Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Penalty

Singur: সিঙ্গুর মামলায় ক্ষতিপূরণের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য

সিঙ্গুর নিয়ে টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ দিয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। সূত্রের খবর, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য সরকার। এবং তারজন্য ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের একাধিক শীর্ষ আমলা একাধিক আইনজীবীর সঙ্গে এবিষয়ে কথাও বলেছেন।

উল্লেখ্য টাটা মোটরসকে ৭৫৬.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট না সুপ্রিম কোর্টে মামলা করা হবে সেনিয়েও আইনজীবী সঙ্গে রাজ্যের আলোচনা চলছে বলে সূত্রের খবর।

অর্বিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী,টাটা মোটরসকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ শোধ না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

7 months ago
Penalty: ইরাকের কাছে পেনাল্টিতে হার, কিংস কাপের সেমি ফাইনাল থেকে বিদায় ভারতের

কিংস কাপের সেমিফাইনালে ইরাকের কাছে পেনাল্টি শুটআউটে হার ভারতের। দুবার গোল করে এগিয়ে গিয়েও হারতে হল সন্দেশ ঝিঙ্গানদের। ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। অমীমাংসিত থাকায় হয় টাইব্রেকার। ৪-৫ ব্যবধানে হেরে বিদায় সুনীল-হীন ভারতের।

এদিন ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দেন নাওরেম মহেশ। আরও একটি গোল হয় ইরাকের আত্মঘাতী। দুবারই পরপর গোল করে সমতা ফেরায় ইরাক। এই ম্যাচ হারের পর এবার রবিবার থার্ড প্লেসের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

টাইব্রেকার এদিন ভারতের হয়ে প্রথম শট মিস করেন ব্রেন্ডন ফের্নান্দেস। বাকি চার শটেই গোল হয়। ইরাক কোনও পেনাল্টি মিস করেনি। তবে ইরাককে বিতর্কিত পেনাল্টি দেওয়ার অভিযোগ উঠেছে রেফারির বিরুদ্ধে। সেই পেনাল্টি থেকেই শেষ গোল দিয়ে সমতা ফেরায় ইরাক।

8 months ago
Sunil: আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে মেসির পরেই ভারতের সুনীল

প্রথমার্ধেই জোড়া গোল অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chettri)। দ্বিতীয়ার্ধে আরও একটি পেনাল্টি (Penalty) থেকে গোল। সাফ কাপে (SAAF Cup) পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নয়া রেকর্ড গড়লেন সুনীল। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোলসংখ্যা ৯০। পেরিয়ে গেলেন মালয়েশিয়ার মোক্তার দাহারিকে। মেসির আন্তর্জাতিক ফুটবলে ১০৩টি গোল। এরপরই এখন সুনীল।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল পান সুনীল ছেত্রী। পাকিস্তানের গোলকিপারের ভুল পাসে সুযোগ তোলেন সুনীল। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ফাঁকা জালে গোল দেন সুনীল।  ৬ মিনিট পরই নিজের দ্বিতীয় গোল সুনীল ছেত্রীর। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করে টিমকে এগিয়ে দেন অধিনায়ক। দ্বিতীয়ার্ধে ফের পেনাল্টি পান। সেখান থেকে তিন নম্বর গোল করেন সুনীল।

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০০ ম্যাচে ১২৩টি গোল তাঁর। এরপরই আছেন ইরানের আলি দায়ি। ১০৯টি গোল তাঁর। ১৭৫ ম্যাচে ১০৩টি গোল মেসির।

11 months ago


Plastic: প্লাস্টিক বর্জনে উত্তর দমদম পুরসভার ভূমিকা প্রশংসনীয়, বাজার ঘুরলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

প্লাস্টিক (Plastic) সমাজের শত্রু। বারেবারে এই নিয়ে প্রচার থেকে অভিযান, সবই করা হয়েছে কিন্তু ফল তাতেও মেলেনি। সম্প্রতি, প্লাস্টিক ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্লাস্টিক বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে আইন করে জরিমানা (penalty) ধার্যও করা হয়েছে। তা সত্ত্বে এখনও বহু মানুষ অনেকটাই অসচেতন। এমতাবস্থায় উত্তর দমদম (North Dumdum) পুর এলাকায় মানুষ কতটা সচেতন এবং প্লাস্টিকের বিরুদ্ধে কীভাবে পুরসভা ব্যবস্থা নিচ্ছে তা খতিয়ে দেখতে বাজারে ঘুরে দেখলেন কেন্দ্র ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অধিকারিকেরা।

এদিন বাজারে ক্রেতা বা বিক্রেতারা ব্যাগ না প্লাস্টিক ব্যবহার করছেন তা খতিয়ে দেখা হয়। বেশ কিছু সময় তা সমস্ত কিছু খতিয়ে দেখে প্লাস্টিক নিয়ে পুরসভার ভূমিকার প্রশংসা করেন। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান জানান, মানুষ প্লাস্টিক নিয়ে বর্তমানে যথেষ্টই সচেতন। তাঁরা আশা করছেন এই পুর-এলাকা কিছু দিনের মধ্যে গ্রিনজোন হিসেবে ঘোষিত হবে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক শিশির মণ্ডল জানান, আগেই তাঁদের কাছে খবর ছিল প্লাস্টিক বর্জনে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তর দমদম পুরসভা। সোমবার বাজারগুলি ঘুরে তাঁরা সেটাই পর্যবেক্ষণ করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথেষ্ট সন্তুষ্ট তাঁরা। তাঁরা আশাবাদী আগামীদিনে প্লাস্টিকমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

2 years ago