Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Poster

Bidhansabha: পুলিসমন্ত্রী ধিক্কার লেখা পোস্টার! বিক্ষোভ বিজেপি বিধায়কদের, উত্তাল বিধানসভা

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। আর বাজেট অধিবেশনের তৃতীয় দিনেও উত্তাল বিধানসভার অধিবেশন কক্ষ। নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিধানসভায় বিজেপির বিধায়করা মুলতুবি প্রস্তাব জমা দিলে, অধ্যক্ষ তা পাঠের সুযোগ দিলেও, তা নিয়ে আলোচনার দাবি খারিজ করা হয়।

এরপরেই বিজেপি বিধায়করা হাতে কালো পতাকা নিয়ে, পুলিস মন্ত্রী ধিক্কার লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান বিধানসভার অধিবেশন কক্ষে। বিরোধীদের মতে, এ রাজ্যের সরকার নারী নির্যাতনের মত নৃশংস ঘটনাকে আলোচনার জন্য প্রয়োজনীয় বলেই মনে করে না। এরই সঙ্গে অধিবেশন শুরু থেকেই বিজেপি বিধায়করা স্পিকারের বিশেষ দলে পক্ষপাতিত্বের অভিযোগ আগেই এনেছে। মঙ্গলবার ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজের পর, একই ভাবে, অধিবেশনের তৃতীয় দিনেও দেখা গেল নারী নির্যাতনের মুলতুবি প্রস্তাব পাঠের সুযোগ দিলেও, তা নিয়ে আলোচনার সুযোগ দিলেন না স্পিকার।

মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে, এ রাজ্যে নারী নির্যাতনের সমস্যা নিয়ে কথা বলতে গেলে, সেই আলোচনা খারিজ করেন বিধানসভার স্পিকার। এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পাল্টা স্লোগান তুলতে ছাড়েন না শাসক দলের মহিলা বিধায়করাও। এসব দৃশ্য দেখার পর, এই ঘটনা শোনার পর সাধারণের মনে প্রশ্ন জাগছে, আদৌ কি সত্যিই মহিলারা সুরক্ষিত এ রাজ্যে? নাকি শাসকের ঘটনা চাপা দেওয়ার প্রবণতা মহিলাদের দিন দিন অসুরক্ষিত করে তুলছে?

এ নিয়ে অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। একদিকে নারী নির্যাতনের ঘটনায় আলোচনা না করতে দেওয়ার জন্য বিজেপি বিধায়করা যখন স্লোগান তোলেন, তখন পাল্টা স্লোগান তুলতে দেখা যায় শাসক দলের মহিলা বিধায়কদেরও। তবে, এই নিন্দনীয় ঘটনায় রাজ্য সরকার এবং বিধানসভার স্পিকারকে কালো পতাকা দেখানো যথার্থ বলেই মনে করছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

3 months ago
JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির ঘরের সামনে বিতর্কিত পোস্টার, ক্ষুব্ধ বুদ্ধদেব সাউ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির ঘরের সামনে বিতর্কিত পোস্টার। পোস্টারে লেখা ভিসিকেই কটাক্ষ করে নানারকম কৌতুকমূলক লাইন। লেখা রয়েছে, 'তোরা যে যা বলিস ভাই, আমার চেয়ার খানি চাই।' এমনকি তাতেই কার্টুনের মাধ্যমে এক ব্যক্তির চেয়ার আটকানোর ছবি ছাপিয়ে লেখা, 'আমায় ছেড়ে যাস না প্লিজ, আমায় ছেড়ে যাস না।' পাঁচিলে, দেওয়ালের বিভিন্ন জায়গায় এই ছবি ছাপিয়েছে কেউ বা কারা। আর তা নিয়েই ফের তৈরি হল বিতর্ক।

প্রসঙ্গত, যাদবপুরের ভিসি কে? তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে রীতিমত অচলাবস্থা চলছেই। গত বছর ডিসেম্বরের ২৮ তারিখেই জুটার তরফে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি চিঠি মারফত জানতে চাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে! এই চিঠির উত্তরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, দুটি চিঠি পেয়েছেন তিনি। একটি রাজ্যপালের ও একটি বিকাশ ভবনের। এরপর এখন কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকেই স্পষ্ট হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে সে বিষয়ে কিন্তু কোনও স্পষ্ট উত্তর রেজিস্ট্রারের কাছেও নেই। ঘটনাকে 'অভূতপূর্ব' বলেই মন্তব্য করেছিলেন জুটার সেক্রেটারি পার্থপ্রতিম রায়। এবার ভিসির ঘরের সামনে পোস্টার বিতর্কে সেই অচলাবস্থাকেই টেনে আনলেন তিনি।

এদিকে যাকে নিয়ে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে বিতর্ক। যখন রাজ্যপাল তাঁকে অপসারণ করেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদ থেকে। সেই বুদ্ধদেব সাউ এবার পোস্টার বিতর্কে সুর চড়ালেন। তিনি বললেন, যাঁরা এই কাজ করেছেন, এতে তাঁদের মনুষ্যত্ব, তাঁদের চরিত্র কেমন তা বোঝা যাচ্ছে।

তবে এর জেরে একমাত্র সমস্যার মুখে পড়তে হবে পড়ুয়াদেরই। উপাচার্য কে তা না জানা গেলে বিশ্ববিদ্যালয়ের বহু কাজও যেতে পারে আটকে। আর এহেন পরিস্থিতির মধ্যেই এবার এই সব পোস্টার রহস্য। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

4 months ago
Poster Controversy: 'বাংলায় বিকল্প রাজনীতি'! লোকসভা নির্বাচনের আগেই বাংলাজুড়ে পোস্টার রহস্য

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই 'রহস্যময়' পোস্টারে ছেয়ে গেল বাংলা। পোস্টারে লেখা 'বাংলায় বিকল্প রাজনীতি'। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলে তোলপাড়, তার মধ্যেই কলকাতা জুড়ে এই পোস্টার। তেরঙ্গা পোস্টারে সবুজ-নীল রঙে শুধুমাত্র লেখা রয়েছে, 'বাংলায় বিকল্প রাজনীতি'। তবে কে, কী উদ্দেশ্যে এই পোস্টার সাঁটিয়েছে তা এখনও অজানা। তবে ইতিমধ্যে এই পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, "বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি"।


জানা গিয়েছে, রবিবার সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে, হাজরা মোড়ে, এক্সাইড মোড়, রাসবিহারী, গড়িয়াহাট, পার্ক সার্কাস, ধর্মতলা এবং এন্টালিতে কংগ্রেস অফিসের আশেপাশে এই পোস্টার দেখা যায়। একই রকম পোস্টার দেখা যায় কোচবিহার, মাথাভাঙা, মালদাতেও। পোস্টারে নাম নেই প্রচারক বা প্রকাশকের, যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে অনেকেই বেশ কিছুদিন ধরে এই বাংলায় বিকল্প রাজনীতির কথা বলে আসছিলেন। ফলে তবে কি এটা তারই প্রতিচ্ছবি? এই নিয়েই প্রশ্ন। তবে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় 'বিকল্প রাজনীতি' চেয়ে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

5 months ago


Basirhat: 'শিক্ষিত সৎ সাংসদ চাই,' নুসরত বিরোধী পোস্টারে ছয়লাপ বসিরহাটে

শিক্ষিত সৎ সাংসদ চাই', মঙ্গলবার সন্ধে থেকে এই পোস্টারেই ছয়লাপ বসিরহাটের একাধিক এলাকা। ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে, মোটামুটি কোমর বাঁধতে শুরু করেছে সব দলই। বুধবারই, রাজ্যে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই আবহেই, বসিরহাটের সাংসদ নুসরত বিরোধী পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা।

লোকসভা ভোটের আগে, বসিরহাটের  মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় বড় বড় পোস্টারের কোনওটিতে লেখা, “লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না।” আবার কোনোটার বয়ান, ‘অভিনেতা, অভিনেত্রী না, সৎ শিক্ষিত মানুষ চাই’ । এর আগেও একাধিকবার তাঁকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে। ভোটের আগে এই পোস্টারে রীতিমতো অস্বস্তিতে সবুজ শিবির।  

6 months ago
TMC: 'মোটা ভাই, ভোট নাই,' বিজেপির সভার বিরুদ্ধে কটূক্তির লড়াই তৃণমূলের

বুধবার রাজ্যে বিজেপির একটি সভায় যোগ দিতে আসছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অর্থাৎ বিজেপি নেতা অমিত শাহ। এই সভাকে ঘিরে আইনি লড়াই ছিল রাজ্য সরকার অর্থাৎ শাসক দল তৃণমূলের। যদিও সেই আইনি লড়াইকে পরাস্ত করে হাইকোর্টের অনুমতিতে ধর্মতলায় সভার আয়োজন করেছে বিজেপি। ঠিক তাঁর আগেই শহর জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিজেপি নেতা অমিত শাহকে কটাক্ষ করে কটূক্তির পোস্টার ছেয়ে গেল কলকাতায়। তৃণমূলের সমাজমাধ্যম এবং আইটি সেলের উদ্যোগে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’।

এই পোস্টারকে নিয়ে অভিযোগ বিজেপির। একদিকে যেমন 'মোটা ভাই,' শব্দটা যেমন শারীরিক গঠনকে উল্লেখ করে তেমনি 'ভোট নাই,' শব্দটা গত বিধানসভার ফলাফল কিংবা পূর্বের ভোট এর ফলাফলকে কটাক্ষ জোরে এমন পোস্টার এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও পাল্টা তৃণমূলের সোশ্যাল মাধ্যমের এক কর্মীর দাবি, 'মোটা ভাই' শব্দটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারার সঙ্গে এই সম্বোধনের কোনও সম্পর্ক নেই। শাহ জন্মসূত্রে গুজরাতি। গুজরাতে বড়ভাইকে ‘মোটা ভাই’ বলে সম্বোধন করা হয়। সেই সম্মানজনক সম্বোধনই ব্যানার-পোস্টারে করা হয়েছে।

তৃণমূলের আইটি সেলের এক নেতার কথায়, ‘‘ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।’’ সেই বার্তা দিতেই শহর জুড়ে পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। শোভাবাজার, শ্যামবাজার, শিয়ালদহ, নাগেরবাজার মোড়, ফুলবাগান, কাঁকুড়গাছি মোড়, রাজারহাট, বিধাননগর স্টেশন, উল্টোডাঙা উড়ালপুল, সল্টলেক বিকাশ ভবন, করুণাময়ী সল্টলেক, হাতিবাগান, শ্যামবাজার, গিরিশ পার্ক, বিবেকানন্দ রোড-সহ উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বিভিন্ন অংশ মুড়ে ফেলা হয়েছে ব্যানারগুলিতে। সমাজমাধ্যমেও বুধবার সকাল ১০টা থেকে এই সব পোস্টার এবং ব্যানার শেয়ার করা হবে বলে আইটি সেলের তরফে জানানো হয়েছে।

6 months ago


Poster: সাগর দত্তে দালাল রাজ! চাঞ্চল্যকর পোস্টার হাসপাতালে

সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দালালরাজের দৌরাত্ম্য। খবর সামনে আসতেই রাতারাতি হাসপাতাল জুড়ে পড়ল জাভেদ নামের এক দালালের বিরুদ্ধে পোস্টার। পোস্টারে রয়েছে জাভেদের থেকে সতর্ক থাকার স্পষ্ট হুঁশিয়ারি। হাসপাতালে এসে চিকিৎসা পাওয়ার পরিবর্তে দালাল চক্রের খপ্পরে পড়ার ভয়ে তটস্থ রোগী থেকে রোগীর পরিবার। চিকিৎসা মেলার পরিবর্তে তাঁরা চান না দালালদের পকেট ভারী করতে। চরম দুর্ভোগের সম্মুখীন অসহায় রোগী ও তার পরিবাররে সদস্যরা। যদিও গোটা ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত দালাল জাভেদ। দালালরাজের বাড়বাড়ন্তে শাসকদলকেই কাঠগড়ায় তুললেন চিকিৎসক ফুয়াদ হালিম।

তবে হাসপাতালে দালালরাজের সক্রিয়তা প্রসঙ্গে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রির সাফ জবাব, এই ঘটনার তদন্তে একটি এনকোয়্যারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী, জাভেদ হাসপাতালের স্থায়ী কর্মী নয়। এজেন্সি মারফত নিযুক্ত অস্থায়ী কর্মী। যদি ভবিষ্যতে হাসপাতালের ওই অস্থায়ী কর্মচারী জাভেদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, কোনও ঘটনা বিশদে না জেনে কাউকে দোষী সাব্যস্ত করা য়ায় না। তাই পুলিস এ ব্যাপারে তদন্ত করুক এবং রোগীর পরিবার যদি লিখিত অভিযোগ হাসপাতালে জমা দেয়, তাহলে অবশ্যই এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করবে হাসপাতাল। আশ্বাস দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান।

8 months ago
Poster: সম্ভাব্য অধিনায়কদের নিয়ে প্রকাশ্যে এল একদিনের বিশ্বকাপের পোস্টার

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ৬৪ দিন আগে পোস্টার প্রকাশ করল আইসিসি। সেই পোস্টারে দেখা গিয়েছে, সম্ভাব্য অধিনায়কদের ছবি। পোস্টার রিলিজেই যেন বিশ্বকাপের দামামা বেজে গেল।

এখনও কোনও দেশই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি। আইসিসির পোস্টারে ভারতের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপ ট্রফির দুদিকে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জস বাটলার। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও জায়গা পেয়েছেন ওই পোস্টারে। বাংলাদেশের তামিম ইকবাল সদ্য অবসর ভেঙে ফিরেছেন। তিনিও জায়গা পেয়েছেন পোস্টারে। আছেন শ্রীলঙ্কার দাসুকা শনাকা, নিউজিল্যান্ডের টম লাথাম, আফগানিস্তানের হাসমতুল্লা শাহিদি।

আগামী ৫ অক্টোবর, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনালেও এই স্টেডিয়ামেই হবে। দুমাস আগে সম্ভাব্য অধিনায়কদের পোস্টার রিলিজ করল আইসিসি

10 months ago
Poster: বিক্রমের জায়গায় রণবীর, ছবির পোস্টার চুরির অভিযোগ তুললেন তথাগত

অভিনেতা এবং পরিচালক তথাগত চট্টোপাধ্যায়ের (Tathagata Chatterjee) পরের ছবি পারিয়া (Pariah), এই খবর সামাজিক মাধ্যমে অনেকেই জানেন। এবার সেই ছবি মুক্তির আগেই শুরু হল চর্চা। তথাগত সামাজিক মাধ্যমে তাঁর ছবির পোস্টার চুরির অভিযোগ তুলেছেন। তাও আবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের ছবির পোস্টার ঘিরেই এই বিতর্ক। রণবীরের পরের ছবি 'এনিমল', তাও অনেকেই জানেন। এবার পারিয়ার সঙ্গে সংঘাত শুরু হল এই ছবির। 

তথাগত সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করে লিখেছেন, 'ছিল রুমাল হয়ে গেল বেড়াল। বিক্রমের শরীরে রনবীরের মাথা, পোস্টার পারিয়ার, নাম এনিম্যাল নামের হিন্দি সিনেমার, শুধু বিক্রমের মাথাটা আর সিনেমার নামটা পালটে দেওয়া হয়েছে। একটা সো কলড ভেরিফায়েড এওয়ার্ড পেজ থেকে যারা এই বালখিল্যতাটা করছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্তত ফোটোশপের কাজটা ভাল প্রত্যাশা করেছিলাম।' 

পরিচালক এই লেখার সঙ্গে পারিয়া এবং ফটোশপ করা এনিমেল ছবির পোস্টারের ছবিও আপলোড করেছেন। এর আগেও অভিযোগ উঠেছিল এই ছবির পোস্টার হুবুহ নকল করা হয়েছে দক্ষিণী ছবির পোস্টারে। তবে এইবার এনিমল ছবির অফিশিয়াল পোস্টার না পেয়ে নিম্নমানের ফটোশপ করা হল পারিয়ার পোস্টারে। 

10 months ago


Purulia: পঞ্চায়েত নির্বাচনের আগে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) আগে উদ্ধার (Rescue) মাও নামাঙ্কিত পোস্টার (Poster)। জঙ্গলমহলের বিজেপি বিধায়কের নামে এই হুমকি পোস্টার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) বলরামপুরে ডাভা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিস এসে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর নামে এই পোষ্টার গুলি দেখা যায়। পোস্টারে বিধায়ককে দল ছাড়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তৃণমূলে যোগদান করতেও বলা হয় এবং সাত দিনের সময়সীমা দেওয়া হয়। নাহলে প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে এই পোস্টারে। গত পঞ্চায়েত নির্বাচনে এই বলরামপুরে একাধিক বিজেপি কর্মীর রহস্যময় মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। এবার ফের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে না হতেই শুরু হয়েছে মাও নামঙ্কিত পোস্টার পড়া। 

এই বিষয় বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর বক্তব্য, এই পোস্টার মাওবাদীদের নয়। এই পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। তাঁকে এবং বিজেপি কর্মীদের ভয় দেখাতে এই পোস্টার ছড়িয়েছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে আগে নিজেদের হাইলাইট করতে ও তৃণমূলকে বদনাম করতে তারাই নিজেরাই এই পোস্টার ছড়িয়েছে। এই পুরো ঘটনা পুলিস তদন্ত করে দেখুক। ঘটনায় যারা যুক্ত রয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

11 months ago
Poster: 'কয়লা,বালি,গরু চোর আসছে,' অভিষেক আসার আগে পোস্টার খানাকুলে

অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)'নবজোয়ার' কর্মসুচীর আগেই খানাকুলে (Khanakul) সতর্ক বার্তার পোস্টার (Poster)। শনিবার এই ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, খানাকুল থানার অন্তর্গত একটি ফুটবল মাঠে এই পোস্টারটি লাগানো হয়েছে। পোষ্টারে সতর্কবার্তা জানানো হয়েছে, আগামী ৬ই জুন কয়লা, বালি, চাকরি চোর আসছে তাই ও দিন ভাইপো থেকে সতর্ক থাকুন। এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুল থানায় অভিযোগ দায়ের হয়েছে শাসক দলের পক্ষ থেকে।   

সূত্রের খবর, শনিবার সকালে খানাকুল ফুটবল মাঠ সংলগ্ন এলাকার বেশকয়েকটি জায়গায় পোষ্টারগুলি দেখতে পান স্থানীয়রা। যদিও পোষ্টারগুলি কাদের পক্ষ থেকে লাগানো হয়েছে এখনও তা স্পষ্ট নয়। তবে এই কর্মকাণ্ডের পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে দাবি, তৃণমুলের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির সদস্যরা।

উল্লেক্ষ্য, আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জী 'নবজোয়ার' কর্মসূচিতে আসছেন আরামবাগে। হরিপাল থেকে শুরু করে মহকুমার বিভিন্ন এলাকায় রয়েছে তার কর্মসূচি। খানাকুল মাঠেও থাকছে বিভিন্ন কর্মসূচি। ইতিমধ্যেই তার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। দলের শীর্ষনেতা থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিসকর্তাদের কনভয় দাপিয়ে বেড়াচ্ছে মহকুমার বিভিন্ন এলাকা। এরই মাঝে তাঁদের নজর এড়িয়ে কে বা কারা এই পোষ্টার লাগাল তা নিয়ে খানাকুলজুড়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

12 months ago


Adipurush: 'আদিপুরুষ' মুক্তির আগেই ফের চমক! প্রকাশ্যে এল গদা হাতে হনুমানের ছবি

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ১৬ জুন অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ছবির টিজার মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্ক-সমালোচনার সৃষ্টি হলেও ট্রেলারে এক অন্য় চমক দেখা যায়। ভিএফএক্সে আমূল পরিবর্তন ও প্রভাস-কৃতির লুক নজর কেড়েছিল দর্শকদের। এরপর মুক্তি পায় এই ছবির গান। আর এবারে প্রকাশ্যে এল ভগবান হনুমানের (Hanuman) লুক। গদা হাতে হনুমানের পোস্টার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তা দেখে বেজায় খুশি।

ছবি মুক্তির দু'সপ্তাহ আগেই ফের এক চমক। এই ছবির গানগুলো মুগ্ধ করেছেই ভারতবাসীদের। এছাড়াও রামের চরিত্রে প্রভাস ও সীতার চরিত্রে কৃতির লুক মন ছুঁয়েছে দর্শকদের। আর এবারে গদা হাতে হনুমানের নতুন পোস্টার মুক্তি পেতেই তা দেখে মুগ্ধ হয়েছে দর্শক। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে ওই নতুন পোস্টারের ছবি শেয়ার করেছেন। আদিপুরুষের কেন্দ্রীয় চরিত্র প্রভাস ও পরিচালক ওম রাউতও নিজের টুইটার হ্যান্ডলে হনুমান অর্থাৎ দেবদত্ত নাগের নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন। ওম রাউত পরিচালিত ছবি আদিপুরুষ ১৬ জুনের আগে আর কোন কোন চমক দেয় তা দেখার অপেক্ষায় দর্শক।

12 months ago
Poster: অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের ভগবান, পোস্টার হাতে পথে সরকারি চাকরিপ্রার্থীরা

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আমাদের ভগবান। বিচারপতি (Judge) হিসেবে আমরা জাস্টিস গাঙ্গুলিকেই চাই।' এমন পোস্টার (Poster), প্ল্যাকার্ড নিয়ে পথে নামলেন সরকারি চাকরি প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর জন্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার শহরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। অধিকাংশ পোস্টারে লেখা ছিল, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ফেরত চাই।'

অবস্থানরত চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে ক্ষমতাবানদের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই অবৈধ উপায়ে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি গিয়েছে বলেও জানান তাঁরা। শীর্ষ আদালতের নির্দেশে তাঁরা হতাশ হয়েছেন বলেও জানিয়েছেন ওই চাকরিপ্রার্থীরা।

শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মর্মে নির্দেশ পাঠায় যে, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত যেসব মামলা শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করা হোক। তবে আইনজীবী মহলের দাবি, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা থেকেই সরানো হল, নাকি নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে, তা নির্দেশের কপি হাতে এলে স্পষ্ট হবে।

one year ago
Poster: বারাসত পৌর এলাকায় মাওবাদী পোস্টার, তদন্তে পুলিস

ফের মাওবাদী পোস্টার, (Poster) হৃদয়পুর স্টেশনের পর এবার হৃদয়পুর বাজারে। এই মাওবাদী পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই বারাসাত (Barasat) পৌর অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার, রাতে জেলা পরিষদের গেটের বাইরেও মাওবাদী পোস্টার ছিল, তবে এই পোস্টার কারা মারছে তা এখনও স্পষ্ট নয়।

বাজারের মধ্যে পোস্টার মেরে গেলেও বাজার কমিটি অভিযুক্তদের দেখেনি বলেই সাধারণ মানুষের দাবি। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় একজন গৌতম দাস জানিয়েছেন, 'রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের মাওবাদী পোস্টার মারছেন সেই সমন্ধে কোনও তথ্য তাঁদের জানা নেই। তাঁদের দাবি তাঁরা বাজারে আসেন ব্যবসা করতে কোনও রাজনৈতিক দলের খোঁজখবর রাখতে নয়। তবে এই মাওবাদী পোস্টার বাজারে পড়ায় পুলিসকে খবর দেওয়া হয়েছে। বারাসাত থানার পুলিস এসে পৌঁছয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।' 

এর আগে ২০০৮ সালে এলাকা থেকে মাওবাদী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই কারণেই মাওবাদীরা আবার হৃদয়পুরকে তাদের ঘাটি করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। অশনি মুখোপাধ্যায়, বারাসতের পুরপ্রধান বলেছেন, 'রাজনৈতিক উত্তেজনার জায়গা বারাসতে নেই। বিকৃত চিন্তার কিছু মানুষই এই ধরনের কাজকর্ম করে থাকেন।' 

one year ago


Station: 'লেনিনের নামে শপথ...', হৃদয়পুর স্টেশনে মাওবাদী পোস্টারে আতঙ্ক! তদন্তে জিআরপি

মাওবাদীর পোস্টারকে (Maoist poster) কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো হৃদয়পুর (Hridaypur Station) স্টেশনে। প্লাটফর্মের উপরে থাকা বন্ধ দোকানগুলির গায়ে লাগানো রয়েছে মাওবাদী পোস্টার। পোস্টারে লেখা, '২২শে এপ্রিল কমরেড লেনিনের নামে তাদের শপথ, ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ছুড়ে ফেলে এবার জাগুন। ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও শ্রমিক কৃষক রাজ বানাও।' পোস্টারের তলায় গোটা গোটা ভাবে লেখা, মার্কসবাদী লেনিনবাদী মাওবাদী সংগঠন। যদিও এই বিষয়ে খবর দেওয়া হয়েছে জিআরপি অফিসারদের (GRP Police)। তবে কারা এই মাওবাদী সংগঠন তা এখনো স্পষ্ট নয়। এমনকি কারা এই পোস্টার লাগিয়েছে তাও কেউ দেখেনি। 

জানা গিয়েছে, অতীতের সম্ভবত ২০০৮-২০০৯ সালে মাওবাদী নেতা সৌমেনকে গ্রেফতার করা হয়েছিল এই হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে। সেই কারণেই সৌমেনের ফলোয়াররা আবার নতুন করে এই মাওবাদী সংগঠন গড়ে তুলেছে কিনা তা নিয়েও আতঙ্কে মানুষজন।

 এই ঘটনায় বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্র বলেন, এটি শাসক দলের একটি পরিকল্পিত চক্রান্ত। যেভাবে শাসক দল দুর্নীতি করেছে সেটা সাধারণ মানুষ মানতে পারছেন না তাই এই পরিকল্পনা, জানালেন তিনি। 

one year ago
Behala:পার্থের বেহালায় জাস্টিস গাঙ্গুলির প্রশংসায় নাগরিকরা, লাগলো হোর্ডিংও

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly) সমর্থনে বেহালা ১৪ নম্বরে  বড় বড় হোর্ডিং লাগানো হল। বেহালা নাগরিকবৃন্দের তরফে এই হোর্ডিং পড়েছে। নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Education Scam) সারা রাজ্য তোলপাড়। ইতিমধ্যে তিন জন তৃণমূল বিধায়ক এই দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। ঘটনাচক্রে বেহালা পশ্চিম আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিধানসভা। যদিও গত বছর ২৩ জুলাই থেকে তৃণমূল বিধায়ককে এলাকায় দেখেননি ভোটাররা। কারণ গ্রেফতার হয়ে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি।

এদিকে, প্রায় গোটা শিক্ষা দফতর জেলে। সেই সময় দাঁড়িয়ে বেহালা ১৪ নম্বরে হঠাৎই দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে পোস্টার। বেহালা ১৪ নম্বরের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুটি বড় হোর্ডিং বসেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে। যারা এই পোস্টার লাগিয়েছেন, তাঁদের বক্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্যই আজকের নিয়োগ দুর্নীতির সমস্ত চোররা ধরা পড়ছে। সারা বেহালাবাসী বিচারপতির সঙ্গে রয়েছে, এমনটাই বেহালা নাগরিকবৃন্দের বক্তব্য।

এই প্রচার কর্মসূচির নেপথ্যে থাকা এক উদ্যোক্তা জানান, 'শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে উনি লড়াই লড়ছেন, একের পর এক নেতা-মন্ত্রীদের ধরছেন আর জেলে পুড়ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি এখন বাংলার গর্ব, বাংলার মানুষের কাছে ভগবান হয়ে দাঁড়িয়েছেন। আগামি প্রজন্ম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গর্ব করবে।'

one year ago