Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Phone

Basirhat: চুরি যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিল হাড়োয়া থানার পুলিস

বসিরহাটের হাড়োয়া থানার উদ্যোগে উদ্ধার হল হারিয়ে যাওয়া মোবাইল ফোন। সোমবার ১৫ টি হারানো মোবাইল ফোন তুলে দেওয়া হয় ফোনের প্রকৃত মালিকদের হাতে। চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন পাওয়ার আশা ছেড়ে দেওয়ার পর অপ্রত্য়াশিতভাবে তা পেয়ে খুশি হলেন ফোনের প্রকৃত মালিকরা। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ জমা পড়তেই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয় হাড়োয়া থানার পুলিসের তরফে। তারপর হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া মোবাইল ফোন আবার ফিরে পেয়ে উপভোক্তারা খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন হাড়োয়া থানার পুলিস প্রশাসনকে। 

পুলিস কর্তারা জানিয়েছেন, আগামী দিনেও চলবে এমন উদ্যোগ। এদিন বিশেষ মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম, হাড়োয়ার সিআই তপন কুমার আগুয়ান ও হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ সহ একাধিক পুলিসকর্তারা।

6 months ago
iPhone Hack: 'শেষ দেখে ছাড়বে কেন্দ্র', মহুয়া-শশীদের আইফোন হ্যাক করার প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা দেশের একাধিক নেতা ও সাংসদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে, এমনটাই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন মহুয়া মৈত্র সহ একাধিক নেতা-সাংসদরা। অ্যাপেল থেকে যে সতর্কবার্তা এসেছে, সেটির স্ক্রিনশট নিয়েও টুইটে শেয়ার করেছেন তাঁরা। কিন্তু দেশের নেতা-সাংসদদের আইফোনে এমন সতর্কবার্তা আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে কেন্দ্রীয় সরকার। আজ অর্থাৎ মঙ্গলবারই তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ খুললেন। এই ঘটনায় তদন্তের নির্দশে দিল কেন্দ্রীয় সরকার।

সকালে মহুয়া মৈত্র এক্স অ্যাকাউন্টে অ্যাপেলের সতর্কবার্তা টুইটে শেয়ার পর একের পর এক একাধিক নেতা-সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ আনেন। এর পরই অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করে জানান, 'সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আমরা এর গভীরে গিয়ে বিষয়টি নিয়ে খতিয়ে দেখব।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'এই ধরনের নোটিফিকেশন খতিয়ে দেখবে সরকার। আর অ্যাপেল দাবি করেছে যে তাদের ডিভাইস সুরক্ষিত ও গোপনীয়তা বজায় রাখে, সেই বিষয়টিও খতিয়ে দেখবে সরকার।'

অশ্বিনী বৈষ্ণব আরও জানান, শুধু ভারতেই যে অ্যাপেল এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ১৫০টি দেশে এই পরামর্শ জারি করা হয়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থার পক্ষ থেকে। ফলে নেতা-সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অস্বীকার করেছেন ও অ্যাপেলের সতর্কবার্তাকে ভুয়ো বলে দাবি করেছেন। এছাড়াও তিনি বলেন, 'সরকার এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে দেশে কিছু সমালোচক রয়েছে। তাঁরা দেশের উন্নতি দেখতে পারেন না। কারণ তাঁদের পরিবার যখন ক্ষমতায় ছিল, তখন কেবলমাত্র নিজেদের কথাই ভেবেছিল।'

6 months ago
Mahua Moitra: আইফোন হ্যাক করতে চায় মোদী সরকার! কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রর

মহুয়া মৈত্রর আইফোন হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন খোদ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনকি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ফোন হ্যাক করার অভিযোগ করলেন তিনি। 'ঘুষ নিয়ে প্রশ্ন’ (Mahua Moitra) বিতর্ক যখন ক্রমশ আরও জটিল হচ্ছে। তখনই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহুয়া। মঙ্গলবার সকাল সাডে় ৯ টা নাগাদ টুইট করে জানান, অ্যাপেল থেকে তাঁকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোন হ্যাক করার চেষ্টা করছে।

আজ অর্থাৎ মঙ্গলবার মহুয়া মৈত্র এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তাঁর আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহুয়া। অ্যাপেল সংস্থা থেকে কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছে তাঁর ফোনে। যার স্ক্রিনশর্ট তুলে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। অ্যাপেল থেকে মহুয়ার আইফোনে আসা সেই সতর্কবার্তায় লেখা রয়েছে 'রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপেল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে। আর তারা যদি তা করতে পারে তাহলে আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও তাঁদের হাতে চলে যাবে।'

আবার মহুয়া টুইট পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে আরও লিখেছেন, "আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।" তবে শুধুমাত্র মহুয়া মৈত্রই নন, জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ শশী থারুরও অ্যাপেলের তরফে এমনই সতর্কবার্তা পেয়েছেন। ফলে তিনিও এই নিয়ে টুইট করেছেন। এছাড়াও একই মেসেজ পেয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, পবন খেরা, আসাদুদ্দিন ওয়াইসি-এর মত নেতারা। 

6 months ago


iPhone: আইফোন ১৫ কেনা নিয়ে ধুন্ধুমার কাণ্ড! শোরুম কর্মীদের বেধড়ক মার ক্রেতাদের, কিন্তু কেন

আইফোন ১৫ (iPhone 15) মার্কেটে লঞ্চ হতেই এর চাহিদা তুঙ্গে। যদিও মার্কেটে লঞ্চ হওয়ার আগে থেকেই অ্যাপেলের এই মোবাইল ফোন কেনার উত্তেজনা চরমে পৌঁছেছে। আর এবারে এই আইফোন ১৫ কেনা নিয়েই ঘটে গেল এক ধুন্ধুমার কাণ্ড। তারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এখন ভাইরাল। জানা গিয়েছে, এক মোবাইলের দোকানে আইফোন ১৫ ডেলিভারি করতে দেরি করায় ক্রেতারা বেধড়ক মারধর করেন শোরুমের কর্মীদের। ঘটনাটি দিল্লির কমলা নগরের। পরে এই ঘটনায় পুলিস পদক্ষেপ করেছে ও ক্রেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, দিল্লির কমলা নগরের এক ইলেকট্রনিক্স শোরুমে যান কয়েকজন ক্রেতা। সেখানে তাঁরা আইফোন ১৫ কিনতে যান। কিন্তু তাঁদের অভিযোগ, শোরুমের কর্মীরা আইফোন ১৫ তাঁদের ডেলিভার করতে দেরি করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে যান তাঁরা। আর সেই রাগের বশেই কর্মীদের সঙ্গে তুমুল অশান্তি শুরু করেন। পরে সেই কর্মীদের মারতেও শুরু করেন তাঁরা। ভিডিওতে দেখা গিয়েছে, একজনকে জামার কলার ধরে, চুল ধরে মেরেই চলেছেন, অন্য একজনকেও মেরে জামা-কাপড় ছিঁড়ে দিতেও দেখা যায় ভাইরাল ভিডিওতে।

পুলিস সূত্রে খবর, যে দু'জন ক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের নাম জসকিরত সিং ও মনদ্বীপ সিং। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দিল্লি পুলিস অভিযুক্ত ক্রেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

8 months ago
Shahrukh: 'জওয়ান' দেখে ভালোলাগা জানাতে চান শাহরুখকে? এই রইল ফোন নম্বর

৯ মাস আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ছবি পাঠান। সারা ভারতে ৫০০ কোটির ব্যবসা করে, রেকর্ড করেছিল পাঠান। যদিও জওয়ান (Jawan) মুক্তি পেতেই একপ্রকার ভেসে গেল সেই রেকর্ড। বৃহস্পতিবার মুক্তি পেয়েই বক্স অফিসে জওয়ানের কালেকশন ছিল ১০০ কোটি টাকা। রবিবার পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে, ২৫০ কোটিতে। নেট মাধ্যমে অনেক ভক্ত শাহরুখের জন্য নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। তবুও আফসোস থেকে গিয়েছে মনে। অনেকেই ভাবছেন, 'ইশ, যদি এত ভালোলাগা খোদ শাহরুখকে বলা যেত!' হতাশ হবেন না, সেই উপায়ও রয়েছে।

আপনি শাহরুখকে ফোন করেই নিজের ভালোলাগার কথা জানাতে পারেন। ভাবছেন তো কীভাবে জানাবেন? সেই মুশকিল আসান করেছেন কিং খান নিজেই। কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান। ভক্তরা গুগলে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলি করেন, তার একটি তালিকা দেওয়া হয়। দেখা যায়, সেই তালিকায় অনেক ভক্ত তাঁর ফোন নম্বর চেয়েছেন।

View this post on Instagram

A post shared by Shahrukh Khan Empire (@srk_kolkata_)

শাহরুখও আর ভনিতা না করে নিজের ফোন নম্বর দিয়ে দেন। কিং খান বলেন, 'আমার ফোন নম্বর, ৫৫৫৯৯৬০৩২১। মধ্যরাতে যেকোনও সময় ফোন করো।  আমি ফোন ধরব।  না হলে একটা মেসেজ করে দিও আমি একটি ইমোজিসহ উত্তর দেব।'

8 months ago


Mobile: এই রাজ্যে ১.৩ কোটি মহিলাদের দেওয়া হবে ফ্রি ডেটা সহ মোবাইল ফোন!

মহিলাদের সুরক্ষার্থে (Women Safety) আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে যোগাযোগের সুবিধার জন্য প্রায় ১.৩ কোটি মহিলাদের দেওয়া হবে মোবাইল ফোন (Mobile Phone)। এমনটাই জানানো হয়েছে রাজস্থান সরকারের (Rajasthan Government) তরফে। আসন্ন নির্বাচনের আগে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ডিজিটাল সেবা যোজনার (Mukya Mantri Digital Seva Yojana ) অধীনে এই মোবাইল ফোন দেওয়া হবে। আজ, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজস্থানের মহিলাদের মোবাইল ফোন দেওয়া হবে।

সূত্রের খবর, রাজ্য জুড়ে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে মহিলাদের শুধুমাত্র মোবাইল ফোনই দেওয়া হবে না। ফোনের পাশাপাশি তিন বছরের জন্য ফ্রি-তে ডেটাও দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথম ধাপে জয়পুরের ১.৯ লক্ষ মহিলা সহ সারা রাজ্য জুড়ে ৪০ লক্ষ ফোন দেওয়া হবে। এক-একটি ফোনের দাম হতে চলেছে ৬ হাজার ৮০০টাকা। আরও জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য় 'রিয়ালমি' ও 'রেডমি'-র ফোন দেওয়া হবে। পরে 'স্যামসাং' ও 'নোকিয়া'-র মোবাইল ফোনও দেওয়া হবে। মোবাইল ফোনের জন্য দেওয়া হবে ৬ হাজার ১২৫ টাকা ও বার্ষিক ইন্টারনেটের জন্য ৬৭৫ টাকা। এছাড়া রাজ্য থেকে প্রতি বছর ৯০০ টাকা দেওয়া হবে ইন্টারনেটের জন্য।

আর যেসব মহিলারা এই প্রকল্পের অধীনে মোবাইল ফোন পাবেন, তাঁদের আধার কার্ড, এনরোলমেন্ট কার্ড ও প্যান কার্ড লাগবে। অন্যদিকে বিধবা মহিলাদের জন্য শুধুমাত্র প্রয়োজন পিপিই কার্ড।

9 months ago
Flight: মাঝ আকাশে যাত্রীর মোবাইল ফোন ফেটে হুলস্থুল কাণ্ড, জরুরি অবতরণ করানো হয় বিমানের

মাঝ আকাশে ফের বিপত্তি। এবারে বিমানের (Flight) মধ্যে এক যাত্রীর মোবাইল ফোন ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটল। এরপরই জরুরি অবতরণ করানো হয় বিমানটির। জানা গিয়েছে, বিমানটি রাজস্থানের উদয়পুর (Udaipur) থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল ও এটি এয়ার ইন্ডিয়া সংস্থার বিমান। ঘটনাটি ১৭ জুলাই, সোমবার দুপুরের দিকে ঘটেছিল বলে খবর।

জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ রাজস্থানের দাবক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর বিমানটি উড়ে যেতেই এক বিমানযাত্রীর মোবাইল ফোন আচমকা বিকট শব্দে ফেটে যায়। এই বিস্ফোরণের পরেই বিমানের মধ্যে ধোঁয়ায় ভরে যায়। এরপর এই খবর পাইলটের কাছে যেতেই তিনি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমানের জরুরি অবতরণ করান। উদয়পুরের বিমানবন্দরেই অবতরণ করানো হয় বিমানটির।

জানা গিয়েছে, সেই সময়ে বিমানের মধ্যে ১৪০ জন যাত্রী ছিলেন। ফলে বিমানের মধ্যে এমন বিস্ফোরণের পর পাইলট বিমানটির জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। এরপরই বিমানযাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু বিমানের মধ্যে সমস্ত কিছু ঠিক থাকায় প্রায় এক ঘণ্টার মধ্যেই ফের দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি। এরপর বিমানটি ঠিকমতো গন্তব্যে পৌঁছে যায় বলে খবর।

10 months ago
Kedarnath: কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ মোবাইল-ক্যামেরা, পরতে হবে 'ভদ্র' পোশাক, জারি নয়া নির্দেশিকা

কেদারনাথ মন্দির (Kedarnath Temple) ফের চর্চায়। এবারের মন্দির চত্বরে রিলস, ভিডিও ও ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল কেদারনাথ মন্দির কমিটি। সম্প্রতি একটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কড়া নজরদারি রেখছে উত্তরাখণ্ড (Uttarakhand) পুলিস। এই ভিডিওতে দেখা গিয়েছিল, এক তরুণী তাঁর ভালোবাসার মানুষকে কেদারনাথ মন্দিরে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হইহই পড়ে যায় দেশজুড়ে। এরপরেই এই নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি (Shri Badrinath-Kedarnath Temple Committee)।

কেদারনাথ মন্দির চত্বরে আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। এরপর তা মন্দির কমিটির নজরে পড়তেই উত্তরাখণ্ড পুলিসের তরফে জানানো হয়, এরপর মন্দিরের সামনে কেউ ভিডিও বা রিলস বানালে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এবারে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে আর কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও, রিলস করা যাবে না ও ছবিও তোলা যাবে না।

কমিটির তরফে জায়গায় জায়গায় বোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা রয়েছে, 'মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। এছাড়াও কোনও ছবি ও ভিডিও করা যাবে না। আপনারা সিসিটিভির নজরে রয়েছেন।' এছাড়াও মন্দিরে যাওয়ার জন্য 'ভদ্র' পোশাক পরে আসার জন্য বলা হয়েছে। আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত বদ্রীনাথ ধাম থেকে কোনও অভিযোগ শোনা যায়নি, তবে সেখানেও এই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সূত্রের খবর।

10 months ago


Mobile: শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে জেনে নিন এই বিষয়গুলো, নয়তো হতে পারে বিপদ

বর্তমান যুগে মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া যেন অচল বাচ্চা থেকে বয়স্ক। সবার হাতেই এখন মোবাইল ফোন। বিশেষ করে শিশুদের খাওয়ানোর সময় ফোন হাতে কার্টুনই ভরসা। আবার অনলাইন পড়াশোনার জন্য ফোন তো মাস্ট। কিন্তু এই মোবাইল ব্যবহারের তো অনেক খারাপ প্রভাবও রয়েছে। ফোনের ভালো-মন্দ বুঝে ওঠার আগেই ফোনের প্রতি এই আসক্তি শিশুদের শরীরে এবং মনে খারাপ প্রভাব ফেলতে পারে। ফলে কোন বয়সে শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত, এই নিয়েই চিন্তিত অভিভাবকরা। এই অবস্থায় কী করবেন বাবা-মায়েরা। অথবা কোনও প্রয়োজনে মোবাইল ফোন দিলে কী করা উচিত, যাতে তাদের উপর কোনও খারাপ প্রভাব না পড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া উচিত।

প্রথমত, শিশুদের জানানো উচিত যে, কোনও মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে কত খরচ হয়। অর্থাৎ মোবাইলের দাম কত, নেট ব্যবহারে কেমন খরচ হয়, তা জানানো উচিত। বাবা-মায়ের আর্থিক পরিস্থিতি কেমন, এসব বিষয়েই জানাতে হবে শিশুকে।

দ্বিতীয়ত, অত্যধিক মোবাইল ফোন ব্যবহারের ফলে শরীরে কী কী সমস্যা হতে পারে যেমন- মাথা ব্যথা, চোখ দিয়ে জ্বল পরা, চোখ ব্যথা ইত্যাদি সম্পর্কে জানানো উচিত।

মোবাইলে নেট ব্যবহারের ফলে কী কী সমস্যায় পড়তে পারে শিশুরা, সে বিষয়ে জানিয়ে রাখা উচিত তাদের। ফলে ইন্টারনেটের ভালো-মন্দ সবটাই বিস্তারিত জানানো উচিত বাচ্চাদের হাতে ফোন দেওয়া আগে।

মোবাইল ফোনের আসক্তি শিশুদের ব্যক্তিত্বের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। ফলে এই বিষয়েও শিশুদের জানিয়ে রাখা উচিত।

one year ago
Canning: চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ে বাধা, দুষ্কৃতীকে ধরতে ট্রেন থেকে ঝাঁপ! জখম তরুণী চিকিত্সাধীন

চলন্ত ট্রেন থেকে এক নার্সের মোবাইল (Phone) ছিনতাই। ছিনতাইবাজদের (Snatching) বাধা দিলে গলা টিপে মারধরও করে তরুণীকে। এমনকি মোবাইল উদ্ধার করতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ তরুনীর। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ক্যানিং (South 24 Parganas) মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। ঘটনার তদন্তে রেল পুলিস। 

জানা গিয়েছে, ওই তরুণী পেশায় একজন নার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে কাজ সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তরুণীর ফোন ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী। কিন্তু পালানোর সময় ছিনতাইবাজের হাত ধরে ফেলেন তিনি। বেগতিক বুঝে ছিনতাইবাজ আরেক হাত দিয়ে ওই তরুণীর গলা চেপে ধরে। ফলে দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েননি তরুণী। মোবাইল উদ্ধার করতে তিনিও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু উদ্ধার করেতে পারেননি ফোন।

রেল পুলিস সূত্রে খবর, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন ওই তরুণী। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

one year ago


Mobile: সবসময় মোবাইলে ঘাড় গুঁজে মানুষ! একদম না-পসন্দ খোদ মোবাইল আবিষ্কর্তার

মোবাইল ফোন আবিষ্কার করে নিজেই ক্ষুব্ধ মুঠো ফোনের আবিষ্কর্তা। মানুষজন যে সারাদিন ফোনের দিকেই ঘাড় গুঁজে তাকিয়ে থাকবে, তা কখনো অনুমান করেননি কুপার। পঞ্চাশ বছর আগে এই ফোন আবিষ্কার করেছিলেন আমেরিকার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। এখন এই যন্ত্রের প্রতি মানুষের মায়া-ভালবাসা দেখে নিজেই ক্ষুব্ধ তিনি।

একটি সংবাদমাধ্যমকে কুপার জানান, 'মন ভেঙে যায়, যখন দেখি কেউ ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছে। এমনটাও কোনওদিন হবে তা একদমই ভাবেননি তিনি।' ১৯৭৩-র ৩ এপ্রিল কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। সেই ফোনটা ছিলো অনেক তার-বিশিষ্ট এবং বেশ ভারী। তখন সেই সময়ে তিনি একটি মোবাইল সংস্থায় কাজ করতেন। বাজারে প্রতিযোগিতাও ছিল বেশি। 

রীতিমতো প্রতিযোগিতা চলছিল। কারণ মোবাইল ফোন তৈরির পরিকল্পনা অনেকদিন আগেই এসেছিল মানুষের মাথায়। এরপর ষাটের দশকে গাড়িতে মোবাইল ফোন রাখার ব্যবস্থা করেন এক সংস্থা। খুব বেশি সাফল্য পায়নি সেই উদ্যোগ। কুপারের মনে হয়, এতে কোনও কার্যসিদ্ধি হয়নি। মানুষের কাছে সবসময়ের জন্য একটা নিজস্ব মোবাইল ফোন দরকার। এরপর ১৯৭২ সালে শেষের দিকে কুপার মনে করেন তিনি এমন একটা যন্ত্র আবিষ্কার করতে চান যা সবসময় যে কোনও জায়গায় যাতে মানুষ ব্যবহার করতে পারে।

one year ago
Mobile: ফোন কেড়ে করে উলটে যুবককে 'চোর' বদনাম, মারও খাওয়ালো দুই ছিনতাইবাজ

এক যুবকের মোবাইল(Mobile Theft) কেড়ে নিয়ে তাঁকেই চোর বলে মারধর দুই ছিনতাইবাজের। আশেপাশের লোকজনকে আক্রান্ত যুবক বলার চেষ্টাও করলেও সুবিধা হয়নি। গণপ্রহারও খেতে হয়েছে আক্রান্ত যুবককে। পরে ওই যুবকের ক্রমাগত প্রতিবাদ এবং এক পরিচিতর কথা শুনে দুই ছিনতাইবাজকে চেপে ধরে জনতা। উলটে ওই দুই ছিনতাইনাজ বলে, 'আক্রান্ত যুবক চোর নয়। তারাই বরং মোবাইল চুরি করে পালাচ্ছিল।' একথা স্বীকার করতেই আরও বেশি করে লাথি, ঘুষি, জুতোপেটা খেতে হয়েছে দুই ছিনতাইবাজকে। রাজস্থানের(Rajasthan) জয়পুরের এই ঘটনার পরেই পুলিসের(Police) হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত দুজনকে। 

জানা গিয়েছে, রাস্তায় ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। রাস্তায় ভিড় বাড়তেই আচমকা যুবকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পালায় ছিনতাইবাজরা। যুবকও ছিনতাইবাজদের পিছনে ছুটে এক জনকে ধরে ফেলেন। একজনকে ধরে ফেলায় ছিনতাইবাজরা যুবককে উদ্দেশ্য করেই ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করে দেয়। 

যুবককে জাপটে ধরেও ফেললেন তাঁরা। এই শুনে উত্তেজিত জনতাও যুবককেই চোর ভেবে মারধর করতে শুরু করেন। এই পরিস্থিতি চলাকালীন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিড় দেখে থেমে যায় যুবকের এক পরিচিত। তখন ওই ব্যক্তি উত্তপ্ত জনতাকে বলেন, 'ওই যুবক চোর নয়।' তখন যুবক চিৎকার করে বলেন, 'আপনারা ভুল ভাবছেন, এই দু’জনই আমার মোবাইল চুরি করে পালাচ্ছিল। ধরতেই আমাকে পাল্টা চোর বলে মারতে শুরু করে।'


one year ago
UP: স্মার্টফোন কিনলেই বিনামূল্যে বিয়ার! এমন আজব প্রস্তাব দিয়ে গ্রেফতার দোকানের মালিক

একটি স্মার্টফোন (Smart Phone) কিনলে বিয়ার ফ্রি (Free Beer)! ফোনের দোকানে বিক্রি বাড়ানোর জন্য আজব এক প্রস্তাব রাখলেন দোকানের মালিক (Shop Owner)। কিন্তু এই প্রস্তাব দিয়ে বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই ফোন দোকানের মালিক। যার জেরে প্রতি দিন দোকানে ভিড় হওয়ায় এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে মালিকের বিরুদ্ধে। খবর পেয়ে দোকানে হানা দেয় পুলিস। গ্রেফতার করা হয় দোকানের মালিককে।

জানা গিয়েছে, এটি উত্তরপ্রদেশের ভাদোহী জেলার চৌরি রোডের ঘটনা। অভিযুক্ত দোকান মালিকের নাম রাজেশ মৌর্য। তিনি নিজের দোকানের বিক্রি বাড়ানোর জন্য গ্রাহকদের কাছে এই প্রস্তাব রাখেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন, একটি স্মার্টফোন কিনলে বিয়ার ফ্রি দেওয়া হবে। এই সুযোগের সময়সীমাও দেওয়া হয়েছিল ৩-৭ মার্চ পর্যন্ত। আর সেই প্রস্তাব শুনে দোকানে লাইন পড়ে যায় ফোন কেনার জন্য। 

কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার অজয় কুমার শেঠ জানিয়েছেন, অভিযুক্ত দোকান মালিকের নাম রাজেশ মৌর্য। চৌরি রোডে তাঁর একটি মোবাইলের দোকান আছে। অভিযুক্ত গ্রাহকদের কাছে প্রস্তাব দেন, একটি স্মার্টফোন কিনলে, বিয়ার ফ্রি পাওয়া যাবে। এই প্রস্তাব প্রচারের জন্য পোস্টার ও লিফলেটও ছাপান অভিযুক্ত রাজেশ। তাঁর এই প্রস্তাব আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তারপরই দোকানে ভিড় উপচে পড়ে। যার জেরে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে ওই দোকানির বিরুদ্ধে। সেই অভিযোগ পেয়েই রাজেশের দোকানে অভিযান চালায় পুলিস। তাঁরা গিয়ে দেখে, দোকানের সামনে লম্বা লাইন। তাই প্রথমে তাঁদের ছত্রভঙ্গ করে। তারপর রাজেশের দোকান সিল করে গ্রেফতার করা হয়েছে রাজেশকে।

one year ago


Jail: জেলে ফোনে কথা বলায় বিপত্তি! আচমকা তল্লাশিতে মোবাইল গিললেন বন্দি

নিজের অপরাধ গোপন করতে নানারকমের ফন্দি আঁটেন অপরাধীরা। কিন্তু এবার প্রকাশ্যে এল অদ্ভুত এক ঘটনা। যা শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। জেলরক্ষীদের নজর এড়িয়ে মোবাইল ফোনে (Mobile Phone) দিব্যি কথা বলছিল এক বন্দি। তল্লাশি শুরু হতেই ফোন কোথায় লুকাবে বুঝতে না পেরে গিলে ফেলে। অবিস্ময়কর এই ঘটনা ঘটেছে বিহারের (Bihar) গোপালগঞ্জ জেলা সংশোধনাগারে (Jail)। মোবাইল ফোন গিলে ফেলেও অবশ্য শেষরক্ষা হয়নি। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হতেই ধরা পড়ে যায় ওই বন্দি।

জেল সূত্রে খবর, মাদক মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম কায়সার আলি। শনিবার জেলের মধ্যে থেকেই মোবাইল ফোনে কথা বলছিল সে। ওই সময় হঠাৎই তল্লাশি শুরু হয়।  লুকানোর কোনও জায়গা না পেয়ে শেষে ফোনটাই গিলে ফেলে সে। পরে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাঁর। সেলের মধ্যে তাঁকে ছটফট করতে দেখে ওয়ার্ডেনদের খবর দেয় অন্য বন্দিরা। সঙ্গে সঙ্গে কায়সারকে নিয়ে গোপালগঞ্জ জেলা হাসপাতালে ছোটেন জেলের অফিসাররা।

হাসাপাতলে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কায়সারের পেটের X-ray করেন। আর তাতে ধরা পড়ে পেটের মধ্যে কোনও একটি বস্তু আটকে রয়েছে। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, অস্ত্রোপচার করা হতে পারে। ইতিমধ্যেই এর জন্যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। রবিবার ওই বন্দিকে গোপালগঞ্জ জেলা হাসপাতাল থেকে পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

one year ago
Asansol: অনুব্রতর দেহরক্ষী সায়গলের ফের ১৪ দিনের জেল, ফরেন্সিকে গেল তৃণমূল নেতার ফোন

বৃহস্পতিবার গোরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) আসানসোল জেলে (Asnsol Jail) গিয়ে অনুব্রতকে ঘণ্টাখানেক জেরা করে সিবিআই। পাশাপাশি ওই জেলেই বন্দি ইসিএল কর্তাদের এদিন জেরা করে সিবিআই (CBI)। এই নিয়ে মোট তিনবার জেলে গিয়ে তৃণমূল নেতাকে জেরা করল সিবিআই। এদিন ফের খারিজ হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের জামিন। তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে গ্রেফতারির সময় সিবিআইয়ের বাজেয়াপ্ত করা অনুব্রতর দুটি মোবাইল ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছে আদালত। সিএফএসএল এই ফোনের ফরেন্সিক পরীক্ষা করবে। এমনটাই সূত্রের খবর।

যদিও অনুব্রতর আইনজীবী এদিন এজলাসে ফোন বিকৃত করার আশঙ্কা করেছেন। তিনি সওয়াল করেন, 'প্রায় একমাস ধরে সিবিআইয়ের হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের দুটি ফোন বিকৃত হতে পারে। তাই আদালতের লকারে রাখা হোক ফোন দুটি। ফরেন্সিক দল আদালতে এসে ফোন বাজেয়াপ্ত করে পরীক্ষা করুক। পাশাপাশি খতিয়ে দেখা হোক আদৌ এই সময়ের মধ্যে ফোন ট্যাম্পার করা হয়েছে কিনা। অর্থাৎ নতুন কিছু জোড়া হয়েছে কিনা কিংবা মুছে দেওয়া হয়েছে কিনা।'

এমনকি, সিআইডির ল্যাবে এই মোবাইল পরীক্ষার জন্য যাক। এমন আবেদন এদিন আদালতে করেছেন অনুব্রতর আইনজীবী। যদিও আবেদন খারিজ করে সিএফএসএল-কে পরীক্ষার দায়িত্বে হয়েছে আদালত। পাশাপাশি গত একমাসে সিবিআই হেফাজতে থাকাকালীন ফোন ট্যাম্পারিং হয়েছে কিনা খতিয়ে দেখে কোর্টকে পৃথক রিপোর্ট দিতে বলা হয়েছে।

2 years ago