Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Phencidyl

Mursidabad: ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে ফেনসিডিল ও বিলেতি মদ সহ গ্রেফতার দুই

নিষিদ্ধ ফেনসিডিল ও বিলেতি মদ সহ গ্রেফতার দুই বাংলাদেশী ষুবক। উদ্ধার ৩৪৬ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিলেতি মদ। বিএসএফরা ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিসের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি দুই যুবকের নাম হাবিবুর রহমান ও মোহাম্মদ সাহিন রেজা। দুজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার ধৃত দুই বাংলাদেশীকে বহরমপুর কোর্টে পাঠায় পুলিস।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। এরপর সোমবার সকালে মুর্শিদাবাদের সুতির চাঁদনীচক এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় দুজনকে সন্দেহ হয়। তারপর ফেনসিডিল ও বিলেতি মদ সহ ওই দুই যুবককে গ্রেফতার করে ১১৫ নম্বর ব্যাটালিয়ানচ-এর জওয়ানরা। উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে বাজেয়াপ্ত করে পুলিস। 


3 months ago
Trafficking: পাচারের আগেই ফেনসিডাইল বোতল সহ গ্রেফতার দুই ব্য়ক্তি

বাংলাদেশে পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডাইল বোতল সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লক্ষ্মী নারায়নপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, ধৃতরা হলেন রাকেশ শেখ ও রফিকুল মণ্ডল। দুজনের বাড়ি রানীনগরের সেনপাড়া এলাকায়। 

পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মী নারায়নপুর এলাকায় অভিযানে নামে পুলিস। সেখানে দুই ব্য়ক্তিকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। এরপর সন্দেহবশত কারণে তল্লাশি চালিয়ে ওই দুই ব্য়ক্তির কাছ থেকে ২৯৬ টি ফেনসিডাইলের বোতল উদ্ধার করে রাণীনগর থানার পুলিস। 

বুধবার ওই দুই অভিযুক্তকে জেলা আদালতে পাঠানোর পর পাঁচ দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এর পিছনে আরও বড় কোনও পাচারচক্র রয়েছে কিনা তা নিয়ে খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। 

7 months ago
Trafficking: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই ফেন্সিডিল সহ আটক এক অভিযুক্ত

সীমান্তে ফের অবৈধভাবে প্রচুর পরিমাণে ফেন্সিডিল (Phencidyl) সহ আটক এক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের (Basirhat) স্বরুপনগরের হাকিমপুর সীমান্তের অভিযানে নামে বিএসএফ জওয়ানরা। এরপর সীমান্তে চেকপোস্ট থেকে আসা একটি চারচাকা গাড়ি সহ এক পাচারকারীকে আটক করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী। 

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সাব্বির শেখ। বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী শেখ পাড়ায়। তাকে জেরা করে জানা গিয়েছে, পাঁচ হাজার টাকার বিনিময়ে ওই ফেন্সিডিলগুলো বাংলাদেশের পাচারের উদ্দেশ্য়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই পাচারকারী। কিন্তু পাচারের আগেই দুষ্কৃতীদের ছক বানছাল করল সীমান্তরক্ষী বাহিনী। 

বিএসএফ সূত্রে খবর, ওই ফেন্সিডিল গুলো চারচাকা গাড়ির ভিতরে লুকিয়ে বাংলাদেশে পাচার করার জন্য় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে। হাকিমপুর চেকপোস্টের দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালাতে শুরু করে বিএসএফের জওয়ানরা। এরপর তল্লাশি অভিযান চালিয়ে সেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে ১৯৪ বোতল ফেন্সিডিল। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ সহ পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে, এরপর পুলিস ওই পাচারকারীকে গ্রেফতার করে। 

9 months ago


Islampur: বিপুল পরিমাণে ফেনসিডিল সহ গ্রেফতার ১ পাচারকারী, তদন্তে পুলিস

সাত সকালেই বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিস (police)। বুধবার সকালেই ৮০ বোতল ফেনসিডিল সহ ইসলামপুর (Islampur) বাস স্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার (arrest) করে পুলিস।

পুলিস সূত্রে জানা যায়, বহরমপুর থেকে জলঙ্গি গামী বেসরকারি বাসে তল্লাশি চালায় পুলিস। সেই বেসরকারি বাঁশের ভেতর থেকে একটি ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছিল ফেনসিডিল। এরপরই আলমঙ্গির সেখ নামে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে ৮০ বোতল উদ্ধার হয়। ধৃতের বাড়ি রাণীনগরের থানার নন্দিভিটা এলাকায়।

জানা যায়, ধৃত ওই ব্যক্তিকে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। বুধবারই তাকে জেলা আদালতে পাঠানো হবে। এপর পাঁচদিনে পুলিসি হেফাজতের আবেদন করা হবে। কোথায় থেকে নিয়ে আসছিল এই ফেনসিডিলগুলি, এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস।

2 years ago