Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

PetAttack

Pet Attack: পোষ্য কুকুরের আক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নয়ডায়, ১০ হাজার টাকা জরিমানার খাড়া মালিকের উপর

গত কয়েক মাস ধরে শহর এবং আশেপাশের অঞ্চলে কুকুরের (Dog Attack) আক্রমণের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, কড়া পদক্ষেপ নিল নয়ডার (Noida) স্থানীয় প্রশাসন। এবার কারও পোষ্য আক্রমণ করলে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। ২০২৩ সালের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম। এমনকি আহতের যাবতীয় চিকিৎসার খরচও দিতে হবে কুকুরের মালিককে, এমনটাই সিদ্ধান্ত নয়ডা কর্তৃপক্ষের।

নয়ডা কর্তৃপক্ষ শনিবার কুকুর এবং পোষ্য প্রাণীদের আক্রমণের বিষয়টি নিয়ে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করেছিল। বৈঠকের পরে, নয়ডা কর্তৃপক্ষ একটি আদেশ জারি করে যে, ১লা মার্চ, ২০২৩ থেকে পোষা কুকুর বা বিড়াল যদি কাউকে আক্রমণ করে, সেক্ষেত্রে মালিকের উপর ১০ হাজার টাকাআর্থিক জরিমানা আরোপ করা হবে। এরপর পাশাপাশি চিকিৎসার খরচও বহন করতে হবে পোষ্যের মালিককে।

অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের নিয়মের অধীনে নয়ডা কর্তৃপক্ষ নীতি নির্ধারণের জন্য বৈঠকে বিশদ নির্দেশিকাও জারি করেছে। নয়ডা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার একটি আদেশ জারি করেছেন যার অধীনে নয়ডা কর্তৃপক্ষ পোষা প্রাণী নিবন্ধন অ্যাপের মাধ্যমে ২০২৩ সালের মার্চের মধ্যে পোষা কুকুর এবং বিড়ালদের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করার ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে।

পোষা কুকুরের জীবাণুমুক্তকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এবং লঙ্ঘনের ক্ষেত্রে ১লা মার্চ থেকে  প্রতি মাসে ২,০০০  টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে সেক্ষেত্রে সাফ করার দায়িত্ব মালিকের।

one year ago