Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Portugal

Ronaldo: রোনাল্ডোর সঙ্গে দ্বন্দ্ব না ব্যর্থতা! পর্তুগাল কোচের পদ ছাড়লেন স্যান্টোস, উত্তরসূরি কে?

বিশ্বকাপ জেতার স্বপ্ন থেকে ছিটকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচটি খেলেছিল সিআর সেভেন-এর দল। যদিও সেদিন প্রথম একাদশে স্থান পাননি রোনাল্ডো। বিশ্বকাপ (World Cup 2022) অভিযান শেষ হতেই পর্তুগাল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। সরকারিভাবে এখনও এই খবর ঘোষণা করেনি। তবে পর্তুগিজ ফুটবল সংস্থা সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, নতুন কোচ হওয়ার  দৌড়ে এগিয়ে রয়েছেন হোসে মোরিনহো। আর হোসে ছিটকে গেলে বা বাদ পড়লে পাওলো ফনসেকার দায়িত্বে আসা কার্যত নিশ্চিত। এছাড়া কোচ হওয়ার রেসে আরও অনেকে রয়েছেন। রুই জর্জ, আবেল ফেরেরা, রুই ভিতোরিয়া এবং জর্জ জেসুস রয়েছেন। তবে যত দূর শোনা যাচ্ছে, সকলের প্রথম পছন্দ মোরিনহো। কারণ, তিনি জন্মসূত্রে পর্তুগিজ হওয়ায় বাড়তি সুবিধা রয়েছে। অন্যদিকে, তিনি ক্লাবস্তরে ফুটবল কোচ হিসেবে বেশ জনপ্রিয়। তাঁর সাফল্য সকলের নজর কেড়েছে। আবার রোনাল্ডোর সঙ্গেও ভালো সম্পর্ক বলে শোনা গিয়েছে। যদিও অনেকে মনে করছেন, তিনি ক্লাবস্তর ছেড়ে জাতীয় স্তরের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করবেন।

এখন সকলের মনে একটাই প্রশ্ন, তবে কি রোনাল্ডোর সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জেরে সান্তোসের এই সিদ্ধান্ত? নাকি মরক্কোর বিরুদ্ধে হার মেনে নিতে না পেরে নিজেই পদত্যাগ করলেন? 

one year ago
Knock Out: শেষ ১৬-য় কারা, শনিবার থেকেই প্রাক-কোয়ার্টার ফাইনালের লড়াই

শেষ কাতার বিশ্বকাপের (Qatar World Cup) গ্রুপ লিগের ম্যাচ। চূড়ান্ত প্রি কোয়ার্টার ফাইনালের (Pre Quarter Final) ১৬ দল। আটটি গ্রুপের দুটি করে দল প্রাক কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। শনিবার থেকেই শুরু নকআউট পর্ব। এবার কোন দলের প্রতিপক্ষ কে, কিছু দলের প্রতিপক্ষ দুর্বল, কিছু দলের প্রতিপক্ষ আবার যুদ্ধ ছাড়া মেদিনী ছাড়বে না।

গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস-সেনেগাল। গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ইংল্যান্ড-আমেরিকা। গ্রুপ সি-র শীর্ষে আর্জেন্টিনা আর দ্বিতীয় স্থানে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স আর দ্বিতীয় অস্ট্রেলিয়া। তাই নেদারল্যান্ডস খেলবে আমেরিকার সঙ্গে আর সেনেগাল খেলবে ইংল্যান্ডের সঙ্গে। পাশাপাশি আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর পোল্যান্ডের প্রতিপক্ষ ২০১৮-র চ্যাম্পিয়ন ফ্রান্স।

একইভাবে গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় জাপান-স্পেন। গ্রুপ এফ থেকে প্রথম হয়ে নকআউট রাউন্ডে মরক্কো। দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে ব্রাজিল-সুইৎজারল্যান্ড শেষ ষোলোয়। আর গ্রুপ এইচ-র শীর্ষে পর্তুগাল, দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে উল্লেখ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়ার অসামান্য খেলা এই বিশ্বকাপে জার্মানি এবং উরুগুয়ের মতো টিমের বিদায় ঘণ্টা বাজিয়েছে। গ্রুপ লিগের সেই খেলা কি এশিয়ার দলগুলোর প্রাক কোয়ার্টার ফাইনালেও বজায় থাকবে তা বলবে সময়।

গ্রুপ ই থেকে জাপান শীর্ষে আর স্পেন দ্বিতীয়, গ্রুপ এফ থেকে মরক্কো ফার্স্ট বয় আর ক্রোয়েশিয়া দ্বিতীয়। জি থেকে পর্তুগল গ্রুপ চ্যাম্পিয়ন আর দক্ষিণ কোরিয়া দ্বিতীয়। পাশাপাশি গ্রুপ এইচ থেকে ব্রাজিল চ্যাম্পিয়ন আর সুইৎজারল্যান্ড রানার্স। তাই গ্রুপ ই-র জাপান খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর স্পেন খেলবে মরক্কোর বিরুদ্ধে। একইভাবে গ্রুপ  জি-র পর্তুগল খেলবে সুইৎজারল্যান্ডের আর ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ৩ তারিখ অর্থাৎ শনিবার থেকে ৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত চলবে প্রাক কোয়ার্টার ফাইনালের এই নক আউট লড়াই।

one year ago
Match: সোমবারের চার খেলায় নজরবন্দি শুধু ব্রাজিল, পর্তুগল ম্যাচ! কোথায় দাঁড়িয়ে দুই দল

প্রসূন গুপ্ত: সোমবার বিশ্বকাপ ফুটবলের (Qatar World Cup 2022) ৪টি খেলা থাকলেও প্রথম দুটিতে নজর ছিল না ফুটবল প্রেমীদের। তবু বিশ্বকাপ (World Cup 2022) বলে কথা। ক্যামেরুন ও সার্বিয়ার খেলাটিতে আধা ডজন গোল হল। দুই দল ৩টি করে গোল দিলো। এশিয়ার দল হিসাবে দক্ষিণ কোরিয়ার দিকে নজর ছিলই কিন্তু ঘানার সঙ্গে ২টি গোল দিয়েও ৩টি হজম করতে হলো কাজেই নকআউট রাউন্ডে যাওয়া কঠিন হয়ে পড়লো। কিন্তু সকলেরই নজরে ছিল দুই পর্তুগিজের দল কী করে। মূলত ব্রাজিল, তাছাড়া পর্তুগাল (Brazil-Portugal) বা রোনাল্ডোর দিকে নজর তো ছিলই। দুটি দেশের ভাষা পর্তুগিজ, খেলার ধরণে চিরকাল ব্রাজিল অনেক এগিয়ে কিন্তু সোমবারের খেলা হলো উল্টো।

নেইমার আহত কাজেই তাঁকে ছাড়াই ব্রাজিলকে মাঠে নামতে হয়েছে। নেইমারের অভাব দ্রুত অনুভূত হলো। তিনি কেমন খেলেন অন্য বিষয় কিন্তু তাঁর মাঠে থাকা বা তাঁর নেতৃত্ব নিশ্চই সিলভার দ্বারা সম্ভব নয়। ব্রাজিলের মূল অস্ত্র ছিল ড্রিবলিং, ডজিং, পাসিং এবং হেডিং। তার প্রথম দুটি বহুদিন বিদায় নিয়েছে রইলো পাসিং-হেডিং। বারবার দেখা গিয়েছে থ্রু পাশ ধরতেই পারছেন না তিতের ছেলেরা। সুইৎজারল্যান্ডের সঙ্গে ফিফা টুর্নামেন্টে কখনও জেতেনি ব্রাজিল। তাই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চললো কি, ছিল প্রশ্ন।

দ্বিতীয়ার্ধের শেষ ৩৫ মিনিট দৌড়ের ঝাঁঝ বাড়ালে প্রথম গোলটি এলো ব্রাজিলের। প্রশ্ন থেকেই যায় এই ব্রাজিল কতদূর যেতে পারবে? ভিভিআইপি গ্যালারিতে রোনাল্ডো, কাকা কার্লোস, কাফুদের মতো হেভিওয়েটরা বসে। তবে তিতের দল নিয়ে তাঁরা কিন্তু আশাবাদী।

এদিকে, পর্তুগালকে কিন্তু সঠিক নেতৃত্ব দিচ্ছেন সিআর-৭ বা রোনাল্ডো। দুর্দান্ত খেলছেন এমন নয় কিন্তু বারবার আক্রমণে উঠছেন। কাজেই উরুগুয়ে আক্রমণ ভুলে বক্সে ৫ ডিফেন্ডারকে দাঁড় করিয়েছিল। ব্রাজিলের খেলায় যেমন স্পিডটা ছিল না তেমন পর্তুগাল দ্রুত আক্রমণ শানিয়েছে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে প্রথম গোল উরুগুয়ের বিরুদ্ধে। ব্রুনো ফার্নান্দেজের গোলমুখী উঁচু বলে স্পট জাম্প করে রোনাল্ডো মাথা না ছোঁয়ালেও মাথা তাঁর লাফানোটা উরুগুয়ের গোলরক্ষকেকে দিশেহারা করে দেয়। এরপর মাঠে আসেন সুয়ারেজ। মাথা গরম বলে কোচ তাঁকে প্রথমে নামাননি। প্রতি আক্রমণ বাড়ায় উরুগুয়ে। একবার তো গোল হয়েই গিয়েছিল। এরপর একটি কাউন্টার আক্রমণে পর্তুগাল উঠলে বক্সেই ব্রুনো কে ফেলে দেওয়া হয়। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ওই ব্রুনোই। পর্তুগাল কিন্তু আশা জাগাচ্ছে।

one year ago


Football: পর্তুগাল থেকে ব্রাজিল, বৃহস্পতিবার রাতের জোড়া ম্যাচে কতটা লাভবান ফুটবল বিশ্ব

প্রসূন গুপ্ত: বিশ্বকাপ (World Cup 2022) জমে উঠেছে, কখন কোন দল যে পাল্টে দেবে খেলার রং ধরা মুশকিল। শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৩২টি দলই তাদের গ্রুপ লিগের প্রথম ম্যাচ খেলে নিয়েছে। সারা বিশ্বের ফুটবল আজ এমন একটি জায়গায় পৌঁছেছে যে বিশ্বকাপের (Qatar World Cup 2022) লড়াইয়ে যাওয়া দলগুলি অবিশ্বাস্য ভালো খেলছে। এবারের সেরা প্রাপ্তি গোলরক্ষক। এই গোলরক্ষরা অসম্ভব ভালো খেলছে এবং কে কার থেকে ভালো ধরে যাচ্ছে না। বৃহস্পতিবার চারটি ম্যাচ ছিল, তার মধ্যে উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া ছিল গোলশূন্য। সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন ম্যাচে সুইস দল এক গোলে জেতে। আসলে এই দুই খেলার দিকে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল কম। আসল নজরে ছিল পর্তুগিজরা কী করেন। একটা সময় পর্তুগিজরা (Portugal) দখল নিয়েছিল ব্রাজিল, ভারতের গোয়া, শ্রীলংকা, কেরলের একটি অংশ। এ ছাড়াও তাদের দখলদারি ছিল কুখ্যাত কিন্তু তারা যেখানেই গিয়েছে, পরবর্তীতে সেই দেশ বা রাজ্যগুলিতে ফুটবল হয়ে উঠেছিল প্রধান খেলা। বৃহস্পতিবার ছিল এমনই একটি দিন, যেদিন পর্তুগাল এবং পর্তুগিজ ভাষার দেশ ব্রাজিলের (Brazil) খেলা ছিল।

দুটিতেই জয় আসে পর্তুগিজদের। সিআর-৭ অর্থাৎ রোনাল্ডোর শেষ বিশ্বকাপে কেমন খেলেন অপেক্ষায় ছিলেন ভারতীয় ভক্তরা। মেসির মতো এক জায়গায় না দাঁড়িয়ে বরং ম্যান মার্কিং ভেদ করার চেষ্টায় ছিলেন রোনাল্ডো। প্রথমার্ধে কোনও গোল না হলেও রোনাল্ডোর একটি স্পট জাম্প করে হেড করার দৃশ্য ছিল অন্যতম সেরা। অবশ্য দ্বিতীয়ার্ধে তেজ বাড়ায় পর্তুগাল। একটি বক্স ফাউলে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডোই।

কিছুক্ষণের মধ্যে বিপক্ষে থাকা ঘানা নড়চড়ে বসে এবং দ্রুত গোল পেয়ে যায়। একটা সময়ে মনে হচ্ছিলো হয়তো আর্জেন্টিনা বা জার্মানির মতো খেলার ফল হতে পারে কিন্তু এই সময়ে অসংখ্য পাস খেলে আরও দুটি গোল করে। ফের কাউন্টার আক্রমণে গোল পেয়ে যায় ঘানা, তখন খেলা শেষ হতে আর বেশি সময় ছিল না।

এদিকে, বহুদিন বাদে এক নতুন ব্রাজিলকে পাওয়া গেলো। সেই স্কিল সেই দৃষ্টিনন্দন গোল শেষ ৪৫ মিনিট মাঠে যেন সাম্বা ঝড়। ডিফেন্সে ড্যানি আলভেস, থিয়াগো সিলভা, মার্ককুইনহোস, আলেক্স সান্দ্রো। উপরে ভিনিসিয়াস, রাফিনহা নেইমার এবং সবাইকে ছাপিয়ে রিচারলিসন। প্রথম থেকেই আক্রমণে গিয়েছিলো ব্রাজিল কিন্তু সার্বিয়ার গোলরক্ষক একের পর এক গোল বাঁচিয়ে যান। শেষের দিকে বার পোস্টে লেগেও বল ফিরেছে একাধিকবার। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করেন রিচারলিসন। দ্বিতীয়টি তো দেখার মতো, সাইড ভলি করে অনেকটাই বাই সাইকেল কিক করে এবারের সেরা গোলটি উপহার দেন দলকে। নেইমার মন্দ খেলেননি কিন্তু বড্ড বেশি বল হোল্ড করে খেই হারিয়েছেন মাঝে মধ্যে। অবশ্য পায়ে চোট লেগে বেরিয়েও যান তিনি। শোনা গেলো পরের ম্যাচ খেলতে পারবেন। টোটাল ফুটবল দেখা গেলো ব্রাজিলের মধ্যে। তাই দিনটি ছিল পর্তুগিজদেরই।

one year ago
World Cup : দ্বিতীয়ার্ধেই ৫ গোল, কষ্টের জয় পর্তুগালের

পাঁচটি বিশ্বকাপের (World Cup) সবকটিতে গোল করার রেকর্ড করলেন বটে, তবে নজরকারা ফুটবল খেলতে পারলেন কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)? এই প্রশ্নটা থেকেই গেলো কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ঘানার বিরুদ্ধে গ্রুপ (Portugal Beats Ghana) পর্বের প্রথম ম্যাচে। ঘানার কোচ কার্যত বোতলবন্দী করলেন সিআর -সেভেনকে। ম্যাচে ৩-২গোলে পর্তুগাল জয় পেলেও এই পর্তুগাল কতটা বেগ দেবে বলা মুশকিল।

প্রথমার্ধের ফলাফল গোল শুন্য। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ঘানা বক্সে রোনাল্ডোকে ফাউল করেন ৪ নম্বর জার্সি পরিহিত সালিসু। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রোনাল্ডো। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে দল সাজিয়েছেন ঘানা কোচ। ৫ জন ডিফেন্ডার নিয়ে দূর্গ তৈরি করে আফ্রিকার এই দেশ। ১ গোলে পিছিয়ে থেকেও দ্রুত ম্যাচে ফেরে ঘানা। ৭৫ মিনিটে ঘানা অধিনায়ক আন্দ্রে আয়ু গোল করে সমতা ফেরান। কিন্তু এর পরেই ঘনঘন পর্তুগিজদের আক্রমণে তাদের ডিফেন্স কাঁচের ঘরের মতো ভেঙে পড়ে। ৭৭ মিনিটে ফেলিক্সের গেলে ব্যবধান বাড়ায় পর্তুগাল। 

ঠিক ২ মিনিটের মাথায় ৭৯ মিনিটে সেলেকাওদের পক্ষে তৃতীয় গোলটি করে রাফায়েল। যদিও খোঁচা খাওয়া বাঘের মতো শেষ পর্যন্ত খেলে যান ঘানার ফুটবলাররা। ফলস্বরূপ ৮৯ মিনিটে ঘানার পক্ষে দ্বিতীয় গোল করেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা ওসমান বুকারি। শেষ বাঁশি বেজে ওঠা পর্যন্ত টেক্কা দিয়ে গেলো ঘানা ফুটবলাররা।

one year ago


Portugal: ঘানার বিরুদ্ধে জিততে মরিয়া পর্তুগাল, সিআর-৭-র উপরে বহু প্রত্যাশা

চলতি বিশ্বকাপে (qatar World Cup 2022) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নামবে পর্তুগাল (Portugal)। প্রতিপক্ষ ঘানা, ২০১৪ বিশ্বকাপে এই ঘানার বিপক্ষে জয় পেয়েছিল পর্তুগাল। ধারে-ভারে বৃহস্পতিবার রাতে আন্ডারডগ হয়েই নামবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7), পেপে, সিলভারা। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) বিতর্ক সরিয়ে বিশ্বকাপে দ্রুত মনোনিবেশ করতে চান সিআর-সেভেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও চুপ ছিলেন রোনাল্ডো। মেসি পারেননি, ব্যর্থ হয়েছেন মুলার, এই জাতীয় একাধিক অঘটনের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল দলের শক্তি বলতে সামনে থেকে সিআর সেভেনের মতো তারকা থাকা। যদিও ঘানা শিবির কোনওভাবেই পিছিয়ে নেই। সব শক্তি দিয়েই জয়ের জন্য ঝাঁপাবে এই আফ্রিকান দেশ।

এই বিশ্বকাপ সম্ভবত রোনাল্ডোর শেষবার। তাই ফুটবলপ্রেমীদের কাছে আরও প্রিয় হয়ে উঠতে মরণ কামড় দেবেন কিনা রোনাল্ডো, সেটাই এখন দেখার।

one year ago
Ronaldo: বিশ্বকাপের জন্য ঘোষিত পর্তুগালের প্রাথমিক দল, রোনাল্ডো ছাড়াও আর কাদের প্রাধান্য?

হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই ফুটবল জ্বরে আক্রান্ত হবে গোটা বিশ্ব (World Cup 2022)। শুক্রবার ঘোষণা হয়েছে কাতার বিশ্বকাপের জন্য সেলেকাও অর্থাৎ পর্তুগালের টিম (Team Portugal)। সিআর সেভেনকে (CR7) সামনে রেখেই ২০২২ কাতার বিশ্বকাপ জিততে ঝাপাবে লুই ফিগোর দেশ। ২৬ জনের দলে ১০ জন খেলোয়াড় থাকছে প্রিমিয়ার লিগের (EPL) ক্লাব থেকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ ম্যানচেস্টার ইউনাটেডের মাঝমাঠের খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও ডিফেন্ডার দিয়েগো দালোট রয়েছেন এই স্কোয়াডে।

পাশাপাশি ম্যানচেস্টার সিটির দুই ডিফেন্ডার জোয়ান ক্যানসেলো,রুবেন ডিয়াজ ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নার্ড সিলভা জায়গা করে নিয়েছেন দলের কোচ স্যান্তোসের দলে। রয়েছেন পর্তুগাল জার্সিতে আগেও বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। গ্রুপ এইচ-এ উরুগুয়ে, ঘানা,দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে পর্তুগাল। আগামী ২৪শে নভেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে প্রথম খেলবে পর্তুগাল। 

২৮ নভেম্বর প্রতিপক্ষ উরুগুয়ে। ২০১৮ বিশ্বকাপে এই উরুগুয়ের কাছে পরাজিত হয়েই শেষ ১৬ থেকে রাশিয়ায় বিদায় নিতে হয়েছিল পর্তুগিজদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্যান্তোসের ছেলেরা আগামী ২ ডিসেম্বর খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। স্বাভাবিকভাবেই কঠিন গ্রুপে রয়েছে পর্তুগাল। যদিও ৩৭ বছরের রোনাল্ডো ও ৩৯ বছর বয়সী পেপের উপর ভর করেই বিশ্বকাপে বাজিমাত করতে চাইছে নানি, রুই কোস্তা, নুনো গোমসের দেশ।

2 years ago
Lisbon: চিকিৎসা না পেয়ে সন্তানসম্ভবা ভারতীয় পর্যটকের মৃত্যু, পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

বেড না পেয়ে সন্তানসম্ভবা ভারতীয় পর্যটকের (Indian Tourist) মৃত্যুতে তোলপাড় লিসবন (Lisbon)। আর এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী (Portugal Health Minister) মার্তা টেমিদো। দেশব্যাপী প্রবল সমালোচনা সামাল দিতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এমনটাই এক সংবাদ মাধ্যম সূত্রে খবর। 

জানা গিয়েছে, ভারত থেকে পর্তুগাল ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়। সেই ধকল সহ্য হয়নি, মাঝপথেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই খবর জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে। স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে চিকিৎসকের অভাবে পর্তুগালে প্রসূতি বিভাগের এমারজেন্সি পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কারণেই এই মর্মান্তিক ঘটনা। এমনটাই বলছে বিরোধী দলগুলো। 

সূত্রের খবর, লিসবনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ভারতীয় তরুণী। সেখানে উপযুক্ত চিকিৎসা না পেয়ে তাঁকে আরও একটি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মাঝপথে অ্যাম্বুল্যান্সেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এরপর জরুরি ভিত্তিতে তাঁর সন্তান প্রসব হয় এবং প্রসূতি মৃত্যুর এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পর্তুগালের কোভিড পরিস্থিতি দক্ষ হাতে সামলেছেন মার্তা। কোভিডের সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ প্রশংসিত। কিন্তু কিছুদিন আগে প্রসূতি বিভাগে জরুরিকালীন পরিষেবা সাময়িক বন্ধের সিদ্ধান্ত সদ্যপ্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে বিতর্কের মুখে ঠেলে দেয়।

পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিয়ো কোস্তা জানান, তিনি মার্তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

2 years ago