Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

PatCummins

Cummins: একই বছরে বিশ্বকাপ জিতে ত্রিমুকুট জিতলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাসেজ ও বিশ্বকাপ। একই বছরে তিন সাফল্য। ত্রিমুকুট জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এবার আইপিএল খেলেননি। কারণ হিসেবে জানিয়েছিলেন, দেশের জার্সির গুরুত্ব তাঁর কাছে সবথেকে আগে। আর ফাইনালের আগের দিন কামিন্স জানিয়েছিলেন, ১ লক্ষ ৩০ হাজার সমর্থককে নিস্তব্ধ করে দিলে, তাঁর থেকে বেশি আনন্দ অন্য কিছুতে নেই। এদিন সেটাই যেন বাস্তবে পরিণত হল। ৬বার বিশ্বজয় অস্ট্রেলিয়ার।

প্যাট কামিন্সের মতো ক্রিকেটার যে কোনও দলের জন্যই সম্পদ। আর এই চাপের মধ্যে সেঞ্চুরি করে টিমকে জেতালেন ট্র্যাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এই ট্র্যাভিস হেডের ব্যাটেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার ঘরের মাঠে ফেভারিট হয়েও বিশ্বজয় সম্ভব হল না ভারতের।

5 months ago
Out: কোহলি আউট হতেই সংজ্ঞাহীন! ভারতের হার সামলাতে না পেরে মৃত্যু ক্রিকেট প্রেমীর

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। অধিনায়ক রোহিত শর্মা আউট হতেই দরদর করে ঘামতে শুরু করেন তিনি৷ বিরাট কোহলি আউট হওয়ার পর অজ্ঞান হয়ে যান। অবস্থা দেখে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সুকুমারবাবুকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এলাকায় ক্রিকেটপ্রেমী হিসাবে পরিচিত ছিলেন সুকুমারবাবু৷ নিজেও দীর্ঘদিন জড়িত ছিলেন ক্রিকেটের সঙ্গে৷ তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দিনরাত বিশ্বকাপ ফাইনাল নিয়েই কথা বলছিলেন সুকুমার৷ রবিবার পরিজনদের সঙ্গে নিয়ে ম্যাচ দেখতে বসেছিলেন। কিন্তু রোহিত আউট হতেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। অস্বাভাবিক ভাবে ঘামতে থাকেন। বিরাট আউট হতেই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।

স্থানীয় বাসিন্দা প্রবীর সাহার কথায়, "সুকুমারবাবু ছিলেন আদ্যন্ত ক্রিকেট পাগল মানুষ। পাড়ার ক্রিকেট থেকে আর্ন্তজাতিক ক্রিকেট- বাইশ গজই ছিল তাঁর জীবন।"

5 months ago
IPL: আইপিএল মানসিকতা ছাড়তে হবে, দলকে বার্তা অজি অধিনায়কের

৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য মুখিয়ে। ২০২৩ মরশুমে টেবিলের সবথেকে উপরে শেষ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মনে করছেন, আইপিএলের মানসিকতা ছেড়ে এবার বেরিয়ে আসতে হবে। আরও বেশি নিজেদের দেশের জন্য প্রস্তুত হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএলের দাপট নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স মনে করেন, এক দশক আগে থেকে আইপিএল ক্রিকেটকে বদলানো শুরু করেছে। ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। তারও প্রশংসা করেছেন কামিন্স। তিনি মনে করেন, আইপিএলের দাপটে আন্তর্জাতিক সূচি পরিবর্তিত হচ্ছে। গত বছরেও কেকেআরের হয়ে নামেন প্যাট কামিন্স। এবার ছিলেন না তিনি।

কামিন্স চান, তাঁর সতীর্থরা ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে দেশে খেলার বিষয়ে বেশি গুরুত্ব দিন। যদিও কামিন্স মনে করেন, আইপিএলের লোভনীয় প্রস্তাব ফেরানোও সম্ভব নয়। তবে দেশের জন্য বিশ্বকাপ জয়, বা বড় সিরিজ জয়কে গুরুত্ব দিতে চান কামিন্স।

11 months ago