Breaking News
ED: পরীক্ষা শেষেও শিশুর বেডেই! কালীঘাটের কাকুর কণ্ঠ পেতে নাজেহাল ইডি      ED: আদালতের পথে হাঁটবে ইডি? মিলল না কাকুর কণ্ঠস্বর      Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস     

PetrolPump

Car: রাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি, বাড়ি না গিয়ে আগুন নেভালেন দমকলকর্মী!

রাস্তা দিয়ে চলামান একটি বিএমডব্লিউ (BMW) গাড়িতে (Car) আগুন (Fire)। সেই আগুন লেগে যাওয়া অবস্থাতেই ওই গাড়িটি এক কিমি পথ চলে যায়। সেই সময় ওই রাস্তা দিয়ে দমকলের এক কর্মী হর্ষদ ইয়েওয়ালে তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। গাড়িতে আগুন জ্বলতে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর তৎপরতার সঙ্গে পাশের একটি পেট্রল পাম্প থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মী।

হর্ষদ বলেন, গ্রামের বাড়িতে যাওয়ার পথে দেখি রাস্তার পাশে একটি গাড়িতে আগুন জ্বলছে। গাড়ি থামিয়ে নেমে ছুটে যাই পাশের একটি পেট্রল পাম্পে। সেখান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। সঙ্গে সঙ্গে খবর দিই দমকলকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইয়েওয়ালে। তবে আগুন লেগে যাওয়ায় গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই গাড়ির চালক। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ একটি গাড়ির সামনে আগুন লেগে যায়। কয়েক জন মিলে ওই গাড়ির চালককে সতর্ক করেন। গাড়ির চালক গাড়ি থামাতেই দাউ-দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নাকি অন্য কোনও কারণ আগুন লেগেছিল তা নিয়ে খতিয়ে দেখছে দমকলবাহিনী।

8 months ago
Anubrata Pump: পেট্রোল পাম্প দখল করে খুনের হুমকি, কাঠগড়ায় সেই অনুব্রত বাহিনী

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরও নতুন নতুন কীর্তির কথা প্রকাশ্যে আসছে। সিবিআই জানতে পেরেছে, তাঁর বাহিনী নাকি পেট্রোল পাম্পও (Petrol Pump) কার্যত দখল করেছে। বর্ধমানের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্প রয়েছে বীরভূমের ইলামবাজারে। অনুব্রতর ইন্ধনে সেই পেট্রোল পাম্প দখল করেছেন তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক এবং অনুব্রত ঘনিষ্ঠ সস্ত্রীক এক তৃণমূল নেতা, এমনটাই প্রকাশ্যে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী।

আমার পেট্রোল পাম্প দখলের পিছনে মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। ইন্ডিয়ান অয়েলের কর্তাদের সঙ্গে যোগসাজশ করে আমার ডিলারশিপ বাতিল করিয়েছে। পুলিস-প্রশাসন কোনও সহযোগিতা করছে না। আমি মামলা করলেও আইনজীবীরা মামলা লড়তে সাহস করছে না। সব অনুব্রতর জন্য হচ্ছে। এদিকে শুধু পেট্রোল পাম্প নয়, বর্ধমানের বসতভিটা পর্যন্ত দখল করেছে। আমায় খুন (Murder) করার হুমকি (Threatning) দিচ্ছে। আমার বাড়িতে এসে হামলা করছে। আমার সব কিছু দখল করে নিচ্ছে অনুব্রত বাহিনী।

এভাবেই নিজের অসহায়তার কথা শোনালেন ওই ব্যবসায়ী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। শুনুন তাঁর নিজের মুখ থেকেই।

যদিও এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


one year ago