Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Plane

Flight Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা, অ্যামাজনের কাছে ভেঙে পড়ল ব্রাজিলের যাত্রীবাহী বিমান

অ্যামাজনের কাছে ১৪ জন যাত্রীসহ ভেঙে পড়ল ব্রাজিলের একটি বিমান। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তর অ্যামাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। মৃত ১৪ জনের মধ্যে ১২ জন যাত্রী এবং বাকি দু'জন বিমান ক্রু।

মানাউস থেকে এই বার্সেলোস যাচ্ছিল বিমানটি। আমাজনের গভর্নর উইলসন লিমা ‌দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এয়ারফোর্সের বিশেষ দল।

8 months ago
Flight: মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তারপর! দেখুন সেই ভিডিও

মাঝ আকাশে বিমানের (Plane) দরজা খুলে যাওয়া কিংবা কোনও দুর্ঘটনা(Accident) ঘটা, তা আর নতুন কিছু নয়। তবে মাঝ আকাশে বিমানের দরজা এমনিই খুলে যাবে তেমন ঘটনা শোনা যায় নি। সম্প্রতি এমনি এক ঘটনার ভিডিও প্রকাশ্য়ে এসেছে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে (Brazil)।

‘ব্রেকিং অ্যাভিয়েশন নিউজ় অ্যান্ড ভিডিয়োজ়’ নামে একটি টুইটার অ্যাকাউন্টে সেই ঘটনার ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানের  দরজা নিজে থেকেই খুলে গিয়েছে। বিমানের ভিতরে হু হু করে হাওয়া ঢুকছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন বিমানের যাত্রীরা। সেই সময় এক যাত্রী সেই ঘটনার ভিডিও করেন। পড়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

দ্য এমব্রায়ের-১১০ বিমানে ব্রাজিলের খ্যাতনামা গায়ক টিয়েরি এবং তাঁর গানের দল মারানহাওয়ের সাও লুই থেকে অনুষ্ঠান সেরে ফিরছিলেন। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে আচমকাই দরজা খুলে যায়। সেই অবস্থাতেও বিমানটি চালিয়ে নিয়ে যান পাইলট। এরপর সাও লুই বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে পাইলটকে বিমানটি জরুরি ভিত্তিতে নামানোর নির্দেশ দেওয়া হয়। তার পরেই পাইলট নিরাপদেই বিমানটি নামান।

11 months ago
Bird: মাঝ আকাশে উইন্ডো স্ক্রিন ভেঙে রক্তাত্ব পাখি বিমানের ভিতরে, তারপর!

বিমানে (Plane) পাখি (Bird) ধাক্কা লেগে দুর্ঘটনা (Accident) নতুন নয়, বরং প্রায়শই দেখা যায়। যার ফলে অনেক সময় পাখি ও বিমানের ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে বিমানের উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগার পর সেই উইন্ডস্ক্রিন ভেদ করে পাখি ঢুকে যাওয়ার ঘটনা খুবই বিরল। তেমনই একটি ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়া এক প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডরে একটি বিমানে এমন ঘটনা ঘটেছে।

রাশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, পাইলট ভ্যালিয়েন্তে ওই অবস্থাতেই বিমানটি চালিয়ে যান। এবং বিমানটিকে যাত্রী-সহ নিরাপদে নামিয়েওছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, ককপিটে বসে রয়েছেন পাইলট। বিমানের উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে পাখিটির দেহের বেশির ভাগ অংশ উইন্ডস্ক্রিন ভেদ করে ঢুকে যায়। পাইলটের চোখেমুখে রক্তের ছিটে। বিমানের ধাক্কায় পাখিটির মৃত্যু হয়েছিল। সেটির দেহ থেকে রক্ত চুঁইয়ে পাইলটের গায়ে পড়ছিল। মাঝ আকাশে এমন ঘটনার পরেও সেই অবস্থাতেই বিমান চালাচ্ছেন তিনি। 

11 months ago


Plane: রানওয়েতে পাশাপাশি দুটি বিমান! ক্ষতিগ্রস্ত হয় একটি বিমানের অংশ

বিমানবন্দরের (Airport) রানওয়েতে দু’টি বিমানের (Plane) ধাক্কা। ক্ষতিগ্রস্ত হয় একটি বিমানের অংশ। শনিবার ঘটনাটি ঘটেছে জাপানের (Japan) টোকিওর হানেদা বিমানবন্দরে।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাঙ্ককগামী থাই ওয়ারওয়েজের বিমান। টেক অফের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই সেখানেই ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। এরফলে দু’টি বিমানের একসঙ্গে হওয়ায় ধাক্কা লাগে। 

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় থাই বিমানের ডানার অং‌শ। ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বিমানটি আর উড়তে পারেনি। ওই বিমানে ছিলেন ২৫০ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্য। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর জানাননি ইভা এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তবে কী ভাবে দু’টি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

11 months ago
Plane: বিস্ময়কর ঘটনা! বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পর খোঁজ মিলল চার শিশুর, সকলেই সুস্থ

চলতি বছরে ১ মে আমাজনের (Amazon) জঙ্গলে ঘটেছিল বিমান দুর্ঘটনা (Plane crash)। সেই জঙ্গলে ভেঙে পড়েছিল ছোট যাত্রীবাহী বিমান ‘সেসনা ২০৬’। ওই বিমানে ছিলেন চার শিশু, (Child) তাদের মা এবং দু’জন পাইলট। বিমান দুর্ঘটনার পর শিশুদের মা এবং দুই পাইলটের দেহ পাওয়া গেলেও শিশুগুলির দেখা মেলেনি। জানা গিয়েছে, শিশুগুলির মধ্য়ে এক জনের বয়স ১৩, এক জনের নয়, এক জনের চার এবং অন্য জনের মাত্র এক।

এই বিমান দুর্ঘটনার পর ভেবেই নেওয়া হয়েছিল, শিশু গুলি মারা গিয়েছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বিমান দুর্ঘটনার প্রায় ৪০ দিন পরে অবশেষে দেখা মিলল শিশুদের। বিমান দুর্ঘটনার কবলে পড়া উইটোটো জনজাতি সম্প্রদায়ভুক্ত চার শিশুর সন্ধান পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশ, কলম্বিয়ার অন্তর্ভুক্ত আমাজ়নের জঙ্গলে। সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট এই চার শিশু উদ্ধারের ঘটনাকে ‘গোটা দেশের আনন্দ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ওই শিশুগুলির ছবিও টুইট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, গভীর জঙ্গলে সামরিক পোশাক পরা কয়েকজনের সঙ্গে বসে রয়েছে ওই শিশুগুলি। 


11 months ago


Jammu: জম্মু-কাশ্মীরে উদ্ধার পাকিস্তানি লোগো আঁকা বিমান! ঘটনার তদন্তে পুলিস

জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) কাঠুয়ায় দেখা মিলল একটি বিমানের  (Plane) আকারের বেলুন। শনিবার সকালে দেখতে পান স্থানীয়রা। জানা গিয়েছে, সাদা এবং কালো রঙের ওই বেলুনে পাকিস্তান বিমান সংস্থার ‘পিআইএ’-র (PIA) নাম লেখা। স্থানীয়রা খবর দেয় পুলিসকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হীরানগরে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে বেলুনটি উদ্ধার করে। কোথা থেকে বিমানটি এল তা খতিয়ে দেখছে তারা। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, পাকিস্তান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে উড়ে এসে পড়েছে বেলুনটি। 

তবে এই প্রথম নয়, এর আগেও এমন ‘রহস্যময়’ বেলুন উড়ে এসে পড়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শিমলায় আপেলের একটি বাগান থেকেও এরকমই বিমানের আকৃতির সাদা-কালো বেলুন দেখতে পাওয়া গিয়েছিল। তাতে ঠিক একই রকমভাবে পাকিস্তান বিমান সংস্থার নাম লেখা ছিল। এছাড়াও গত বছর অক্টোবর মাসে ‘আই লাভ পাকিস্তান’ লেখা একটি হলুদ রঙের বেলুন কাঠুয়া থেকেই উদ্ধার করেছিল পুলিস। সেখানে অবশ্য় ইংরাজি এবং উর্দু দু’ভাষাতেই লেখা ছিল। 

11 months ago
Aircraft: রাজস্থানে বিমান দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনার তরফে বাতিল মিগ-২১ বিমান

পরিকল্পনা আগেই ছিল। অবশেষে মিগ-২১ (Mig-21) বিমান (Airplane) বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা (AirForce)। জানা গিয়েছে, মিগ-২১ বিমানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। অনেকের প্রাণহানি হয়েছে। তাই বহুদিন ধরেই ওই বিমান বাতিল করার পরিকল্পনা ছিল। রাজস্থানের দুর্ঘটনায় তিনজনের মৃ্ত্যুর পর ভারতীয় বায়ুসেনার তরফে ওই বিমান বাতিল করা হল।

জানা গিয়েছে, ১৯৬০ সাল থেকে মোট ৭০০টি মিগ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা। আর সবমিলিয়ে দুর্ঘটনা ঘটেছে ৪০০ বার। প্রাণ হারিয়েছেন অনেকে। উল্লেখ্য, ২০১৯ সালে মিগ-২১ বিমান ভেঙে পড়েই পাকিস্তানে আটক হয়েছিলেন ভারতীয় জওয়ান অভিনন্দন বর্তমান।

উল্লেখ্য, চলতি মাসেই রাজস্থানে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে। রুটিন ট্রেনিং চলছিল। বেশ কিছুক্ষণ ওড়ার পরে বিমানটি আচমকাই রাজস্থানের হনুমানগড়ে একটি বাড়ির ছাদের উপরে ভেঙে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ঘন ঘন দুর্ঘটনার জন্য বসিয়ে দেওয়া হয়েছে মিগ বিমানকে।

12 months ago
Air India: মাঝআকাশে বিমানে তীব্র ঝাকুনি, দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিমান

বিমান চলাকালীন মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে আহত বেশ কিছু যাত্রী (Passenger)। গন্তব্যে পৌঁছনোর পর তাঁদের চিকিৎসার (Treatment) ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) ওই বিমান (Airplane) সিডনির উদ্দেশে যাত্রা করেছিল।

আন্তর্জাতিক এক সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের কোনও কারণেই মাঝ আকাশে বিমানটি হঠাৎ কেঁপে ওঠেছে বলে মনে করা হচ্ছে। প্রবল ঝাঁকুনির ফলে যাত্রীরা তাঁদের আসন থেকে ছিটকে পড়েন। ফলে অনেকেই আহত হয়ে পড়ে। এর পর সিডনিতে নামার পর আহত যাত্রীদের তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হয় বিমানবন্দরেই। কোনও যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়নি বলে দাবি সংবাদমাধ্যম সূত্রে।

সূত্রের খবর, বিমানের ৭ জন যাত্রী আহত হন। তাঁদের বিমানের মধ্যে চিকিৎসক এবং বিমানকর্মীরা প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেন। কারও চোটই তেমন গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। তবে মাঝ আকাশে বিমানে ঝাঁকুনির ফলে যাত্রীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন।

12 months ago


Arrest: বিমানে নিরাপত্তারক্ষীরদের মারধরের অপরাধে গ্রেফতার এক তরুণী

বিমানে (Plane) অতিরিক্ত পানীয়ের ব্যাগ নিয়ে ওঠা অনুচিত। সেইকারণে বিমানে তরল হাতব্যাগ নিয়ে ওঠার চেষ্টা করেন এক তরুণী, তখন নিরাপত্তারক্ষী বাধা দিলে নিরাপত্তারক্ষীদের মারধর করেন তিনি। নিরাপত্তারক্ষীদের মারধরের অপরাধে গ্রেফতার (Arrest) হয় এক তরুণী। বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময়ে তাঁর হাত থেকে আপেল জুস (Apple juice) নিয়ে নিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। তার জেরে ক্ষিপ্ত হয়ে তিন নিরাপত্তারক্ষীর উপরেই হামলা চালালেন মাকিয়া কোলম্যান নামের ওই তরুণী। 

সম্প্রতি অ্যারিজ়োনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বিমানের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত কোনও তরল জাতীয় হাতব্যাগ সঙ্গে নিয়ে বিমানে উঠতে যায় না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তরুণীর হাত থেকে আপেল জুস সে কারণেই নিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। তার কারণে রেগে গিয়ে ওই তরুণী ডাসবিন থেকে জুসের প্যাকেটটি তুলে নিতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। তার পর আরও রেগে গিয়ে ওই তরুণী এক কর্মীর হাতে কামড়ে দেন। অন্য একজনের মাথায় আঘাত করেন। আর এক জনের চুল ধরে টেনে তাঁকে হেনস্থা করেন তিনি। তরুণীর এই এলোপাথাড়ি মারের কারণে দুই নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয়। 

12 months ago
Usa: মাটি ছেড়ে আকাশে উড়তেই অগ্নিকান্ড বিমানে! আতঙ্ক জনপদে, তারপর যা হলো...

মাটি থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন (Fire) ধরল বিমানে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করল সেই বিমান(Plane)। ওহায়োর এই ঘটনায় পাইলটের (Pilot) যথা সময়ের নেওয়া সিদ্ধান্তে প্রাণে বেঁচে গিয়েছেন বহু যাত্রী (Passenger)। বিমানে আগুন ধরার এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমে।

রবিবার, সকাল ৭টা ৪৫ মিনিটে বিমানটি উড়েছিল ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিল ফিনিক্সের উদ্দেশে। বিমানটি যখন ওহায়োর আপার অ্যারিংটনের আকাশে তখন অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সবেমাত্র বিমানবন্দর থেকে আকাশে উড়তেই বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায় মাটি থেকেই। আপার অ্যারিংটনের বাসিন্দারা জানিয়েছেন, বিমানের ডানার নীচের ইঞ্জিনের জায়গা থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছিল। ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বিমান দুর্ঘটনার আশঙ্কায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষ। ঘটনাটির ভিডিয়ো অনেকে রেকর্ডিংও করেছেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। 

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্মীরা আগুন নেভানোর ব্যবস্থা করেন। যদিও আগুন লাগার কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদেরও।

one year ago


Landing: যান্ত্রিক ত্রুটির জের, বারাণসীগামী বিমান জরুরি অবতরণ করল হায়দরাবাদে

বারাণসীগামী বিমানের (Airplane) জরুরি অবতরণ (Emergency Landing) হায়দরাবাদে। মঙ্গলবার সকালে যাত্রী-সহ বিমানটিকে হায়দরাবাদ (Hyderabad) বিমানবন্দরে নামানো হয়। কিছু যান্ত্রিক অসুবিধার কারণেই এমন সিদ্ধান্ত, দাবি পাইলটের। তবে যাত্রীদের বারাণসী পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দ্যেশে রওনা দেয় ইন্ডিগোর ওই বিমানটি। বিমানটিতে যাত্রা করছিলেন ১৩৭ জন যাত্রী। বিমানটি কিছুক্ষণ আকাশে ওড়ার পরেই যান্ত্রিক গোলযোগ বিষয়টি বুঝতে পারেন পাইলট। নিকটবর্তী হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তড়িঘড়ি যোগাযোগ করে বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টরেট জেনারেল জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বারাণসীগামী বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে। তবে বিমানের যাত্রীরা সকলে সুরক্ষিত। তাঁরা নিরাপদেই রয়েছেন। বিমানটিতে ঠিক কী সমস্যা দেখা দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

one year ago
Planets: মঙ্গলের সন্ধ্যায় আকাশে মহাজাগতিক দৃশ্য! সূর্য ডুবলেই ফুটে উঠবে ৫ গ্রহ

দু'দিন আগেই একফালি চাঁদ ও শুক্রের কাছাকাছি অবস্থান দেখে অবাক হয়েছিলেন সারা বিশ্ববাসী। সেই বিরল দৃশ্য দেখে মন জুড়ে যায় সাধারণ মানুষের। এবারে মঙ্গলবার আরও একবার মহাজাগতিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী হতে চলেছে বিশ্ববাসী। জানা গিয়েছে, এবারে পাঁচটি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, ইউরেনাসকে একসঙ্গে আকাশে দেখতে পাওয়া যাবে। এমন বিরল ঘটনা এর আগে হয়েছে, এমনটা বলা কঠিন। ফলে আজ একবার ফের মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন আকাশপ্রেমীরা।

যদিও বলা হচ্ছে, এই পাঁচটি গ্রহ আজ আকাশে একসঙ্গে দেখা যাবে, তার মানে এই নয় যে, এক লাইনে পরপর এদের দেখতে পাওয়া যাবে। সবথেকে আশ্চর্যের বিষয় হল যে আকাশে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ শুক্র ও সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিকে আকাশে একসঙ্গে দেখা যাবে। তবে খুব কাছাকাছি দেখা যাবে না বলে জানা গিয়েছে।

তবে প্রশ্ন উঠছে, ভারত থেকেও এই বিরল দৃশ্য দেখা যাবে কিনা! সেখানে বলে রাখা দরকার ভারতবাসীর জন্য খুশির খবর, এই মহাজাগতিক সৌন্দর্য দেখতে পারবে ভারতবাসী। তবে মেঘাচ্ছন্ন আকাশ না থাকলেই স্পষ্ট দেখতে পাওয়া যাবে গ্রহগুলিকে। মনে করা হচ্ছে, শুক্র, বৃহস্পতি ও মঙ্গলকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে। তবে ইউরেনাসকে দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে। ইতিমধ্যেই সোমবার থেকেই গ্রহগুলিকে আকাশে দেখতে পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে।

জ্য়োতির্বিজ্ঞানীদের মতে, মঙ্গলবার সূর্যাস্ত হওয়ার পর প্রায় সাড়ে ৭টা নাগাদ এই গ্রহগুলিকে দেখতে পাওয়া যাবে। তবে খুব কাছাকাছি এগুলি অবস্থান করবে না বলে জানিয়েছেন তাঁরা। ফলে সেই দৃশ্য দেখার জন্য এখন মুখিয়ে রয়েছে বিশ্ববাসী।

one year ago
Crash: গোত্তা খেয়ে বাড়ির ছাদে ভাঙলো গ্লাইডার বিমান! জখম এক কিশোর-সহ পাইলট

বাড়ির উপর আছড়ে (Plane Crash) পড়ল একটি গ্লাইডার বিমান, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমধ্যমে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে। যদিও ঘটনায় বিমানের পাইলট ও এক সওয়ারি গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, ধানবাদের (Dhanwad) বারওয়াডা বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। ওই বিমানে পাইলট ছাড়াও কুশ সিংহ নামে বছর চোদ্দর এক কিশোর ছিল। পুলিস সূত্রে খবর, ধানবাদে মামার বাড়িতে বেড়াতে এসেছিল কুশ। বারওয়াডা বিমানবন্দর থেকে ওই ছোট বিমানে চেপেছিল সে। তারপরই এমন ঘটনা।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বিমানটি ওড়ার পরই বিমানের প্রপেলার কাজ করা বন্ধ করে দেয়। ফলে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থাতে পাইলট বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণের চেষ্টা চালান। কিন্তু তিনি অসফল হন। ফলে বিমানবন্দর থেকে ওড়ার পর ৫০০ মিটারের মধ্যেই বিরসা মুন্ডা পার্কের কাছে নীলেরশ কুমার নামের এক ব্যক্তির বাড়ির উপর ভেঙে পড়ে বিমানটি। তবে নীলেশের পরিবারের কেউই আহত হননি। বিমানটি গোত্তা মেরে বাড়ির ভিতরে ঢুকে পড়ার ফলেই পাইলট এবং সওয়ারি গুরুতর আহত হন।

one year ago


Bangkok: ব্যাংককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

কলকাতা থেকে ব্যাংককের উদ্দেশে উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। মধ্যরাত ১টা ৯ মিনিট নাগাদ ১৭৮ জন যাত্রী ও ৬জন কেবিন ক্রু নিয়ে উড়েছিল বিমান। বিমান রওনা দেওয়ার পরেই পাইলট এটিসি-কে জানায় বিমানের ডানায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তড়িঘড়ি বিমান অবতরণ করাতে হবে। এরপরই এটিসি সবুজ সংকেত দেয়, তারপরেই পাইলট ঘুরিয়ে বিমানটিকে আবার অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।

এরপরই ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে দেখে ফুয়েল সংক্রান্ত সমস্যা হয়েছে। যার ফলে বিমানে ডানায় সমস্যা দেখা দেয়। এরপরেই যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে আনা হয়। রাতভর তাদের অপেক্ষা করতে হয় বিমানবন্দরের ভিতরে। সকালবেলা যাত্রীদেরকে অন্য বিমানে করে ব্যাংককের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যেই খারাপ হওয়া বিমানের মেরামতির কাজ শুরু হয়েছে। গোটা বিষয়টি দেখা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষর পক্ষ থেকে।

one year ago
Plane: নেপাল বিমান দুর্ঘটনায় উদ্ধার ব্ল্যাক বক্স, কুয়াশা না যান্ত্রিক ত্রুটি?

নেপালের পোখরা বিমান (Nepal Plane Crash) দুর্ঘটনায় উদ্ধার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। এই দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স উদ্ধার (Black Box rescue) করতে সমর্থ হয়েছে উদ্ধারকারী দল। বিমানবন্দরের এক আধিকারিক জানান, সোমবার সকালেই ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। এবার দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। রবিবার বেলা ১১টা নাগাদ কাঠমান্ডু (Kathmandu) থেকে উড়ে বিমানটি পোখরায় অবতরণের ১০ সেকেন্ড আগে আচমকাই ভেঙে পড়ে। স্থানীয় এক নদীর তীর থেকে জ্বলন্ত উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ। এই ঘটনায় বিমানের পাইলট, কেবিন ক্রু-সহ সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল সেনা।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ ভারতীয়ও রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা। যদিও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক জানায়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে। এদিকে বিমান ভাঙার আগের মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই একদম বাঁক নিয়ে বিমানটি ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এভাবে বাঁক নিতে হয়েছিল বিমানকে। ফলে নিয়ন্ত্রণ হারায় সেই বিমান। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক।

যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

one year ago