Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

Photographer

Refund: বিবাহবিচ্ছেদ হতেই বিয়ের ফটোশ্যুটের টাকা ফেরত চাইলেন এক মহিলা!

এখন বিয়ে হলেই প্রথমে বর ও কনে মেতে ওঠে প্রি-ওয়েডিং (Pre-Wedding) ও পোস্ট-ওয়েডিং শ্যুটে। বিয়ের পিঁড়িতে বসবেন, কিন্তু প্রি-ওয়েডিং শ্যুট করবে না এমনটা কমই দেখা যায়। কিন্তু এবারে এমন এক ঘটনা ঘটলো যা আগে হয়তো দেখা যায়নি।  প্রি-ওয়েডিং শ্যুটের পর ফটোগ্রাফারের (Photographer) থেকে ফেরত চাওয়া হলো টাকা। তবে কেন এমন ঘটনা, তার কারণ জানলে অবাক হবেন। সেই ফটোগ্রাফার ও ওই ব্যক্তির কথোপকথনের মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার এক মহিলার ৪ বছর আগে বিয়ে হয়েছে কিন্তু তাঁর বিয়ের ৪ বছর পর ডিভোর্স হয়েছে। ফলে তিনি তাঁর সেই ফটোগ্রাফার ল্যান্স রোমিওকে মেসেজ করেছেন, যিনি তাঁদের বিয়েতে ফটোশ্যুট করেছিলেন। তাঁকে মেসেজ করে বলেছেন, তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল ফটোশ্যুট করার জন্য, সেটা তিনি ফেরৎ চান। ল্যান্স প্রথমে এই মেসেজটি দেখে মনে করেছিলেন যে, হয়তো তিনি মজা করছেন। কিন্তু সেই মহিলা সত্যিই ল্যান্সের থেকে টাকা চাইতেই ল্যান্সও স্পষ্ট জানিয়ে দেন যে, ফটোশ্যুটের পর টাকা ফেরৎ দেওয়া হয় না।

তাঁদের মধ্যেকার সেইসব মেসেজের স্ক্রিনশট করে সমাজমাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়েছে এটি। ল্যান্স নিজেই ক্যাপশনে লিখছেন, তাঁর জীবন সিনেমার থেকে কম কিছু নয়।

5 months ago