Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Postering

Poster: 'হিরণের খোঁচায় মলদ্বীপ থেকে এলাকায় আসছেন দেব', ঘাটালজুড়ে বিজেপির পোস্টারিং

তৃণমূল সাংসদ (TMC MP) দেবের ঘাটাল (Ghatal) সফরের আগে বিজেপির তরফে শহরজুড়ে পোস্টার। তীব্র কটাক্ষ করা হয়েছে সেই পোস্টারে। শাসক শিবিরের সাংসদকে নিশানা করে এই পোস্টারিং করেন বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট। মঙ্গলবার সাংসদ দেবের কেন্দ্র ঘাটালজুড়ে 'হিরণের খোঁচা খেয়ে মলদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব', এই ধরনের পোস্টারে ছেয়ে যায়।

বিজেপির তরফেই পোস্টারগুলো সাঁটানো হয় ঘাটালে। এই পোস্টার লাগাতে দেখা গিয়েছে খোদ ঘাটালের বিজেপি বিধায়ককে। সম্প্রতি ঘাটালে এক অনুষ্ঠানে এসে কাটমানি প্রসঙ্গে অভিনেতা-সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন হিরণ। তৃণমূলের তরফে উড়ে আসে পাল্টা প্রতিক্রিয়া।

এই পোস্টারিং প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানান, হিরণের কথায় ছুটে আসছেন দেব। আবার কেউ উনাকে মনে করিয়ে দেবেন ঘাটালবাসীর কথা। এছাড়া উনি সিনেমা বানাবেন আর এনামূল হকের থেকে কাটমানি নেবেন। পাল্টা দেবের প্রতিক্রিয়া, 'সাংসদ হয়ে আমার কাজ বেড়েছে, আমি ব্যস্ত হয়েছি এমন নয়। চাইলে এই আক্রমণের জবাব দিতে পারতাম। যে আমার বন্ধু, যার সঙ্গে খেয়েছি, তাঁকে কেন আমি আক্রমণ করতে যাবো? আমি কোনওদিন নিজের দলকে বড় করার জন্য অন্য দলকে ছোট করেছি। আর সব দলেই আমার বন্ধুবান্ধব ছড়িয়ে রয়েছে।'

2 years ago
Poster: 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ', এবার উত্তর কলকাতায় তৃণমূলের নামে পোস্টার

দক্ষিণ কলকাতার (South Kolkata) পর এবার উত্তর কলকাতায় তৃণমূলের (TMC) অভিনব পোস্টার ঘিরে বিতর্ক। সেই পোস্টারে তৃণমূল মানে পুরাতন এবং নতুনের মিশেল। এমনটাই উল্লেখ কড়া হয়েছে। কলকাতা পুরসভার (KMC) ২৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজা রামমোহন রায় সরণি সংলগ্ন এলাকায় বসেছে এই হোর্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো এই হোর্ডিংয়ে (Poster Campaign) লেখা, 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে, থাকবে।' নিচে লেখা প্রচারে ২৮ নম্বরে বাংলা সিটিজেনস ফোরাম।

এই হোর্ডিং প্রসঙ্গে সিটিজেনস ফোরামের এক কর্তা জানান, ২০১০ থেকে আমাদের সংগঠন সমাজসেবামূলক কাজ করছে। আর ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হয়েছে। সেই থেকে ১১ বছর আমরা বাংলাকে ভালোই দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ভালোই কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি নতুন নিয়ে অভিষেক এগনোর চেষ্টা করছে। এই পরিকল্পনাও আমাদের ভালো লেগেছে। তাই এই প্রচার।

ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে 'নতুন তৃণমূল' তৈরির প্রচার ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছেন পুরাতন বনাম নব্য তৃণমূলের দ্বন্দ্ব। সেই প্রসঙ্গে সিটিজেনস ফোরামের ওই কর্তা বলেন, 'দক্ষিণ কলকাতায় কী পোস্টার পড়েছে, সেটা যারা প্রচারের দায়িত্বে তাঁরা বলতে পারবেন। কিন্তু সেই পোস্টারের পাল্টা হিসেবে আমাদের এই পোস্টার নয়।'

2 years ago