ইনি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান। তবে মনে করা হচ্ছে, এখনই ইলিয়ানা প্রস্তুত নয়, তাঁর সন্তানের বাবাকে প্রকাশ্যে আনার জন্য।

12 months ago
Ileana: প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার ইলিয়ানার, তিনিই কি সন্তানের বাবা! জোর জল্পনা

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D'cruz)। তিনি বর্তমানে সন্তানসম্ভবা। নিজের মধ্যে ধীরে ধীরে যে বীজ বড় হচ্ছে, তাঁর স্পন্দন শুনেই সময় কাটছে অভিনেত্রীর। সকলকে অবাক করে নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী (Actress)। বিয়ে করেননি তিনি, ফলে নেটিজেনরা সন্তানের পিতৃপরিচয় জানতে চেয়ে ছয়লাপ করেছিলেন নেট মাধ্যম। এবার নিজের প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে প্রেমিকার সঙ্গে একটি ঝাঁপসা ছবি আপলোড করেছেন অভিনেত্রী। তিনি যেন সামাজিক মাধ্যমে নিজের প্রেমের আভাস দিতে চাইছেন, কিন্তু নাগাল দিতে চাইছেন না। প্রেমিকের ছবি পোস্ট করে নিজের মনের কথাগুলি ক্যাপশনে লিখেছেন ইলিয়ানা।

অভিনেত্রী লিখেছেন, 'যে দিনগুলোতে আমি নিজের প্রতি দয়ালু হতে ভুলে যায়, এই ভালোবাসার মানুষটি আমার সঙ্গে থাকে। আমি যখন ভেঙে পড়ি সে আমাকে জোড়া লাগায় এবং চোখের জল মুছে দেয়। বোকা বোকা জোক শোনায় আমাকে হাসানোর জন্য। বা শুধুই জড়িয়ে ধরতে চায়, কারণ সে জানে সেই সময় আমার শুধু এতটুকুই প্রয়োজন।'

View this post on Instagram

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

অভিনেত্রী প্রেম নিয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করেননি। সন্তানের আগমণ কীভাবে হচ্ছে তাঁর জীবনে তা নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেননি। অভিনেত্রী মাতৃত্বের এই যাত্রা উপভোগ করতে চাইছেন একান্তে।

one year ago