Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

PetAttack

Pet Attack: পোষ্য কুকুরের আক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নয়ডায়, ১০ হাজার টাকা জরিমানার খাড়া মালিকের উপর

গত কয়েক মাস ধরে শহর এবং আশেপাশের অঞ্চলে কুকুরের (Dog Attack) আক্রমণের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, কড়া পদক্ষেপ নিল নয়ডার (Noida) স্থানীয় প্রশাসন। এবার কারও পোষ্য আক্রমণ করলে, আক্রান্তকে ১০ হাজার টাকা দিতে হবে পোষ্যের মালিককে। ২০২৩ সালের ১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম। এমনকি আহতের যাবতীয় চিকিৎসার খরচও দিতে হবে কুকুরের মালিককে, এমনটাই সিদ্ধান্ত নয়ডা কর্তৃপক্ষের।

নয়ডা কর্তৃপক্ষ শনিবার কুকুর এবং পোষ্য প্রাণীদের আক্রমণের বিষয়টি নিয়ে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করেছিল। বৈঠকের পরে, নয়ডা কর্তৃপক্ষ একটি আদেশ জারি করে যে, ১লা মার্চ, ২০২৩ থেকে পোষা কুকুর বা বিড়াল যদি কাউকে আক্রমণ করে, সেক্ষেত্রে মালিকের উপর ১০ হাজার টাকাআর্থিক জরিমানা আরোপ করা হবে। এরপর পাশাপাশি চিকিৎসার খরচও বহন করতে হবে পোষ্যের মালিককে।

অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের নিয়মের অধীনে নয়ডা কর্তৃপক্ষ নীতি নির্ধারণের জন্য বৈঠকে বিশদ নির্দেশিকাও জারি করেছে। নয়ডা কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ অফিসার একটি আদেশ জারি করেছেন যার অধীনে নয়ডা কর্তৃপক্ষ পোষা প্রাণী নিবন্ধন অ্যাপের মাধ্যমে ২০২৩ সালের মার্চের মধ্যে পোষা কুকুর এবং বিড়ালদের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করার ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে।

পোষা কুকুরের জীবাণুমুক্তকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এবং লঙ্ঘনের ক্ষেত্রে ১লা মার্চ থেকে  প্রতি মাসে ২,০০০  টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে সেক্ষেত্রে সাফ করার দায়িত্ব মালিকের।

one year ago