Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Policeman

Khardaha: ফ্ল্যাট বিক্রির জন্য চাপ, প্রাণনাশের হুমকি প্রাক্তন পুলিসকর্তার স্ত্রীকে, আতঙ্কে গৃহবন্দি

বুধবার সোদপুর স্টেশন রোডে চিত্রশিল্পী ও তাঁর মা-কে মারধরের অভিযোগ ওঠে। বৃহস্পতিবারই প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস প্রদ্যুৎ কুমার বিশ্বাস-এর স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল। খড়দহের মুখার্জী রোডের বাসিন্দা জলি বিশ্বাসের অভিযোগ, ফ্ল্যাট বিক্রির জন্য চাপ দিচ্ছেন আবাসনের কমিটির সদস্য প্রাণগোপাল সাহা সহ অন্যান্য সদস্যরা। খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতারা।

জলি বিশ্বাস ফ্ল্যাট বিক্রি করতে রাজি না হওয়ায়, শুরু হয় একের পর এক নিগ্রহ। অভিযোগ, ফ্ল্যাটের সামনে নোংরা আবর্জনা ফেলা রেখে যাওয়া হচ্ছে। প্রতিবাদ করায় তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আবাসনের কোনও বাসিন্দাই প্রাক্তন পুলিস কর্তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন না। আতঙ্কে গৃহবন্দি রয়েছেন জলি।

গত ২০২০ সালে মৃত্যু হয় প্রদ্যুৎ কুমার বিশ্বাসের। মৃত্যুর ৩ বছর পর আচমকাই আবাসন থেকে চাপ দেওয়া শুরু হল। খড়দহ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। আতঙ্কে গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছেন জলি বিশ্বাস ও তাঁর মেয়ে। 

আবাসনে বসবাসেও নেই নিরাপত্তা? সামান্য আবাসন কমিটির সদস্য হয়েই এত বাড়বাড়ন্ত? নাকি মাথায় প্রভাবশালী হাত থাকার সুবাদেই এই সাহস?  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিস। খড়দহ থানার হস্তক্ষেপে এলাকার নিরাপত্তা কতটা সুনিশ্চিত হয়, সেটাই দেখার।

8 months ago
Police: নাচতে নাচতে পুলিসকে চুম্বন মদ্যপ বরযাত্রীর, ভাইরাল ভিডিওয় হাসির রোল

এক পুলিসকর্মীকে(Police) জড়িয়ে ধরে চুম্বন করেলেন এক যুবক। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে সমাজমাধ্যমে। ভিডিও দেখে নেট নাগরিকরা দারুণ মজা পেয়েছেন। দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে বরযাত্রী হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে একদল মানুষ নাচছেন। বাজনার তালে তালে তাঁদের উত্তাল নৃত্য দেখতে রাস্তার ধারে দাঁড়িয়েও পড়েছিলেন লোকজন। অনেকে আবার বরযাত্রীর দলকে এড়িয়ে নিজের কাজে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়েই বরযাত্রীদের পাশ কাটিয়ে যাচ্ছিলেন এক পুলিসকর্মী। 

ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে পুলিসকর্মীর সামনে চলে আসে এক যুবক। যুবকটি মত্ত (Drunk Person) অবস্থায় ছিলেন। তিনি পুলিসকর্মীর পথ আটকে তাঁকে জাপটে ধরেন এবং তাঁর মুখে চুম্বন করেন। চুম্বনের পরে আবার ওই যুবক নাচতে শুরু করেন। 

যুবকের এই কাণ্ডে পুলিসকর্মী অসন্তুষ্ট হয়ে যুবকের দিকে এগিয়ে যান। কিন্তু যুবক পুলিসকর্মীকে পাত্তা না দিয়ে বাজনার তালের সঙ্গে তাল মিলিয়ে নাচ চালিয়ে যান। তবে বরযাত্রীর সঙ্গে থাকা ওই যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি পুলিসকর্মী। যুবককে ধমক দিয়ে তিনি নিজের কাজে ফিরে যান। 

one year ago
Molestation: ভোপালে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় পুলিস

এক পুলিসকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) রাজধানী ভোপালের। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আলো-আঁধারি একটি রাস্তায় অপেক্ষায় থাকা এক মহিলার সামনে বাইক নিয়ে দাঁড়ালেন এক পুলিসকর্মী। তারপরই মহিলার হাত ধরে টানাটানি শুরু করে দেন অভিযুক্ত। এমনকি মহিলার শ্লীলতাহানিও করেন তিনি। কোনওরকমে মহিলাটি পুলিসকর্মীর হাত ছাড়িয়ে রাস্তার অপর প্রান্তে চলে যান। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়।  

তবে এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং বিজেপি সরকারের পুলিস প্রশাসনকে আক্রমণ করেছে কংগ্রেস। রাজ্য মহিলা কমিশনের সদস্য তথা কংগ্রেস নেতা সঙ্গীতা শর্মা বলেন, 'বিজেপি শাসিত রাজ্যে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। রাজ্য পুলিসের অমানবিক মুখ প্রকাশ্যে এল। যা এই ভিডিওতে দেখা যাচ্ছে, তা সত্যিই লজ্জাজনক।' এমনকি ওই পুলিসকর্মীর কঠোর শাস্তির দাবি তুলেছেন সঙ্গীতা।

one year ago


Gym: জিম করার সময় হৃদরোগে আক্রান্ত, মৃত্যু পুলিস কর্মীর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেশজুড়ে ক্রমাগত বাড়ছে। গত কয়েক মাস ধরে জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঘটনা বহুবার সামনে এসেছে। এবার জিমে ব্যায়াম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিস কনস্টেবলের (Police Constable)। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায়। মৃত কনস্টেবলের নাম বিশাল। তিনি হায়দরাবাদের (Hyderabad) বাওয়েনপল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে খবর, ২৪ বছর বয়সি বিশাল নিয়ম করে প্রতিদিনই বাওয়েনপল্লি এলাকায় একটি জিমে ব্যায়াম করতেন। বৃহস্পতিবারও এসেছিলেন ব্যায়াম করার জন্য। রাত আটটা নাগাদ ঘটে যায় দুর্ঘটনাটি। বর্তমানে তেলেঙ্গনার আসিফ নগর থানায় কর্মরত ছিলেন বিশাল। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। ২০২০ সালে পুলিশে চাকরি পেয়েছিলেন বিশাল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, জিমে গিয়ে পুশ আপ করছিলেন ওই পুলিস কনস্টেবল। তাঁর পাশে সেসময় অনেকই ব্যায়াম করছিলেন। পুশ আপের পর স্ট্রেচ করতে দেখা যায় তাঁকে। এরপর হঠাৎ জিমের একটি যন্ত্র ধরে কাশতে শুরু করেন তিনি। প্রবল কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত সকলে ছুটে আসেন। এরপর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁরা।হৃদরোগে আক্রান্ত হয়ে বিশালের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

one year ago