Breaking News
Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়      Supreme Court: কেষ্টর জামিনের মামলায় সিবিআই-কে নোটিস দিল শীর্ষ আদালত      Siraj: সি...রাজই রাজা      Showcause: কলকাতা পুরনিগমে হাতাহাতিতে জড়িয়ে পড়া দুই কাউন্সিলরকে শোকজ      Justice Ganguly: 'দুর্গা' বানান ভুল, অথচ চাকরি পেতে আইনি লড়াই জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে, এরপর...      Mamata: স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী বাজালেন পিয়ানো, করলেন মর্নিং ওয়াকও      Abhishek: 'নির্যাস শূন্য নয়, মাইনাস ২', প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে বললেন অভিষেক     

PapuaNewGuinea

PM Modi: বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার! ফিজি ও পাপুয়া নিউ গিনির সেরা সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী

ফের একবার বিশ্বদরবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয়জয়কার। তাঁর জনপ্রিয়তা সারা বিশ্বে এখন একেবারে শীর্ষে বলেই মনে করা হচ্ছে। কারণ এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি দেশের উচ্চ সম্মানে ভূষিত করা হল। ফিজি (Figi) ও পাপুয়া নিউ গিনি (Papua New Guinea), এই দুই দেশের তরফে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দেওয়া হল। ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভূষিত হলেন তিনি। এই সম্মান দিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা। আবার পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে বেরিয়েছেন। রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন তিনি। এরপর সোমবার FIPIC-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের পর অনেক দেশের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় ফিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর দেশের সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে সম্মানিত করেন। এরপর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লঘু'-তে সম্মানিত করেন।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে ঐক্যের বার্তা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি' সম্মানে পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, যাঁরা ফিজি নাগরিক নন, এমন খুব কম সংখ্যক মানুষকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিশ্বের একাধিক দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। আর এবারেও তাঁকে পুরষ্কৃত করায় বোঝাই যাচ্ছে যে, তাঁর জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে।

4 months ago
Modi: নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম রাষ্ট্রনেতার, নিয়ম ভেঙে বিশেষ অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বের জনতার কাছে তিনি জনপ্রিয় তো বটেই। কিন্তু এবারে তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পিছপা হলেন না এক রাষ্ট্রনেতা। দেখা গিয়েছে, পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পা ফেলতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন সেদেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে (James Marape)। এই মুহূর্ত পুরো বিশ্ববাসীর নজর কেড়েছে। সূত্রের খবর, জাপানের হিরোসিমায় জি-৭ সামিটের পরই রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি যান তিনি। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম পাপুয়া নিউ গিনিতে গিয়েছেন। আর তখনই এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন। সোমবার ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন ফোরামের তৃতীয় সামিট হবে পাপুয়া নিউ গিনিতে। তাই রবিবারই পাপুয়া নিউ গিনিতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি যখন বিমান থেকে নামেন তখনই তাঁকে অভ্যর্থনা জানান জেমস মারাপে। এরপর তাঁকে আলিঙ্গন করে তাঁর সঙ্গে করমর্দন করেন ও তাঁর পা স্পর্শ করে প্রণাম জানান জেমস মারাপে। এক দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশের প্রধানমন্ত্রীর এই পা ছুঁয়ে প্রণাম, বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে বিশেষজ্ঞমহল।

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদীর জন্য পাপুয়া নিউ গিনির নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। সেদেশের নিয়ম, সূর্যাস্তের পর কোনও নেতা পাপুয়া নিউ গিনিতে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হয়। রবিবার স্থানীয় সময় রাত ১০টায় সেখানে পৌঁছন মোদী। কিন্তু তারপরেও তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এমন উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইটে লিখেছেন, 'বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য প্রধামন্ত্রী জেমস মারাপেকে ধন্যবাদ। বিশেষ এই অভ্যর্থনা আমি সারাজীবন মনে রাখব। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আমি চেষ্টা করব।'

4 months ago