Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Petrol

Car: রাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি, বাড়ি না গিয়ে আগুন নেভালেন দমকলকর্মী!

রাস্তা দিয়ে চলামান একটি বিএমডব্লিউ (BMW) গাড়িতে (Car) আগুন (Fire)। সেই আগুন লেগে যাওয়া অবস্থাতেই ওই গাড়িটি এক কিমি পথ চলে যায়। সেই সময় ওই রাস্তা দিয়ে দমকলের এক কর্মী হর্ষদ ইয়েওয়ালে তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। গাড়িতে আগুন জ্বলতে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর তৎপরতার সঙ্গে পাশের একটি পেট্রল পাম্প থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মী।

হর্ষদ বলেন, গ্রামের বাড়িতে যাওয়ার পথে দেখি রাস্তার পাশে একটি গাড়িতে আগুন জ্বলছে। গাড়ি থামিয়ে নেমে ছুটে যাই পাশের একটি পেট্রল পাম্পে। সেখান থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। সঙ্গে সঙ্গে খবর দিই দমকলকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইয়েওয়ালে। তবে আগুন লেগে যাওয়ায় গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই গাড়ির চালক। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ একটি গাড়ির সামনে আগুন লেগে যায়। কয়েক জন মিলে ওই গাড়ির চালককে সতর্ক করেন। গাড়ির চালক গাড়ি থামাতেই দাউ-দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নাকি অন্য কোনও কারণ আগুন লেগেছিল তা নিয়ে খতিয়ে দেখছে দমকলবাহিনী।

one year ago
Middle Class: মধ্যবিত্তের বাজেট কোথায়? কতটা সুরাহা পেলেন আম আদমি, বিশ্লেষণে পরিবহণমন্ত্রী

স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার): শোনা যাচ্ছিলো ২০২৪-কে কেন্দ্র করে অর্থাৎ আসন্ন লোকসভা ভোটের আগে বোধহয় মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তদের সুবিধা হবে কিন্তু তাঁর দিশা কোথায়? ৭ লক্ষ বাৎসরিক আয় থেকে কর ছাড়ের কথা বলা হচ্ছে অর্থাৎ যার মাসিক রোজগার ৫৮ হাজার টাকা, প্রশ্ন ক'জন এই রোজগারের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত এটা তো প্রত্যক্ষ করের বিষয় কিন্তু পরোক্ষ কর তো তাকে দিতেই হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে কি? প্রয়োজন তো ক্রেতার, কেনবার ক্ষমতা পাচ্ছে কি?

অর্থনীতির প্রশ্নে এই ডাইরেক্ট ও ইনডাইরেক্ট করই আমাদের অনেক সময়ে বোকা বানিয়ে দেয়। বাজেট অর্থনীতির প্রথম পাঠ, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। যেকোনও শিল্পের  ক্ষেত্রে উৎপাদন তখনই সার্থক হবে যখন ক্রেতার কেনার ক্ষমতা থাকবে। আমাদের প্রথম সংকট কিন্তু পেট্রোলিয়ামজাত বিষয়। করোনা আবহ থেকে যেভাবে পেট্রোলিয়াম সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে, তা ভারতের ক্ষেত্রে অভূতপূর্ব বলা যেতে পারে। এই মুহূর্তে শতাধিক টাকার বিনিময়ে লিটারপ্রতি পেট্রল পাওয়া যাচ্ছে, তথৈবচ ডিজেল এবং গ্যাস। উৎপাদিত দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে যেতেই দাম হু-হু করে বেড়ে যাচ্ছে পেট্রোলিয়াম সামগ্রীর কারণে। অথচ আজও আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে পেট্রোলিয়াম সামগ্রীর দাম ভারতের তুলনায় কম।

কাজেই মূল্যবৃদ্ধিতে লাগাম দেওয়া যাচ্ছে না। পরিবহণমন্ত্রী হিসাবে এটা আমার মস্ত মাথাব্যথার কারণ। সিগারেটের দাম বাড়লো, পাশাপাশি টিভির বা মোবাইলের দাম কমলো, এই দিয়ে কি পেট ভরবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যবের মূল্যহ্রাস হলো কী? এছাড়া ১০০ দিনের কাজের বিষয় কোনও বার্তা কোথায়? ৩৮ হাজার শিক্ষকের নিয়োগের কথা বলা হচ্ছে, যেখানে ২ কোটি মানুষ কর্মের খোঁজে। কৃষকদের ক্ষেত্রে ছাড়ের বা অর্থলগ্নির কথা বলা হচ্ছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে পরিষ্কার নেই। আপাত দৃষ্টিতে জমজমাট বাজেট মনে হলেও ধোঁয়াশাই রয়ে গেলো বাজেট। (অনুলিখন: প্রসূন গুপ্ত)

one year ago
Petrol Diesel: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ল অপরিশোধিত তেলের, কী প্রভাব ভারতীয় বাজারে

ফের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil)। বিশ্ববাজারে (World Market) শনিবার ব্রেন্ট ক্রুড অয়েল ও ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম রেকর্ডবৃদ্ধি নথিভুক্ত হয়েছে। WTI অপরিশোধিত তেলের দাম শনিবার ১.৮৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ব্যারেল প্রতি ৭৯.৮৬ ডলারে ট্রেড করছে। অন্যদিকে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১.৪৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে ব্যারেল প্রতি ৮৫.২৮ ডলারে লেনদেন করছে। এই বৃদ্ধির পর দেশের কয়েকটি শহরে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel) দাম বাড়ানো হয়েছে। জেনে নিন, আজ কোন কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন হয়েছে।

চার মহানগরের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল-ডিজেল যথাক্রমে ৯৬.৭২ টাকা ও ৮৯.৬২ টাকা। কলকাতা প্রতি লিটার পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল প্রতি লিটার ৯৪.২৪ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।

এছাড়া অন্যান্য শহরের মধ্যে নয়ডায় প্রতি লিটার পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা। গাজিয়াবাদে প্রতি লিটার পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা।লখনউতে পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল প্রতি লিটার ৮৯.৭৬ টাকা। পাটনায় প্রতি লিটার পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা। পোর্ট ব্লেয়ারে পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল প্রতি লিটার ৭৯.৭৪ টাকা।

one year ago


Fuel: নভেম্বরে একপ্রস্থ বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, জ্বালানিতে অতিরিক্ত কর?

নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) বাজেট বক্তৃতা (Budget Speech) মোতাবেক অক্টোবরে পেট্রোল-ডিজেলে (Petrol-Diesel) লিটার প্রতি ২ টাকা অতিরিক্ত শুল্ক বসার কথা। কিন্তু উৎসব আবহে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল মোদী সরকার। নভেম্বরে জ্বালানিতে অতিরিক্ত ২ টাকা করে কর বসবে। সম্প্রতি এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অর্থ মন্ত্রক। পেট্রোল-ডিজেলে অতিরিক্ত কর ধার্য হবে আগামী পয়লা নভেম্বর। প্রসঙ্গত, গত বাজেট বক্তৃতায় নির্মলা জানান, ইথানল ও বায়ো-ডিজেলহীন পেট্রোল-ডিজেলে ১ অক্টোবর থেকে ২ টাকা অতিরিক্ত অন্তঃশুল্ক ধার্য হবে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ। আখের নির্যাস অর্থাৎ ইথানল ১০ শতাংশ হারে পেট্রলে মিশিয়ে দেওয়া হয়। এতে একদিকে আমদানির উপর নির্ভরতা কমে, তেমনই কৃষকদেরও বাড়তি আয়ের পথ খোলে। এদিকে, একটা সময় লাগামছাড়া ভাবে বাড়ছিল জ্বালানির দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা পরবর্তী প্রভাবে সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে এই দুই পরিবহণ জ্বালানির দাম।

কিন্তু গত কয়েকমাস স্থিতাবস্থা বজায় রেখে একজায়গায় দাঁড়িয়ে পেট্রোল এবং ডিজেলের মূল্য। প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি প্রসঙ্গে রাশিয়ার উপর নির্ভরতা কমাতে সম্প্রতি মার্কিন কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

2 years ago
Anubrata Pump: পেট্রোল পাম্প দখল করে খুনের হুমকি, কাঠগড়ায় সেই অনুব্রত বাহিনী

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরও নতুন নতুন কীর্তির কথা প্রকাশ্যে আসছে। সিবিআই জানতে পেরেছে, তাঁর বাহিনী নাকি পেট্রোল পাম্পও (Petrol Pump) কার্যত দখল করেছে। বর্ধমানের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্প রয়েছে বীরভূমের ইলামবাজারে। অনুব্রতর ইন্ধনে সেই পেট্রোল পাম্প দখল করেছেন তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক এবং অনুব্রত ঘনিষ্ঠ সস্ত্রীক এক তৃণমূল নেতা, এমনটাই প্রকাশ্যে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী।

আমার পেট্রোল পাম্প দখলের পিছনে মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। ইন্ডিয়ান অয়েলের কর্তাদের সঙ্গে যোগসাজশ করে আমার ডিলারশিপ বাতিল করিয়েছে। পুলিস-প্রশাসন কোনও সহযোগিতা করছে না। আমি মামলা করলেও আইনজীবীরা মামলা লড়তে সাহস করছে না। সব অনুব্রতর জন্য হচ্ছে। এদিকে শুধু পেট্রোল পাম্প নয়, বর্ধমানের বসতভিটা পর্যন্ত দখল করেছে। আমায় খুন (Murder) করার হুমকি (Threatning) দিচ্ছে। আমার বাড়িতে এসে হামলা করছে। আমার সব কিছু দখল করে নিচ্ছে অনুব্রত বাহিনী।

এভাবেই নিজের অসহায়তার কথা শোনালেন ওই ব্যবসায়ী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। শুনুন তাঁর নিজের মুখ থেকেই।

যদিও এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


2 years ago