Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

Pakistan

Iran And Pakistan: উত্তপ্ত পরিস্থিতি! ইরান ও পাকিস্তানের পাল্টা হামলায়

ইরান ও পাকিস্তানে শুরু হয়েছে সংঘর্ষ। তাই সেই প্রসঙ্গে এবার মন্তব্য় পেশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনওয়ার হক। মঙ্গলবার থেকে শুরু হয় ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত। তারপর পাকিস্তানের বালুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা ইরানের সীমান্তে পাকিস্তানের হানায় পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত।

এরপর দুই দেশের অবনতি হয় খানিকটা। আবার নতুন করে যুদ্ধের সম্ভাবনা শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায়। তারপর পাক সীমান্ত সংলগ্ন এলাকায় ইরান বায়ুসেনারা মহড়া শুরু করে দিয়েছিল। যদিও মত বদল করেছে পাকিস্তান। পাকিস্তানের বর্তমান তদারকি প্রধানমন্ত্রীর কথা শুনে অনুমান করা হচ্ছে হামলার পথ অনুসরণ করতে চাইছে না তারা।

কারণ ইরানের হামলা চালানোর পর পাকিস্তানের পাল্টা হামলার সময়ে দেশে ছিলেন না আনওয়ার। সংঘর্ষের আবহ পাওয়া মাত্রই ইসলামবাদে চলে গিয়েছিলেন তিনি। কারণ তিনি জানান, তাঁর দেশ পাকিস্তান অত্য়ন্ত শান্তিপ্রিয়। তাই তাঁর দেশ সমস্ত পড়শি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। বিশেষত প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তান কখনও সম্পর্ক তিক্ত করতে চায় না। এখনও পর্যন্ত ইরানের সঙ্গে ছোটো বড়ো যা যা ঝামেলা অশান্তি হয়েছে তা কথাবার্তার মাধ্য়মে মিটিয়ে নোওয়া হবে। 

সূত্রের খবর, ইরান ও পাকিস্তান সংঘর্ষের প্রথমদিনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। ইরানের লক্ষ্য় ছিল, সীমান্তে জঙ্গি সংগঠন তৈরী করা। ইরানের হামলায় পাকিস্তানের দুই শিশুর মৃত্যু হয় বলে দাবি পাকিস্তানীদের। এরপর বৃহস্পতিবার ইরানের উপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। ইরানের দাবি, পাক হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। দুই পক্ষের পাল্টা আক্রমণের জেরে সংঘর্ষ বিশাল আকার ধারণ করেছিল। তবে সংঘাতের শেষে মত বদলেছে পাকিস্তান। 

3 months ago
Iran: বাজল কি যুদ্ধের দামামা! ইরানে পাকিস্তানের 'পাল্টা' মিসাইল হামলা, মৃত অন্তত ৭

বেজেছে যুদ্ধের দামামা। এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান। পড়শি দেশে বালোচ বিদ্রোহীদের ঘাঁটিকে নিশানা করেছে পাক ফৌজ বলে সূত্রের খবর। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ইরান। যা নিয়ে চরম ক্ষুব্ধ ইসলামাবাদ। এই ঘটনার কার্যত ২৪ ঘণ্টার মধ্যে ইরানে পালটা হামলার দাবি পাকিস্তানের। তবে তেহরানের কোথায় এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এই হামলায় চারজন শিশু এবং তিনজন মহিলার মৃত্যু হয়েছে।

তবে সে দেশের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ইরানের জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করেছে পাকিস্তানের বাহিনী। যদিও ইরানের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

তবে পাকিস্তানের এহেন পদক্ষেপ কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে না তো? ইতিমধ্যে সেই আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের বুকে ইরানের হামলার পরেই কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের। ঘটনার তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এমনকি এহেন পদক্ষেপ বেআইনি বলেও দাবি করা হয়। একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে পাক বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানের এহেন কাজের জবাব দেওয়ার অধিকার রয়েছে। যার পরিণতির পুরো দায়ভার ইরানের ওপর বর্তাবে বলেও বার্তা দেয় সে দেশ। আর এরপরেই ইরানের আকাশসীমা পার করল পাকিস্তানের মিসাইল। এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের। বলে রাখা প্রয়োজন, পাকিস্তানের দাবি, ইরানে বালোচিস্তান লিবারেশন আর্মি , বালোচিস্তান লিবারেশন ফোর্স এর মতো একাধিক সংগঠন সক্রিয় রয়েছে। আর এই সংগঠনগুলি পাকিস্তানের বুকে নাশকতা এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত।

সেই সমস্ত সংগঠনের ক্যাম্পগুলিতেও কি আঘাত হেনেছে পাকিস্তান? সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সরকারি স্তরে কোনও বার্তা দেওয়া হয়নি। উল্লেখ্য, বুধবার বালোচিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করে তেহরান ফোর্স। ড্রোনের মাধ্যমে মিসাইল ছুঁড়ে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক ক্যাম্প। আর এই ঘটনায় পাকিস্তানের দুই শিশু'র মৃত্যু হয়। শুধু তাই নয়, ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। এই ঘটনা ইরান এবং পাকিস্তানের সম্পর্ককে কার্যত তলানিতে এসে ঠেকবে বলেই মত বিশ্লেষকদের। তবে এই ঘটনায় ইতিমধ্যে ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে ভারত। স্পষ্ট দাবি, আত্মরক্ষা করতেই কোনও রাষ্ট্র এমন পদক্ষেপ যে নেয় তা আমরা বুঝি। দুর্নীতির প্রশ্নে ভারত সবসময় জিরো টলারেন্স নীতি নেয় বলেও দাবি মোদী সরকারের।

3 months ago
Dawood Ibrahim: করাচির হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম, বিষপ্রয়োগ হয়েছে! জল্পনা সোশ্যাল মিডিয়ায়

গুরুতর অসুস্থ হয়ে করাচির হাসপাতালে ভর্তি মুম্বই বিস্ফোরণের মূলচক্রী তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তাঁকে বিষপ্রয়োগ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার অসমর্থিত প্রতিবেদন সূত্রে খবর। যদিও এ বিষয়ে কোনও সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল।

সূত্রের খবর, আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সতর্কতা জারি ইসলামাবাদে। তবে সরকারিভাবে দাউদের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই দাউদের অসুস্থতার খবর সামনে আসতেই তোলপাড় আন্তর্জাতিক মহল।

৬৫ বছর বয়সী দাউদ গত ২ দিন ধরে করাচির হাসপাতালে ভর্তি রয়েছে বলে সূত্রের খবর। হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়ল? বয়সজনিত কারণ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন, বিষক্রিয়ার জেরে দাউদ অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী। যেখানে দাউদকে ভর্তি রাখা হয়েছে, তার আশেপাশে অন্য কোনও রোগীকে রাখা হয়নি বলেও জানা গিয়েছে।

4 months ago


Arrest: অবৈধভাবে ভারতে প্রবেশ! শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই পাকিস্তানি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে এসএসবি-র ৪১ ব্যাটালিয়নের হাতে ধরা পড়ল পাকিস্তানি মা ও ছেলে। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিস ওই মহিলাকে গ্রেফতার করে এবং তাঁর ১১ বছরের পুত্র সন্তানকে হোমে পাঠানো হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতের কাছে। ইতিমধ্যেই খড়িবাড়ি থানার পুলিস তদন্তে নেমেছে।

পুলিস আরও জানিয়েছে, ধৃতদের নাম শায়েস্তা হানিফ (৬২) ও আরিয়ান মহম্মদ হানিফ (১১)। বৃহস্পতিবার বিদেশি আইনে ওই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, বুধবার বিকেলে নেপালের কাকরভিটা থেকে মেচি নদীর ওপর নির্মিত এশিয়ান হাইওয়ে সেতু হয়ে শিলিগুড়ি বিভাগের খড়িবাড়ি ব্লকের অন্তর্গত ভারত-নেপাল সীমান্ত পানিটাঙ্কিতে পৌঁছায় পাকিস্তানি মা-ছেলে। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করে এসএসবি জওয়ানরা। এর পর তাঁদের দুজনকেই আটক করা হয়।

সূত্রের খবর, পাকিস্তানি মহিলা শায়েস্তা হানিফের আসল নাম গৌরী দে এবং তাঁর আদি বাড়ি অসমের শিলচরে।১৯৭৫-এর দিকে কর্মসূত্রে এই মহিলা মুম্বইতে যান। সেখানে এক পাকিস্তানি যুবক মোহম্মদ হানিফের সঙ্গে আলাপ হয়। বন্ধুত্বের সম্পর্ক বিবাহে পরিণত পায় ১৯৭৯ সালের সেপ্টেম্বর মাসে। এরপর মুম্বই থেকে তাঁরা পাকিস্তানের কারাচিতে চলে যান। সেখানে বেশ কয়েক বছর থাকার পর মোহম্মদ হানিফ কর্মসূত্রে সৌদি আরব যান এবং সেখানে স্বর্ণশিল্পীর সঙ্গে যুক্ত হয়ে। সেখানেই তাঁরা বসবাস করছিলেন।ছেলেকে নিয়ে নিজের মাতৃভূমি ভারতে ফেরার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই ছিল গৌরীর।

ভারতের ভিসা না পাওয়ায় শায়েস্তা হানিফ উরফে গৌরী দে তিনি নেপালের ভিসা নিয়ে নেপালে আসেন। সেখান থেকে ভারত নেপাল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। সেই সময় এসএসবি জাওয়ানদের সন্দেহ হওয়ায় মা ও ছেলেকে আটক করে এবং তল্লাশি করার পর তাঁর ব্যাগ থেকে পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করা হয়।সঙ্গে সঙ্গে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। তবে এই পাকিস্তানি মা ও ছেলের সম্পর্ক কি সত্যিই সেই নিয়ে তদন্ত চালানো হচ্ছে পুলিসের পক্ষ থেকে।

5 months ago
Babar: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন বাবর

সমাজমাধ্যমে পোস্ট করে সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়লেন বাবর। জানা গিয়েছে,  বিশ্বকাপে খারাপ ফলের পরেই নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর। জানা গিয়েছে, ভালো রাঙ্কিং থাকা সত্ত্বেও বিশ্বকাপে ভালো ফল না করায় নেতৃত্ব ছাড়লেন বিরাট। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছেন বাবরেরা। দেশে ফিরেই তাই নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।

সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান বাবর। তিনি লেখেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।”

5 months ago


Rizwan: আউট হবার পর চোখে জল রিজওয়ানের, বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

ভারতের মাটিতে বাবরের যুদ্ধ শেষ। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে তুলে দিয়ে, বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। শনিবার কলকাতায় প্রথম সাড়ে ছয় ওভারের মধ্যেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। কারণ, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে ৬.৪ ওভারে ৩৩৯ রান করতে হত। যা অসম্ভব এবং অবাস্তব। দেখার ছিল কতক্ষণ ইডেনে ইঙ্গো-পাক যুদ্ধে কতক্ষণ লড়াই করবে বাবর আর তাঁর দল। শুরু করেছিলেন ডেভিড উইলি, শেষ করলেন আদিল রশিদ, মইন খান এবং অ্যাটকিনসন। সবমিলিয়ে রান তাড়া করতে নেমে ২৪৪ রানে শেষ পাকিস্তান। হার ৯৩ রানে।

রান তাড়া করতে নেমে গোড়া থেকেই উইকেট হারায় পাকিস্তান। যে ফখর জামানের ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন পাক অধিনায়ক, সেই ফখর রান দেখলে গর্বিত হতে পারবেন না পাক সমর্থকরা। ১৯৯৬ সালে এই ইডেনে সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন বিনোদ কাম্বলি। এদিন সেই দৃশ্য ফের দেখা গেল ইডেনে।

আউট হওয়ার পর চোখের জল নিয়ে মাঠ ছাড়লেন পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের অবদান ৩৮। ওটাই পাক স্কোর কার্ডে ইংরেজদের বিরুদ্ধে সর্বোচ্চ রান। ম্যাচে তিন উইকেট ইংলিশ বোলার ডেভিড উইলির।

5 months ago
NewZealand: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানের সেমির আশা কার্যত শেষ করে দিল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৬০ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়ি ব্রিগেড। এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথ মসৃণ করলেন কেন উইলিয়ামসনরা। পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থেকে গেলেন তাঁরা। চাপ বাড়ল পাকিস্তানের।

এদিন চিন্নাস্বামীকে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও রচিন রবীন্দ্রের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেন শ্রীলঙ্কা। কুশল পেরেরার ৫১ রান ও থিকশানার ৩৮ রানের ইনিংসে ১৭১ রান তোলে তাঁরা।- ৩ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট।

এদিন এত অল্প রান তাড়া করতে নেমেও উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র ৪৫ ও ৪২ রান করেন। অধিনায়ক উইলিয়ামসনকে ১৪ রানে বোল্ড করে ফেরান ম্যাথিউজ। কিন্তু ৩১ বলে  ৪৩ রান করেন ড্যারিল মিচেল। ম্যাচ শেষ করে আসেন গ্লেন ফিলিপস ও টম লাথাম।

6 months ago
Pakistan: কোন সমীকরণে পাকিস্তান সেমিফাইনালে!

ইডেনে নামার আগেই কি সেমিফাইনালের স্বপ্ন কার্যত ভণ্ডুল পাকিস্তানের! ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছেন। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের কঠিন সমীকরণে পাকিস্তানের কাছে এক অদ্ভুত লক্ষ্যমাত্রা এসে দাঁড়িয়েছে। কী সেই হিসেব!

যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তা হলে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে তাঁদের। যার অর্থ, পাকিস্তান স্কোরবোর্ডে ৩০০ রান করলে ১৩ রানের মধ্যে ইংল্যান্ডকে অলআউট করতে হবে। প্রথমে পাকিস্তান বল করলে অন্তত ২৮৪ বল আগে খেলা শেষ করতে হবে। অর্থাৎ ৫০ ওভারের ম্যাচ পাকিস্তানকে ২.৪ ওভারেই শেষ করতে হবে।

বর্তমানে পয়েন্ট টেবিলে এক নম্বরে ভারত। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। তিনে আছে অস্ট্রেলিয়া। এই চার নম্বর স্থানের জন্য় নিউজিল্যান্ড ও পাকিস্তানের লড়াই। শ্রীলঙ্কাকে ১৬০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছেন কেন উইলিয়ামসনরা। 

6 months ago


Eden: ইডেনে বড় জয় ভারতের, এতে কি লাভ হল পাকিস্তানের!

ইডেনে বিরাট জয় রোহিত ব্রিগেডের। বড় রান রেট নিয়ে এক নম্বরে থেকেই শেষ চারে উঠল টিম ইন্ডিয়া। এই জয়ে কি কোনও ভাবে লাভ হল পাকিস্তানের! শনিবারই নিউজিল্যান্ডকে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের দিকেই নজর রাখতে হবে পাকিস্তানকে।

বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। পাকিস্তান নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান ও নিউজিল্যান্ড, দুই টিমই হারলে, রান রেটের হিসেবে বিচার হবে। যে টিমের রানরেট বেশি থাকবে, তারাই সেমিফাইনালে উঠবে।

আফগানিস্তান ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তাঁদের পক্ষে আগামী দুই ম্যাচে জয় কঠিন। একটি ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা। তবে ইডেনে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ টিমের লড়াইয়ে পাকিস্তানের কোনও লাভ হয়নি। এই ম্যাচ জয়ের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু আশা করেছিলেন, সেমিফাইনালে উঠবে পাকিস্তান। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি, ভারত ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ইডেনেই ভারত-পাকিস্তান ম্যাচ হবে।

6 months ago
Pakistan: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান

বিশ্বকাপ জমিয়ে দিল বেঙ্গালুরুর বৃষ্টি। সেইসঙ্গে ফখর জামানের ব্যাট। শনিবার নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২১ রানে হারিয়ে দিল পাকিস্তান। ৮১ বলে ১২৬ রান করে অপরাজিত ফখর।

কিউইদের ৪০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বৃষ্টির জেরে দফায় দফায় বন্ধ হয় পাক ইনিংস। সাড়ে ২৫ ওভারে ম্যাচ পণ্ড বলে ঘোষণা করা হয়। সেইসময় পাকিস্তানের স্কোর ছিল এক উইকেট ২০০ রান। এর আগে বৃষ্টির জেরে পাকিস্তানকে ৪১ ওভারে রান তাড়া করতে হত।

এই জয়ের ফলে আট ম্যাচে এখন পাকিস্তানের আট পয়েন্ট। আফগানিস্তানকে হটিয়ে এখন আবার তাঁরা পাঁচ নম্বরে। কিন্তু সেমিফাইনালে উঠতে হলে বিশ্বকাপের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি উপরের চারটি দলের দিকে তাকিয়ে থাকতে হবে বাবর আজমদের। বিশেষ করে নিউজিল্যান্ডের দিকেই বেশি করে তাকাতে হবে পাকিস্তানকে।

গ্রুপের নিউজিল্যান্ড শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদি দু দলই এই ম্যাচ জেতে, তখন পাকিস্তানকে অপেক্ষা করতে হবে রানরেটের জন্য। যদিও নিউজিল্যান্ড হারলেই যে সমস্যা শেষ তা নয়। কারণ, বাবরদের নির্ভর করতে হবে আফগানিস্তানের জেরা-হারার উপরেও। 

6 months ago


SemiFinal: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের সুযোগ পাকিস্তানের, জানুন কোন অঙ্কে

টানা চার ম্যাচ হারের পর অবশেষে ইডেনে জয়ের মুখ দেখেছে পাকিস্তান । পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এসেছেন বাবর আজমরা। তাই এখনও সেমিফাইনালে যাওয়া সুযোগ রয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের  বাংলাদেশকে হারানোর পর সেই বিষয়ে কী বলছেন পাক অধিনায়ক বাবর আজম ?

বাংলাদেশকে হারিয়ে অবশেষে একটু আশার আলো দেখছেন বাবরেরা । পাক অধিনায়ক জানাচ্ছেন, তাঁদের হাতে শুধু নিজেদের ম্যাচই আছে। তাই পরের দু'টো ম্যাচ জেতার চেষ্টা করবেন তাঁরা। বাকিটা ভাগ্যের ব্যাপার। উল্লেখ্য, পাকিস্তানের বাকি দুই ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ চার নম্বরে যাওয়ার সুযোগ থাকছে বাবরদের।

তবে, পাকিস্তানকে সেমিফাইনালে যেতে গেলে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকেও হারতে হবে। এই মুহূর্তে ৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। তার মধ্যে জিতেছে ২টি ম্যাচে। পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পরবর্তী দু'টি ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট সংগ্রহ করতে পারেন  বাবররা। এদিকে, চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ 

6 months ago
Pakistan: পাকিস্তানের কাছে হার, এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিশ্চিত

ইডেনে শাপমুক্তি। টানা চার ম্যাচ হারের পর অবশেষে কলকাতায় বিশ্বকাপের ম্যাচে জয়ে ফিরল পাকিস্তান। মঙ্গলবার বাংলাদেশকে তারা হারাল সাত উইকেটে প্রথম ব্যাট করে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩২.৩ ওভারে ইডেনে খেলা শেষ করল পাকিস্তান। ৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৬৯ বলে ৬৮ রান আবদুল্লা শাফিকের। এই হারের ফলে বিশ্বকাপ থেকে এবারের মতো বিদায় নিল বাংলাদেশ।

এর আগে কলকাতায় তিন উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংকে একাই ধসিয়ে দেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের শুরুতে বাংলাদেশকে ঝটকা দেন তিনি। এদিন ইডেনের পিচে পেসের সঙ্গে স্পিন আক্রমণ শুরু করেছিলেন বাবর। আফ্রিদি ছাড়াও ম্যাচে তিন উইকেট মহম্মদ ওয়াসিমের।

তবে প্রথমবার ইডেনে খেলতে নেমে ব্যাটে রান পেলেন না পাক অধিনায়ক। মাত্র ৯ রান করেই আউট হলেন তিনি। সাত ম্যাচে পাকিস্তানের ছয় পয়েন্ট। আফগানিস্তানকে সরিয়ে আবার তারা পাঁচ নম্বরে উঠে এল। ক্ষীণ হলেও নকআউটে ওঠার স্বপ্ন রয়েছে মিকি আর্থারের দলের কাছে। 

6 months ago
Pakistan: ইডেনে নামার আগে বড় দুঃসংবাদ পাক দলের, ইস্তফা দিলেন বড় তারকা

মঙ্গলবার বিশ্বকাপের মাঠে জানকবুল লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগেই পাক দলের বড় ধাক্কা। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তার মাত্র কয়েক ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্য নির্বাচক ইনজামাম উল হক।

সূত্রের খবর, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম,  শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল,  ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ইনজামাম উল হক।

6 months ago


South Africa: পাকিস্তানের বিরুদ্ধে শেষ উইকেটে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

চেন্নাইয়ে টানটান লড়াই। এক উইকেটে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা। তীরে এসেও তরী ডুবল বাবর ব্রিগেডের। ৩৩ ওভারে শাহিন আফ্রিদির ডেলিভারিতে ডেভিড মিলার ফিরতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে ধস নামতে শুরু করে। ৪১ ওভারে ৮ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। কিন্তু জয়ের জন্য রান বেশি বাকি ছিল না। কেশব মহারাজ ও শামসি ম্যাচ শেষ করেই ফিরলেন।

এদিন পাকিস্তানের ২৭০ রান তাড়া করতে নেমে, শুরুটা প্রত্যাশিত হয়নি দক্ষিণ আফ্রিকার। ২৮ রানে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রান করে ফেরেন কুইন্টন ডি কক। ২১ রান করেন ভ্যান্ডার ডাসেন। হেনরিক ক্লাসেনও ১২ রান করে ফেরেন। কিন্তু ৯১ রানের ইনিংস আসে আইডেন মারক্রমের ব্যাটে। মিলারের ১৪ বলে ২৯ রানে গতি পায় টিম। ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

6 months ago
WC2023: বিশ্বকাপের ইতিহাসে প্রথম পাকিস্তানকে হারাল আফগানিস্তান

ইংল্যান্ডের পর এবার পাকিস্তান। না কোনও চমক নয়। রীতিমতো পরিকল্পনা মাফিক পার্টনারশিপ, উইকেটের গতি বুঝে বোলিং ও ফিল্ডিং। এক ওভার বাকি থাকতেই ৮ উইকেটে বাবর ব্রিগেডকে হারাল আফগানিস্তান।

পরপর দুটি ম্যাচ হেরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আফ্রিদিরা। এই ম্যাচে হেরে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বড়সড় ধাক্কা খেলেন বাবরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলেন তাঁরা।

জবাবে ব্যাট করতে নেমে রহমাতুল্লাহ গুরবাজ ৬৫ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদ্রান করেন ৮৭ রান। ৭৭ রান করে অপরাজিত ছিলেন রহমত শাহ। ৪৫ বলে ৪৮ রান করেন অধিনায়ক শাহিদি। খেলা শেষ করে ফেরে আফগানিস্তান।

6 months ago